PDA

View Full Version : একাউন্ট ভেরিফিকেশন



raihanchowdhury
2014-06-09, 02:04 PM
একাউন্ট ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে লক্ষ্যনীয় বিষয় হলো আপনার নাম, ঠিকানা যাকিছু একাউন্ট খুলার জন্য ব্যবহার করেছেন তার প্রামাণ্য যাচাই করাই হলো ভেরিফিকেশন। অতঃএব আমরা একাউন্ট খুলার সময়ই এ বিষয়টি লক্ষ্য করব যে, আমার ব্যবহৃত নাম ও ঠিকানা অবশ্যই আমার ডকুমেন্টের সাথে মিল রাখতে হবে। আর ভেরিফাই করতে আপনার যা লাগবে তা হলো 1. এন.আই.ডি (জাতীয় পরিচয় পত্র) বা পাসপোর্ট 2. এড্রেস প্রুপ (যাতে আপনার ঠিকানা উল্লেখ আছে) যেমন- ইলেক্ট্রিক বিল, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি। এগুলো স্কেন করে আপনার একাউন্টে এটেচ করতে হবে। এ ভেরিফিকেশনের জন্য আপনার ব্রোকার কিছু সময় নেবে।

sakib
2014-06-20, 03:08 PM
এখানে লক্ষ্যনীয় বিষয় হলো আপনার নাম, ঠিকানা যাকিছু একাউন্ট খুলার জন্য ব্যবহার করেছেন তার প্রামাণ্য যাচাই করাই হলো ভেরিফিকেশন। অতঃএব আমরা একাউন্ট খুলার সময়ই এ বিষয়টি লক্ষ্য করব যে, আমার ব্যবহৃত নাম ও ঠিকানা অবশ্যই আমার ডকুমেন্টের সাথে মিল রাখতে হবে। আর ভেরিফাই করতে আপনার যা লাগবে তা হলো 1. এন.আই.ডি (জাতীয় পরিচয় পত্র) বা পাসপোর্ট 2. এড্রেস প্রুপ (যাতে আপনার ঠিকানা উল্লেখ আছে) যেমন- ইলেক্ট্রিক বিল, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি। এগুলো স্কেন করে আপনার একাউন্টে এটেচ করতে হবে। এ ভেরিফিকেশনের জন্য আপনার ব্রোকার কিছু সময় নেবে।

Forex.Hunter
2014-07-25, 02:10 PM
ফরেক্স মার্কেট এ অ্যাকাউন্ট ভেরিফাই আরেক তা গুরত্ত পূর্ণ জিনিস। আপনার অ্যাকাউন্ট যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না হয় তথখন পর্যন্ত আপনি ফরেক্স মার্কেট এই নিরাপদ নয়। আপনি যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে আপনার কাছে আপনার জাতিয় পরিছয় পত্র লাগবে এবং ব্যাংক stament লাগবে।

masnad019
2014-07-26, 04:15 PM
অ্যাকাউন্ট ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ জিনিস ফরেক্স এ। আপনে আপনার সঠিক ঠিকানা দিচ্ছেন কি না টা জানতে পারে যাই অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর মাধমে। এর আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হলে আপনা অ্যাকাউন্ট পূরা ভেজাল মুন্ত। তবে ভেরিফিকেশন এর জন্য কিছু সময় নিতে পারে ফরেক্স।

MDRFX
2014-07-26, 04:21 PM
আপনি যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে আপনাকে আপনার জাতিয় পরিছয় প্ত্র ও আপনার ব্যাংক statement তাদের অফিস এ যোগ করে দিতে হবে। তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হই যাবে।

Msjmoni
2014-10-14, 08:29 AM
একাউন্ট ভেরিফিকেশন অবশ্যয় করাতে হয় কারন যতক্ষন আপনার একাউন্ট ভেরিফাই না হবে ততক্ষন আপনি কোন প্রফিট উঠাতে পারবেন না। আর ভেরিফািই করতে আপনাকে জাতীয় পরিচয় পএ এবং কারেন্টবিল বা ব্যাংক স্টেটমেন্ট ডকুমেন্টে এটাচ করতে হবে। ধন্যবাদ।

