PDA

View Full Version : ইন্সটাফরেক্সের বাংলাদেশকে ডেডিকেট করে এ&



rony.shawkat
2014-06-10, 10:34 PM
জানিনা এই পোস্ট এই সেকশনে কতটা মানানসই কিন্তু আমি সবাইকে জানাতে চাই আমি কতটা খুশি এই ফোরাম দেখে গত বছর শুধু মূল ফোরাম এবং ইন্ডিয়া পাকিস্তানি ফরেক্স ফোরামে ঘোরাফেরা করেছি নিজের দেশের ফোরাম দেখে খুবই অহংকার লাগছে... ধন্যবাদ ইন্সটাফরেক্সকে এই অহংকারের সুযোগ করে দেবার জন্যে... :)

sakib
2014-06-20, 01:52 AM
এই সেকশনে কতটা মানানসই কিন্তু আমি সবাইকে জানাতে চাই আমি কতটা খুশি এই ফোরাম দেখে গত বছর শুধু মূল ফোরাম এবং ইন্ডিয়া পাকিস্তানি ফরেক্স ফোরামে ঘোরাফেরা করেছি নিজের দেশের ফোরাম দেখে খুবই অহংকার লাগছে... ধন্যবাদ ইন্সটাফরেক্সকে এই অহংকারের সুযোগ করে দেবার জন্যে

jotim65i
2014-06-20, 06:17 AM
আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি বাংলাদেশের জন্য আলাদা ফোরাম দেখে, তবে এখানে এখনও অনেক বেশি ইউজার প্রয়োজন, তাই আমাদের বেশি বেশি রেফার করতে হবে , এতে করে আমাদের রেফার বোনাস ও বাড়বে আর সাথে সাথে ফোরাম এ অনেক লোকের সমাগম হবে এবং আমাদের আলোচনার বিষয়বস্তু এবং জ্ঞানের বিসয় বাড়বে।

hafiza
2014-06-20, 09:57 AM
আমার কাছে নিজের দেশের ফোরাম দেখে খুবই অহংকার লাগছে । ধন্যবাদ ইন্সটাফরেক্সকে এই অহংকারের সুযোগ করে দেবার জন্যে । তবে এখানে আরো অনেক বেশি ইউজারের দরকার ।

nazmul_a
2015-03-09, 11:52 AM
ইন্সতাফরেক্স বাংলাদেশীদের জন্য একটি আদর্শ প্লাট ফরম। আসলে এই মার্কেটপ্লেসটিঅনেক হেল্পফুলআমাদের জন্য। বিশেষ করে তাদের এই নতুন ফোরাম সাইডটি সত্যিই অভুতপূর্ব। কারন নতুনদের এই মার্কেট সম্পর্কে জানতে মর্কেট-এ নিজেদের অবস্থান তৈরি করতে ইন্সতাফোরেক্স এর এই চিন্তাটি আসলেই সেলুট করবার মতো। তবে আরে বেশি বেশি ওয়ার্কশপ করলে আরো বেশি মানুষকে জানাতে পারলে হয়তো আরো বেশি মানুষ আগ্রহী হবে বালে আমি মনে করি।

kazolkhan
2015-03-09, 02:10 PM
আমি সবার আগে দনবাদ জানাই ইনেস্তাফরেক্স ব্রকার কে আমন একটি ফোরাম সিদে দেওার জন্নে । আমি বাংলাদেশি তাই আতা আম্র গর্ব করার মত আক্তা বিশয় । যেখানে ইন্ডিয়া এবং পাকিস্তানি সিদে চিল সাই খানে আম্র দেশের ফোরাম আছে । এই সাইডে আমরা অনেক নতুন মানুশকে ফরেক্স সম্পরকে ভাল দারনা দিতে পারব এবং দরেক্স থেকে টাকা ইঞ্চমে করে সাবলম্বি হতে সাহায্য করব ।

amitbd
2015-03-09, 05:16 PM
হ্যাঁ ইনেস্তাফরেক্স ব্রকার বাংলা ট্রেডার দের জন্য এই বিশেষ সুবিধা দিয়েছে , যাতে করে আমরা যারা বাংলাদেশী ট্রেডার তারা স্বাধীন মত কথা বলতে পারি নিজেদের ভাষায় , সব থেকে আমার কাছে ইনেস্তাফরেক্স ব্রকার ভাল লেগেছে , এতে কাজ করে অনেক ভাল লাগে আমার ।

shimulmoni
2015-03-09, 05:42 PM
প্রিয় বন্ধু আমিও আপনার সাথে একমত হয়ে একজন বাংলা ভাষাভাষী হিসাবে নিজ ভাষায় ফোরামে কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত এবং খুবই গর্বিত কারন এর আগে আমরা মুলত ইন্ডিয়ান ফোরাম , নাইজেরিয়া ও এমটি ৫ ফোরামে কাজ করতাম কিন্তু বাংলা ফোরাম আমাদের নিজ ভাষায় মতামত লেখার সুযোগ এনে দিয়েছে। ধন্যবাদ।

FHGCXB
2015-03-11, 07:35 PM
ইন্সটাফরেক্সকে ধন্যবাদ বাংলা ফোরাম চালু করার জন্য। ইন্সটাফরেক্স বাংলার আপামর জনসাধারণকে ফরেক্স মার্কেটে পোস্টিং বোনাস এর মাধ্যমে ট্রেড করা অনেক সহজ করে দিয়েছে।

abdullahsakib
2015-03-16, 03:40 PM
আমি গর্বিত যে আমরা যারা বাংলাদেশে বসবাস করে থাকি আমরা এখন ফরেক্স ট্রেড করতে পারছি এবং ইন্সাফরেক্স আমাদের সেই দারুন সুযোগটা দেয় আমাদের দারুন ভাবে ফরেক্স করতে । ইন্সাফরেক্স আমাদের দেশকে ডেডিকেট করে থাকে যার ফলে আমরা ফোরাম পোস্ট করি এবং ইন্সাফরেক্স আমদের সেই সুযোগ এর কারনে আমরা ট্রেড করতে পারি।

shishir1
2015-03-16, 04:31 PM
আমার কাছে নিজের দেশের ফোরাম দেখে খুবই অহংকার লাগছে । ধন্যবাদ ইন্সটাফরেক্সকে এই অহংকারের সুযোগ করে দেবার জন্যে । তবে এখানে আরো অনেক বেশি ইউজারের দরকার । তাই বলি সবাইকে যে বেশি বাংলা ফোরাম লেখার জন্য।

fxtdr
2015-03-19, 09:49 AM
জানিনা এই পোস্ট এই সেকশনে কতটা মানানসই কিন্তু আমি সবাইকে জানাতে চাই আমি কতটা খুশি এই ফোরাম দেখে গত বছর শুধু মূল ফোরাম এবং ইন্ডিয়া পাকিস্তানি ফরেক্স ফোরামে ঘোরাফেরা করেছি নিজের দেশের ফোরাম দেখে খুবই অহংকার লাগছে... ধন্যবাদ ইন্সটাফরেক্সকে এই অহংকারের সুযোগ করে দেবার জন্যে... :)

আসলে ইন্সটা ফরেক্স এশিয়ার সর্ব বৃহত একটি জনপ্রিয় ও বিশ্বস্থ ব্রোকার । এটি আমাদের জন্য অনেক অর্সুথাটযোগ সুবিধা দিয়ে থাকে । যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জন্য বাংলাতে ফোরাম এর ব্যাবস্থা করে দেয়া । আমি আগে ইংলিশ ফোরাম এ কাজ করতাম কিন্তু বনাস পেতাম না । সব গুলো পোস্ট এর জন্য বোনাস যোগ হত না । তখন আমি গুগল এ সার্চ দেয় ফরেক্স বাংলা ফোরাম লিখে আর আমি উপরে এই লিংক টি পাই । তার পর আমি রেজিস্ট্রেশন করে এই ফোরামে কাজ করি এবং এই ফোরাম থেকে ভালো বোনাস পাওয়া যায় এবং নিজের ভাষায় নিজের মতামত দিতে পারার ভালো লাগা টাই অন্য রকম । সত্যি আমিও খুব খুশি ।

Shimanto754
2015-03-20, 02:47 PM
বাংলাদেশের প্রথম এবং একমাত্র ফরেক্স বিষয়ক বাংলা ফোরামটি ইন্সটাফরেক্সের। বাংলাদেশে ইন্সটাফরেক্স সম্পূর্ন বাংলা ভাষায় এই ফোরামটি অনুমোদন করেছে।এজন্য বাংলাদেশের মানুষ নিজ মাতৃভাষার সাহায্যে ফরেক্স ফোরামে অংশগ্রহন করতে পারছে।নি:সন্দেহে বাংলাদেশের জন্য এটা ইন্সটাফরেক্সের বিশাল বড় একটা ডেডিকেশন।

mun195
2015-04-06, 10:35 AM
ইন্সটাফরেক্স আমাদের বাংলাদেশীদের জন্য ফরেক্সের স্কুল এর সুযোগ করে দিয়েছে এখান থেকে আমরা ফরেক্স শিখতে পারছি এবং কি এখান থেকে বোনাস দিয়ে আমাদের ফরেক্স ট্রেড শেখার জন্য নার্সিং করছে ঠিক যেমন ছোট বেলাই বাবা-মা আমাদের হাত ধরে কিনডার গার্ডেনে নিয়ে যেতেন সত্যি কথা বলতে কি ইন্সটাফরেক্স নতুনদের জন্য শিক্ষক হিসেবে গাইড করছেন, ধন্যবাদ ইন্সটাফরেক্স।

TselimRezaa
2015-04-16, 06:40 PM
জানিনা এই পোস্ট এই সেকশনে কতটা মানানসই কিন্তু আমি সবাইকে জানাতে চাই আমি কতটা খুশি এই ফোরাম দেখে গত বছর শুধু মূল ফোরাম এবং ইন্ডিয়া পাকিস্তানি ফরেক্স ফোরামে ঘোরাফেরা করেছি নিজের দেশের ফোরাম দেখে খুবই অহংকার লাগছে... ধন্যবাদ ইন্সটাফরেক্সকে এই অহংকারের সুযোগ করে দেবার জন্যে...

