View Full Version : Gbpjpy ট্রেডারগন এদিকে আসেন
lanzuu
2018-08-07, 01:42 PM
এই কারেন্সী পেয়ারে অনেকদিন ধরে ট্রেড করছি। ট্রেডিং সিস্টেম একটাই ফলো করে মোটামোটি ভালই প্রফিটে থাকতে পারছি। ইনস্টাফরেক্সে এই পেয়ারের স্প্রেড যদিও বেশি, তারপরো অন্যান্য ব্রোকারের একাউন্টে এই পেয়ারের মজা একবার পেয়ে গেলে অন্য সব পেয়ারে ট্রেড করতে আপনার মন চাইবে না। gbpjpy পেয়ারে ভলাটাইল বেশি। আজকে ভালো একটা এন্ট্রি এখানে পেয়েছি। ট্রেড হোল্ড করব এই সপ্তাহ। কমপক্ষে ১০০-১৫০ পিপস টার্গেট থাকবে। নিচের চার্টে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। চার্ট দেখুন আর আপনার মন্তব্য দিন।
6148
rafiuqlislam
2018-08-07, 04:25 PM
ফরেক্স ট্রেডিংয়ে সকলের কাছে একই পেয়ার ভাল নাও লাগতে পারে।কারন এক এক জনের কাছে এক এক পেয়ার গ্রহনযোগ্য । আনার কাছে gbpjpy লাগে আপনি ওটাতে লেগে থাকেন।আপনার চার্টে প্রদর্শিত মার্কেটের অবস্থা প্রফিটেবল আপনি ঝুকি নিতে পারেন।
lanzuu
2018-08-07, 11:46 PM
ফরেক্স ট্রেডিংয়ে সকলের কাছে একই পেয়ার ভাল নাও লাগতে পারে।কারন এক এক জনের কাছে এক এক পেয়ার গ্রহনযোগ্য । আনার কাছে gbpjpy লাগে আপনি ওটাতে লেগে থাকেন।আপনার চার্টে প্রদর্শিত মার্কেটের অবস্থা প্রফিটেবল আপনি ঝুকি নিতে পারেন।
হুম ধন্যবাদ। অলরেডি একটা বাই এন্ট্রি নেয়া হয়ে গেছে। এখন যদিও লসে আছে দেখি কি হয়। আশা করি ২য় টিপি হিট হবে। আর না হলে লস হবে ব্যালেন্সের ২%। তবে হ্যা ইনস্টাফরেক্সে ট্রেড করলে শুধু মেজর পেয়ার নিয়েই ট্রেড করা উচিত। কারন এদের ক্রস পেয়ারে স্প্রেড মাত্রাতিরিক্ত বেশি।
lanzuu
2018-08-29, 12:25 AM
আগের ট্রেন্ডলাইন গুলো ব্রেক করে এখন নতুন সেল ট্রেন্ডের দিকে যেতে চলেছে পেয়ারটি। আশা করি এ সপ্তাহ ডাউন ট্রেন্ডের দিকে থাকবে। নিচের চার্টটি লক্ষ্য করুন।
6245
SumonIslam
2019-02-20, 05:23 PM
7208
গতকালকে থেকেই GbpJpy পেয়ারটি ফ্ল্যাট মুডে রয়েছে, যদিও আমার 142.75 পজিশনে একটি সেল অর্ডার রয়েছে, যেখানে আমি SL 143.80 এবং TP 139.80 সেট করেছি। আশা করছি এটা আজকেই হিট করবে, তাহলে আমি একটি বাই অর্ডার খুলবো।
Rakib Hashan
2019-05-16, 04:18 PM
GbpJpy পেয়ারটি বর্তমানে 141.30 অবস্থানে আছে। পেয়ারটি বর্তমানে শক্তিশালী সাপোর্ট এরিয়ার কাছাকাছি অবস্থান করছে। পেয়ারটির জন্য কাছাকাছি শক্তিশালী সাপোর্ট আছে 141.10 এরিয়াতে। গতকাল পাউন্ডের আওয়ারলি আর্নিং এবং আন এমপ্লয়মেন্ট নিউজ ছিলো। আন এমপ্লয়মেন্ট কমলেও আর্নিং রিপোর্ট খারাপ আসার কারনে গতকাল থেকে এখন পর্যন্ত পাউন্ড বেশ সেল মুডে ছিলো। যদিও