LIMAFX
2014-10-14, 10:12 AM

লাইভ ট্রেডিং অ্যাকাউন্টের ভেরিফিকেশন একটি ঐচ্ছিক বিষয়। এটা না করলেও চলে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশ করলে ব্রোকার থেকে কিছু বিশেষ সুবিধা পাওয়া যায়। প্রথম লেভেল ভেরিফিকেশনের জন্য আপনাকে ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এর স্ক্যানকপি সঠিকভাবে আপলোড করতে হবে। এবং দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টে উল্লেখিত ঠিকানা সম্বলিত আপনার যে কোন যে ব্যাংক অ্যাকাউন্টের (তিন মাসের অধিক পুরানো নয়) এক মাসের ব্যাংক Statement, গ্যাস বিলের কপি, বা বিদ্যুৎ বিলের কপি দিয়ে সেকেন্ড লেভেল ভেরিফাই করতে পারবেন।
আর ইসস্টাফরেক্সের ব্রোকার এর ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি (https://www.instaforex.com/bd/verification.php)অনুসরণ করুন-

fxhajigazi
2014-11-03, 11:21 PM
ইন্সটা ব্রোকার অ্যাকাউন্ট ভ্যারিফিকেশনের জন্য সম্ভবত ৪৮ ঘণ্টা সময় নেই কিন্তূ আমি যতটুকু জানি যে ওই ব্রোকার ৪৮ ঘণ্টার আগেও ফলাফল দিয়ে দেই। আপনি যদি আপনার অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন না করেন তাহলে আপনি আপনার লাভ কখনও তুলতে পারবেন না। আর ব্রোকারও আপনার অ্যাকাউন্ট কে সন্দেহের চোখে দেখবে না।

ali.kamal
2014-12-26, 03:43 PM
আপনি যদি ইন্সটাফরেক্সে ফোরাম পোস্টিং করা বোনাস ডলার জমা করে বা বিনিয়োগ করে ট্রেডিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ইন্সটাফরেক্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন ব্যাতীত আপনি বোনাস ডলার দিয়ে ট্রেড করতে পারবেন না।

Bokul69
2014-12-26, 04:43 PM
ভেরিফিকেশণ করলে সঠিক তথ্য জানা জাঈ

bdtake
2014-12-26, 10:26 PM
ফরেক্সে ট্রেডিং করতে হলে আপনাকে ফরেক্স একাউন্ট ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করা ছাড়া আপনি ভাল ভাল ব্রোকারে ট্রেডিং করতে পারবেন না। ফরেক্সে ট্রেডিং করতে পারবেন ঠিক কিন্তু একাউন্ট ভেরিফাই করা ছাড়া লাভের অংশ উঠাতে পারবেন না। তাই একাউন্ট ভেরিফাই করা খুব জরুরি। ধন্যবাদ

fh.ratul
2014-12-26, 10:42 PM
আমি জতটুকু জানি যে আপনি চাইলে খুব সহজেই ইন্সটা ফরেক্স ব্রোকার থেকে ভেরিফিকেশন ছারাও টাকা তুলতে পারবেন তারা আপনাকে এই সুবিধা টুকু দিবে, তবে
তারা যেকোন সময় আপনার ন্যাশনাল আইডি কার্ড চাইতে পারে। তখন আপনাকে অবশ্যই তা দেখাতে হবে।

mahadihasan0001
2014-12-29, 12:48 PM
হ্যা ফরেক্স ট্রেড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যয় আপনার একাউন্ট ভেরিফাই করতে হবে তানাহলে আপনি প্রফিট তুলতে পারবেন না আর এই ভেরিফাই করার জন্য আপনাকে আপনার একাউন্ট খোলার সময় যে নাম ঠিকানা ব্যবহার করেছেন তার সপক্ষে আপনার ব্রোকারের চাওয়া অনুযায়ী কিছু প্রমানপত্র পেশ করতে হবে। ধন্যবাদ।

uzzal86
2014-12-29, 07:35 PM
যে কোন কিছু তৈরী করার পর ভেরিফিকেশন করতে হয়। ভেরিফিকেশন একটি মূলবান বিষয়। পরিক্ষার খাতায় পরিক্ষা দেওয়া শেষ হলে আমরা জাম দেওয়ার আগে আবার চেক করে দেখি কোথায় কোন ভুল হল কিনা। ঠিক একই ভাবে একটি একাউন্ট তৈরী করার পর বার বার ভেরিফিকেশন করে দেখতে হয় কোথাও কোন ভুল হল কিনা। একবার ভেরিফিকেশন ঠিক মত হয়ে গেলে আর কোন সমস্যা থাকেনা।

sam018
2014-12-29, 08:02 PM
আপনাকে চিনতে এবং আফনার ঠিকানা সম্পকে নিসচিত হতেই মুলোত একাউন্ট ভেরিফিকেশন প্রোয়জন হয়। এটার জন্য আপনাকে মুলোত তেমন কিছুই করতে হবেতা সুধু আপনার আইডেন্টিটি একটি কার্ড আর আপনার যে কন বিলের কপি প্রোদান করলেই হয়।