আমি মূলত বাংলা ভাষাতে লিখতে পেরেই খুশি।

saiful8780
2015-04-16, 07:14 PM
জানিনা এই পোস্ট এই সেকশনে কতটা মানানসই কিন্তু আমি সবাইকে জানাতে চাই আমি কতটা খুশি এই ফোরাম দেখে গত বছর শুধু মূল ফোরাম এবং ইন্ডিয়া পাকিস্তানি ফরেক্স ফোরামে ঘোরাফেরা করেছি নিজের দেশের ফোরাম দেখে খুবই অহংকার লাগছে... ধন্যবাদ ইন্সটাফরেক্সকে এই অহংকারের সুযোগ করে দেবার জন্যে... :)

এটা সত্যি *যে আমার ফরেক্স লাইফের প্রথম থেকেই আমি ইনস্টাফরেক্স এর সাথে আছি কিন্তু তখন এমটি5, ইন্ডিয়ান এবং নাইজিরিয়ান ফোরামে ট্রেড করতাম। এখন বাংলাফোরাম চালু হওয়ার আমাদের মত বাংলা ভাষাবাসি ট্রেডারদের জন্য খুবই ভাল হল। ধন্যবাদ ইন্সটাফরেক্স

monorom
2015-04-25, 09:42 PM
ইন্সটাফরেক্স কে আমি ধন্যবাদ দিতে চাই কারন আমরা সবাই বাংলাদেশী আমাদের নিজের ভাসায় আমাদের কথা প্রকাশ করতে পারছি বাংলা ফোরাম এ । এই বাংলা ফোরাম এ ফরেক্স সম্পর্কে খুব সহজে বুঝতে পারছি । আমাদের কোন সমস্যা থাকলে তা আমরা বাংলাই প্রকাশ করতে পারছি । তাই ইন্সটাফরেক্সকে আবারো অনেক অনেক ধন্যবাদ দিতে চাই ।

fxakas
2015-04-25, 10:21 PM
ধন্যবাদ ইন্সটাফরেক্স বাংলা ভাষা ভাষী মানুষদের জন্য এই রকম একটা ফোরাম চালু করার জন্য। এবং ধন্যবাদ জা্নই ইন্সটাফরেক্সকে তাদের সুসংগঠিতো গ্রাহক সেবার জন্য।

abdullahsajib
2015-05-12, 10:31 AM
বর্তমান বিশ্বে ফরেক্স একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে এবং পৃথিবীর অনেক মানুষ এই ব্যবাসাতে তাদের অর্থ বিনিয়োগ করছে তো বাংলাদেশও আমার মতে পিছিয়ে নেই এবং যেহেতু ফরেক্স সরাসরি করা যায় না তো তার জন্য আমাদের বিভিন্ন ব্রকার হাউজের মাধ্যমে ট্রেড করতে হয় তো বর্তমানে এশিয়ার সবচাইতে ভাল ব্রকার হাউজ হলো ইনিস্টাফরেক্স এবং এই ইনিস্টাফরেক্স বাংলাদেশকে ডেলিকেট করে।

Bappy01
2015-05-23, 11:17 AM
আমার মতে ফরেক্স একটা ভাল ব্যবসা যে ব্যবসা আপনার ভাগ্য পালটে দিতে পারে। ইন্সটাফরেক্স থাকার কারনে বাংলাদেশের অনেক মানুষের অনেক সুবিধা হয়েছে অনেক মানুষ ফরেক্স বাংলা ফোরামের মাধ্যমে বোনাস ডলার বানিয়ে তারা ইন্সটাফরেক্স এর মাধ্যমে ট্রেড করতে পারছে। তাই অনেক দারিদ্র পরিবারের ট্রেডার রা অনেক সহজ ভাবে বোনাস ডলার দিয়ে ট্রেড করতে পারছে এবং বোনাস ট্রেড করে তারা লাভবান হয়ে পরে আসল ডলার টুকাচ্ছে।

sumonyahoo24
2015-08-18, 03:11 AM
আমি খুশি বাংলাদেশের জন্য আলাদা ফোরাম দেখে, তবে এখানে এখনও অনেক বেশি ইউজার প্রয়োজন, তাই আমাদের বেশি বেশি রেফার করতে হবে , এতে করে আমাদের রেফার বোনাস ও বাড়বে আর সাথে সাথে ফোরাম এ অনেক লোকের সমাগম হবে।এই বাংলা ফোরাম এ ফরেক্স সম্পর্কে খুব সহজে বুঝতে পারছি । আমাদের কোন সমস্যা থাকলে তা আমরা বাংলাই প্রকাশ করতে পারছি । তাই ইন্সটাফরেক্সকে অনেক ধন্যবাদ ।

mamun93
2015-08-18, 03:53 AM
হ্যা এটাতো আমাদের জন্য গর্ব করার মত একটি বিষয় যে আমাদের বাংলাদেশেও বাংলা ভাষায় অনুদ্রিত ফরেক্সের একটি ফোরাম সাইড রয়েছে। যে বাংলা ভাষার জন্য আমরা নিজেদের জীবন প্রর্যন্ত উতসর্গ দিতে দ্বিধাবোধ করি নাই সেই বাংলা ভাষায় অনুদ্রিত ফোরাম সাইড আমাদের জন্য সত্যিই গর্বের জায়গা তৈরী করেছে।

Doom
2015-08-18, 09:51 AM
ইন্সটা ফরেক্স ছাড়া আমাদের দেশের থেকে ফরেক্স থেকে টাকা আয় করার কন সহজ মাদ্ধম নেই। আমাদের টাকা আয় করতে হলে ফরেক্স এ অবসই ইন্সতা ফরেক্স এর উপর ভরসা করতে হবে। আমাদের বাংলাদেশের জন্য ফরেক্স এ একটা ফোরাম সাইত ও আসে। আমাদের উছিত সব সময় ইন্সটা ফরেক্স এর সাথে থাকা।

sima
2015-08-18, 09:58 AM
ইন্সটাফোরেক্সকে অবশ্যই অনেক ধন্যবাদ, আমরা আমাদের ভাষায় এট সম্পর্কে লিখতে পারতাছি কিছু বলতে পারতাছি শিখতে পারতাছি, একে অন্যের সাথে ভাবআদান প্রদান করতে পারতাছি এটাই বা কম কীসে। নিজেদের দেশে বসে নিজেদের বাসায় নিজের ভাষায় ফোরেক্স ফ্রোরাম করতে পেরে সত্যিই আমি আনন্দিত।

kabita
2015-08-18, 08:29 PM
এর জন্য ধন্যবাদ জানাই ইনেস্তাফরেক্স কে কারন তাদের জন্য আমরা ফরেক্স মার্কেটে সম্পর্কে বাংলায় শিখতে পারছি ,আমাদের যেকোনো সমস্যা আমরা বাংলায় বলতে পারি এছাড়া ফরেক্স মার্কেটে আমরা এখন বাংলায় এনালাইসিস করতে পারছি নিজেদের দেশে বসে নিজেদের বাসায় নিজের ভাষায় ফোরেক্স ফ্রোরাম করতে পেরে সত্যিই আমি খুব গর্ববোধ করি

MotinFX
2015-08-18, 09:24 PM
আমি সর্ব প্রথম ধন্যবাদ জানাই ইনস্টা ফরেক্স কো বাংলভাষা এরকম ফোরাম খুলে দেওয়ার। এখন আমরা বাংলাভাষায় আমাদের মতামত গুলো তুলে দরতে পরচি।

AbuRaihan
2015-08-18, 09:46 PM
নিজের দেশে নিজের ভাষায় আন্তজার্তিক একটা ব্যবাসার সাথে সংযুক্ত হতে পেরে আমি অনেক খুশি ৤ বিশেষ করে ইন্সটাফরেক্সকে অনেক বেশি ধন্যবাদ আমাদের এই সুবিধা প্রদান করার জন্য ৤ ইন্সটাফরেক্স আমাদের দেশকে ডেডিকেট করে বলেই আমরা ফোরামে পোস্ট করার সুযোগ পাচ্ছি ৤ তাই আমাদের সব ট্রেডারের উচিত এই ইন্সটাফরেক্স এর প্রতি কৃতজ্ঞ থাকা ৤ ফোরাম অবশ্যই আমাদের জন্য একটা ভাল প্লাটফরম ৤ ধন্যবাদ ৤

milahasan_268
2015-08-18, 10:00 PM
ইন্সতাফরেক্স বাংলাদেশীদের জন্য একটি আদর্শ প্লাট ফরম। আসলে এই মার্কেটপ্লেসটিঅনেক হেল্পফুলআমাদের জন্য। বিশেষ করে তাদের এই নতুন ফোরাম সাইডটি সত্যিই অভুতপূর্ব।

mirza
2015-08-18, 10:07 PM
হ্যাঁ আমি আপনাদের সাথে একমত আর আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছেন। আসলে ইন্সটাফরেক্স আমাদের অনেক শুবিধা প্রদান করার জন্য ধন্যবাদ ।
আর এর সঙ্গে সঙ্গে আমাদের কজ করতে অনেক সুবিধা হয় । কারন যেহেতু আমরা আমরা বাংলা ভাষায় ট্রেড করি এতে আমাদের কোন সমস্যা হয় না। আর আমরা ট্রেড করে
টাকা আয় করতে পারি।

fxover
2015-09-24, 07:20 AM
জানিনা এই পোস্ট এই সেকশনে কতটা মানানসই কিন্তু আমি সবাইকে জানাতে চাই আমি কতটা খুশি এই ফোরাম দেখে গত বছর শুধু মূল ফোরাম এবং ইন্ডিয়া পাকিস্তানি ফরেক্স ফোরামে ঘোরাফেরা করেছি নিজের দেশের ফোরাম দেখে খুবই অহংকার লাগছে... ধন্যবাদ ইন্সটাফরেক্সকে এই অহংকারের সুযোগ করে দেবার জন্যে... :)

আমিও ইন্সটাফরেক্স এর এই উদ্যোগের জন্য আমি খুবই খুবই কৃতজ্ঞ । এই ফোরাম এর জন্যই আমি আজ ফরেক্স ট্রেড করতে পারছি । এই ফোরাম না থাকলে আমার বুঝি ট্রেড করাই হত না । কারন টা একটু বলি আমি ফরেক্সে ডিপোজিট করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নি । কেউ রাজি হয় নি আমাকে ফরেক্সে ডলার দিতে । এক্সময় ফরেক্স এর টিউটোরিয়াল দেখে এই ফোরামে পোস্ট করার ব্যাপারে জানতে পারি । আর তখনই এই ফোরামে ঢুকে একাউন্ট করি আর পোস্ট করে মাস শেষে রিয়াল ট্রেড করতে পারি ।

M M RABIUL ISLAM
2015-11-18, 08:03 PM
ইন্সটাফরেক্স আমাদের বাংলাদেশীদের জন্য ফরেক্সের স্কুল এর সুযোগ করে দিয়েছে এখান থেকে আমরা ফরেক্স শিখতে পারছি এবং কি এখান থেকে বোনাস দিয়ে আমাদের ফরেক্স ট্রেড শেখার জন্য নার্সিং করছে ঠিক যেমন ছোট বেলাই বাবা-মা আমাদের হাত ধরে কিনডার গার্ডেনে নিয়ে যেতেন সত্যি কথা বলতে কি ইন্সটাফরেক্স নতুনদের জন্য শিক্ষক হিসেবে গাইড করছেন, ধন্যবাদ ইন্সটাফরেক্স।

maziz6989
2015-11-21, 07:41 PM
আসলেই ইন্সটা ফরেক্স কে ধন্যবাদ দেবার ভাষা আমার জানা নেই। নিজ মাতৃভাষায় একটা ফরেক্স প্লাটফর্ম পাওয়া কম কথা নয়।
ধন্যবাদ ইন্সটা ফরেক্স এবং বাংলাদেশ ফরেক্স ফোরাম।