ব্রেক্সিট ইস্যু নিয়ে পাউন্ডের অবস্থা শোচনীয়। কিন্তু গত এফ ও এম সি মিটিংয়ে ফেড চেয়ারম্যান পাওয়েল বলেছিলেন হার্ড ব্রেক্সিটের সম্ভাবনা নেই বললেই চলে, বর্তমান পরিস্থিতি আগাচ্ছেও সেদিকে বলে মনে হচ্ছে। ইউকে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বেধে দেওয়া নতুন বর্ধিত সময়ের মাঝেই ইউনিয়ন ভুক্ত বিভিন্ন দেশের সাথে বানিজ্য চুক্তি সম্পন্ন করার। আর যদি সত্যি সত্যিই সফট ব্রেক্সিট হয় তবে অনেক খারাপের মাঝেও এটা হবে ইউকের জন্য আশীর্বাদ স্বরূপ। এর ফলে টোল ফ্রি বা অল্প ট্যাক্স ইউকে ঐ সকল দেশের সাথে বানিজ্য করতে পারবে।
7984
পাউন্ড টানা দূর্বল থাকার পর ফান্ডামেন্টাল বিষয়গুলোর কারনে বাই করার পজিশনে চলে আসছে, অন্য দিকে যারা পাউন্ডে সেল মুডে ছিলো তারাও প্রোফিট টেকিং শুরু করে দিয়েছে। বিভিন্ন ব্যাংকগুলো বর্তমানে ইউকের সামগ্রিক অবস্থা বিবেচনায় পাউন্ডে বাই মুডে ঢোকার অপেক্ষায়। অপরদিকে জাপানি ইয়েন টানা শক্তিশালী থাকার পর কিছুটা স্ট্রেন্থ হারাচ্ছে। অনেক প্রোফিট টেকিং ও হচ্ছে। যেহেতু GbpJpy পেয়ারটি RSI তে বেশ ওভারসোল্ড সো করছে এবং শক্তিশালী সাপোর্ট খুব কাছাকাছি অবস্থান করছে। অতীতে বেশ কয়েকবার উক্ত সাপোর্টে বাধা পেয়ে পেয়ারটিকে আপ হতে দেখা গেছে। যেহেতু ফান্ডামেন্টাললি পাউন্ডে আশার আলো দেখার সম্ভাবনা তৈরী হয়েছে অপরদিকে ইয়েন এর স্ট্রেন্থ শেষ করে এখন কারেকশন এর অপেক্ষায়। তাই বর্তমান পজিশন থেকে পেয়ারটিতে 100MA হিসেবে 143.70 - 143.85 এরিয়া পর্যন্ত বাই মুডে থাকা যেতে পারে ।।
দিন শেষে ফরেক্স মার্কেট তার আপন গতিতেই চলবে। মাঝে মাঝে ফ্ল্যাশ ক্রাশ , ব্রেক্সিট ইস্যুর মত ঝড় তো থাকবেই। তাই অবশ্যই সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা উচিৎ এবং ভালো সেটাপ এবং ভালো ট্রেড কনফার্মেশন এর জন্য ধৈর্য ধারণ করে অপেক্ষা করা উচিৎ।
SUROZ Islam
2019-08-20, 04:38 PM
অনেক দিন পর আজকে #gbpjpy পেয়ার নিয়ে একটা এনালাইসিস শেয়ার করলাম
8660
এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস প্যাটার্ন হেড এন্ড শোউল্ডার এর মত গঠন করেছে- যদিও এটি দেখতে একুরেট হয় নি তবুও ড্র করলাম আর সাথে দেখতে পাচ্ছি সিমেন্ট্রিক্যাল ট্রাইএঙ্গেল প্যাটার্ন ও মেইক করেছে- এখন যদি পার্কেট ট্রেন্ডলাইন ব্রেক করে উপরে যেতে পারে তবে সে ক্ষেত্রে ২ টা প্যাটার্ন ই ভ্যালিড হবে- দেখা যাক কি হয় সামনে-
সবাই ভাল থাকবেন-
Rakib Hashan
2020-04-28, 05:44 PM
Gbp/jpy পেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস
প্রিয় ফোরাম ট্রেডার ভাইয়েরা কেমন আছেন!