Dulal
2015-01-11, 11:04 AM
একাউন্ট ভ্যারিফিকেশন ফরেক্স ব্যবসা শুরু করার প্রাথমিক ধাপ। ফরেক্স শুরু করার আগে প্রত্তেক ট্রেডারকে এই ধাপ পার করতে হয়। এই ধাপ পার না করলে ফরেক্স মার্কেট থেকে টাকা তোলা যায় না। একাউন্ট ভ্যারিফিকেশন করার জন্য আইডি কার্ড অথবা পাসস্পোর্ট আর ইলেক্টিসিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট লাগে।

BD ONLINE
2015-09-07, 12:07 PM
ট্রেডিং করার ক্ষেত্রে একাউন্ট ভেরিফিকেশনের বিকণ্প নাই। আপনাকে অবশ্যই অবশ্যই এ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। যদি আপনি এ্যাকাউন্ট ভেরিফিকেশন না করেন তাহলে আপনি আপনার এ্যাকাউন্ট হতে কোন মুনাফা বা আপনার করা ডিপোজিট তুলতে পারবেন না। এ্যাকাউন্ট থেকে ডলার তুলতে হলে অবশ্যই আপনার ভেরিফিকেশন প্রয়োজন। তাই আমার মতে এ্যাকাউন্ট করার সাথে সাথেই এ্যাকাউন্ট ভেরিফাই করে নেয়া ভাল। আপনাকে অবশ্যই ১ম ও ২য় লেভেল এ্যাকাউন্ট কম্পিলিট করে নিতে হবে।

pips
2015-09-07, 01:32 PM
আমরা যারা ফরেক্সে কাজ করি তারা তাদের সবার কাছেই একাউন্ট ভেরিফিকেশঅন একটা গুরুত্বপূর্ণ বিষয়। একাউন্ট ভেরিফাই এর অথ হল আপনার একাউন্ট এর সত্যটা যাচাই । আপনি যেই একাউন্ট টা খুলছেন সেইটা ঠিক আছে কি না। একাউন্ট ভেরিফিকেশন এর জন্য দুইটা জিনিস এর দরকার হয়। এক হচ্ছে ভোটার আইডি কাড বা পাসপোর্ট দুই আপনার ব্যাংক একাউন্ট এ আপনার পরিচয়,বা বিদ্যুৎ বিলের কাগজ।

meherulla
2015-09-07, 01:38 PM
একাউন্ট ভেরিফিকেশন করা অতীব জরুরী একটি বিষয়। একাউন্ট ভেরিফাই এর অথ হল আপনার একাউন্ট এর সত্যটা যাচাই । আপনি যেই একাউন্ট টা খুলছেন সেইটা ঠিক আছে কি না। কারণ অনেকে আছেন যে দুইটি একাউন্ট ব্যবহার করে থাকেন। একাউন্ট ভেরিফিকেশন এর জন্য দুইটা জিনিস এর দরকার হয়। এক হচ্ছে ভোটার আইডি কাড বা পাসপোর্ট দুই আপনার ব্যাংক একাউন্ট এ আপনার পরিচয়,বা বিদ্যুৎ বিলের কাগজ।

azizulhaque
2015-09-07, 03:20 PM
কোন কিছু তৈরী করার পর ভেরিফিকেশন করতে হয়। ভেরিফিকেশন একটি মূলবান বিষয়। পরিক্ষার খাতায় পরিক্ষা দেওয়া শেষ হলে আমরা জাম দেওয়ার আগে আবার চেক করে দেখি কোথায় কোন ভুল হল কিনা। ঠিক একই ভাবে একটি একাউন্ট তৈরী করার পর বার বার ভেরিফিকেশন করে দেখতে হয় কোথাও কোন ভুল হল কিনা। একবার ভেরিফিকেশন ঠিক মত হয়ে গেলে আর কোন সমস্যা থাকেনা।

santo
2015-09-10, 08:22 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য যে একাউন্ট করতে হয় সেই একাউন্ট আবার ফরেক্স ট্ট্রেড করে প্রফিট করে জা আয় করা জায় সেই আয়ের টাকা উত্তলন করার জন্য ভেরিফাই করতে হয় তাই এই ভেরিফাই করার জন্য যে একাউন্ট জার নামে করা হয় তার ডকুমেন্ট লাগে ভেরিফাই করার জন্য।