Mintuhossen93
2015-11-29, 07:37 PM
আমাদের বাংলাদেশের মানুষদের জন্য বিশেষ করে আমাদের জন্য ইন্সটা ফরেক্স ফোরাম সাইড খুলে দিয়ে অনেক বেশি সহায়তা করেছে। এটি সত্যি যে কিছুদিন পূর্বেও আমাদের বাংলাদেশে কোন বাংলা ভাষায় ইন্সটা ফরেক্সের ফোরাম সাইড ছিল না কিন্তু অত্যান্ত আনন্দের বিষয় যে এখন আমাদের দেশে বাংলায় একটি ফোরাম সাইড হয়েছে যা আমাদের জন্য সত্যিই পরম পাওয়া।

sharifulbaf
2016-01-15, 10:47 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে থাকি আমরা কিন্তু আমরা এশিয়ামহাদেশ এর ইনিস্ট্রা ফরেক্স ব্রোকারে একাউন্ট করে ট্রেডিং করে থাকি, কিন্তু আমাদের দেশের লোকদের ইনিস্ট্রা ফরেক্স ডেলিকেট করে থাকে,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে ভাল ভাবে ট্রেডিং করতে হলে অনেক কিছু জানতে হবে।

basaki
2016-01-29, 09:02 AM
আসলেই ইন্সটা ফরেক্স ফোরামকে অনেক ধন্যবাদ জানাই এই জন্য যে ফরেক্স ফোরামের মত একটি কাজের সুযোগ আমাদের জন্য করার জন্য। তাই আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তবে আপনি ফরেক্স ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে আপনি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন।

Realifat
2016-01-29, 09:17 AM
আমি আপনার সাথে পুরোপুরি একমত।ফরেক্স একটা বৈদেশিক ব্যবসা।কিন্তু তারপরও শুধুমাত্র ইন্সটাফরেক্সের ডেডিকেশনের কারনে আমরা বাঙালীরা বাংলা ভাষায় ফরেক্স শিখতে পারছি এবং ফোরামে বাংলা ভাষায় পোস্টিং করে নিজের মনের ভাব প্রকাষ করতে পারছি।ধন্যবাদ ইন্সটাফরেক্সে কে আমাদের বাঙালীদের সুযোগ দেওয়ার জন্য।

raju0000
2016-01-29, 05:30 PM
হুম আসলেই এটি একটি অহংকার এর বিষয় যে ইনস্টা ফরেক্স বাংলদেশ কে প্রতিনিদিত্ত করে.এবং ইনস্টা ফরেক্স আসলেই ধন্যবাদ এর দাবিদার.এর অন্য দেশের ফোরাম গুলো দেখে আফসোস হলেও এখন এ রয়েছে ফরেক্স ফোরাম যা অহংকার করার মত.এর ফলে বাংলাদেশের ত্রাদের রাও দিন দিন ট্রেডিং এ দক্ষ হয়ে উটছে যা অন্যান্য দেশের ত্রাদের দের সাথে প্রতিনিধিত্ব করার মত.

Marufa
2016-02-19, 06:04 PM
আসলে ইন্সটাফরেক্স কে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না । কারন তারা আমাদেরকে এক অসাধারন প্লাটফর্ম তৈরি করে দিয়েছে । যারা মাধম্যে আমরা একদিকে যেমন শিখতে পারছি অন্যদিকে বোনাসের ডলার দিয়ে রিয়েল ট্রেডিং করতে পারছি । এছাড়াও মুনাফা অর্জন করতে পারলে ত কথাই নেই । মুনাফা উত্তোলন করা যায় । ধন্যবাদ ইন্সটাগ্রুপ ।

Sahed
2016-02-20, 05:01 PM
হ্যা আমাদের অবশ্যই ধন্যবাদ জানানো উচিত ইন্সটাফরেক্স কে বাংলাদেশে বাংলায় ফোরাম চালু করা জন্য । ইন্সটা ফরেক্স আমাদের জন্য ফরেক্স করার জন্য এবং ফরেক্স সম্পর্কে জানার জন্য সুন্দর একটি প্লাটর্ফম তৈরী করে দিয়েছে । আমার জানা মতে অধিকাংশ বাংলাদেশি ফরেক্স ব্যবসায়ীরা ইন্সটা ফারক্স এর হাত ধরে মার্কেটে এসেছে ।

ONLINE IT
2016-10-19, 02:01 PM
আসলেই এটা একটি সুসংবাদ আমাদের জন্য। কারন অন্যান্য দেশের জনগনের মত আমরাও আমাদের মাতৃভাষায় ফোরামে পোষ্ট করতে পারছি। আসলে অন্যান্য ফোরামে কাজ করতে গেলে কখনোই নিজের মনের ভাব ১০০% প্রকাশ করা যায় না। এই ভাষাগত সমস্যার কারনে আমরা ফোরাম পোষ্টিং হতে অনেক পিছিয়ে পড়ি। ইনেস্টাফরেক্স এ রকম একটি উদ্যোগ নেয়ায় সত্যিই নিজেকে নিয়ে গর্ব করতে ইচ্ছে করছে।

shimul77ss
2016-10-19, 05:23 PM
আমি খুব খুশি যে বাংলাদেশের জন্য বাংলায় ফরেক্স ফরাম এনেছে।আমি মনে করি ফরেক্স ব্যবসা করে আমরা নিজদের অর্থনৈতিক উন্নতি করতে পারি।এ৪খান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ফরেক্স সম্পর্কে।আবার ফোরাম বোনাস নিয়ে রিয়েল ট্রেড করতে পারি।

sheam
2016-10-21, 11:13 PM
হ্যা এটাতো আমাদের জন্য গর্ব করার মত একটি বিষয় যে আমাদের বাংলাদেশেও বাংলা ভাষায় অনুদ্রিত ফরেক্সের একটি ফোরাম সাইড রয়েছে। যে বাংলা ভাষার জন্য আমরা নিজেদের জীবন প্রর্যন্ত উতসর্গ দিতে দ্বিধাবোধ করি নাই সেই বাংলা ভাষায় অনুদ্রিত ফোরাম সাইড আমাদের জন্য সত্যিই গর্বের জায়গা তৈরী করেছে।

Biplob72
2016-10-21, 11:53 PM
আমি খুশি বাংলাদেশের জন্য আলাদা ফোরাম দেখে, তবে এখানে এখনও অনেক বেশি ইউজার প্রয়োজন, তাই আমাদের বেশি বেশি রেফার করতে হবে , এতে করে আমাদের রেফার বোনাস ও বাড়বে আর সাথে সাথে ফোরাম এ অনেক লোকের সমাগম হবে।এই বাংলা ফোরাম এ ফরেক্স সম্পর্কে খুব সহজে বুঝতে পারছি । আমাদের কোন সমস্যা থাকলে তা আমরা বাংলাই প্রকাশ করতে পারছি ।

sumon72
2016-10-21, 11:59 PM
ইন্সটা ফরেক্স ছাড়া আমাদের দেশের থেকে ফরেক্স থেকে টাকা আয় করার কন সহজ মাদ্ধম নেই। আমাদের টাকা আয় করতে হলে ফরেক্স এ অবসই ইন্সতা ফরেক্স এর উপর ভরসা করতে হবে। আমাদের বাংলাদেশের জন্য ফরেক্স এ একটা ফোরাম সাইত ও আসে। আমাদের উছিত সব সময় ইন্সটা ফরেক্স এর সাথে থাকা।

soniaakter
2016-10-23, 01:42 PM
ইন্সটা ফরেক্স ব্রোকার অন্য দেশের মত আমাদের দরিদ্র রাষ্ট্রে ফরেক্স ফোরেমের সুযোগ করে দিয়েছে যাতে আমরা ফরেক্স ফোরামে কাজ করে যে বোনাস পাই তা দ্বারা আমরা ইন্সটা ফরেক্স ব্রোকারের লাইভ একাউন্ট করে ট্রেডিং করতে পারি, যদি আমরা ভাল প্রফিট করতে পারি তাহলে সেই প্রফিট ফরেক্স মার্কেট থেকে উঠাতে পারি।

aida
2016-11-23, 03:34 AM
হ্যা এটাতো আমাদের জন্য গর্ব করার মত একটি বিষয় যে আমাদের বাংলাদেশেও বাংলা ভাষায় অনুদ্রিত ফরেক্সের একটি ফোরাম সাইড রয়েছে। যে বাংলা ভাষার জন্য আমরা নিজেদের জীবন প্রর্যন্ত উতসর্গ দিতে দ্বিধাবোধ করি নাই সেই বাংলা ভাষায় অনুদ্রিত ফোরাম সাইড আমাদের জন্য সত্যিই গর্বের জায়গা তৈরী করেছে।

MoinFX
2016-11-23, 12:40 PM
ফোরামে পোস্ট গুলো কতটুকু মান সম্মত হচ্ছে জানিনা তবে ফোরামের মাধ্যমে আমাদের মত বেকার লোকদের কর্মসংস্থান হয়েছে।তাই আমার কাছে ফোরাম আশীর্বাদ স্বরুপ। আমাদেররকে ফোরামে ভাল করে পোস্ট দিতে হবে যাতে করে ফরেক্স করে সবাই লাহবান হয়।

hafijur rahman
2016-11-23, 02:11 PM
সত্যি বলতে এই ফরেক্সই এখন আমার স্বপ্ন।তাই ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি বাংলাদেশের জন্য আলাদা ফোরাম দেখে, তবে এখানে এখনও অনেক বেশি ইউজার প্রয়োজন, তাই আমাদের বেশি বেশি রেফার করতে হবে , এতে করে আমাদের রেফার বোনাস ও বাড়বে আর সাথে সাথে ফোরাম এ অনেক লোকের সমাগম হবে এবং আমাদের আলোচনার বিষয়বস্তু এবং জ্ঞানের বিসয় বাড়বে।

asaa
2017-03-20, 12:31 AM
আমি মনে করি ইন্সতাফরেক্স বাংলাদেশীদের জন্য একটি আদর্শ প্লাট ফরম। আসলে এই মার্কেটপ্লেসটিঅনেক হেল্পফুলআমাদের জন্য। বিশেষ করে তাদের এই নতুন ফোরাম সাইডটি সত্যিই অভুতপূর্ব। কারন নতুনদের এই মার্কেট সম্পর্কে জানতে মর্কেট-এ নিজেদের অবস্থান তৈরি করতে ইন্সতাফোরেক্স এর এই চিন্তাটি আসলেই সেলুট করবার মতো। তবে আরে বেশি বেশি ওয়ার্কশপ করলে আরো বেশি মানুষকে জানাতে পারলে হয়তো আরো বেশি মানুষ আগ্রহী হবে।

RUBEL MIAH
2017-04-28, 12:13 PM
আমাদের আলোচনার বিষয়বস্তু এবং জ্ঞানের বিসয় বাড়বে । ইন্সটা ফরেক্স আমদের সেই সুযোগ এর কারনে আমরা ট্রেড করতে পারি । সব থেকে আমার কাছে ইন্সটা ফরেক্স ব্রোকার ভাল লেগেছে , এতে কাজ করে অনেক ভাল লাগে আমার । অতএব বেশী করে এ্যানালাইসিস করতে হবে ।

uzzal05
2017-05-23, 06:00 AM
প্রথম দিক ইন্সটাফরেক্স শুধু ইংরেজি ফোরাম পোস্টং করতে হতো। কিন্তু এখন বাংলায় করতে পেরে আমি খুবই আনান্দদিত। কারন সব কথা ইংরেজীতে অনেক সময় আমরা বুঝাতে পারি না। তাই এখন আমি বাবংলায় পোস্টিং করে থাকি।

