PDA

View Full Version : মার্কেটে সেইফ ওয়ে ইজ দ্যা বেস্ট ওয়ে!



hasem79
2018-07-22, 06:35 AM
চলতি বছরের শুরু থেকে বেশ ভল অবস্থায় ছিলাম বলতে গেলে। কিন্তু কি করে কি হয়ে গেল এই গেল সপ্তাহে আবারও নেগেটিভএ চলে আসলাম। আবারও নতুন করে শুরু করতেই হবে। একটা জিনিস আর কতবার শিখব যে একটু কম লাভই ভাল একাউন্ট এর লাল বাত্তি জ্বলার থেকে। নিজের উপর আর নিয়ন্ত্রন নেই মনে হচ্ছে। যাই হোক আবারও শুরু হবে নতুন করে পথচলা। দেখি পথ আমাকে কোথায় পৌছে দেয়।

riponinsta
2018-07-22, 10:46 AM
ফরেক্স মার্কেট এ বেশি রিস্ক নিয়ে ট্রেড করতে হয় না আপনি যদি ফরেক্স মার্কেট এ ভাল করতে চান তাহলে আপনাকে শিখতে হবে কি করে কম রিস্ক নিয়ে ফরেক্স মার্কেট এ বেশি লাভ করতে পারেন তাই এমন একটা ট্রেডিং সিস্টেম এ ট্রেড করুন যেই ট্রেডিং সিস্টেম এ আপনি অনেক কম রিস্ক নিয়ে অনেক বেশি বেশি লাভ করতে পারবেন বড় বড় ট্রেডার এই ভাবে ট্রেড করে ফরেক্স মার্কেট এ তারা কম রিস্ক নেয় আর বেশি লাভ করে

rafiuqlislam
2018-07-22, 11:54 AM
ভাই আপনি একটি অতি সুন্দর কথা বলেছেন।ফরেক্স ট্রেডিংয়ে অনেক ট্রেডার আছেন যারা বেশি লাভ করার স্বপ্নে ট্রেড করে ধরা খেয়ে মার্কেট থেকে আউট হয়ে যান।তার চেয়ে বরং অল্প লাভ হোক কিন্ত মার্কেটে টিকে থাকুন এটাই আপনার আমার সকলের কল্যান।

alamsat
2018-08-01, 11:37 AM
ভাই ফরেক্স এ লস হবে এটি স্বাভাবিক ব্যাপার কিন্তু লাভ ধরে রাখাটা হল সফলতা তাই যত কষ্ট হোক না কেন লাভ ধরে রাখার চেষ্টা করতে হবে। আর এর জন্য যেটি দরকার সেটি হল ধৈয্য। বার বার লস হলেও চেষ্টা করতে থাকা যেভাবেই হোক না কেন আমাকে ফরেক্স থেকে লস রিকোভারী করে লাভ করতেই হবে। তবে একটি কথা মনে রাখবেন লস রিকোভারী করার জন্য কখনও বড় লটে ট্রেড করবেন না। ছোট ছোট লটে ট্রেড করে লস তুলে আনার চেষ্টা করতে থাকেন। দেখবেন একদিন লস রিকোভারী করে লাভে থাকবেন।

Mamun13
2018-08-02, 09:05 AM
ঠিক এই ভাবেই আপনার মতো আমাদের সবাইকে অত্যন্ত দৃঢ়তার সাথে খুব ধীরে ধীরে এগিয়ে যেতে হবে৷ফরেক্স মার্কেট সত্যি আয় রোজগারের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বিশাল ক্ষেত্র৷ তাই এই মার্কেটে প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজনে আমাদেরকে খুব ধীরে ধীরে ট্রেডিং কলা কৌশল গুলো জানতে হবে,শিখতে হবে,বুঝতে হবে৷আমরা নতুন শিক্ষার্থী ট্রেডারগণ এই মার্কেটে কেন লস করি ?? কারণ একটাই- এই মার্কেটে কিভাবে নিয়মিত লাভ করতে হয় সে বিষয়গুলো আমরা এখনোও অনেকেই পরিষ্কারভাবে জানতে পারি নাই৷তাই আমাদেরকে ট্রেডিং কৌশলের বিষয়গুলো বিভিন্ন সোর্স থেকে ঘেঁটে ঘেঁটে শিখতে হবে এবং সে গুলোকে ডেমো অ্যাকাউন্টে নিয়মিত প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা অর্জন করতে হবে৷সবাই মনে রাখবেন আমরা ফরেক্স মার্কেটে বিভিন্ন কারণে লস করে থাকি৷এখানে মার্কেটের কোনোও প্রকার সমস্যা নাই-সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা৷

iloveyou
2018-10-02, 10:01 PM
ভাই ফরেক্সে ট্রেডারদের পথ চলার কোন শেষ নেই। এখানে প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে দক্ষতা বাড়াতে হবে। যেখানে হোচট খাবেন সেখান থেকেই উঠে দাঁড়ানোর পরিকল্পনাই হলো সেইফ ওয়ে ইজ দ্যা বেস্ট ওয়ে। সুতরাং নিজের লোভ ও ইমোশোনকে সর্বাধিক নিয়ন্ত্রণে রেখে কাজ করার প্রবণতাই হলো ফরেক্স ট্রেডিং এর মূল ভিত্তি। তাই এ ভিত্তিটাকে মজবুদ করে ব্যবসা করার নামই হলো সফলতা।

expkhaled
2018-10-03, 11:33 AM
এই ব্যপারে আমারও একই মত। যখন একটু লাভ করতে শুরু করি তখনই শুরু করে দেই অভার রিস্ক নিয়ে ট্রেড এবং যার কারনে আমি লস খেয়েছি অনেকবার তারপরও নিজেকে সংশোধন করতে চেষ্টা করি সব সময়। আসলে এই প্রসেস চলতে থাকবে যতদিন না আমরা সঠিক ভাবে ট্রেডার হতে পারি। সত্যিকারের ট্রেডার হওয়ার জন্য অনেক ধৈর্য্য, ত্যাগ, প্রতিক্ষা করা প্রয়োজন। এটা আসলে চলমান প্রক্রিয়া যা কিনা সাড়াজীবন আমাদের সঠিক কায়দা কানুন জানতে হবে এবং সব সময় প্রচেষ্টা করে যেতে হবে সঠিক জ্ঞান আহরন করার জন্য তাহলেই হবে।