Imran1995
2015-09-11, 02:11 AM
ফরেক্স মার্কেট এ অ্যাকাউন্ট ভেরিফাই আরেক তা গুরত্ত পূর্ণ জিনিস। আপনার অ্যাকাউন্ট যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না হয় তথখন পর্যন্ত আপনি ফরেক্স মার্কেট এই নিরাপদ নয়। আপনি যদি আপনার অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন না করেন তাহলে আপনি আপনার লাভ কখনও তুলতে পারবেন না। আর ব্রোকারও আপনার অ্যাকাউন্ট কে সন্দেহের চোখে দেখবে না।

laboni
2015-09-12, 05:10 PM
ফরেক্স করার জন্য যে ব্রকারে ফরেক্স ট্রেড করবো অই ব্রকারে একটি একাউন্ট খুলতেহবে সেই একাউন্ট ভেরিফাই করতে হবেভেরিফাই করার জন্য ডকুমেন্ট আপলোড করতে হবে তারপর ৭২ ঘন্টার মধ্যে একাউন্ট ভেরিফাই হয়ে জাব্ ।

Imran2
2015-09-15, 11:58 PM
ফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ জিনিস । অ্যাকাউন্ট ভেরিফাই করতে আপনার যা লাগবে তা হলো ১ । জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট ২ । এড্রেস প্রুপ (যাতে আপনার ঠিকানা উল্লেখ আছে) যেমন- ইলেক্ট্রিক বিল, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি। এগুলো স্কেন করে ফটো সাইজ করে আপনার একাউন্টে আপলোড করতে হবে। এ ভেরিফিকেশনের জন্য ব্রোকার কিছু সময় নেবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেলেই আপনি আপনার নিজের ইচ্ছে মত বুঝে শুনে ট্রেড করতে পারবেন ।

shakawath
2015-10-26, 10:35 AM
এড্রেস ভেরিফাই করা নিয়ে প্রব্লেম এ আছি। বারবার বলে ইলেকট্রনিক ডকুমেন্ট। এটার কোন সল্যুশন পাচ্ছি না। যদি কারো জানা থাকে তাহলে কষ্ট করে ইনবক্স করবেন। বিদ্যুৎ বিল যদি বাবা বা অন্য কারো নামে থাকে সেক্ষেত্রে কি আমার একাউন্ট ভেরিফাই করতে পারব? যদি কেউ আমার প্রব্লেম টা সলভ করে দেন তাহলে কৃতজ্ঞ থাকব।

shakawath
2015-10-26, 10:41 AM
এড্রেস ভেরিফাই করা নিয়ে প্রব্লেম এ আছি। বারবার বলে ইলেকট্রনিক ডকুমেন্ট। এটার কোন সল্যুশন পাচ্ছি না। যদি কারো জানা থাকে তাহলে কষ্ট করে ইনবক্স করবেন। বিদ্যুৎ বিল যদি বাবা বা অন্য কারো নামে থাকে সেক্ষেত্রে কি আমার একাউন্ট ভেরিফাই করতে পারব? যদি কেউ আমার প্রব্লেম টা সলভ করে দেন তাহলে কৃতজ্ঞ থাকব...। ধন্যবাদ।

mlbasumata
2015-10-26, 10:49 AM
raihanchowdhury আপনি লোকটা মোটেই ভাল নন। আপনি বিষয়টা নিজেই এত সুন্দর করে উল্লেখ করলেন যে আমাদের মতামতের কোন জায়গাই থাকল না। আপনি নতুন ট্রেডারদের উপকার করলেন ঠিকই কিন্তু অন্য ফোরাম সদস্যদের পেটে লাথ মারলেন, খুব ব্যাথা দিলেন। কিন্তু তবুও এত গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু এত সুন্দর করে উল্লেখ করেছেন তাই ধন্যবাদ না দিয়ে থাকতে পারছি না, আপনাকে অশেষ ধন্যবাদ।

TselimRezaa
2015-10-27, 09:54 PM
ফরেক্সে একাউন্ট ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ন ব্যপার। আসলে ট্রেড করার জন্য একাউন্ট ভেরিফিকেশন এর প্রয়োজন নেই, তবে আপনি যদি প্রফিট উইথড্র করতে চান তবে অবশ্যই আপনার একাউন্ট ভেরিফাই করতে হবে। একাউন্ট ভেরিফাই করার জন্য আপনাকে দুইটি ধাপ অতিক্রম করতে হবে। এ জন্য আপনার বেশ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে।

