PDA

View Full Version : সুইং ট্রেডিং স্ট্রাটেজিস



SumonIslam
2018-07-31, 04:48 PM
সুইং ট্রেডিং স্ট্রাটেজিস খুবই সাধারন এবং কার্যকরি একটি ট্রেডিং ট্রেডিং স্ট্রাটেজিস। মার্কেটে প্রাইজ সুইং (swing) বা উঠানামাকে কাজে লাগিয়ে ট্রেড করার কৌশলই সুইং ট্রেডিং স্ট্রাটেজিস। মার্কেটে ধারাবাহিকভাবে একটি নির্দিস্ট সময় পর পর আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড হয়ে থাকে।
এই স্ট্রাটেজিস অনুসারে সাধারনত আপ ট্রেন্ড এর লো সুইং পয়েন্ট এর সময় বাই করতে হয় আর ডাউন ট্রেন্ড এ হাই সুইং পয়েন্ট এ সেল করতে হয়। অথবা আরো সহজ ভাষায় বলতে গেলে কোনো একটি ট্রেন্ড এর রিট্রেসমেন্ট লেভেলে বাই বা সেল ট্রেড এ প্রফিটের সুযোগ খুজে বের করে সেই অনুযায়ি ট্রেড এন্ট্রি নেয়া যেতে পারে যাতে করে আমরা সর্বনিম্ন প্রাইস এ বাই করে সর্বোচ্চ প্রাইস এ সেল করে দিতে পারি। মুলত আপট্রেন্ড এর ক্ষেত্রে আর ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে টপ পয়েন্ট এ সেল অর্ডার নিয়ে একদম কম প্রাইস লেভেল এ ট্রেড ক্লোজ করে দিতে পারলে সর্বোচ্চ প্রফিট নিয়ে ট্রেড থেকে বের হয়ে যাওয়া যায়।

Rakib Hashan
2018-08-12, 04:12 PM
সুইং ট্রেডিংয়ের প্রধান শর্ত ই হলো কোনো একটি পেয়ার একটি নির্দিস্ট ট্রেন্ড এ থাকতে হবে, হয় আপট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড কনফার্ম হওয়ার জন্যে কমপক্ষে ৩ টি পরিপূর্ণ ক্যান্ডেল উপরের দিকে উঠে যেয়ে একটি টপ লেভেল তৈরি করবে এবং ডা্উনট্রেন্ড কনফার্ম হওয়ার জন্যে ৩টি পরিপূর্ণ ক্যান্ডেল নিচে নেমে গিয়ে একটি আদর্শ বটম তৈরি করবে। এখানে পরিপূর্ণ ক্যান্ডেল বলতে যে ক্যান্ডেলগুলো ওপেন প্রাইজ আর ক্লোজিং প্রাইজ এর মধ্যে মুটামুটি প্রাইজ গ্যাপ থাকবে যাতে করে পরের ক্যান্ডেলগুলোকে খুব ছোট না দেখায় বা ওপেন প্রাইজ আর ক্লোজিং প্রাইজ যাতে সমান হয়ে না যায়। তবে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে মাঝে মাঝে ক্যান্ডেল এর সাইজ কিছুটা ছোট হলেও সমস্যা নাই কারন মাঝে মাঝে প্রাইস প্রায় একই জায়গায় ঘুরাঘুরি করে কয়েকটা ডজি ক্যান্ডেল ফর্ম করে তারপর আবারো তার ট্রেন্ড এর দিকে যেতে থাকে।
6170
এখন সুইং ট্রেডিং করার জন্যে আমাদেরকে উপরের মত নির্দিস্ট একটি ট্রেন্ড এর জন্যে অপেক্ষা করতে হবে। আমরা সবাই জানি যে ফরেক্সে “ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড” আর একারনেই আমরা কখন ও সুইং ট্রেডিং এ “আপট্রেন্ড এর সময় সবসময় বাই পজিশনে যাব, আর ডাউন ট্রেন্ড এর সময় সবসময় সেল পজিশনে যাব না।

FXBD
2018-09-23, 06:05 PM
মার্কেটে অসংখ্য ট্রেডার রয়েছে যারা অনেকে বেশি বেশি ট্রেড করতে পছন্দ করে, আবার কেউ ধীরে-সুস্থে ট্রেড করতে পছন্দ করে। কেউকেউ অল্প লাভে খুশি থাকে, আবার কেউবা বড় ধরনের লাভের আশায় অনেক বড় ঝুকি নিয়ে ট্রেডিং করে। মুলত সুইং ট্রেডিং এমন এটা এক ধরনের ট্রেডিং যা ১০০% লাভের নিশ্চয়তা থাকে। এখানে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস একসাথে মিলিয়ে করা হয় এবং যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রাইস মুভমেন্ট ধরা এবং সঠিক সময়ে ট্রেডিং বন্ধ রাখা। এটা সাধারনত মিডিয়াম-টার্ম ট্রেডিং স্টাইল যাতে পজিশন কয়েক দিনের জন্য ধরে রাখা হয়, তাই প্রাইস যদি আপনার বিরুদ্ধে যায় তাহলে তার জন্য আপনার পর্যাপ্ত পরিমানে ধৈর্য থাকতে হবে। মূল উদ্দেশ্য হচ্ছে মিডিয়াম-টার্ম ট্রেন্ড চিনহিত করা এবং মার্কেটে তখনই এন্ট্রি নেয়া হয়। সুইং ট্রেডিং পূর্বেই বড় ধরনের প্রাইসের মুভমেন্টের আশা করে আর তথায় এরজন্য ভালোভাবে-বিবেচিত পজিশন সাইজ ম্যানেজমেন্টের প্রয়োজন যাতে নেতিবাচক ঝুঁকি কমানো যায়।