Log in

View Full Version : সেন্টিমেন্টাল এ্যানালিসিস সম্পর্কে বিস্তারিত



alamsat
2018-08-05, 10:56 AM
আমরা যদি সেন্টিমেন্টাল এ্যানালিসিস সম্পর্কে বিশেষভাবে জ্ঞান লাভ করতে পারি তাহলে খুব সহজে ফরেক্স থেকে লাভ করতে পারব। সেন্টিমেন্টাল এ্যানালিসিস তিন ধরনের বুলিশ সেন্টিমেন্টাল, বিয়ারিশ সেন্টিমেন্টাল এবং রেঞ্জিং সেন্টিমেন্টাল। এই তিন ধরনের সেন্টিমেন্টাল মার্কেটে সব সময় কাজ করে থাকে। এই তিন ধরনের এ্যানালিসিস ভাল করে একবার আয়ত্ব করতে পারলে খুব সহজে আপনি মার্কেট ভবিৎতে কোনদিকে যাবে বুঝতে পারবেন। আমি বর্তমানে এই এ্যানালিসিস নিয়ে পড়ে আছি কিভাবে এটি ভাল করে শিখতে পারি। আর আমার ফোরামের বন্ধুদের নিকট আমার আবেদন এই এ্যানালিসিস যারা যানেন একটু বিস্তারিত আলোচনা করবেন এবং কোথায় এবং কোন সাইটে গেলে আমরা এ্যানালিসিসটি সম্পর্কে বিস্তারিত জানতে পারব একটু শেয়ার করবেন।

Mamun13
2018-09-12, 08:06 AM
এখন আমরা সবাই জানি ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেডের সফলতা সেন্টিমেন্টাল এনালাইসিস এর উপর নির্ভরশীল 70% নির্ভরশীল৷ সেন্টিমেন্টাল এনালাইসিসের জন্য প্রথমে আমাদেরকে ফান্ডামেন্টাল এনালাইসিস নিশ্চিত হতে হবে এবং পরবর্তীতে টেকনিক্যাল এনালাইসিস করে নিশ্চিত হতে হবে৷ ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিসের সমন্বয়ে ট্রেডারগণ কি ধরনের ট্রেড করবেন তার জন্য মার্কেটে বিশেষ সেন্টিমেন্ট তৈরি হয়৷কোনো নির্দিষ্ট কারেন্সি পেয়ারের ওপর ফান্ডামেন্টাল এনালাইসিস কি বলছে Bulish/Bearish/Ranging ? - প্রথমে সেটা দেখুন এবং পরে দেখুন টেকনিক্যাল এনালাইসিস কি বলছে-Bulish/Bearish/Ranging ?৷যদি ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিস মোটামুটি মিলে যায় তাহলে অবশ্যই ট্রেডারগণ সেই মোতাবেক এন্ট্রি করে থাকবেন৷মার্কেটে ট্রেডারদের এই ধরনের নিশ্চিত সেন্টিমেন্টকে মার্কেট সেন্টিমেন্ট বলা হয়৷মার্কেট তো ট্রেডারদের বাইরের অন্য কোনো কিছু নয় সুতরাং ট্রেডারগণ কি ধরনের সেন্টিমেন্ট নিয়ে আছেন- Bulish/Bearish/Ranging ? সেটাই মার্কেট সেন্টিমেন্ট আর এটাকেই সবাই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বলে থাকেন অর্থাৎ৷ ট্রেডারদের সেন্টিমেন্ট কি হতে পারে- Bulish/Bearish/Ranging ?? এই বিষয়টাই মার্কেট এনালাইসিস করে বুঝতে হবে৷

iloveyou
2018-09-21, 12:00 PM
ভাই আমি যতটুকু জানি এই মার্কেট সম্পর্কে আপনি ভুল পথে অগ্রসর হচ্ছেন। কারন আপনি বর্তমানে যে অ্যানালাইসিসের বেসিসে ট্রেড করছেন ঠিক এভাবেই আমিও তিন থেকে চার বছর আগে এভাবেই ট্রেড করতাম। কারন এটার ফলাফর জিরো। আপনি চাইলেও বেশিদিন এটা ধরে রাখতে পারবেন না। তাই অযথা আপনার মূল্যবান সময়গুলো নষ্ট না করে বরং ফান্ডামেন্টাল কিংবা টেকিনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে ট্রেড করুন। এটা সবথেকে নিরাপদ। তবে মনে কিছু নিবেন না আমার কথাগুলো যদি আপনাকে কষ্ট দেয়।