বুল ট্রেন্ডটি শেষ পর্যন্ত রেজিস্টেন্স লেভেলটিকে ব্রেক করতে পেয়েছে এবং প্রাইস সেই লেভেলের উপরে স্থির হয়ে আছে। যাইহোক, বেয়ারিশ ট্রেন্ড প্রাইসটিকে অনেক বেশি উপরে যেতে দেয়নি এবং এটিকে আরও নিচে নেবার চেষ্টা করেছিল। যার কারনে প্রাইস নিচরে রেঞ্জে ফিরে এসে একটি ফ্ল্যাট পজিশন তৈরী করেছে, মার্কেটে এখনও বুল ট্রেন্ডটি থাকার কারণে আপট্রেন্ডটি এখনও চলছে। এটিতে আরো ভোলাটিলিটি হতে পারে, যা এর মুভমেন্ট থেকে নিশ্চিত হওয়া যায়। যদিও সকল পুলব্যাকগুলি এই মুভমেন্ট এর মধ্যেই রয়েছে, যার অর্থ এই পেয়ারটিতে আপট্রেন্ড চালিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
আরও বিস্তারিতভাবে এবং সম্ভাব্য প্রাইস মুভমেন্ট সম্পর্কে ভাল ধারনা পেতে gbp/jpy চার্টটি দেখুন ।
এখন পর্যন্ত, দামটি 113.47 এর উচ্চ স্তরে লক্ষ্যবস্তু রয়েছে এবং সম্ভবত এটি রয়েছে
যদি এই লেভেলটি ব্রেক করে তবে এর আপট্রেন্ডটি চলতে থাকবে। তবে, ব্রেকথ্রু নিজেই যথেষ্ট নয়, আর এই কারনে প্রাইস এই লেভেলের উপরে রাখা উচিত।
বিয়ারিশ ট্রেন্ডটি যথেষ্ট সক্রিয় থাকলে দামটি বিপরীত হতে পারে এবং সাপোর্ট লেভেলটি 132.96 তে ব্রেক করার চেষ্টা করতে পারে। যদি এই পরিস্থিতিটি ঘটে তবে আপট্রেন্ড বন্ধ হয়ে যাবে এবং প্রাইস ডাউনসাইডে রিভার্সাল হবে। নয়তো এটি ফ্ল্যাট থাকতে পারে এবং কিছু লিক্যুইডি পেতে পারে।
10783
সুতরাং মূল ধারণাটি পরিষ্কার: এটির মূল ট্রেন্ডের মধ্যে লং পজিশনগুলো সেট করা প্রফিটেবল। রেজিস্টেন্স লেভেলটি ব্রেক করার পরে নতুন করে ডিল খোলা ভাল, এটি আরও নিরাপদ বিকল্প পথ। দাম পিছনে আসার পরেও আপনি পজিশন খুলতে পারেন।
আপনার লাভজনক ট্রেডিংয়ের আশা করছি!
Montu Zaman
2020-07-16, 04:22 PM
H1 এবং h4 টাইমফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে gbp/jpy পেয়ারটিতে আবারও ডাউনট্রেন্ড শুরু করেছে। এটি 133.20 - 133.40 লেভেলগুলিতে কমে যেতে পারে যেখানে এটি সাপোর্ট লেভেল খুঁজে পেয়েছে। তবুও, যদি এই পেয়ারটি কোনওভাবে 134.60 এর লেভেল এর উপরে এক ঘন্টা এবং চার ঘন্টা ক্যান্ডেলস্টিক গুলোতে পুনরায় তৈরী হয়ে এবং ট্রেড বন্ধ করার উপায় তৈরী হয় হবে সম্ভাব্য লক্ষ্যতে যথাক্রমে 135.90 - 136.00 এ লং টার্ম
অর্ডার খোলার পরামর্শ দেওয়া হল। তবুও ডাউনট্রেন্ড মুভমেন্টটি আরও বেশি হবার সম্ভাবনা দেখা যায়।
11625
DhakaFX
2021-02-02, 06:27 PM