Mamun13
2017-05-23, 07:50 AM
বোনাস ডলার দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড করার জন্য সুযোগ করে দেয়ার ফলে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো ৷ফোরামের নিয়ম ও শৃঙ্খলার প্রতি সকলেরই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকা বান্হনীয়৷ আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও আশা করছি নিয়মিত আমিও লিখবো যা অতীতে শিখেছি৷

expkhaled
2018-05-18, 11:49 AM
ইন্সট্রাফরেক্স এর প্রতি কৃতজ্ঞতা সব সময় জ্ঞাপন করি এই ফোরামের জন্য। কারন এই ফোরামের মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি বোনাস পাচ্ছি যা দিয়ে ট্রেড করে লভ্যাংশ নিতে পারি আমরা। আর আমরা চেষ্টা করছি এই ফোরাম এক সময় জ্ঞান অর্জনের জন্য সর্বোচ্চ মাধ্যম হিসাবে কাজ করবে। তার জন্য আমাদের উচিত বিষয়ের উপর ভিত্তি করে ভাল ভাল অর্থবোধক পোষ্ট করা। অযথা ভূলে ভরা, বানান ভূল, সহজ বোধ্য নয় এমন পোষ্ট করা থেকে বিরত থাকতে হবে। আমরা যদি চেষ্টা করি এই ফোরামকে অনেক ভাল কিছু দিতে পারবো। এবং সবাই এক সঙ্গে চেস্টা করবো।

uzzal05
2018-05-24, 09:48 AM
একমাত্র ইনস্টা ফরেক্স ই দিচ্ছে বাংলাদেশে দিচ্ছে ফোরাম পোস্ট ট্রেড করার সুযোগ। আমি প্রথম দিকে ইংরেজীতে ফোরাম পোস্ট করতাম। পরে আমি বাংলা ফোরাম এর কথা জানতে পারি। এখন আমি বাংলায় পোস্টিং করি। আর বাংলা ভাষায় নিজেদের সমস্যা কথা তুলে ধরত পারি।

souravkumarhazra6763
2018-05-24, 11:39 AM
হ্যা ইন্সটাফরেক্স বাংলাদেশ কে ডেডিকেটেড করে,প্রথম দিক এ ইন্সটাফরেক্স এ শুধু ইংরেজী তে ফোরাম পোস্টিং করা যেতো কিন্তু তারা বাংলাদেশী কিলায়েন্ট দের কথা চিন্তা করে বাংলাই পোস্টিং এর ব্যবস্থা করে দিয়েছে ফলে আমরা খুব সহজে এখন পোস্ট দিয়ে বোনাস দ্বারা এই বিজিনেস করতে পারি।

shohanjacksion
2018-05-24, 02:30 PM
প্রথম দিক ইন্সটাফরেক্স শুধু ইংরেজি ফোরাম পোস্টং করতে হতো। কিন্তু এখন বাংলায় করতে পেরে আমি খুবই আনান্দদিত। কারন সব কথা ইংরেজীতে অনেক সময় আমরা বুঝাতে পারি না। তাই এখন আমি বাবংলায় পোস্টিং করে থাকি।
এক কথায় আমরা বলতে পারি যে, ইনস্টা ফরেক্সই বাংলাদেশে ফরেক্স নিয়ে এসেছে। এ ব্রোকার এশিয়ার গৌরব। ইনস্ট্রা থেকেই আমরা ফরেক্স শিখেছি। এটি খুব ভাল ব্রোকার। এটি নিয়ে এক সময় অন্যান্য মহাদেশের ব্রোকারসমূহ কিছু গোজব ছড়ালেও এর কোন ক্ষতিই হয়নি বরং ট্রেডার সংখ্যা বেড়ে গিয়ে জনপ্রিয়তা বেড়েছে অনেক গুন।

yasir
2018-08-20, 12:47 PM
ইন্সটা ফরেক্স ছাড়া আমাদের দেশের থেকে ফরেক্স থেকে টাকা আয় করার কন সহজ মাদ্ধম নেই। আমাদের টাকা আয় করতে হলে ফরেক্স এ অবসই ইন্সতা ফরেক্স এর উপর ভরসা করতে হবে। আমাদের বাংলাদেশের জন্য ফরেক্স এ একটা ফোরাম সাইত ও আসে। আমাদের উছিত সব সময় ইন্সটা ফরেক্স এর সাথে থাকা।

ankus
2018-08-31, 01:03 AM
আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি বাংলাদেশের জন্য আলাদা ফোরাম দেখে, তবে এখানে এখনও অনেক বেশি ইউজার প্রয়োজন, তাই আমাদের বেশি বেশি রেফার করতে হবে , এতে করে আমাদের রেফার বোনাস ও বাড়বে আর সাথে সাথে ফোরাম এ অনেক লোকের সমাগম হবে এবং আমাদের আলোচনার বিষয়বস্তু এবং জ্ঞানের বিসয় বাড়বে।

lanzuu
2018-08-31, 01:17 AM
শুরুর দিকে যখন ফোরাম পোস্টিং করে যখন ট্রেড করতাম তখন শুধু ইংরেজি ফোরামটাই ছিল। ওখানেই পোস্ট করে করে উপার্জিত ডলার দিয়ে ট্রেড করতাম। নিজের ভাষায় লেখালেখি করার মজাই আলাদা। সহজে সবাই নিজের মত করে এখানে মত প্রকাশ করতে পারি। বাংলাভাষাদের েএকটা মিলনমেলা হলো এই ফোরাম। ফোরামের সদস্যদের নিয়ে একটা মিটআপ হলে নিজেদের বন্ধন আরো দৃঢ় হতো। হয়ত কোন একদিন সেটা্ও হবে।

Md_MhorroM
2018-09-12, 05:52 PM
ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ইন্সটাফোরেক্সকে অবশ্যই অনেক ধন্যবাদ, আমরা আমাদের ভাষায় এট সম্পর্কে লিখতে পারতাছি কিছু বলতে পারতাছি শিখতে পারতাছি, একে অন্যের সাথে ভাবআদান প্রদান করতে পারতাছি এটাই বা কম কীসে। নিজেদের দেশে বসে নিজেদের বাসায় নিজের ভাষায় ফোরেক্স ফ্রোরাম করতে পেরে সত্যিই আমি আনন্দিত।

martin
2018-09-25, 12:36 PM
আমি সর্ব প্রথম ধন্যবাদ জানাই ইনস্টা ফরেক্স কো বাংলভাষা এরকম ফোরাম খুলে দেওয়ার। এখন আমরা বাংলাভাষায় আমাদের মতামত গুলো তুলে দরতে পরচি।

sr ritu
2018-09-25, 03:22 PM
ইন্সটাফরেক্স আমাদের বাংলাদেশীদের জন্য ফরেক্সের স্কুল এর সুযোগ করে দিয়েছে এখান থেকে আমরা ফরেক্স শিখতে পারছি এবং কি এখান থেকে বোনাস দিয়ে আমাদের ফরেক্স ট্রেড শেখার জন্য নার্সিং করছে ঠিক যেমন ছোট বেলাই বাবা-মা আমাদের হাত ধরে কিনডার গার্ডেনে নিয়ে যেতেন সত্যি কথা বলতে কি ইন্সটাফরেক্স নতুনদের জন্য শিক্ষক হিসেবে গাইড করছেন, ধন্যবাদ ইন্সটাফরেক্স।

al amin
2018-09-25, 09:21 PM
ইনেস্তাফরেক্স ব্রকার বাংলা ট্রেডার দের জন্য এই বিশেষ সুবিধা দিয়েছে , যাতে করে আমরা যারা বাংলাদেশী ট্রেডার তারা স্বাধীন মত কথা বলতে পারি নিজেদের ভাষায় , সব থেকে আমার কাছে ইনেস্তাফরেক্স ব্রকার ভাল লেগেছে , এতে কাজ করে অনেক ভাল লাগে আমার ।

reser
2018-12-09, 04:18 PM
ইন্সটাফরেক্স কে আমি ধন্যবাদ দিতে চাই কারন আমরা সবাই বাংলাদেশী আমাদের নিজের ভাসায় আমাদের কথা প্রকাশ করতে পারছি বাংলা ফোরাম এ । এই বাংলা ফোরাম এ ফরেক্স সম্পর্কে খুব সহজে বুঝতে পারছি । আমাদের কোন সমস্যা থাকলে তা আমরা বাংলাই প্রকাশ করতে পারছি । তাই ইন্সটাফরেক্সকে আবারো অনেক অনেক ধন্যবাদ দিতে চাই ।

Mahidul84
2018-12-09, 05:41 PM
ইন্সটাফরেক্স ব্রোকারকে আমি আমার ব্যক্তিগত পক্ষ হতে ধন্যবাদ জানাই কারণ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দিয়েছে শুধুমাত্র ট্রেডার তৈরি করার জন্য পোষ্টিং করে বোনাস সংগ্রহ করে ট্রেড করে বাজারে অবস্থান সম্পর্কে জানার জন্য। এছাড়াও বাংলা ফোরামে পোষ্ট করে আমরা বোনাস সংগ্রহ করি এবং পাশাপাশি উক্ত বোনাস দিয়ে ট্রেড প্রফিট করতে পারলে তা উত্তোলন করা যায়। মোটকথায় ইন্সটাফরেক্স ব্রোকারের উদ্দেশ্য হচ্ছে ফরেক্স বাজারে জন্য ট্রেডার তৈরি করা।

marjahan
2018-12-23, 04:10 PM
ইন্সটা ফরেক্স ছাড়া আমাদের দেশের থেকে ফরেক্স থেকে টাকা আয় করার কন সহজ মাদ্ধম নেই। আমাদের টাকা আয় করতে হলে ফরেক্স এ অবসই ইন্সতা ফরেক্স এর উপর ভরসা করতে হবে। আমাদের বাংলাদেশের জন্য ফরেক্স এ একটা ফোরাম সাইত ও আসে। আমাদের উছিত সব সময় ইন্সটা ফরেক্স এর সাথে থাকা।

Rider
2018-12-24, 12:26 AM
ইন্সটাফোরেক্সকে অবশ্যই অনেক ধন্যবাদ, আমরা আমাদের ভাষায় এট সম্পর্কে লিখতে পারতাছি কিছু বলতে পারতাছি শিখতে পারতাছি, একে অন্যের সাথে ভাবআদান প্রদান করতে পারতাছি এটাই বা কম কীসে। নিজেদের দেশে বসে নিজেদের বাসায় নিজের ভাষায় ফোরেক্স ফ্রোরাম করতে পেরে সত্যিই আমি আনন্দিত।

Rion
2019-11-20, 12:07 PM
ইন্সটাফোরেক্সকে অবশ্যই অনেক ধন্যবাদ, আমরা আমাদের ভাষায় এট সম্পর্কে লিখতে পারতাছি কিছু বলতে পারতাছি শিখতে পারতাছি, একে অন্যের সাথে ভাবআদান প্রদান করতে পারতাছি এটাই বা কম কীসে। নিজেদের দেশে বসে নিজেদের বাসায় নিজের ভাষায় ফোরেক্স ফ্রোরাম করতে পেরে সত্যিই আমি আনন্দিত।