saraa
2020-03-22, 12:43 PM
এটি বাস্তবতা যা বহু ব্যবসায়ী বিশ্লেষণ অনুসারে কাজ করে না এবং এর ফলে তারা অনেক সময় লোকসান পায় এবং তারপরে তারা বুঝতে পেরেছিল যে এটি একটি ভাল বিশ্লেষণ এবং আমাদের বিশ্লেষণ মানতে হবে এবং কারণটি হ'ল প্রত্যেকে তার সাথে কাজ করতে চায় নিজের জ্ঞানীহ্যাঁ জ্ঞানের অভাব আমাদের বড় ক্ষতি দিতে পারে এবং ভাল জ্ঞান ব্যতীত আমরা কোনও ভাল সাফল্য পেতে পারি না তাই আপনার সম্পূর্ণ জ্ঞানটি অর্জন করতে হবে এই পদক্ষেপটি কেবলমাত্র একটি পদক্ষেপই আপনি ভাল ট্রেডিং লাভজনক ব্যবসায়ের দিকে নিতে পারেন তাই আপনার সেরা জ্ঞানটি সম্পূর্ণ করুন প্রথম।

amreta
2020-03-22, 06:42 PM
আমরা যদি সেন্টিমেন্টাল এ্যানালিসিস সম্পর্কে বিশেষভাবে জ্ঞান লাভ করতে পারি তাহলে খুব সহজে ফরেক্স থেকে লাভ করতে পারব। সেন্টিমেন্টাল এ্যানালিসিস তিন ধরনের বুলিশ সেন্টিমেন্টাল, বিয়ারিশ সেন্টিমেন্টাল এবং রেঞ্জিং সেন্টিমেন্টাল। এই তিন ধরনের সেন্টিমেন্টাল মার্কেটে সব সময় কাজ করে থাকে। এই তিন ধরনের এ্যানালিসিস ভাল করে একবার আয়ত্ব করতে পারলে খুব সহজে আপনি মার্কেট ভবিৎতে কোনদিকে যাবে বুঝতে পারবেন। আমি বর্তমানে এই এ্যানালিসিস নিয়ে পড়ে আছি কিভাবে এটি ভাল করে শিখতে পারি। আর আমার ফোরামের বন্ধুদের নিকট আমার আবেদন এই এ্যানালিসিস যারা যানেন একটু বিস্তারিত আলোচনা করবেন এবং কোথায় এবং কোন সাইটে গেলে আমরা এ্যানালিসিসটি সম্পর্কে বিস্তারিত জানতে পারব একটু শেয়ার করবেন।

প্রিয় সদস্য মুখ্য সিরফ নিউজ কো দেখকার বিশ্লেষণ করতা হুন অর প্রধান ব্যবহার কে জারিয়ে বাজার কো বাহুত হাই আচি তরীকে সে বিশ্লেষণ কর লেটা হুন মৈন আর কোই ভি বিশ্লেষণ কর্ণ পাসান্দ নাহিন কর্তা কিউঙ্কি মেন ইউজ কে লিয়ে বহুত অচা লাভ, লেটা হুন

alamsat
2020-03-22, 08:53 PM
প্রিয় সদস্য মুখ্য সিরফ নিউজ কো দেখকার বিশ্লেষণ করতা হুন অর প্রধান ব্যবহার কে জারিয়ে বাজার কো বাহুত হাই আচি তরীকে সে বিশ্লেষণ কর লেটা হুন মৈন আর কোই ভি বিশ্লেষণ কর্ণ পাসান্দ নাহিন কর্তা কিউঙ্কি মেন ইউজ কে লিয়ে বহুত অচা লাভ, লেটা হুন

স্ন্দুর মন্তব্য করার জন্য ধন্যবাদ। তবে আপনার ভাষার কিছুই আমি বুঝতে পারি নাই। যদি এটা বাংলা ভাষায় লেখা হত তাহলে পরিস্কার বুঝতে পারতাম। তাই পরবর্তীতে দয়াকরে বাংলা ভাষায় পোষ্ট করতে আমি সহ ফোরামের সকলেই আপনার মতামত পড়ে বুঝতে পারবে। সুতরাং এটা মাথায় রেখে পোষ্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ রহিল।