View Full Version : ট্রেডে লস হলে কি করেন?
lanzuu
2018-08-26, 01:36 PM
লাভ লস মিলেই কিন্তু ফরেক্স মার্কেট। অনেকে লাভ করি আবার অনেকে লস। যখন ট্রেড লাভ হয় তখন তো কথাই নেই। মনে ফুরফুরে একটা আমেজ চলে আসে। আর যখন লস হয় তখন রাজ্যের যন্ত্রণা এসে ভর করে আমাদের উপর :1f629:
আমি যখন ট্রেডে টানা লস করি তখন নিজেকে কিছু সময় দেই। লসের লজিক্যাল কারনগুলো খুজার চেষ্টা করি। যদি কারনগুলো লজিক্যাল হয় তাহলে লসগুলোকে আমার ট্রেডিংয়ের অংশ হিসেবেই নেবার চেষ্টা করি। আর যদি লজিকের বাইরে গিয়ে লস করে ফেলি তখন সেদিনের জন্য ট্রেড অফ রাখি। মানুষের মন বড়ই বিচিত্র। অনেক সময় দেখা যায় নিজেই নিজের বানানো নিয়ম মানতে পারি না। ভুল করে বসি। এরকম ভুল করলে তখন ট্রেড থেকে বাইরে গিয়ে মুভি দেখি বা সাইক্লিংয়ে বের হয়ে পড়ি :1f60e:
আপনি কি করেন?
iloveyou
2018-08-26, 03:09 PM
ভাই এখানে কোনভাবে যদি লস হয় সেটাকে মেনে নিতে হবে। এখানে কখনও লাভ আবার কখনওবা লস এ সবকিছুকে ধরলে চলবে না। বরং আপনার লসটাকে কিভাবে কমিয়ে আনতে পারবেন আপনাকে সে চিন্তা-ভাবনা নিয়ে সব সময় ট্রেড করে যেতে হবে। সুতরাং চেষ্টা করে যায় একসময় দেখবেন লসটাকে অনেকাংশে কমিয়ে এনেছেন।
lanzuu
2018-08-26, 05:10 PM
হুম। আসলে লস করা ট্রেডেরই একটি অংশ। লস হবেই। ফরেক্সে যদি লস করা শেখা যায় তাহলে আলটিমেটলি প্রফিট আসেই। যদি প্রফিট রেশিও বেশি রাখা যায় তাহলে সহজেই লস কমিয়ে আনা যাবে। দেখা যাবে ১০ টার মধ্যে ৬ টা লস হলেও আপনি এভারেজ ভালো প্রফিটে থাকবেন।
Mamun13
2018-09-06, 08:57 PM
আমি আমার ট্রেডে লস হলে পিসি থেকে উঠে পড়ি এবং দূরে কোথাও হাঁটতে বেরিয়ে যাই৷বিশেষ করে আমাদের শহরের পাশে ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঠান্ডা বাতাসে চলে যাই৷সেখানে মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত পর্যাপ্ত সময় হাঁটাহাঁটি করি,রাতে নিশ্চিন্তে বেশ ভালো ঘুমাই,পর্যাপ্ত পানি পান করি এবং আমি ভুলে যাই আমি কখনোও কোনদিনও ফরেক্স মার্কেটে ট্রেড করি নাই...এই বিষয়গুলো মাথা থেকে সম্পুর্ন বের করে দেওয়ার চেষ্টা করি৷এইভাবে দু-তিন দিন চলে যাওয়ার পর ট্রেডে লস হওয়ার কারণগুলো নিয়ে আস্তে ধীরে বসে স্টাডি করি-কোথায় কোথায় entry করেছিলাম এবং কি কারণে market price আমার বিপরীত দিকে মুভ করলো ?? সেগুলো নিয়ে analysis করি এবং নোট করে রাখি৷এই বিষয়গুলো নিয়ে সতর্ক হয়ে যাই এবং সচেতন হই যেন এ ধরনের ভুল আর না করি৷তবে আমি কখনোই আমার ট্রেডের লসগুলো নিয়ে হতাশ হই নাই বা দুঃখ বোধ করি নাই অথবা কোনো প্রকার আফসোসও করি নাই৷কারণ মার্কেট আছে মার্কেট থাকবে আমিও আছি আর ট্রেড করার সুযোগ রয়েছে৷যেহেতু আমি আমার নিজের অনভিজ্ঞতার কারণে,অদক্ষতার কারণে লস করি তাই আমাকে অবশ্যই আরো ভালো করে শিখতে হবে জানতে হবে এই আশায় আবার নতুনভাবে নিজেকে তৈরি করি৷
Nazmul799
2018-09-06, 10:04 PM