KANIZFATEMA1997
2019-11-20, 05:19 PM
ইন্সতাফরেক্স বাংলাদেশীদের জন্য একটি আদর্শ প্লাট ফরম। ইনস্টা ফরেক্স বাংলাদেশে লাইভ সাপোর্ট রয়েছে যারা ২৪ঘন্টা বাংলায় সাপোর্ট দিয়ে থাকে।আমরা এখানে কোনো সমস্যায় পড়লেঔ তাদের কাছ ঘেকে সহায়তা নিতে পারি।
আসলে এই মার্কেটপ্লেসটিঅন ক হেল্পফুলআমাদের জন্য। বিশেষ করে তাদের এই নতুন ফোরাম সাইডটি সত্যিই অভুতপূর্ব। কারন নতুনদের এই মার্কেট সম্পর্কে জানতে মর্কেট-এ নিজেদের অবস্থান তৈরি করতে ইন্সতাফোরেক্স এর এই চিন্তাটি আসলেই সেলুট করবার মতো। তবে আরে বেশি বেশি ওয়ার্কশপ করলে আরো বেশি মানুষকে জানাতে পারলে হয়তো আরো ওবেশি মানুষ আগ্রহী হবে বলে আমি মনে করি।ডিপোজিট এবং উইথ্রড করার অনেকগুুলো পেমেন্ট মেথড রয়েছে যেখানে লেনদেন সবনিম্ন ১ডলার ডিপোজিট দিয়ে সরাসরি লাইভ ট্রেড, ডেমো একাউন্ট।

Leee
2019-11-20, 05:37 PM
ইন্সটাফরেক্স কে অবশ্যই অনেক ধন্যবাদ, আমরা আমাদের ভাষায় এটা সম্পর্কে লিখতে পারছি। কিছু বলতে পারছি, শিখতে পারছি একে অন্যের সাথে ভাব আদান প্রদান করতে পারছি এটাই বা কম কীসের। নিজের ভাষায় ফরেক্স ফোরাম করতে পেরে সত্যিই আমি আনন্দিত। বাংলা ফোরামের মাধ্যমে আমরা নানাভাবে উপকৃত হচ্ছি।

KGF
2019-11-20, 07:55 PM
ইন্সটাফরেক্স আমাদের বাংলাদেশীদের জন্য ফরেক্সের স্কুল এর সুযোগ করে দিয়েছে এখান থেকে আমরা ফরেক্স শিখতে পারছি এবং কি এখান থেকে বোনাস দিয়ে আমাদের ফরেক্স ট্রেড শেখার জন্য নার্সিং করছে ঠিক যেমন ছোট বেলাই বাবা-মা আমাদের হাত ধরে কিনডার গার্ডেনে নিয়ে যেতেন সত্যি কথা বলতে কি ইন্সটাফরেক্স নতুনদের জন্য শিক্ষক হিসেবে গাইড করছেন, ধন্যবাদ ইন্সটাফরেক্স।

samirarman
2019-11-20, 09:04 PM
আমি মনে করি যে, ইন্সটা ফরেক্স ছাড়া আমাদের দেশের থেকে ফরেক্স থেকে টাকা আয় করার কন সহজ মাদ্ধম নেই। আমাদের টাকা আয় করতে হলে ফরেক্স এ অবসই ইন্সতা ফরেক্স এর উপর ভরসা করতে হবে। আমাদের বাংলাদেশের জন্য ফরেক্স এ একটা ফোরাম সাইত ও আসে। আমাদের উছিত সব সময় ইন্সটা ফরেক্স এর সাথে থাকা।

shahalertpay
2019-11-21, 10:18 AM
বাংলাদেশের প্রথম এবং একমাত্র ফরেক্স বিষয়ক বাংলা ফোরামটি ইন্সটাফরেক্সের। বাংলাদেশে ইন্সটাফরেক্স সম্পূর্ন বাংলা ভাষায় এই ফোরামটি অনুমোদন করেছে।এজন্য বাংলাদেশের মানুষ নিজ মাতৃভাষার সাহায্যে ফরেক্স ফোরামে অংশগ্রহন করতে পারছে।নি:সন্দেহে বাংলাদেশের জন্য এটা ইন্সটাফরেক্সের বিশাল বড় একটা ডেডিকেশন। তাই ইন্সট্রাফরেক্স কোম্পানীকে হাজার কোটি শুকরিয়া জানাই আমাদের মাঝে এরকম একটা প্লাটফর্ম এর ব্যবস্থা করার জন্য।

Hredy
2019-11-28, 06:39 PM
বাংলাদেশের প্রথম এবং একমাত্র ফরেক্স বিষয়ক বাংলা ফোরামটি ইন্সটাফরেক্সের। বাংলাদেশে ইন্সটাফরেক্স সম্পূর্ন বাংলা ভাষায় এই ফোরামটি অনুমোদন করেছে।এজন্য বাংলাদেশের মানুষ নিজ মাতৃভাষার সাহায্যে ফরেক্স ফোরামে অংশগ্রহন করতে পারছে।নি:সন্দেহে বাংলাদেশের জন্য এটা ইন্সটাফরেক্সের বিশাল বড় একটা ডেডিকেশন।

TanjirKhandokar1994
2019-11-28, 06:46 PM
শুধু মাত্র আপনি না আমরা সকলেই খুবই খুশি ইনস্টাফরেক্স বাংলাদেশে কাজ করার জন্য। কেননা ফরেক্স বাংলা ফোরামে কাজ করতে পেরে অনেক ট্রেডারই আনন্দিত হয়েছেন এখানে বাংলায় লিখতে পারা যায় এবং ভালো ভাবে বুঝতে পারা যায়। ফরেক্স বাংলা ফোরাম না হলে হয়তো অনেকেই আগ্রহী হতো না এখানে কাজ করতে। তাই ফোরাম কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। এমন একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য।

SOMARANITHAKUR1995
2019-11-28, 08:29 PM
ইনস্টাফরেক্স ব্রোকার এশিয়ার সবচেয়ে ভাল ব্রোকার। এটা ট্রেডারদের সবচেয়ে ভালো ফ্যাসিলিটি প্রদান করে থাকে। যার কারণে বাংলাদেশে এটি বেশি জনপ্রিয়। বাংলাদেশে প্রায় ২ লক্ষ ফরেক্স ট্রেডার আছে। এর মধ্যে ইন্সটাফরেক্সের আওতাভুক্ত ট্রেডারদের সংখ্যাই বেশি। বাংলাদেশ রিয়েল ডলার ডিপোজিট করে ট্রেড করার মত সামর্থ্য খুব কম লোকেরই আছে। তাছাড়া রিয়েল ডলার ডিপোজিট করে ট্রেড করার অনুমতি বাংলাদেশে নেই। ইন্সটাফরেক্স এর মাধ্যমে বাংলা ফোরামে পোস্ট করে পোস্টিং বোনাস অর্জন করে তা মার্কেটে বিনিয়োগ করে ট্রেড করার সুযোগ আছে। ফলে সবাই ট্রেড করার সুযোগ পাচ্ছে। একসময় বাংলা ফোরাম ছিলনা। তখন ইংরেজিতে পোস্ট করতে হতো। যা সবার জন্য সহজ ছিল না। বাংলাদেশে বাংলা ফোরাম আসার পর ফরেক্স মার্কেটে ট্রেড করতে আরও সুবিধা হয়েছে। কারণ মাতৃভাষা সবার কাছেই বোধগম্য। যা ইনস্টাফরেক্স ব্রোকার এর মাধ্যমে সম্ভব হয়েছে। কিছু কিছু ব্রোকারে প্রফিট উইথড্র করতে গেলে চার্জ কাটে কিন্তু ইন্সটাফরেক্স উইথড্র করার জন্য কোন চার্জ কাটে না।

sofiz
2019-11-28, 10:51 PM
বাংলাদেশের প্রথম এবং একমাত্র ফরেক্স বিষয়ক বাংলা ফোরামটি ইন্সটাফরেক্সের। বাংলাদেশে ইন্সটাফরেক্স সম্পূর্ন বাংলা ভাষায় এই ফোরামটি অনুমোদন করেছে।এজন্য বাংলাদেশের মানুষ নিজ মাতৃভাষার সাহায্যে ফরেক্স ফোরামে অংশগ্রহন করতে পারছে।নি:সন্দেহে বাংলাদেশের জন্য এটা ইন্সটাফরেক্সের বিশাল বড় একটা ডেডিকেশন।

PK_SHIKDER
2019-11-28, 11:30 PM
আমার কাছে বাংলা ভাষায় ইন্সাফরেক্স আইডি পেয়ে নিজেকে খুবই আনন্দিত লাগছে । কারন আমরা আমাদের স্বাধীন দেশের স্বাধীন ভাষা বাংলা ভাষা এই ইন্সটাফরেক্স আইডিতে ব্যবহার করতে পারতেছি । কিন্তু আমাদের এই ইন্সটাফরেক্স বাংলা ফোরামে গ্রাহক খুবই কম । তাই আমাদের উচিত বেশি বেশি করে রেফার করা এবং গ্রাহক বাড়ানো ।

KF84
2019-11-29, 06:24 PM
ইন্সতাফরেক্স কোম্পানির এই ফোরাম প্ল্যাটফর্মটি খুব কম দেশেই চালু আছে এবং আমি বাংলাদেশী হিসেবে গর্বিত যে ইন্সতাফরেক্স ফোরামের প্ল্যাটফর্মটি বাংলায় চালু করেছে শুধু বাংলাদেশের জন্য যা সত্যিই আমাদের জন্য অনেক ইতিবাচক । তারা যেহেতু ফোরাম চালু করেছে আমাদের জন্য এর মানে এই যে বাংলাদেশের ট্রেডারের কমিউনিটি অনেক বড় এবং ভবিষ্যতে ফরেক্স ব্যবসার একটি ভাল সম্ভাবনা আমাদের দেশে রয়েছে । তাই আমাদের উচিত এই ফোরামটি আরও ব্যপক আকারে ছড়িয়ে দেয়া এবং কমিউনিটিকে আরও শিক্তিশালী করা একতাবদ্ধ হয়ে ।

ARD1
2019-12-05, 03:40 PM
আমার অভিজ্ঞতা অনুসারে যদি ঝুঁকি ব্যবস্থাপনার পরিমাণ 10 শতাংশ হয় তবে আমরা বাজারে টিকে থাকতে পারি এবং তাই অর্থ পরিচালন অত্যন্ত প্রয়োজনীয়। ফরেক্স 4 মনি পরিচালনা এবং থ্রেডিংয়ের জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আমাদের সাফল্যের উপর নির্ভর করে বা আমরা বলতে পারি যে আমাদের সাফল্য কেবলমাত্র এবং কেবল আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর করে। এজন্য আমরা যদি ফরেক্সে একটি সফল থ্রেডার হতে চাই তবে আমাদের অভিজ্ঞতা নেওয়া উচিত। ফরেক্স মার্কেটে যে আপনাকে অনেক ঘন্টা এবং অনেক দিন ব্যয় করেছে সে সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে যদি আপনাকে বন সম্পর্কে ভাল বিশ্লেষণ করতে হয় এবং ভাল জ্ঞান অর্জন করতে হয় তবে আপনার অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে যা আপনি অর্জন করেছেন এবং ভাগ করে নিতে পারেন অন্যদের সাথেও

