PDA

View Full Version : ট্রেড লাইন এ ট্রেড এর সফলতা



alamsat
2018-08-08, 11:47 AM
ফরেক্স ট্রেড এর একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রেড লাইন। যারা ট্রেড লাইন বুঝে ট্রেড করে তারা কখনও লসের সম্মুখিন হয় না। আমরা ট্রেড লাইকে নদীর ¯্রােতের সাথে তুলনা করতে পারি। নদীর ¯্রােতের বিপরীতে আপনি যতোই সাতার কাটেন বেশিদুর আগাতে পারবেন না। বরং সব কষ্টই বিফলে যাবে তেমনি ট্রেড লাইনের বিপরীতে ট্রেড করে কখনও লাভবান হতে পারবেন না। তাই যে পেয়ারে ট্রেড করবেন দেখবেন সেই পেয়ারে ডাউন ট্রেড চলছে নাকি আপ ট্রেড চলছে। যদি ডাউন ট্রেড চলে তাহলে নিশ্চিন্তে সেল করে বসে থাকেন লাভ হবেই হবে। তেমনি আপ ট্রেড চললে বাই করে বসে থাকেন। উদাহরন স্বরুপ বলি আজ ০৮.০৮.২০১৮ তারিখ এখন ইউরো ইউএসডি পেয়ারে আপ ট্রেড চলছে তাই এই পেয়ারে বাই ট্রেড করতে পারেন।

lanzuu
2018-08-08, 06:04 PM
স্রোতের বিপরীতে গিয়ে কখনো ভালো কিছু করা সম্ভব না। সেটা হোক ফরেক্স আর হোক জীবনের অন্য কোন ক্ষেত্রে। অন্যান্য সকল ব্যবসার থেকে ফরেক্স একটু অনন্য। লাভ বেশি, রিস্কও বেশি। সেজন্য স্রোতের পক্ষে থেকে ট্রেড করাটাই বুদ্ধিমানের কাজ হবে। অনেকে দেখা যায় আপট্রেন্ডে সেল খুলে শুধু দোয়া করে মার্কেট কেন ডাউন হচ্ছে না, আবার মার্কেট ডাউন হলে বাই নিয়ে আশায় থাকে মার্কেট কেন উঠে না। এজন্য ট্রেন্ড লাইন ড্র করা এবং সেটা মেনে ট্রেড করার বিকল্প নেই।

rafiuqlislam
2018-08-08, 06:12 PM
ফরেক্স ট্রেডিংয়ে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ট্রেড লাইন সম্পর্কে সুন্দর ধারনা অর্জন করতে হবে।ট্রেড লাইন সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে না পারলে ট্রেডিং জগতে প্রফিটেবল হওয়া সম্ভব নয়।তাই পর্যাপ্ত স্টাডি করে ট্রেডিং লাইন ভাল করে বুঝতে হবে।

Mamun13
2018-09-03, 09:04 AM
ফরেক্স মার্কেটে একটি চমৎকার উক্তি রয়েছে- “Trend is our Friend” অর্থাৎ সঠিক ট্রেন্ড দেখে শুনে বুঝে ট্রেন্ডের সাথে সাথে ট্রেড করতে হয়৷যাকে আমরা অন্য ভাষায় “Trending Trade” বলে থাকি৷মার্কেটে যখন Uptrend চলতে থাকে তখন সাধারণত ট্রেডারগণ Buy এন্ট্রি করে থাকেন আবার মার্কেটে যখন Downtrend চলতে থাকে তখন স্বাভাবিকভাবেই Sell এন্ট্রি করে থাকেন৷এভাবে আমরা সবাই ট্রেন্ডের সাথে সাথে ট্রেড করতে থাকি৷আর কখোনোও যদি ট্রেন্ডের বিপরীতে এন্ট্রি করে থাকি তাহলে নিশ্চিতভাবে আমাদের লস হবেই হবে এবং প্রায়ই আমাদের একাউন্টের ব্যালেন্স জীরো হয়ে যাবে৷তাই সবাই ট্রেন্ডের সাথে সাথে ট্রেড করার জন্য ট্রেন্ড পরিষ্কার ভাবে বোঝতে চেষ্টা করবেন৷

expkhaled
2018-09-03, 05:27 PM
অভিজ্ঞ যত ট্রেডারদের কথা শুনি সবাই একই কথা বলেন যে, ফরেক্স ট্রেড এ যদি সফলতা পেতে চান তাহলে ট্রেন্ড এর সাথে থাকতে হবে। ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা মানে স্রোতের বিপরীতে নৌকা চালানোর মত সামনের দিকে চলবে না পেছাতে থাকবে। অর্থাত ট্রেডিং এ টিকে থাকতে হলে বা ট্রেডার হয়ে যদি লাভবান হতে হয় তাহলে ট্রেন্ড এর বিষয়ে ভাল জ্ঞান থাকতে হবে কখন ট্রেন্ড পরিবর্তন হয় বা ট্রেন্ড কন্টিনিউয়েশন হয়। আমি অনেক ট্রেডারদের কে দেখেছি ট্রেন্ড এর রিট্রেসকে ট্রেন্ড পরিবর্তন হিসাবে ট্রেড করেন এবং আমার মনে হয় তারা লুজার।

iloveyou
2018-09-04, 03:58 PM
আসলে এখানে ট্রেড করার সময় আপনি যদি মার্কেটের সঠিক ট্রেন্ডটা চিহ্নিত করতে পারেন তাহলে ৮০% সফলতা আপনার হাতের মুঠোয়। তবে এখানে এই কাজটাই একজন ট্রেডারের কাছে সবচেয়ে কঠিণ মনে হয়, কারন তার টাইমফ্রেমের বেসিসে সেই ট্রেন্ডটি আর কতটুকু তাঁর ফেবারে থাকবে সেটা সে অনুমাণ করতে ভেবাচেকা খেয়ে যান। তাই এক্ষেত্রে আপনাকে একুটু মনোযোগ সহকারে ডিপলী মার্কেট এ্যানালাইসিস করতে হবে তাহলেই দেখন আর কোন সমস্যা হবে না।