AbuRaihan
2015-10-27, 10:46 PM
ভেরিপিকেশন একটা গুরুত্বপূর্ণ স্টেপ ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ৤ ভেরিপিকেশন করানো অর্থ হল আপনার একাউন্ট এর সত্যতা ও বৈধতা যাচাই করা ৤ বেশিরভাগ বাংলাদেশি ফরেক্স মার্কেটে ভেরিপিকেশন এর ক্ষেত্রে অনেক সমস্যর মুখোমুখি হন ৤ তার প্রধান কারণ হল ডকুমেন্টসগুলো যথার্থ না হওয়া ৤ অর্থ্যৎ তথ্যগুলোর মধ্য অমিল থাকার কারণেই দেরিতে ভেরিপাই হয়ে থাকে ৤ তবে একটা পরামর্শ হল আপনি যখন লাইভ একাউন্ট খুলবনে তখন যে তথ্য দিবেন তার সাথেই মিল রেখেই ভেরিপিকেশন এর সময় তথ্যগুলো আপলোড করবেন ৤

raju0000
2015-10-27, 10:58 PM
জি একাউন্ট ভেরিফিকেসন করা দরকার, কিতু আপনি যদি রিয়েল একাউন্ট খুলতে চান এবং রিয়েল টাকা সেখানে দেপসিত এর মাধমে ট্রেড করতে চান, তাহলে একাউন্ট কে ভেরিফিকেসন করা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে, ফ্রড ডিপার্টমেন্ট যেকোনো সময় আপনার একাউন্ট কে ব্লক করে দিতে পারে, এবং আপনার থেকে ভেরিফিকেসন এর জন্য পর্যাপ্ত কাগজ পত্র চাইতে পারে.

sharifulbaf
2016-01-16, 03:18 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং।করতে আমরা ট্রেডিং একাউন্ট অপেনিং করে থাকি,তাই আমাদের ফরেক্স মার্কেট এর একাউন্ট ভেরিফাই করে নিলে অনেক ভাল হবে তাই আমাদের একাউন্ট ভেরিফাই না করা থাকলে আমাদের একাউন্ট যে কোন মুহুর্তে বন্ধ করে দিতে পারে তাই আমরা ভেরিফাই করে নিয়ে।

MotinFX
2016-01-16, 05:25 PM
ভাই আপনি ঠিক বলেছেন আমার একাউন্ট ভেরিফাই করতে অনেক সমস্যা হয়েছে পরে আমি সাপোর্ট সেন্টারে কথাবলে আমার ঠিকানা পরিবর্তন করি। তারপর স্টেটমেন আপলোড করার পর সেকেন্ড লেভেল ভেরিফাই করে। আমাদের ঠিকানার সাথে ব্যাংক স্টেটমেনের সাথে মিল থাকলে আর সমস্যা হয়না।

Md Akter Hossain
2016-01-16, 05:46 PM
একাউন্ট ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার । যদিও লাইভ ট্রেডিং অ্যাকাউন্টের ভেরিফিকেশন একটি ঐচ্ছিক বিষয়। তবে কিছু কিছু ব্রোকার আছে যারা আপনাকে একাউন্ট ভেরিফিকেশন ছাড়া ডেপোজিট কিনবা উত্তোলন কোনটাই করতে দেবে না । ফোরামের নিয়মের বাইরে বলে আমি ঐ ব্রোকারের নাম বলতে চায় না ।

sumekus
2016-01-19, 05:01 AM
অ্যাকাউন্ট ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ জিনিস ফরেক্স এ। আপনে আপনার সঠিক ঠিকানা দিচ্ছেন কি না টা জানতে পারে যাই অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে । এর আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হলে আপনার অ্যাকাউন্ট পুরা ভেজাল মুক্ত । তবে ভেরিফিকেশন এর জন্য কিছু সময় নিতে পারে ফরেক্স।