IFXmehedi
2019-12-16, 11:32 PM
ইন্সতাফরেক্স বাংলাদেশকে ডেডিকেট করে যে আমাদের জন্য বাংলাতে পোষ্ট করার জন্য ফোরাম দিয়েছে সেটা আমাদের জন্য খুবই বড় একটা পাওয়া । কারণ ইন্সতাফরেক্স সব দেশে ফোরাম স্পন্সর করে না । আমার জানা মতে ৪/৫ টা দেশে ইন্সতাফরেক্স এর স্পন্সরকৃত ফোরাম আছে । সেই ছোট্ট লিস্ট এর ভিতরে যে আমাদের দেশের জন্য আমাদের মাতৃভাষাতে ফোরামে ফরেক্স নিয়ে আলোচনা করতে পারছি সেটা অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয় ।

uzzal05
2019-12-17, 06:59 AM
বাংলা ভাষায় ফোরাম পোস্ট করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। কেননা আমরা আমাদের মাতৃভাষায় এখানে আমাদের মনের ভাষা প্রকাশ করতে পারছি। আমরা আমাদের ট্রেঢিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারছি। আর আগে িএটা সম্ভব ছিল। বিভিন্ন দেশের ফোরাম এ যেয়ে আমাদের পোস্টিং করতে হতো।

abilkis7
2019-12-18, 10:55 AM
আমিও আপনার সাথে একমত হয়ে একজন বাংলা ভাষাভাষী হিসাবে নিজ ভাষায় ফোরামে কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত এবং খুবই গর্বিত। কারন এর আগে আমরা মুলত ইন্ডিয়ান ফোরাম, নাইজেরিয়া ও এমটি ৫ ফোরামে কাজ করতাম। কিন্তু বাংলা ফোরাম আমাদের নিজ ভাষায় মতামত লেখার সুযোগ এনে দিয়েছে। এতে করে আমাদের ফরেক্স শিখাটা আরো সহজ হয়েছে বলে আমি মনে করি।

KGF3010
2020-04-22, 08:21 PM
বোনাস ডলার দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড করার জন্য সুযোগ করে দেয়ার ফলে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো ৷ফোরামের নিয়ম ও শৃঙ্খলার প্রতি সকলেরই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকা বান্হনীয়৷ আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও আশা করছি নিয়মিত আমিও লিখবো যা অতীতে শিখেছি৷

Rion83
2020-04-22, 08:29 PM
হ্যা এটাতো আমাদের জন্য গর্ব করার মত একটি বিষয় যে আমাদের বাংলাদেশেও বাংলা ভাষায় অনুদ্রিত ফরেক্সের একটি ফোরাম সাইড রয়েছে। যে বাংলা ভাষার জন্য আমরা নিজেদের জীবন প্রর্যন্ত উতসর্গ দিতে দ্বিধাবোধ করি নাই সেই বাংলা ভাষায় অনুদ্রিত ফোরাম সাইড আমাদের জন্য সত্যিই গর্বের জায়গা তৈরী করেছে।

Fardin02
2020-04-22, 08:37 PM
আমাদের বাংলাদেশের মানুষদের জন্য বিশেষ করে আমাদের জন্য ইন্সটা ফরেক্স ফোরাম সাইড খুলে দিয়ে অনেক বেশি সহায়তা করেছে। এটি সত্যি যে কিছুদিন পূর্বেও আমাদের বাংলাদেশে কোন বাংলা ভাষায় ইন্সটা ফরেক্সের ফোরাম সাইড ছিল না কিন্তু অত্যান্ত আনন্দের বিষয় যে এখন আমাদের দেশে বাংলায় একটি ফোরাম সাইড হয়েছে যা আমাদের জন্য সত্যিই পরম পাওয়া।ইনেস্টাফরে ্স এ রকম একটি উদ্যোগ নেয়ায় সত্যিই নিজেকে নিয়ে গর্ব করতে ইচ্ছে করছে।

KF84
2020-04-22, 11:10 PM
অসংখ্য ধন্যবাদ ইন্সতাফরেক্স কে এই সুযোগ দেয়ার জন্য । ফোরামের নিয়ম ও শৃঙ্খলার প্রতি সকলেরই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকা বান্হনীয় ৷ আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে ৷ তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম ৷ তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে ৷

Kane
2020-04-23, 04:04 PM
আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি বাংলাদেশের জন্য আলাদা ফোরাম দেখে, তবে এখানে এখনও অনেক বেশি ইউজার প্রয়োজন, তাই আমাদের বেশি বেশি রেফার করতে হবে , এতে করে আমাদের রেফার বোনাস ও বাড়বে আর সাথে সাথে ফোরাম এ অনেক লোকের সমাগম হবে এবং আমাদের আলোচনার বিষয়বস্তু এবং জ্ঞানের বিসয় বাড়বে

Suriya Sultana Hira
2020-04-23, 04:36 PM
ইন্সটাফরেক্স একাউন্ট খুলে ট্রেডিং মার্কেটে কাজ করার জন্য বিনা ইনভেস্টে অর্থাৎ নগদ টাকা ইনভেস্ট না করে ফরেক্স বাংলা ফোরাম আমাদের অনেক সাহায্য করে আসছে । আমরা যেমন ফরেক্স বাংলা ফোরামে পোস্ট করে নিজেদেরকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে চেষ্টা করি,,, তেমনি করে আমাদের বাংলাদেশের বেকারত্ব সমস্যা অনেকটা দুর হয়েছে । তাই আমি আমার দিক থেকে অনেকটা খুশি হয়েছি এই ফরেক্স বাংলা ফোরামে কাজ করতে পেরে,,,,, ধন্যবাদ ।

smbiplob
2020-04-23, 07:09 PM
আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে বাংলা ফোরামে পোষ্ট করে আমরা বোনাস সংগ্রহ করি এবং পাশাপাশি উক্ত বোনাস দিয়ে ট্রেড প্রফিট করতে পারলে তা উত্তোলন করা যায় মোটকথায় ইন্সটাফরেক্স ব্রোকারের উদ্দেশ্য হচ্ছে ফরেক্স বাজারে জন্য ট্রেডার তৈরি করা ।

Fxxx
2020-04-26, 04:20 AM
হ্যা এটাতো আমাদের জন্য গর্ব করার মত একটি বিষয় যে আমাদের বাংলাদেশেও বাংলা ভাষায় অনুদ্রিত ফরেক্সের একটি ফোরাম সাইড রয়েছে। যে বাংলা ভাষার জন্য আমরা নিজেদের জীবন প্রর্যন্ত উতসর্গ দিতে দ্বিধাবোধ করি নাই সেই বাংলা ভাষায় অনুদ্রিত ফোরাম সাইড আমাদের জন্য সত্যিই গর্বের জায়গা তৈরী করেছে।

Jid13
2020-04-26, 04:23 AM
আমি খুশি বাংলাদেশের জন্য আলাদা ফোরাম দেখে, তবে এখানে এখনও অনেক বেশি ইউজার প্রয়োজন, তাই আমাদের বেশি বেশি রেফার করতে হবে , এতে করে আমাদের রেফার বোনাস ও বাড়বে আর সাথে সাথে ফোরাম এ অনেক লোকের সমাগম হবে।এই বাংলা ফোরাম এ ফরেক্স সম্পর্কে খুব সহজে বুঝতে পারছি । আমাদের কোন সমস্যা থাকলে তা আমরা বাংলাই প্রকাশ করতে পারছি । তাই ইন্সটাফরেক্সকে অনেক ধন্যবাদ ।

Soh1952
2020-07-24, 10:12 AM
বোনাস ডলার দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড করার জন্য সুযোগ করে দেয়ার ফলে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো ৷ফোরামের নিয়ম ও শৃঙ্খলার প্রতি সকলেরই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকা বান্হনীয়৷ আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷ওখানেই পোস্ট করে করে উপার্জিত ডলার দিয়ে ট্রেড করতাম। নিজের ভাষায় লেখালেখি করার মজাই আলাদা। সহজে সবাই নিজের মত করে এখানে মত প্রকাশ করতে পারি।

jimislam
2020-07-24, 10:29 AM
শুরুর দিকে যখন ফোরাম পোস্টিং করে যখন ট্রেড করতাম তখন শুধু ইংরেজি ফোরামটাই ছিল। ওখানেই পোস্ট করে করে উপার্জিত ডলার দিয়ে ট্রেড করতাম। নিজের ভাষায় লেখালেখি করার মজাই আলাদা। যদি আপনাকে বন সম্পর্কে ভাল বিশ্লেষণ করতে হয় এবং ভাল জ্ঞান অর্জন করতে হয় তবে আপনার অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে যা আপনি অর্জন করেছেন এবং ভাগ করে নিতে পারেন অন্যদের সাথেও

muslima
2020-07-26, 01:34 AM
শুধুমাত্র ইন্সটাফরেক্সের ডেডিকেশনের কারনে আমরা বাঙালীরা বাংলা ভাষায় ফরেক্স শিখতে পারছি এবং ফোরামে বাংলা ভাষায় পোস্টিং করে নিজের মনের ভাব প্রকাষ করতে পারছি।ধন্যবাদ ইন্সটাফরেক্সে কে আমাদের বাঙালীদের সুযোগ দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি এই ফোরাম এক সময় জ্ঞান অর্জনের জন্য সর্বোচ্চ মাধ্যম হিসাবে কাজ করবে। তার জন্য আমাদের উচিত বিষয়ের উপর ভিত্তি করে ভাল ভাল অর্থবোধক পোষ্ট করা। অযথা ভূলে ভরা, বানান ভূল, সহজ বোধ্য নয় এমন পোষ্ট করা থেকে বিরত থাকতে হবে।

FREEDOM
2020-07-26, 01:52 AM
হ্যাঁ আমি আপনাদের সাথে একমত আর আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছেন। আসলে ইন্সটাফরেক্স আমাদের অনেক শুবিধা প্রদান করার জন্য ধন্যবাদ ।
আর এর সঙ্গে সঙ্গে আমাদের কজ করতে অনেক সুবিধা হয় । কারন যেহেতু আমরা আমরা বাংলা ভাষায় ট্রেড করি এতে আমাদের কোন সমস্যা হয় না। আর আমরা ট্রেড করে
টাকা আয় করতে পারি।

konok
2020-07-27, 09:02 PM
ইন্সট্রাফরেক্স এর প্রতি কৃতজ্ঞতা সব সময় জ্ঞাপন করি এই ফোরামের জন্য। কারন এই ফোরামের মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি বোনাস পাচ্ছি যা দিয়ে ট্রেড করে লভ্যাংশ নিতে পারি আমরা। আর আমরা চেষ্টা করছি এই ফোরাম এক সময় জ্ঞান অর্জনের জন্য সর্বোচ্চ মাধ্যম হিসাবে কাজ করবে। তার জন্য আমাদের উচিত বিষয়ের উপর ভিত্তি করে ভাল ভাল অর্থবোধক পোষ্ট করা। যে বাংলা ভাষার জন্য আমরা নিজেদের জীবন প্রর্যন্ত উতসর্গ দিতে দ্বিধাবোধ করি নাই সেই বাংলা ভাষায় অনুদ্রিত ফোরাম সাইড আমাদের জন্য সত্যিই গর্বের জায়গা তৈরী করেছে।

milu
2020-07-27, 11:29 PM
আমি খুশি বাংলাদেশের জন্য আলাদা ফোরাম দেখে, তবে এখানে এখনও অনেক বেশি ইউজার প্রয়োজন, তাই আমাদের বেশি বেশি রেফার করতে হবে , এতে করে আমাদের রেফার বোনাস ও বাড়বে আর সাথে সাথে ফোরাম এ অনেক লোকের সমাগম হবে।এই বাংলা ফোরাম এ ফরেক্স সম্পর্কে খুব সহজে বুঝতে পারছি। আমাদের যেকোনো সমস্যা আমরা বাংলায় বলতে পারি এছাড়া ফরেক্স মার্কেটে আমরা এখন বাংলায় এনালাইসিস করতে পারছি নিজেদের দেশে বসে নিজেদের বাসায় নিজের ভাষায় ফোরেক্স ফ্রোরাম করতে পেরে সত্যিই আমি খুব গর্ববোধ করি।

