View Full Version : ফরেক্স মার্কেটে কোন ইন্ডিকেটর ভাল কাজ করে
alamsat
2018-07-25, 12:38 PM
আমার ফরেক্স মার্কেট সম্পর্কে এতদিনের অভিজ্ঞতা থেকে যা বুঝতে পারলাম তার মধ্যে মুভিং এ্যাভারেজ ইন্ডিকেটরটি বেশ ভাল মানের একটি ইন্ডিকেটর কারন এটি মার্কেট সম্পর্কে ভাল একটি ধারনা প্রদান করে থাকে যে, পরবর্তী মার্কেট উপরে না নিচে নামবে। আর মুভিং এ্যাভেরেজ ইন্ডিকেটরটি অনেক অভিজ্ঞ ট্রেডাররা ব্যবহার করে থাকে। আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কে কি ইন্ডিকেটর ব্যবহার করে সফলতা পেয়েছেন যদি বিস্তারিত বলেন তাহলে ফোরামের সকল সদস্য এটি কাজে লাগিয়ে লাভবান হতে পারবে। তাই কোন ইন্ডিকেটর এবং কিভাবে এটি ব্যবহার করব একটু বিস্তারিত শেয়ার করবেন। সকলের প্রতি আমার শুভকামনা রহিল।
Mamun13
2018-08-03, 08:30 AM
আমার ব্যক্তিগত প্রায় ৫ বছরের অভিজ্ঞতার আলোকে অসংখ্য ইন্ডিকেটরের ব্যবহার দেখেছি এবং আমি নিজে অনেকগুলো indicator বিভিন্নভাবে ব্যবহার করে করে যাচাই বাছাই করেছি৷ আমার কাছে মনে হল যেহেতু আমরা এখানে বিভিন্ন মেধাসম্পন্ন বিভিন্ন শ্রেণীর মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিগণ ট্রেড করতে আসছি তাই আমাদের ভিন্নতার কারণে আমরা বিভিন্ন ধরনের indicator ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকি৷কারো কাছে Moving average সর্বোত্তম মনে হয়,আবার কারো কারো কাছে RSI সবচেয়ে ভালো লাগে,কারো কাছে Bolinger Band উপযুক্ত ইনডিকেটর হিসেবে ব্যবহৃত হয়,আবার অনেকের কাছে CCI indicator খুবই প্রিয়,আবার অনেকের কাছে MACD indicator বেশ ভালো মনে হয়,অনেকেই একাধিক ইন্ডিকেটর এর সমন্বয়ে বিভিন্ন ধরনের ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করে নিয়মিত প্রফিট করে থাকেন,আবার আমি ব্যক্তিগতভাবে অনেকের কাছে দেখেছি কোনোও প্রকার indicator ছাড়াই সম্পূর্ণ ঝকঝকে পরিষ্কার ট্রেডিং চার্ট analysis করে তারা সফল ভাবে ট্রেড করছেন এবং নিয়মিত প্রফিটও করছেন৷তাই আমি নিশ্চিত হয়েছি- যে ট্রেডার যেমন তিনি ঠিক সেই রকম সিষ্টেম ব্যবহার করে ট্রেড করেন৷ কেউ হয়তো ১টি ইন্ডিকেটর ব্যাবহার করেন আবার কেউ হয়তো একাধিক ইন্ডিকেটর ব্যাবহার করেন আবার কেউ হয়তো ইন্ডিকেটর ফ্রী চার্টে ট্রেড করেন৷আমি ব্যক্তিগতভাবে অনেক indicator ব্যবহার করার পর এখন বর্তমানে কোনোও ইন্ডিকেটরকেই তেমন কোনো পাত্তা দেই না বরং indicator মুক্ত পরিষ্কার ঝকঝকা ট্রেডিং চার্টে ট্রেড করতে 100% সাচ্ছ্যন্দ বোধ করি৷
SHARIFfx
2018-08-03, 05:53 PM
আসলে ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটরের অভাব নাই। তবে কিছু ভালো ইন্ডিকেটর আছে যার মাঝে আমার কাছে ইউনিক ইন্ডিকেটর হচ্ছে আর,এস,আই। আমি এটি নিজে মডিপাই করে ২০-৮০ সেট করছি। ২০ তে হিট করলে বাই আর ৮০ তে হিট করলে সেল আর এটি আমি h4, d1 এ ফলো করি।