GBPJPY বুলিশ চাপের মুখোমুখি হচ্ছে, আরও আপসাইডের সম্ভাবনা রয়েছে! মুল্য আমাদের বুলিশ পক্ষপাতের সাথে সামঞ্জস্য রেখে বুলিশ চাপ দেখিয়ে উর্ধগামী ট্রেন্ডলাইন সাপোর্ট এবং ইচিমোকু ক্লাউডের উপরে অব্যহত রয়েছে। আমরা আমাদের 38.2% ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং 127.2% ফিবোনাচি এক্সটেনশনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের উর্ধগামী ট্রেন্ডলাইন সাপোর্ট এবং প্রথম সাপোর্টে একটি বাউন্স দেখতে পাব, এবং আমাদের 100% এর সাথে সামঞ্জস্য রেখে 144.102 এ আমাদের প্রথম রেসিস্ট্যান্স লেভেলের দিকে এগিয়ে যেতে পারে ফিবোনাচি এক্সটেনশন এবং অনুভূমিক সুইং হাই রেসিস্ট্যান্স। ট্রেডিং পরামর্শ এন্ট্রি: 143.376 এন্ট্রির কারণ: 127.2% ফিবনাচি এক্সটেনশন, 38.2% ফিবনাচি রিট্রেসমেন্ট এবং আনুভূমিক সুইং লো সাপোর্ট টেক প্রফিট : 144.102 টেক প্রফিটের কারণ: 127.2% ফিবনাচি এক্সটেনশন এবং আনুভূমিক সুইং হাই রেসিস্ট্যান্স স্টপ লস: 1143.009 স্টপ লসের কারণ: 61.8% ফিবনাচি রিট্রেসমেন্ট এবং আনুভূমিক সুইং লো সাপোর্ট
http://forex-bangla.com/customavatars/1402353580.jpg
EmonFX
2021-09-10, 03:30 PM
gbp/jpy টেকনিক্যাল আউটলুক
15343
gbp/jpy পেয়ারটি শীঘ্রই আবার বুলিশ ট্রেন্ডের মাধ্যমে ফিরতে পারে আগের অবস্থানে। সাধারণত মে মাস থেকে নিম্নমুখী প্রবণতা চালিয়ে যাচ্ছিল, কিন্তু বর্তমানে প্রাইস ক্রিয়াটি বিয়ারিশের চেয়ে বেশি বুলিশ ট্রেন্ড বলে মনে হয়েছে। মার্চ ২০২০-এর পরের প্রবণতা ব্যাপকভাবে উচ্চতর নির্দেশ করে এবং মে মাসের ট্রেন্ড-লাইনটি ভেঙে গেলে তা শীঘ্রই নিচের দিকে নামতে থাকে।
এটি একটি উল্লেখযোগ্য ট্রেন্ড, যার ফলে মে মাসের শিখর থেকে এতগুলি পয়েন্টে প্রাইস সংযুক্ত হওয়ার কারন। এমনকি স্বল্পমেয়াদেও আমরা এর গুরুত্ব দেখতে পাচ্ছি কারণ পাশের মূল্য কর্ম বাধাকে আলিঙ্গন করে। এর উপরে একটি শক্তিশালী ব্রেকআউট (সাম্প্রতিক উচ্চতার 152.29 এর উপরে) gbp/jpy চলমান রয়েছে।
ব্রেকআউট হলে, প্রতিরোধের প্রথম অর্থপূর্ণ লাইনটি নিম্ন থেকে মধ্য 153 এর মধ্যে থাকে; এটি এপ্রিলে চলে যাওয়া এবং জুলাই এবং আগস্টের সময় একটি সমস্যা প্রমাণিত হওয়ায় এটি সত্যিই একটি বিতর্কের বিষয় হতে পারে। সেখান থেকে ট্রেডাররা 155.07 প্রাইস লেভেল উচ্চতার দিকে তাকিয়ে আছে।
উল্টো দিকে, যদি gbp/jpy প্রতিরোধটি না ভাঙতে পারে, তাহলে মার্চ 2020 এর ট্রেন্ড-লাইন, 200-দিনের মুভিং এভারেজ এবং মার্চ থেকে সৃষ্ট নিম্নমুখীর দিকে মনোযোগ থাকবে। এটা সম্ভবত মার্চ থেকে প্রাইসের নিম্নমুখী প্রবণতা ভেঙে শীর্ষ আকার ধারণ করছে। কিন্তু এই মুহুর্তে তার সম্ভাব্যতা কম মনে হচ্ছে। সর্বোপরি এটা অনেকটাই নিশ্চিত পেয়ারটি শক্তিশালী একটি আপট্রেন্ড তৈরি করেছে। * বায়ারদের জন্য এন্ট্রি নেয়ার এখনই ভালো সুযোগ বলা যায়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.