Akib
2020-09-07, 03:51 PM
হ্যাঁ ইনেস্তাফরেক্স ব্রকার বাংলা ট্রেডার দের জন্য এই বিশেষ সুবিধা দিয়েছে , যাতে করে আমরা যারা বাংলাদেশী ট্রেডার তারা স্বাধীন মত কথা বলতে পারি নিজেদের ভাষায় , সব থেকে আমার কাছে ইনেস্তাফরেক্স ব্রকার ভাল লেগেছে , এতে কাজ করে অনেক ভাল লাগে আমার ।
ইন্সতাফরেক্স বাংলাদেশীদের জন্য একটি আদর্শ প্লাট ফরম। আসলে এই মার্কেটপ্লেসটিঅন ক হেল্পফুলআমাদের জন্য। বিশেষ করে তাদের এই নতুন ফোরাম সাইডটি সত্যিই অভুতপূর্ব। কারন নতুনদের এই মার্কেট সম্পর্কে জানতে মর্কেট-এ নিজেদের অবস্থান তৈরি করতে ইন্সতাফোরেক্স এর এই চিন্তাটি আসলেই সেলুট করবার মতো। তবে আরে বেশি বেশি ওয়ার্কশপ করলে আরো বেশি মানুষকে জানাতে পারলে হয়তো আরো বেশি মানুষ আগ্রহী হবে বালে আমি মনে করি

sss21
2020-09-13, 08:01 PM
আমার মতে ফরেক্স একটা ভাল ব্যবসা যে ব্যবসা আপনার ভাগ্য পালটে দিতে পারে। ইন্সটাফরেক্স থাকার কারনে বাংলাদেশের অনেক মানুষের অনেক সুবিধা হয়েছে অনেক মানুষ ফরেক্স বাংলা ফোরামের মাধ্যমে বোনাস ডলার বানিয়ে তারা ইন্সটাফরেক্স এর মাধ্যমে ট্রেড করতে পারছে। তাই অনেক দারিদ্র পরিবারের ট্রেডার রা অনেক সহজ ভাবে বোনাস ডলার দিয়ে ট্রেড করতে পারছে এবং বোনাস ট্রেড করে তারা লাভবান হয়ে পরে আসল ডলার টুকাচ্ছে।

Starship
2020-09-13, 08:15 PM
বাংলাদেশ ফরেক্স ট্রেডারদের জন্য forex-forum আমাদের নিজস্ব ভাষায় পোস্ট করার সুযোগ দিয়েছেন। এটা আমাদের জন্য সবচাইতে বড় সুযোগ যা একজন ট্রেডার হতে উৎসাহ প্রদান করে থাকে। প্রতিটি দেশের মানুষ নিজস্ব বাসায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করা হয়।
তেমনি ইন্সটাফরেক্স আমাদেরকে নিজস্ব ভাষায় কাজ করার জন্য একটা বিশাল সুযোগ প্রদান করেছেন। আমাদের উচিত এই সুযোগটাকে কাজে লাগিয়ে দক্ষ ট্রেডার হয়ে পড়ে থেকে আয় করা। এটা বলে শেষ করা যাবে না যে আমাদের জন্য বাংলা ফোরামে কাজ করা কতটা উপকার হয়েছে।

Sid
2020-09-13, 10:13 PM
ইনেস্তাফরেক্স ব্রকার বাংলা ট্রেডার দের জন্য এই বিশেষ সুবিধা দিয়েছে , যাতে করে আমরা যারা বাংলাদেশী ট্রেডার তারা স্বাধীন মত কথা বলতে পারি নিজেদের ভাষায় , সব থেকে আমার কাছে ইনেস্তাফরেক্স ব্রকার ভাল লেগেছে , এতে কাজ করে অনেক ভাল লাগে আমার ।

ABDUSSALAM2020
2020-09-13, 10:29 PM
বাংলা ফরেক্স ফোরাম কে ইন্সটাফরেক্স ডেডিট করে কারণ আপনি একজন ফরেক্স ট্রেডার যদি হন তাহলে আপনাকে ইন্সটাফরেক্সের মাধ্যমে হয়েছে সকল বিষয়ে তথ্য কাজ করতে হবে এবং মার্কেট এর সকল লেনদেন বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা বাজারের লেনদেন এর সাথে আপনাকে ইন্সটাফরেক্সে কাজ করে নিজেকে একজন দক্ষ হতে হবে তবে আপনাকে সেটা করতে হলে বাংলা ফরেক্স এর মাধ্যমে করতে হবে কারণ আপনি এটা অপশন গুলো খুব সহজে বাংলায় বুঝতে পারবেন এবং ইন্সটাফরেক্সে এ কাজগুলো করতে হলে আপনাকে বিভিন্ন মাধ্যমে করতে হবে।

Md.shohag
2020-09-20, 08:33 AM
আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি বাংলাদেশের জন্য আলাদা ফোরাম দেখে, তবে এখানে এখনও অনেক বেশি ইউজার প্রয়োজন, তাই আমাদের বেশি বেশি রেফার করতে হবে , এতে করে আমাদের রেফার বোনাস ও বাড়বে আর সাথে সাথে ফোরাম এ অনেক লোকের সমাগম হবে এবং আমাদের আলোচনার বিষয়বস্তু এবং জ্ঞানের বিসয় বাড়বে।

tutul07
2020-09-20, 09:55 AM
যে বাংলা ভাষার জন্য আমরা নিজেদের জীবন প্রর্যন্ত উতসর্গ দিতে দ্বিধাবোধ করি নাই সেই বাংলা ভাষায় অনুদ্রিত ফোরাম সাইড আমাদের জন্য সত্যিই গর্বের জায়গা তৈরী করেছে। আসলে এই মার্কেটপ্লেসটিঅন ক হেল্পফুলআমাদের জন্য। বিশেষ করে তাদের এই নতুন ফোরাম সাইডটি সত্যিই অভুতপূর্ব। কারন নতুনদের এই মার্কেট সম্পর্কে জানতে মর্কেট-এ নিজেদের অবস্থান তৈরি করতে ইন্সতাফোরেক্স এর এই চিন্তাটি আসলেই সেলুট করবার মতো।

uzzal05
2020-09-28, 08:59 AM
আমি একসময় পাকিস্তান ফোরামে পোস্ট করতাম। আবার ইন্ডিয়ান ফরেক্স ফোরাম এ পোস্ট করতাম। তখন ভাবতাম যদি বাংলা ভাষায় ফোরাম পোস্ট করতে পারতাম তাহলে অনেক উপকার হতো। নিজের মাতৃভাষায় আমরা আমাদের কথাগুলো বুঝিয়ে লিখতে পারতাম। আসলে ইনস্টাফরেক্স কে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। এরকম সুবিধা আর অন্য কোন ব্রোকারে দেয় না।

zakia
2020-10-04, 06:22 PM
আমি খুশি বাংলাদেশের জন্য আলাদা ফোরাম দেখে, তবে এখানে এখনও অনেক বেশি ইউজার প্রয়োজন, তাই আমাদের বেশি বেশি রেফার করতে হবে , এতে করে আমাদের রেফার বোনাস ও বাড়বে আর সাথে সাথে ফোরাম এ অনেক লোকের সমাগম হবে।এই বাংলা ফোরাম এ ফরেক্স সম্পর্কে খুব সহজে বুঝতে পারছি । আমাদের কোন সমস্যা থাকলে তা আমরা বাংলাই প্রকাশ করতে পারছি । আমাদের উচিত বিষয়ের উপর ভিত্তি করে ভাল ভাল অর্থবোধক পোষ্ট করা। অযথা ভূলে ভরা, বানান ভূল, সহজ বোধ্য নয় এমন পোষ্ট করা থেকে বিরত থাকতে হবে। আমরা যদি চেষ্টা করি এই ফোরামকে অনেক ভাল কিছু দিতে পারবো। এবং সবাই এক সঙ্গে চেস্টা করবো।

zakia
2020-10-07, 03:59 PM
ইন্সটা ফরেক্স ছাড়া আমাদের দেশের থেকে ফরেক্স থেকে টাকা আয় করার কন সহজ মাদ্ধম নেই। আমাদের টাকা আয় করতে হলে ফরেক্স এ অবসই ইন্সতা ফরেক্স এর উপর ভরসা করতে হবে। আমাদের বাংলাদেশের জন্য ফরেক্স এ একটা ফোরাম সাইত ও আসে। আমাদের উছিত সব সময় ইন্সটা ফরেক্স এর সাথে থাকা। আসলেই ইন্সটা ফরেক্স কে ধন্যবাদ দেবার ভাষা আমার জানা নেই। নিজ মাতৃভাষায় একটা ফরেক্স প্লাটফর্ম পাওয়া কম কথা নয়।

samun
2020-12-09, 07:16 PM
আমার মতে, ইন্সটা ফরেক্স ছাড়া আমাদের দেশের থেকে ফরেক্স থেকে টাকা আয় করার কন সহজ মাদ্ধম নেই। আমাদের টাকা আয় করতে হলে ফরেক্স এ অবসই ইন্সতা ফরেক্স এর উপর ভরসা করতে হবে। আমাদের বাংলাদেশের জন্য ফরেক্স এ একটা ফোরাম সাইত ও আসে। আমাদের উছিত সব সময় ইন্সটা ফরেক্স এর সাথে থাকা।

FRK75
2021-01-23, 11:17 AM
বাংলাদেশের জন্য বাংলায় ফরেক্স ফরাম এনেছে।আমি মনে করি ফরেক্স ব্যবসা করে আমরা নিজদের অর্থনৈতিক উন্নতি করতে পারি।এ৪খান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ফরেক্স সম্পর্কে।আবার ফোরাম বোনাস নিয়ে রিয়েল ট্রেড করতে পারি।ইন্সটা ফরেক্স আমদের সেই সুযোগ এর কারনে আমরা ট্রেড করতে পারি । সব থেকে আমার কাছে ইন্সটা ফরেক্স ব্রোকার ভাল লেগেছে , এতে কাজ করে অনেক ভাল লাগে আমার । অতএব বেশী করে এ্যানালাইসিস করতে হবে ।

AbdulRazzak
2021-01-23, 04:22 PM
প্রকৃতপক্ষে, ইন্সটাফরেক্স এশিয়ার অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে বিশ্বস্ত ব্রোকার। এটি আমাদের জন্য অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে একটি হ'ল আমাদের জন্য বাংলা ভাষায় একটি ফোরাম রাখা। আমি একটি ইংরাজী ফোরামে কাজ করেছি কিন্তু কোনও বোনাস পাইনি। সমস্ত পোস্ট বোনাস যোগ না। তারপরে আমি বাংলা ফরেক্স ফোরাম টাইপ করেছি এবং একটি গুগল অনুসন্ধান করেছি এবং উপরের লিঙ্কটি পেয়েছি। এর পরে, আমি এই ফোরামে সাইন আপ করতে এবং কাজ করতে পেরে খুশি, এই ফোরাম থেকে ভাল বোনাস পেয়েছি এবং নিজের ভাষায় আমার মতামত প্রকাশ করছি। আমিও খুব খুশি।

