PDA

View Full Version : একটি ট্রেডে কত ডলার লাভ করেন



alamsat
2018-08-07, 11:03 PM
আমরা যারা ফোরামের বোনাস নিয়ে ট্রেড করি তারা সর্বোচ্চ ১:৫০ লেভারেজ পেয়ে থাকি এর মাধ্যমে আমরা ০.১০ লটের বেশি ট্রেড শুরু করতে পারি না। এ জন্য আমি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করার সময় ০.১০ লটে একটি ট্রেড শুরু করে সর্বোচ্চ ১০ পিপন্স তারমানে ১ ডলার করে লাভ করে থাকি। এর বেশি আমি কখন একটি ট্রেডে লাভ করি না। এইভাবে ট্রেড করে আমি বেশ ভালই ইনকাম করতে পারছি। তাই ফোরামের বোনাসে ট্রেড করতে হলে এর বেশি লাভে ট্রেড করলে ট্রেডিং এ সফলতা পাওয়াটা খুবই কষ্টকর বলে আমি মনে করি।

lanzuu
2018-08-08, 06:11 PM
অল্প ব্যালেন্স + লিভারেজে বড় লট দেয়া মনে হয় *বুদ্ধিমানের কাজ হবে না। ফোরাম একাউন্টে লিভারেজ কম দেয়াতে একদিক থেকে ভালই। কেউ চাইলেও বড় লট মেরে একাউন্ট জিরো করতে পারবে না। আমি যখন আগে ফোরাম পোস্টিং করতাম তখন লিভারেজ বেশি দিত ট্রেডিং একাউন্টে। এখন যদি ১:৫০ দেয় তাহলে আমি বলব এটা অনেক ভালো একটা কাজ হয়েছে।

Mamun13
2018-09-04, 06:51 PM
একটি ট্রেডে আমরা কত পরিমাণ প্রফিট করতে পারি সেটা কখনোই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়৷আমাদের একাউন্টের লিভারেজ কত থাকে সেটা অবশ্যই লক্ষণীয় ব্যাপার,আমাদের একাউন্টের ব্যালেন্স কি পরিমাণ থাকে সেটাও লক্ষণীয় ব্যাপার,আর আমরা কি ধরনের এন্ট্রি দিয়েছি এবং সেগুলো পরবর্তী সাপোর্ট বা রেসিসটেন্স লেভেল পৌঁছানো পর্যন্ত কত পিপস প্রফিট অর্জন হবে সেটা প্রত্যেকের নিজ নিজ ট্রেডিং স্ট্রাটেজির ওপর নির্ভর করে থাকে৷কেউ হয়তো আপনার মত10 পিপস প্রফিট নিচ্ছে অথবা কেউ 30 পিপস নিচ্ছেন আবার কেউ 50 পিপস প্রফিট করছেন৷আবার অনেকেই 100 পিপস প্রফিট করে থাকেন৷আমি ব্যক্তিগতভাবে লং টাইমফ্রেমগুলোতে ট্রেড করে থাকি তাই আমার অনেক দীর্ঘ সময় পর পিপস অর্জন হয়ে থাকে৷এতে আমার সময় লাগে অনেক বেশি কিন্তু প্রফিট অর্জন হয় ভালো৷আমার প্রফিটের সঠিক কোনো পরিমাণ বলা যায় না-এটা সম্পূর্ণই নির্ভর করে আমার ট্রেডিং স্ট্রাটেজির ওপর৷আমি সব সময় একাধিক পেয়ারে ট্রেড করে থাকি এবং প্রাইস একশান ট্রেডিং স্ট্রাটেজি অনুসারে ট্রেড করে থাকি৷তাই কখোনো নির্দিষ্ট করে প্রফিটের পরিমান বলা যায় না৷

Mahidul84
2018-09-04, 08:26 PM
ভাই একটি ট্রেডে আপনি কত পরিমাণ প্রফিট করতে সেটা নির্দিষ্ট করে কখনই বলা সম্ভব নয়। কেননা এটা সম্পূর্ণ নির্ভর আপনার এ্যাকাউন্ট লিভারেজ এর উপর। আপনার লিভারে যদি বেশি নেওয়া থাকে তাহলে আপনি বেশি লটেও ট্রেড করে বেশি মুনাফা নিতে পারবেন কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মূল ব্যালেন্স এবং লিভারেজ এর উপর। মূল ব্যালেন্স যদি আপনার বেশি থাকে তাহলে আপনি ১০ পিপস এর জায়গায় ৩০ অথবা এর অধিক পিপস নিতে পারবেন। তবে লং টাইমের কথা চিন্তা করে যদি ট্রেড করেন তাহলে অধিক পিপস প্রফিট নিতে পারেন। এতে করে আপনার এ্যাকাউন্টও নিরাপদে থাকবে এবং দীর্ঘ সময়ে মার্কেটের ট্রেডিং কৌশল এর বিষয়গুলো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করতে সহজ হবে বলে আমার বিশ্বাস।

Devdas
2021-07-20, 10:03 PM
একটি ট্রেড এ কত ডলার লাভ হতে পারে তা বলাটা অনেকটা মুশকিল। ফরেক্স এ ট্রেড সবার সমান থাকে না। কেউ কম লটে ট্রেড করে আবার কেউবা বেশী লটে ট্রেড করে থাকেন। এভারেজ এ যার যার সাপ্তাহিক ও মাসিক হিসেবে বলতে পারে যে তার প্রতিটি ট্রেড এ কত ডলার লাভ বা প্রফিট হয়েছে। আমি গত মাসে ১৪ টি ট্রেড এ প্রতিটি ট্রেড এ এভারেজ ৩ ডলার এর মত প্রফিট করেছিলাম। আমি ফরেক্স এ বেশী লটে ট্রেড করি না বলে কম লাভ হয় বেশী লটে ট্রেড করলে হয়তো অনেক বেশী পরিমান এ প্রফিট করতে পারতাম।