iloveyou
2018-08-03, 09:33 PM
ভাই এখানে সব ইন্ডিকেটর মনে করেন ৫০% কাজ করে আর বাকী ৫০% আপনার মধ্যে থাকতে হবে। সেজন্য আপনাকে মার্কেটের সাইকোলোজি বুঝতে হবে। কারন এটা এমন একটা মার্কেট প্লেস যেখানে কারও কোন সিস্টেমের উপর ভরসা করাই বোকামী হবে, কেননা মার্কেটের পরবর্তী কেন্ডেলটি কিরকম রুপ ধারণ করতে পারে সেটা কেউ বলতে পারবে না। তবে এখানে যার আইডিয়া যত ভাল সে বেশি ভাল ইনকাম করার ক্ষমতা রাখে।
Starship
2020-10-17, 11:11 PM
ফরেক্স মার্কেটে আমরা মার্কেট পূর্বে থেকে বোঝার জন্য বা মার্কেট সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমরা একটি পথ অবলম্বন করে থাকি তা হল বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করা। এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা মার্কেটে একটি আংশিক ধারণা পায়। আমার মতে ফরেক্সের ট্রেড করার জন্য সবচেয়ে জনপ্রিয় ইন্ডিকেটর হল জিগজ্যাক। জিগজ্যাক বেশিরভাগ সময় তাদের ফলাফল সঠিকভাবে প্রকাশ করে। যা অন্যান্য ইন্দিকেটরের তুলনায় একুরিটি অনেকটা বেশি। এছাড়াও আর এস আই, ম্যাকডি রয়েছে যা আপনি ব্যবহার করে দেখতে পারেন।
Md.shohag
2020-10-18, 06:47 AM
ফরেক্স মার্কেটে আমরা মার্কেট পূর্বে থেকে বোঝার জন্য বা মার্কেট সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমরা একটি পথ অবলম্বন করে থাকি তা হল বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করা। এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা মার্কেটে একটি আংশিক ধারণা পায়। আমার মতে ফরেক্সের ট্রেড করার জন্য সবচেয়ে জনপ্রিয় ইন্ডিকেটর হল জিগজ্যাক। জিগজ্যাক বেশিরভাগ সময় তাদের ফলাফল সঠিকভাবে প্রকাশ করে। যা অন্যান্য ইন্দিকেটরের তুলনায় একুরিটি অনেকটা বেশি। এছাড়াও আর এস আই, ম্যাকডি রয়েছে যা আপনি ব্যবহার করে দেখতে পারেন।
EmonFX
2020-10-18, 10:07 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে প্রথমিক পর্যায়ে কোনো-না-কোনো ইনডিকেটরের সাহায্য নিতে হয়। তবে ট্রেডিং করতে করতে যখন নিজের এনালাইসিস অভিজ্ঞতা বৃদ্ধি পাবে তখন কোন ইন্ডিকেটর ব্যবহার না করলেও চলে। নিজেই এনালাইসিস করে তৈরি করা যায়।সাধারণত এসব ইন্ডিকেটর 50 পার্সেন্ট কাজ করে থাকে বাকিটা নিজের এনালাইসিস এর উপর ভিত্তি করেই সেটিং করতে হয়। আসলে একেকজন একেকরকম ইন্ডিকেটর ব্যবহার করতে সুবিধা মনে করেন। ফরেক্স মার্কেটে অনেকগুলো ইনডিকেটরের মধ্য থেকে মুভিং এভারেজ আরএসআই এবং জিগজাগ আমার কাছে কিছুটা কার্যকর মনে হয়। এসব ইন্ডিকেটর বেশিরভাগ সময় কার্যকর নির্দেশনা দিয়ে থাকে।পরিশেষে বলব যে আপনি যে ইন্ডিকেটর ব্যবহার করেন না কেন আপনার নিজের এনালাইসিস কে সর্বোচ্চ গুরুত্ব দিন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.