Smd
2021-04-14, 07:11 PM
বিশেষ করে তাদের এই নতুন ফোরাম সাইডটি সত্যিই অভুতপূর্ব। কারন নতুনদের এই মার্কেট সম্পর্কে জানতে মর্কেট-এ নিজেদের অবস্থান তৈরি করতে ইন্সটাফরেক্স এর এই চিন্তাটি আসলেই সেলুট করবার মতো। বাংলা ভাষাভাষী হিসাবে নিজ ভাষায় ফোরামে কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত এবং খুবই গর্বিত ।

FRK75
2021-09-03, 09:41 AM
খুব খুশি যে বাংলাদেশের জন্য বাংলায় ফরেক্স ফরাম এনেছে।আমি মনে করি ফরেক্স ব্যবসা করে আমরা নিজদের অর্থনৈতিক উন্নতি করতে পারি।এ৪খান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ফরেক্স সম্পর্কে।আবার ফোরাম বোনাস নিয়ে রিয়েল ট্রেড করতে পারি।ইন্সটা ফরেক্স আমদের সেই সুযোগ এর কারনে আমরা ট্রেড করতে পারি । সব থেকে আমার কাছে ইন্সটা ফরেক্স ব্রোকার ভাল লেগেছে , এতে কাজ করে অনেক ভাল লাগে আমার । অতএব বেশী করে এ্যানালাইসিস করতে হবে ।

Smd
2021-12-13, 11:38 PM
আমাদের দেশের থেকে ফরেক্স থেকে টাকা আয় করার কোনো সহজ মাধ্যম নেই। আমাদের টাকা আয় করতে হলে ফরেক্স এ অবসই ইন্সটা ফরেক্স এর উপর ভরসা করতে হবে। আমাদের বাংলাদেশের জন্য ফরেক্স এ একটা ফোরাম সাইট ও আসে। আসলে এই মার্কেটপ্লেসটি অনেক হেল্পফুলআমাদের জন্য। বিশেষ করে তাদের এই নতুন ফোরাম সাইডটি সত্যিই অভুতপূর্ব। কারন নতুনদের এই মার্কেট সম্পর্কে জানতে মর্কেট-এ নিজেদের অবস্থান তৈরি করতে ইন্সতাফোরেক্স এর এই চিন্তাটি আসলেই সেলুট করবার মতো।

FRK75
2022-02-08, 10:35 PM
যে বাংলাদেশের জন্য বাংলায় ফরেক্স ফরাম এনেছে।আমি মনে করি ফরেক্স ব্যবসা করে আমরা নিজদের অর্থনৈতিক উন্নতি করতে পারি।এ৪খান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ফরেক্স সম্পর্কে।আবার ফোরাম বোনাস নিয়ে রিয়েল ট্রেড করতে পারি।

Mas26
2022-02-09, 01:00 AM
আসলে এটা খুবই গর্বের বিষয় ফরেক্স মার্কেটে বাংলাদেশের যে একটা ফর্ম আছে এবং এখানে ফরেক্স ফোরামে পোস্ট করার মাধ্যমে ইন্সটাফরেক্সের মাধ্যমে বোনাস প্রদান করা হয়। এবং এই বোনাস নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পাওয়া যায় এটা আসলেই ইন্সটাফরেক্স কে ধন্যবাদ জানানো উচিত এ ধরনের সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য। ইন্ডিয়া পাকিস্তানের পরে
বাংলাদেশে এ ধরনের একটা সাইট আছে এটা জানার পর আমার অনেক ভালো লেগেছে আমি অনেক আনন্দিত এখানে কাজ করার সুযোগ পাওয়ার জন্য।

FRK75
2022-03-25, 06:37 PM
ইন্সটাফরেক্স আমাদের বাংলাদেশীদের জন্য ফরেক্সের স্কুল এর সুযোগ করে দিয়েছে এখান থেকে আমরা ফরেক্স শিখতে পারছি এবং কি এখান থেকে বোনাস দিয়ে আমাদের ফরেক্স ট্রেড শেখার জন্য নার্সিং করছে ঠিক যেমন ছোট বেলাই বাবা-মা আমাদের হাত ধরে কিনডার গার্ডেনে নিয়ে যেতেন সত্যি কথা বলতে কি ইন্সটাফরেক্স নতুনদের জন্য শিক্ষক হিসেবে গাইড করছেন, ধন্যবাদ ইন্সটাফরেক্স।ইনে ্তাফরেক্স ব্রকার বাংলা ট্রেডার দের জন্য এই বিশেষ সুবিধা দিয়েছে , যাতে করে আমরা যারা বাংলাদেশী ট্রেডার তারা স্বাধীন মত কথা বলতে পারি নিজেদের ভাষায় , সব থেকে আমার কাছে ইনেস্তাফরেক্স ব্রকার ভাল লেগেছে , এতে কাজ করে অনেক ভাল লাগে আমার ।

FRK75
2022-10-13, 12:23 PM
বোনাস ডলার দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড করার জন্য সুযোগ করে দেয়ার ফলে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো ৷ফোরামের নিয়ম ও শৃঙ্খলার প্রতি সকলেরই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকা বান্হনীয়৷ আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷ফোরাম পোস্টিং করে যখন ট্রেড করতাম তখন শুধু ইংরেজি ফোরামটাই ছিল। ওখানেই পোস্ট করে করে উপার্জিত ডলার দিয়ে ট্রেড করতাম। নিজের ভাষায় লেখালেখি করার মজাই আলাদা। সহজে সবাই নিজের মত করে এখানে মত প্রকাশ করতে পারি। বাংলাভাষাদের েএকটা মিলনমেলা হলো এই ফোরাম। ফোরামের সদস্যদের নিয়ে একটা মিটআপ হলে নিজেদের বন্ধন আরো দৃঢ় হতো। হয়ত কোন একদিন সেটা্ও হবে।

mdzahidhasan
2022-10-20, 10:02 PM
ফরেক্স ফোরাম পোস্টিং বোনাস অফার টি প্রথমে নাইজেরিয়া , ভারত এবং পাকিস্তানের জন্য ওপেন সিলো । ২০১৩-২০১৪ সালের দিকে নাইজেরিয়া ফরেক্স ফোরাম এর সঙ্গে নিবন্ধিত হয়ে পোস্ট করে ৯১ ডলার বোনাস পেয়েছিলাম । এর পরে সেই বোনাস দিয়ে জীবনে প্রথম লাইভ ফরেক্স ট্রেডিং করেছিলাম । ফরেক্স ট্রেডার দের জন্য এটা খুব ভালো একটা সুযোগ । বাংলাদেশ ফরেক্স ফোরাম খোলার পরে খুবই খুশি হয়েছি কারণ নিজের ভাষায় ট্রেডার দের কাছ থেকে পরামর্শ পাওয়া যাবে ।

samun
2023-02-06, 10:59 AM
বাংলাদেশের প্রথম এবং একমাত্র ফরেক্স বিষয়ক বাংলা ফোরামটি ইন্সটাফরেক্সের। বাংলাদেশে ইন্সটাফরেক্স সম্পূর্ন বাংলা ভাষায় এই ফোরামটি অনুমোদন করেছে।এজন্য বাংলাদেশের মানুষ নিজ মাতৃভাষার সাহায্যে ফরেক্স ফোরামে অংশগ্রহন করতে পারছে। অভিজ্ঞতা আমাদের সাফল্যের উপর নির্ভর করে বা আমরা বলতে পারি যে আমাদের সাফল্য কেবলমাত্র এবং কেবল আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর করে। এজন্য আমরা যদি ফরেক্সে একটি সফল থ্রেডার হতে চাই তবে আমাদের অভিজ্ঞতা নেওয়া উচিত। ফরেক্স মার্কেটে যে আপনাকে অনেক ঘন্টা এবং অনেক দিন ব্যয় করেছে সে সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। যেহেতু ফোরাম চালু করেছে আমাদের জন্য এর মানে এই যে বাংলাদেশের ট্রেডারের কমিউনিটি অনেক বড় এবং ভবিষ্যতে ফরেক্স ব্যবসার একটি ভাল সম্ভাবনা আমাদের দেশে রয়েছে । তাই আমাদের উচিত এই ফোরামটি আরও ব্যপক আকারে ছড়িয়ে দেয়া এবং কমিউনিটিকে আরও শিক্তিশালী করা একতাবদ্ধ হয়ে ।

FRK75
2023-07-30, 11:09 PM
ইন্সটাফরেক্স শুধু ইংরেজি ফোরাম পোস্টং করতে হতো। কিন্তু এখন বাংলায় করতে পেরে আমি খুবই আনান্দদিত। কারন সব কথা ইংরেজীতে অনেক সময় আমরা বুঝাতে পারি না। তাই এখন আমি বাবংলায় পোস্টিং করে থাকি।ব্যক্তিগতভা ে আমার পক্ষ থেকে ইন্সটাফোরেক্সকে অবশ্যই অনেক ধন্যবাদ, আমরা আমাদের ভাষায় এট সম্পর্কে লিখতে পারতাছি কিছু বলতে পারতাছি শিখতে পারতাছি, একে অন্যের সাথে ভাবআদান প্রদান করতে পারতাছি এটাই বা কম কীসে।শুরুর দিকে যখন ফোরাম পোস্টিং করে যখন ট্রেড করতাম তখন শুধু ইংরেজি ফোরামটাই ছিল। ওখানেই পোস্ট করে করে উপার্জিত ডলার দিয়ে ট্রেড করতাম। নিজের ভাষায় লেখালেখি করার মজাই আলাদা। সহজে সবাই নিজের মত করে এখানে মত প্রকাশ করতে পারি।

Mas26
2023-07-31, 11:39 AM
আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি বাংলাদেশের জন্য আলাদা ফোরাম দেখে, তবে এখানে এখনও অনেক বেশি ইউজার প্রয়োজন, তাই আমাদের বেশি বেশি রেফার করতে হবে , এতে করে আমাদের রেফার বোনাস ও বাড়বে আর সাথে সাথে ফোরাম এ অনেক লোকের সমাগম হবে এবং আমাদের আলোচনার বিষয়বস্তু এবং জ্ঞানের বিসয় বাড়বে।

IFXmehedi
2023-07-31, 10:33 PM
জানিনা এই পোস্ট এই সেকশনে কতটা মানানসই কিন্তু আমি সবাইকে জানাতে চাই আমি কতটা খুশি এই ফোরাম দেখে গত বছর শুধু মূল ফোরাম এবং ইন্ডিয়া পাকিস্তানি ফরেক্স ফোরামে ঘোরাফেরা করেছি নিজের দেশের ফোরাম দেখে খুবই অহংকার লাগছে... ধন্যবাদ ইন্সটাফরেক্সকে এই অহংকারের সুযোগ করে দেবার জন্যে... :)

ইনস্তা ফরেক্স বাংলাদেশীদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে সেটা হল আমরা ফোরামে ফরেস্ট ট্রেডিং সম্পর্কে আলোচনা করে কিছু অর্থ উপার্জন করতে পারে এবং সেটা আমাদের ফরেক্স ট্রেডিং একাউন্টে মূলধন হিসেবে কাজ করে । ইনিস্তা ফরেক্স কিন্তু সব দেশের জন্য এই সুবিধা দেয় না সেই দিক দিয়ে চিন্তা করলে আমরা বাংলাদেশি হিসেবে ভাগ্যবান । তাই আমাদের উচিত এই বোনাস গুলোর সঠিক ব্যবহার করে ফরেক্স ট্রেডিং ভালোভাবে শেখা এবং নিজেদের ট্রেডিং মূলধন আরও সমৃদ্ধ করা ।