Sahed
2016-01-23, 10:03 PM
ইন্সটা ফরেক্সে আপনার একাউন্ট অবশ্যই ভেরিফিকেশন কর*তে হবে । ইন্সটা ফরেক্স এ আপনার একাউন্ট ভেরিফিকেশন করার জন্য প্রথম ধাপে আপনার জাতীয় পরিচয়পত্রের দুই সাইডই স্কেন করে এবং আপনার ফেইস এর সাথে বুক বরাবর জাতীয় পরিচয় পত্রটি রেখে একটি ছটি আপলোড করতে হবে । ২য় স্থরে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে । একাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনার কাছ থেকে ২ থেকে ৩ দিন সময় নিতে পারে । উল্লেখ্য যে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম এবং ঠিকানা অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট এর নাম ঠিকানার সাথে মিল থাকতে হবে । ধন্যবাদ ।

sumon37
2016-01-23, 10:34 PM
একাউন্ট ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপুরন একটি কাজ। আপনি আপনার সঠিক ঠিকানা দিচ্ছেন কিনা তা জানার জন্য ফরেক্স মার্কেট এ ভেরিফিকেশন করা দরকার। তা নাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে প্রফিট করে তুলতে পারবেন না। তাই আপনাকে একাউন্ট ভেরিফিকেশন করতে হবে। আপনি যদি ফরেক্স ফোরাম এ পোষ্ট দিয়ে ডলার দ্বারা ট্রেড করতে চান, তাহলে তো আপনাকে ফরেক্স এ একাউন্ট ভেরিফিকেশন করতেই হবে।

Realifat
2016-01-24, 09:00 AM
হ্যা, আপনি অ্যাকাউন্টে ভেরিফিকেশন সম্পর্কে অনেক ভালো বলেছেন। তবে একটা বিষয় হচ্ছে ইন্সটাফরেক্সে অ্যাকাউন্ট ভেরিফিকেশন বাধ্যগত কোনো বিষয় না অর্থাত অ্যাকাউন্টে ভেরিফিকেশন ছাড়াও ট্রেডিং করা যায় কিন্তু অ্যাকাউন্টে ভেরিফিকেশন করলে অনেক সুবিধা পাওয়া যায়। তবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়া যেহেতু প্রফিট উইথড্র করা যায়না সেহেতু অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করে নেওয়ায় ভালো।

yasin123
2016-01-24, 09:10 AM
একাউন্ট ভেরিফিকেশন ফরেক্স ট্রেডিংএর অত্যন্ত গুরুত্তপূর্ণ একটা বিষয়।একাউন্ট ভেরিফাই করা ছাড়া আপনার একাউন্টের সত্যতা যাচাই হবে না।ফলে আপনি ডলার উইথড্র করতে সমস্যায় পড়বেন।তাই ট্রেডিং একাউন্ট খোলার সাথে সাথে বিলম্ব না করে ভেরিফাই করে ফেলা উচিত।

basaki
2016-01-31, 04:36 PM
একাউন্ট ভেরিফাই করা খুব সহজ বলে আমি মনে করি। তবে এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে তা হলো আগে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে আর এর সাথে লাগবে আপনাত ভোটার আইডি কার্ড। আপনাত প্রথম লেভেল ভেরিফাই হয়ে গেলে দ্বিতীয় লেভেলের জন্য অপেক্ষা করতে হবে।

mim191
2016-01-31, 07:41 PM
আমি মনে করি অ্যাকাউন্ট ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ জিনিস ফরেক্স এ। আপনে আপনার সঠিক ঠিকানা দিচ্ছেন কি না টা জানতে পারে যাই অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর মাধমে। এর আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হলে আপনা অ্যাকাউন্ট পূরা ভেজাল মুন্ত। তবে ভেরিফিকেশন এর জন্য কিছু সময় নিতে পারে ফরেক্স ধন্যবাদ।

Vision
2016-01-31, 08:18 PM
আমি যে বিষয়টা লক্ষ্য করি যে সেটা হল বেশিরভাগ নতুন ট্রেডার একটা বিষয়ে খুব বেশি আতন্কিত থাকে এবং অনেক বেশি ভুল করে সেটা হল ভেরিপিকেশন সমস্য । আসলে আমি এই বিষয়টা নিয়েও ভয় পেয়েছিলাম কিন্ত যখন আমি ইন্সটা ব্রোকার এর ওয়েবসাইটে গিয়ে দেখি ভেরিপিকেশন সেকশনে তখন বুঝতে পারি যে বিষয়টা আসলে আমাদের ভয়ের না আমাদের ভুলের কারণেই বেশিরভাগ ক্ষেত্রেই ভেরিপিকেশনে সমস্য হতে পারে । আর এই কারণ হল অজ্ঞতা , সঠিকভাবে সব ডকুমেন্টস ব্রোকারকে দেখাতে পারলে অবশ্যই খুব সহজে ভেরিপিকেশন হয়ে যায় ।

younus
2016-01-31, 08:27 PM
অ্যাকাউন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট সব বোকার এ লাগবে ।

