PDA

View Full Version : গোল্ড এবং অয়েল ফান্ডমেন্টাল নিউজের সম্পর্ক



Montu Zaman
2018-08-19, 04:46 PM
ফরেক্স মার্কেটে গোল্ড এবং অয়েল ফান্ডমেন্টাল নিউজের এর মধ্যে একটি গুরুত্বপুর্ণ সম্পর্ক রয়েছে। কারন এই দুটি কমোডিটিস ফরেক্স মার্কেটে ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেবার জন্য সর্বোচ্চ ইন্ডিকেটর হিসাবে মাপা হয়।
যেমন গোল্ড এর ক্ষেত্রে বিভিন্ন দেশের মাইন প্রোডাকশনে ২০১১ সালের জরিপে এককভাবে চীন এগিয়ে আছে এবং দ্বিতীয় স্থান দখল করে আছে অস্ট্রেলিয়া এবং তৃতীয় হচ্ছে ইউ.এস। এভাবে বিভিন্ন বছর বিভিন্ন দেশের প্রোডাকশন সেই দেশের কারেন্সিকে হিট করে।
6192
লক্ষ্য করবেন, বেশিরভাগ সময়ে ইউ.এস gold এর বৃহৎ উৎপাদনকারী দেশ থাকা সত্তেও gold এর সাথে usd এর বিপরীত সম্পর্ক থাকে। এর পেছনে মুল কারন হচ্ছে gold এর প্রাইস সবসময় usd’র বিপক্ষে নির্ধারণ করা হয়। এছাড়া আরো একটি কারন হচ্ছে মাঝে মাঝে ইনভেস্টররা তাদে কেপিটেল কে usd থেকে gold এ স্থানান্তর করে রাখতে বেশি সেইভ মনে করে।

অয়েল এর ক্ষেত্রে সাধারণভাবে আমরা জানি অয়েল/তেল এর মূল্য বৃদ্ধিতে বিশেষ করে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়। সাথে সাথে ফিনিশড প্রোডাক্ট যেমন ইউটিলিটি এবং হিটিং কস্টও বাড়ে। যার প্রভাব বিশেষ করে তেল নির্ভর অর্থনীতির দেশ যেমন মার্কিন যুক্তরাট্র, চীন, ভারত ও অন্যান্য উন্নত দেশের উপর পড়ে। কিন্তু ব্যতিক্রম হল কানাডা যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল মজুদকারী দেশ এবং নিট অয়েল রপ্তানিকারক যার কারনে অয়েল প্রাইস এর সাথে কানাডিয়ান ডলারের একটি ইতিবাচক সম্পর্ক দেখা যায় যা অন্যান্য উন্নত দেশের মধ্যে দেখা যায় না।

Tofazzal Mia
2018-09-13, 04:15 PM
ফরেক্স মার্কেটে গোল্ড ট্রেডিং কারেন্সি পেয়ার ট্রেডের খুব কাছাকাছি হলেও গোল্ড ট্রেডিং আসলে ওয়েল ট্রেডিং এর মতো নয়। গোল্ড ট্রেডিং হচ্ছে আবেগপ্রবন আর ওয়েল ট্রেডিং হল বিশ্লেষণাত্মক ও চিত্তাকর্ষক হওয়ার চেয়ে আরেকটু বেশী। যদিও ফরেক্স গোল্ড ট্রেডিং এবং ওয়েল ট্রেডিং এর পরিবর্তনগুলো বিশ্লেষন করে আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট ট্রেন্ড খুঁজে বের করতে পারবেন। আর গোল্ড ও ওয়েল এর প্রাইসে স্পাইকের পরিবর্তনগুলো ধরার জন্য আপনাকে ফান্ডমেন্টাল নিউজগুলো সবসময় জানতে হবে। যার সবচেয়ে ভালো উদাহরন হল সম্প্রতিক ইউএস রাষ্ট্রপতি নির্বাচন এবং ইউকেতে ব্রেক্সিট ভোট