View Full Version : কিছু বুলিশ ক্যান্ডেল
alamsat
2018-08-12, 10:34 PM
আমরা যারা ফরেক্স এ ট্রেড করি তাহাদের অনেক পরিশ্রম করে ট্রেডিং সম্পর্কে ধারনা নিয়ে ট্রেড করতে হয়। আর একবার যদি আপনি ক্যান্ডেল চ্যাট ভালকরে শিখে নিতে পারেন তাহলে তো আর কথায় নেই খুব ভালভাবে ট্রেড করতে পারবেন। তাই আজ আমি কিছু বুলিশ ক্যান্ডেল এর কিছু ছবি নিচে দিলাম। আশাকরি আপনারা এগুলির সাহায্যে খুব সহজে বুলিশ ক্যান্ডেল সম্পর্কে জানতে পারবেন এবং বুলিশ ট্রেড গুলি ধরতে পারবেন।
6175
lanzuu
2018-08-13, 01:27 AM
দারুন জিনিস শেয়ার করেছেন। এক সময় আবার টেবিলের উপর এটা প্রিন্ট করে রাখতাম। ভালই কাজে লাগত ট্রেড করার সময়। পুরোনো কথা মনে করিয়ে দিলেন। নতুনরা ইচ্ছে করলে এই ট্রিকক্সটি ব্যবহার করতে পারে। কিছু স্পেসিফিক ক্যান্ডেল , প্যাটার্ন ইত্যাদি প্রিন্ট করে হাতের কাছে রেখে দিতে পারে। তাহলে সহজ হবে ট্রেড।
alamsat
2018-08-14, 10:03 PM
আসলে এভাবে ট্রেড করাটা অনেক সহজ কিন্তু অনেকে এসব নিয়ে মাথা ঘামায় না। আমি অধম সারাদিন কিছু স্পেশাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করি। যার মাধ্যমে অতি সহজে ফরেক্স এ ট্রেড করতে পারি। আমার কথার মানে হল নিজের কিছু এমন থিউরি অর্জন করতে হবে যেন আমি সেটি প্রয়োগ করে ফরেক্স থেকে ইনকাম করতে পারি। যেমন ধরুন ২+২=৪ হয়। এটি আমার জানা একটি অংক। এমনই ফরেক্স মার্কেট সম্পর্কে এমন একটি সুত্র আবিস্কার করার চেষ্টা করছি যেটি প্রয়োগ করে অতি সহজে প্রতি ট্রেডে লাভ করতে পারি। যানি এটা অর্জন এত সহজ নয় তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। একদিন না একদিন হয়ত পেয়ে যাব।
Mamun13
2018-08-30, 07:48 AM
এই ছবিগুলো থেকে আমরা পরিস্কার দেখতে পারি মার্কেট কখন কিভাবে বুলিশ ট্রেন্ড বা বুলিশ সেন্টিমেন্ট বা বুলিশ ব্রেকওয়ে তৈরি করে৷এই ধরনের ক্যান্ডেল প্যাটার্ন গুলো আমরা আমাদের ট্রেডিং চার্ট গুলোতে প্রায়ই লক্ষ্য করে থাকি৷আমরা যারা indicator free পরিষ্কার ঝকঝকা ট্রেডিং চার্ট ব্যবহার করে করে ট্রেড করে থাকি তাদেরকে অবশ্যই এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইসিস করতে হয়৷বিশেষ করে যারা price action trading strategy ব্যবহার করে ট্রেড করে থাকেন তাদের জন্য candlestick analysis করা অপরিহার্য৷যদি ভালোভাবে এনালাইসিস করতে পারেন তাহলে আপনি মোটামুটি অনুমান করতে পারবেন যে মার্কেট পরবর্তীতে কোন দিকে মুভ করতে পারে ? সেই অনুযায়ী আপনি তখন এন্ট্রি করতে পারেন৷এখানে আলম ভাই কেন্ডেলস্টীক গুলোর প্যাটার্ণের কতগুলো ছবি তুলে ধরেছেন যা আমাদের বেশ কাজে লাগবে৷তাকে ধন্যবাদ৷
saraa
2020-03-16, 10:08 AM
আপনি যদি ক্ষতি এড়াতে এবং বাজারের নেতা হতে চান, তবে এর জন্য আপনাকে অর্থ পরিচালনার অনুসরণ করে বাণিজ্য করতে হবে। এবং সর্বদা ভাল ট্রেডিং করুন, পরবর্তী বৈশিষ্ট্য ট্রেডিং করুন। কখনই এমন পথে বাণিজ্য করবেন না যা আপনাকে ক্ষতি দেয়। বরং আপনার জ্ঞান এবং আপনর অভিজ্ঞতার সাহায্যে আপনার ভাল বাণিজ্য করা উচিত যা আপনার পক্ষে
K.K.BABY
2020-03-28, 08:44 AM
অনেক অনেক ধন্যবাদ আপনাকে কারন এই বুলিশ ক্যান্ডেল স্টিক গুলো দেখে আমি সত্যি খুশি হয়েছি।আমি ও কিছু দিন ক্যান্ডেল স্টিক নিয়ে এনালাইসিস করতেছি তবে আমি শুধু মাত্র হ্যামার ক্যাল্ডেল স্টিক নিয়ে এনালাইসিস করছি কিন্তু আমি এখনো পর্যন্ত সফল হতে পারিনি কারন ইতিমধ্যে আমি ১০ টা ট্রেড এন্ট্রি নিয়েছি কিন্তু সফল হয়েছি ৩ টাতে আমি আমি আরো বেশি এনালাইসিস করার চেষ্টা করতেছি।তবে আমি জানি মার্কেটে টিকে থাকতে পারলে অবশ্যই ভাল কিছুই করতে পারবো।আমি সব গুলো ক্যান্ডেল স্টিক নিয়ে এনালাইসিস করতে পারবো না তাই আমি একটা একটা করে এনালাইসিস করার চেষ্টা করতেছি।
amreta
2020-03-28, 03:57 PM
আমরা যদি আগর হাম ইহহান প্রতি করতে হ্যায় তো হামেন মোম্বাট্টি খাস খায়ল রখন চাহী আঁচি মোম্বাটি নিষেধ হামান মুনফা হৈ আছা, তবে আমরা আমাদের ব্যবসায়ের উপর নির্ভরশীল এবং আমরা হাম কাইসে বাণিজ্য করি এবং আমরা হাফ করতে আগর হাম আচি ট্রেডিং কারেঙ্গে তো হামে মুনফা ইয়াহান সে বহুত হি আচ্ছা মিলাগা এবং হাম ইয়াহান পার বহুত জলদি কাম্যাবি হাসিল কর সকেনে
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রাইস একশন খুবই গুরুত্বপূর্ণ আর এজন্য ক্যান্ডেলস্টিক খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আপনি যদি একজন দক্ষ ট্রেডার হতে পারেন তখন আপনি ক্যান্ডেলস্টিক দেখলেই বুজতে পারবেন মার্কেট এখন বাই মুড এ যাবে নাকি সেল মুড। অনেক ধরনের ক্যান্ডেলস্টিকই দেখা যায় যেগুলো গুরুত্বপূর্ণ যেমন বুলিশ ক্যান্ডেল,বিয়ারিস ক্যান্ডেল, ডজি ইত্যাদি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.