Marufa
2016-02-01, 05:44 PM
অনেক ক্ষেত্রে একাউন্ট ভেরিফিকেশন করতে অনেক রকম ঝামেলা দেখা যায় । এর অন্যতম কারন হল একাউন্ট ভেরিফিকেশন এর সঠিক নিয়ম কানুন সম্পর্কে স্বচ্ছ ধারনা না থাকা । তাই একাউন্ট ভেরিফিকেশন করার পূর্বে একাউন্ট ভেরিফিকেশন এর সকল নিয়ম কানুন ভাল ভাবে পড়ে নিতে হবে বলে আমি মনে করি ।

lotifahelen
2016-02-01, 07:05 PM
একাউন্ট ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে লক্ষ্যনীয় বিষয় হলো আপনার নাম, ঠিকানা যাকিছু একাউন্ট খুলার জন্য ব্যবহার করেছেন তার প্রামাণ্য যাচাই করাই হলো ভেরিফিকেশন।

syed_rana
2016-05-25, 03:38 PM
ইন্সটাফরেক্সে একাউন্ট ভেরিফাই করা খুব সহজ । যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে প্রথম লেভেল ভেরিফাই করতে চান তবে ভোটার আইডিটি হাতে ধরে রেখে
ছবি তুলতে হবে এবং ভোটার আইডির উভয় দিক আপনার হাতে ধরা ছবিটির নিচে এটাচ করে দিতে হবে । আর দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য জলছাপ সম্বলিত স্ক্যানকরা রঙিন ব্যংক স্টেটমেন্টের কপি আপলোড করতে হবে ।

Moon
2016-05-25, 07:50 PM
একাউন্ট ভেরিপিকেশন একটা অতি গুরত্বপূর্ণ কাজ । তবে আমাদের মনে রাখতে হবে যে সহজেই কিন্ত ভেরিপিকেশন করাতে হলে অবশ্যই সব কাগজ তথা ডকুমেন্ট যথাযথ থাকতে হবে । আর আমি আমার এক বন্ধু থেকে শুনেছি যে কিছু ক্ষেত্রে সমস্য হয় যদি কাগজ কোন একটা অসম্পূর্ণ বা অমিল থাকে । কেননা আমি এখনো নতুন বলে আমার একাউন্ট করিনি যার কারণে বাস্তব অভিজ্ঞতা এখনো পাইনি ।

DIPANKARSINGH1992
2016-05-25, 10:05 PM
যে ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টটি দিয়ে আপনি ফরেক্সে ট্রেড করবেন সেটি অবশ্যই ভেরিফিকেশন করে নেওয়া ভাল এতে করে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি অনেক বেশি ঝুকিমুক্ত হবে। আর আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফিকেশন না করা থাকে তা হলেও আপনি ফরেক্সে ট্রেড করতে পারবেন তবে যখন আপনি প্রফিট উত্তেলন করবেন তখন ব্রোকার চাইলে আপনার উইথড্রোকৃত প্রফিট যেকোন সময় আটকিয়ে দিতে পারে।

amin rabby
2016-05-25, 10:16 PM
ফরেক্সে যেহেতু অনেক অর্থের লেনদেন করা হয় তাই একাউন্ট ভেরিফিকেশন করা জরুরি। একাউন্ট ভেরিফিকেশন না করলে ট্রেড করে মুনাফা করলে তা উত্তোলন করা যায় না। একাউন্ট ভেরিফিকেশনের জন্য অবশ্যই উপযুক্ত ডকুমেন্ট অনলাইনে সাবমিট করতে হয়। প্রত্যেক ট্রেডারের একাউন্ট ভেরিফাই করা জরুরি।

MdRiazulIslam1991
2016-05-25, 10:52 PM
আমার মতে প্রত্যেক ফরেক্স ট্রেডারেরই উচিত সে যে ট্রেডিং অ্যাকাউন্টটি দিয়ে ফরেক্সে ট্রেড করবেন সেটি অবশ্যই যেন চুড়ান্ত পর্যায়ে ভেরিফিকেশন করানো থাকে তা নিশ্চিত করা কারন এতে করে অ্রাকাউন্টটি যেমন অনেক বেশি নিরাপদ থাকে অন্য দিকে ব্রোকারের কাছেও ট্রেডারের একটি আইডেন্টি থাকে।

edottc
2016-05-26, 09:54 AM
একাউন্ট ভেরিফিকেশন একটা গুরুত্ব পুর্ন বিষয় কারন এখন সারা বিশ্বে জঙ্গি তৎপরাতা বৃদ্ধি হওয়ায় কঠরতা বৃদ্ধি পেয়েছে কারন জঙ্গিরা ফরেকস এর মাধ্যমে টাকা লেনদেন করত সেটা প্রকাশ পাওয়ায় এই কঠরতা প্রত্যেকের উপর নজর দারীর জন্য

