PDA

View Full Version : হারামি ইনডিকেটর



jasminbd
2018-08-05, 06:29 PM
হারামি ইনডিকেটর
হারামি হলো একটি রিভার্সাল প্যাটার্ন, যা দুইটি ক্যান্ডেলস্টিকের মাধ্যমে তৈরি: একটি ছোট ক্যান্ডেল এবং একটি অপেক্ষাকৃত বড় পূর্ববর্তী ক্যান্ডেল। এই প্যাটার্ন চার্টের সাপ্তাহিক, দৈনিক, ঘণ্টা ভিত্তিক বা মিনিট ভিত্তিক যেকোনো সময় তৈরি হতে পারে।

এই সম্পর্কে বিস্তারিত অতিশীঘ্রই দেওয়া হবে।

jasminbd
2018-08-09, 06:45 PM
আজকে হারামি ইনডিকেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব-

"হারামি" হলো "প্রেগন্যান্ট" এর পুরানো জাপানি শব্দ। এটা অ্যাঙ্গালফিং প্যাটার্নের মত বিপরীত রঙ দ্বারা তৈরি।

নিম্নমুখী প্রবণতার পর অথবা দীর্ঘ ঊর্ধ্বমুখী প্রবণতার পর সর্বোচ্চ বিন্দুতে প্রবণতা দুর্বল হওয়ার সময় বা রিভার্সালের সময় হারামি প্যাটার্ন তৈরি হয়। ছোট ক্যান্ডেলের রং এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়।

মার্কেটে সিদ্ধান্ত গ্রহণের সময় পূর্ববর্তী দীর্ঘ ক্যান্ডেলস্টিকের তুলনায় ছোট ক্যান্ডেলস্টিকের অবস্থান গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, কারণ প্যাটার্নের ক্ষেত্রে ক্যান্ডেলস্টিকের অবস্থান খুবই গুরুত্ব বহন করে।

বিয়ারিশ হারামি এবং বুলিশ হারামি
নিম্নমুখী প্রবণতার সময় তৈরি হওয়া বুলিশ হারামি প্যাটার্নের ক্ষেত্রে, ছোট ক্যান্ডেলের মূল অংশ বড় ক্যান্ডেল দ্বারা সম্পূর্ণরূপে আবৃত হয়। অর্থাৎ চলতি প্রবণতা ঊর্ধ্বমুখী রূপ নিতে পারে এবং এরফলে শর্ট পজিশনে থাকাই যৌক্তিক।

প্রবণতা ঊর্ধ্বমুখী থাকার সময় বিয়ারিশ হারামি প্যাটার্ন তৈরি হলে, এটা নিম্নমুখী প্রবণতাকে নির্দেশ করে এবং এর ফলে লং পজিশন গ্রহণের সুযোগ সৃষ্টি হয়।
6167
বিয়ারিশ হারামি প্যাটার্ন

6168
বুলিশ হারামি প্যাটার্ন

এই ইনডিকেটরটি ডাউনলোড করতে এই এখানে ক্লিক করুন 6169

Rokibul7
2020-07-23, 10:49 PM
আজকে হারামি ইনডিকেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব-

"হারামি" হলো "প্রেগন্যান্ট" এর পুরানো জাপানি শব্দ। এটা অ্যাঙ্গালফিং প্যাটার্নের মত বিপরীত রঙ দ্বারা তৈরি।

নিম্নমুখী প্রবণতার পর অথবা দীর্ঘ ঊর্ধ্বমুখী প্রবণতার পর সর্বোচ্চ বিন্দুতে প্রবণতা দুর্বল হওয়ার সময় বা রিভার্সালের সময় হারামি প্যাটার্ন তৈরি হয়। ছোট ক্যান্ডেলের রং এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়।

মার্কেটে সিদ্ধান্ত গ্রহণের সময় পূর্ববর্তী দীর্ঘ ক্যান্ডেলস্টিকের তুলনায় ছোট ক্যান্ডেলস্টিকের অবস্থান গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, কারণ প্যাটার্নের ক্ষেত্রে ক্যান্ডেলস্টিকের অবস্থান খুবই গুরুত্ব বহন করে।

বিয়ারিশ হারামি এবং বুলিশ হারামি
নিম্নমুখী প্রবণতার সময় তৈরি হওয়া বুলিশ হারামি প্যাটার্নের ক্ষেত্রে, ছোট ক্যান্ডেলের মূল অংশ বড় ক্যান্ডেল দ্বারা সম্পূর্ণরূপে আবৃত হয়। অর্থাৎ চলতি প্রবণতা ঊর্ধ্বমুখী রূপ নিতে পারে এবং এরফলে শর্ট পজিশনে থাকাই যৌক্তিক।

প্রবণতা ঊর্ধ্বমুখী থাকার সময় বিয়ারিশ হারামি প্যাটার্ন তৈরি হলে, এটা নিম্নমুখী প্রবণতাকে নির্দেশ করে এবং এর ফলে লং পজিশন গ্রহণের সুযোগ সৃষ্টি হয়।
6167
বিয়ারিশ হারামি প্যাটার্ন

6168
বুলিশ হারামি প্যাটার্ন

এই ইনডিকেটরটি ডাউনলোড করতে এই এখানে ক্লিক করুন 6169


ধন্যবাদ ভাই হারামি ক্যন্ডেলস্টিক এর ধারনা বা আলোচনা করার জন্য।আমি ক্যান্ডেলস্টিক এনালাইসিস শুরু করতে চাচ্চি।তাই আপনাদের এই সমস্ত পোষ খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে।ধন্যবাদ