PDA

View Full Version : কিছু বেয়ারিশ ক্যান্ডেল



alamsat
2018-08-14, 10:09 PM
আমরা যারা ফরেক্স এ ট্রেড করে থাকি তারা অনেক কষ্ট করে ক্যান্ডেল চার্ট সম্পর্কে ধারনা নিয়ে ট্রেড করতে হয়। তাই আমি কিছু বেয়ারিশ ক্যান্ডেল আপনাদের উপহার দিতে চাই যেটি ব্যবহার করে সহবে আপনারা সেল ট্রেড ধরতে পারবেন।
6187

Mamun13
2018-08-30, 07:43 AM
আলম ভাইকে ধন্যবাদ ছবি সহকারে আমাদের জন্য বেয়ারিশ ক্যান্ডেল গুলোর পরিচিতি তুলে ধরার জন্য৷একটা বিষয় আপনারা সবাই লক্ষ্য করবেন আমরা যখন ছবিতে ক্যান্ডেল গুলোর চেহারা দেখি তখন পরিষ্কারভাবে বুঝতে পারি কিন্তু যখন আমরা লাইভ মার্কেটে লাইভ ক্যান্ডেল গুলো লক্ষ্য করি ঠিক তখনই আমাদের মাথা এলোমেলো হয়ে যায়৷মনে হয় আমরা দেখেও দেখিনা বুঝেও বুঝি না৷এই ধরনের এলোমেলো হয়ে analysis করি ফলে সঠিক প্যাটার্ন অনুসারে ট্রেড করতে ব্যর্থ হই৷আর এজন্যই আমাদেরকে লস গুনতে হয়৷ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদেরকে ক্যান্ডেলস্টিক গুলোর সঠিক pattern বুঝে ট্রেড করা অপরিহার্য৷কারণ ক্যান্ডেলস্টীক গুলো অনুসারেই মার্কেটের প্রাইস মুভমেন্ট করে থাকে অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডেল নির্দিষ্ট সময়ের জন্য প্রাইসের মুভমেন্ট প্রকাশ করে থাকে৷ফলে এগুলো এনালাইসিস করলে বুঝা যায় মার্কেট প্রাইস পরবর্তীতে কি ধরনের মুভমেন্ট করতে পারে৷তাই ক্যান্ডেলস্টীক গুলো অ্যানালাইসিস করা বেশ গুরুত্বপূর্ণ৷

lanzuu
2018-08-30, 11:53 PM
আজ আবার পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলেন। চার্ট প্যাটার্নই আসলে বলে দেয় মার্কেটের ফিউচার। সব বাদ দিয়ে যদি শুধু ক্যান্ডেলস্টিক টা ভালো বুঝতে পারেন তাহলে আর কিছু লাগবে না। একাই ১০০। আমি শুরুর দিকে এই রকম ক্যান্ডেল গুলো প্রিন্ট করে আমার টেবিলের সামনে লাগিয়ে রাখতাম। বার বার দেখলে মুখস্ত হয়ে যেত। শেখাও হতো মজাও হতো। তখন কেউ আমার স্টাডি রুমে গেলে সবার আগে জিজ্ঞাসা করত এগুলো কি? সুন্দর দেখা যায় তো। ওরা ভাবত আমি এগুলো দিয়ে ওয়াল সাজিয়েছি।

shohedullaearn
2023-07-29, 10:21 AM
ভাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের একত্রিত করে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করেছে এবং যা আমাদের অনেক উপকারে আসবে বলে আমার মনে হয় এবং আমার মতন অনেক নতুন ট্রেডার আছে যারা এ সম্পর্কে জানবো না তারাও অবগত হয়েছে বলে আমার মনে হয়।