Challange
2016-09-10, 08:25 PM
প্রত্যকটা ব্রোকারের নিজস্ব কিছু নিয়ম কানুন আছে । আর আমাদেরকে এসব নিয়ম কানুনের প্রতি অবশ্যই অনেক বেশি শ্রদ্ধাশীল থাকতে হবে । বেশির ভাগ ব্রোকারের একটা গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক নিয়ম হল প্রত্যকটা ট্রেডারকে ভেরিপিকেশণ করতে হবে । মূলত এটা করা হয় ট্রেডারদের লাভের জন্যই । যে ট্রেডার যত বেশি পরিমাণে নিজের সত্যতা শুদ্ধভাবে ব্রোকারের নিকট উপস্থাপন করতে পারবে সে ট্রেডার তত বেশি পরিমাণে ব্রোকার থেকে সুবিধা বেশি পাবে ।

kholil
2016-09-11, 01:53 PM
ফরেক্সে কাজ করতে হলে একাউন্ট ভেরিফিকেশন করা খুব জরুরি । ফরেক্সের কাজ করা মানে অনেক টাকা পয়সার কাজ এখানে খুব সাবধানে কাজ করতে হয় । তাই নিজের একাউন্টকে মজবুত করার জন্য একাউন্ট ভেরিফাই করতে হয় । একাউন্ট ভেরিফাই করা থাকলে ভাল হয় , তাহলে আর কোন ঝামেলা থাকে না । একাউন্ত ভেরিফাই করা না থাকলে কোন ঝমেলা হয় না । আর একাউন্ট ভেরিফাই না থাকলে ডলার তোলার সময় বা কোন প্রয়োজন হলে তোলার সময় ঝামেলা হয় ।

rafizul
2016-09-11, 02:21 PM
আমার মতে আপনার ট্রেড কৃত একাইন্ট অবশ্যই ভেরিফিকেশন করাটা জরুরি । আপনি চাইলে ভেরিফিকেশন না করেও একাউন্টি সচল রাখতে পারেন কিন্তু তার জন্য আপনার একটি রিক্স থেকেই যায় কেননা , যেকোন সময় আপনার একাউন্ট ব্যন্ড করে দেওয়া হতে পারে । তাই একটু কষ্ট হলেও ভেরিফিকেশন করে নেওয়াটা জরুরি ।

jamal191khan
2016-09-18, 08:40 PM
আমরা জানি ফরেক্স মার্কেট এ অ্যাকাউন্ট ভেরিফাই আরেক তা গুরত্ত পূর্ণ জিনিস। আপনার অ্যাকাউন্ট যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না হয় তথখন পর্যন্ত আপনি ফরেক্স মার্কেট এই নিরাপদ নয়। আপনি যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে আপনার কাছে আপনার জাতিয় পরিছয় পত্র লাগবে এবং ব্যাংক stament লাগবে।

RUBEL MIAH
2017-03-10, 09:32 PM
ফরেক্স মার্কেটে লাভ উত্তোলন করার জন্য আপনাকে অবশ্যই আপনার ইন্সটাফরেক্স এ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে । ভেরিফিকেশন ব্যতীত আপনি বোনাস ডলার দিয়ে ট্রেড করতে পারবেন না । দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য আপনার ট্রেডিং এ্যাকাউন্টের উল্লেখিত ঠিকানা সম্বলিত আপনার যে ব্যাংক এ্যাকাউন্টের (তিন মাস) অধিক না হয়েছে সে স্টেটমেন্ট দিয়ে করতে হবে ।

Momen
2017-07-24, 10:32 PM
হ্যা, একাউন্ট ভেরিফিকেশন বিষয়টি অত্যন্ত জরুরী। কেননা, আপনার একাউন্ট ভেরিফাই কিরা না থাকলে আপনি অনেক ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবেন। সেই সাথে আপনার একাউন্টেরও কোন নিরাপত্তা থাকছে না। তাই, একাউন্ট খোলার পর ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট দিয়ে প্রথম লেভেল এবং ব্যাংক ট্রেটমেন্ট দিয়ে দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন কম্পিলিট করুন।