EmonFX
2021-07-22, 10:38 AM
আমরা যারা ফোরামের বোনাস নিয়ে ট্রেড করি তারা সর্বোচ্চ ১:৫০ লেভারেজ পেয়ে থাকি এর মাধ্যমে আমরা ০.১০ লটের বেশি ট্রেড শুরু করতে পারি না। এ জন্য আমি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করার সময় ০.১০ লটে একটি ট্রেড শুরু করে সর্বোচ্চ ১০ পিপন্স তারমানে ১ ডলার করে লাভ করে থাকি। এর বেশি আমি কখন একটি ট্রেডে লাভ করি না। এইভাবে ট্রেড করে আমি বেশ ভালই ইনকাম করতে পারছি। তাই ফোরামের বোনাসে ট্রেড করতে হলে এর বেশি লাভে ট্রেড করলে ট্রেডিং এ সফলতা পাওয়াটা খুবই কষ্টকর বলে আমি মনে করি।

আসলে একটি ট্রেডে সর্বোচ্চ কত ডলার লাভ করি এটা একজাক্ট করে বলা সম্ভব নয়। এটা একেক সময় একেক রকম হয়ে থাকে। প্রফিট করার পরিমাণ নির্ভর করে মূলধনের উপরে। মূলধন যদি বড় হয় তাহলে বা ভলিউম বড় হয় সুতরাং প্রফিটের পরিমাণটাও বেশি হয়। আবার মূলধন যদি ছোট হয় তাহলে লট সাইজ ছোট হয় এবং স্বাভাবিক ভাবেই প্রফিটের পরিমানও ছোট। তবে আমাদের ছোট মূলধন নিয়ে কখনোই বেশি প্রফিট করার আশা করা ঠিক নয়। আমি মূলধনের ওপর দৈনিক ২%-৫% পর্যন্ত প্রফিট জয়েন করার লক্ষ্যমাত্রা রেখে সেই অনুযায়ী ট্রেডিং করে থাকি। মার্কেট মুভমেন্ট বুঝে অনেক সময় খুব অল্প প্রফিট নিয়েও ট্রেড ক্লোজ করে দিতে হয় আবার অনেক সময় দীর্ঘ সময় ধরে রেখে বড় প্রফিট করার সুযোগ তৈরি হয়।

Starship
2021-07-22, 01:55 PM
আমি প্রতি ট্রেড থেকে কত ডলার প্রফিট করব সেটা নির্ভর করে মার্কেট এনালাইসিস করার পর তার ফলাফলের উপর। পাশাপাশি আমার ব্যালেন্সের পরিমাণ কি থাকবে তার ওপর। আমি ট্রেড করার ক্ষেত্রে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস এর প্রতি খুবই গুরুত্ব দেই। আমি যখন ট্রেড করব সে ক্ষেত্রে আমার ব্যালেন্স থাকে ১০০ ডলার এই ব্যালান্স নিয়ে আমি যদি গোল্ডে ট্রেড করি আমি ৫ থেকে ৭ ডলার প্রফিট করা টার্গেট থাকে। তাই প্রতিটি ট্রেড থেকে আপনি কত ডলার প্রফিট করবেন সেটা আপনার ব্যালেন্স আপনার লট সাইজ, আপনার ট্রেডিং দক্ষতা এর উপর নির্ভর করবে।

Sakib42
2021-07-23, 02:52 AM
আসলে বলতে গেলে নির্দিষ্টভাবে বলা যায়না যে একটি ট্রেড করে ঠিক কত ডলার ইনকাম করা যাবে। অনেক সময় মানুষ বুঝতে পারে না যে আসলে কী সে এই ট্রেড থেকে কোন অর্থ উপার্জন করতে পারবে কিনা। কারণ আমরা জানি বেশিরভাগ সময়ই মার্কেট অনিয়ন্ত্রিতভাবে আমাদের ট্রেড এর বিপরীত মুখী হয়ে যায় তখন আমাদের লস এর সম্মুখীন হওয়া লাগে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তবুও সব সময় লোভ এর মুখে পড়ে সেটির ব্যবহার না করা। অল্প লটে সেট করে করে একদিনে 50 ডলার ইনকাম করা যায় যদি মার্কেট আপনার এনালাইসিস অনুযায়ী মুভমেন্ট করে আর যদি না করে তাহলে একদিন আপনার বেশ ব্যালেন্স চলে যাওয়ার সম্ভাবনা থাকে।

md mehedi hasan
2021-07-23, 07:08 AM
একটি ট্রেডে আপনি কত ডলার লাভ করতে পারেন সেটা নির্ভর করে আপনি কত ডলার রিক্স নিয়েছেন ও কত পিপস অর্জন এর টার্গেট করেছেন তার উপর।আমি একটা ট্রেড ওপেন করেছি যার স্টাপলস একশ পিপস।আর এই একশ পিপস লস হলে আমার দশ ডলার লস হবে।আর আমার টার্গেট থাকবে এক ডলার লস দিয়ে দুই ডলার নেওয়া।সুতরাং দশ রিক্স নিয়েছি তাহলে লাভের টার্গেট থাকবে বিশ ডলার।