লসকে মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ। লস মানাটাকে নিজের সাথে মিলিয়ে নিতে পারলে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তখন শুধু সামনে আগানোর সময়। আমি বেশি লস করে ফেললে আমার প্রিয় সাইকেল নিয়ে বের হয়ে পড়ি। দূরে ঘুরতে যাই অপরিচিত কোন এলাকায়। তারপর সাইক্লিং শেষে কিছু ঠান্ডা মিউজিক শুনে মনকে প্রশান্ত করি। তারপরদিন নব উদ্যমে আগের লসকে ভুলে ট্রেড খুজে বেড়াই। পছন্দসই এন্ট্রি পেলে নিয়ে ফেলি আর না পেলে চার্ট দেখি।
alamsat
2018-09-08, 01:08 PM
লস হলে আমি কোন ট্রেড না করে একটু অন্যদিকে সময় পারকরে থাকি। তারপর চিন্তাভাবনা করে আবার কিছু নতুন এ্যানালিসিস নিয়ে মার্কেটে প্রবেশ করি। এ পর্যন্ত বহুবার লস করেছি। আবার কিছু নতুন নিয়ম আয়ত্ব করে ট্রেড শুরু করেছি। বর্তমানে লসের ট্রেড এর চেয়ে লাভের ট্রেড এর সংখ্যা অনেক বেশি। তাই আমি বেশ ভাল করে ট্রেড করছি।
expkhaled
2018-09-08, 04:54 PM
সবাই খুব ভাল লিখেছেন এবং আমার মনের কথা গুলিই সবাই বলছেন। আসলে লস হলো ফরেক্স এর ভিত্তি আমি মনে করি কারন লস করেই কিন্ত শেখা যায়, লাভ করে নয়। কারন মানুষ যখন লাভবান হয় তখন ভূলে যায় কোন প্রসেস এ সে আয় করলো কিন্ত যদি লস হয় সেটা সহজে মন থেকে যেতে চায় না। তাই একটি কথা ফরেক্স এর জন্য চিরসত্য সেটা হলো ’ফরেক্স এ হয় লাভ হবে না হলে কিছু শেখা যাবে’। সব চেয়ে বড় কথা হচ্ছে আমাদের মার্কেট এ টিকে থাকার জন্য যত প্রকারের আইডিয়া আছে সেগুলো বের করতে হবে। একটি ব্যপার লক্ষ্য করা যাচ্ছে আমাদের ফরেক্স ফোরাম কিন্ত অভিজ্ঞদের সমন্বয়ে সম্বৃদ্ধ হচ্ছে দিনে দিনে তাতে আশার আলো দেখতে পারছি।
আমার তো ট্রেড লস হলে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি । তখন লস মেনে নিতে পারিনা । তাই লস করার পর আমি একা থাকতে পছন্দ করি । লস কেন হল সেটি নিয়ে ভাবার চেষ্টা করি এবং ট্রেডটি লস করার পেছনে আমার কি ভুল ছিল সেগুলো বের করার চেষ্টা করি এবং পরবর্তীতে এই ভুলগুলো যাতে না হয় সেই জন্য নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করি । দু একদিন ট্রেড করা থেকে বিরত থাকি কারণ লস করার পর কিছুদিন মার্কেটে ঢুকতে ইচ্ছে করে না।
Rokibul7
2019-08-06, 02:12 AM
ট্রেডিং এ হলে মেনে নিতে হবে টানা লস হতে থাকলে টেডিং বন্ধ করে নিজের ব্যাথতা খুজে বের করা উচিৎ এতে দক্ষতা বেড়ে যাবে নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে মাকেটে টিকে থাকতে হবে।
KaziBayzid162
2019-08-06, 03:29 PM
ব্যবসায় লাভ লস থাকবে এটাই স্বাভাবিক। তাই আমি যখন কোন ট্রেডে লস করে থাকি তখন চেষ্টা করি নিজের কন্সেন্ট টাকে সরিয়ে মাথা ও মনকে শান্ত করার জন্য, কেননা আমি খুব ভাল করে জানি যে আমি যদি ওই সময় আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে দ্রুত লস রিকভার করার জন্য কোন ভুল ট্রেড করে ফেলি তাহলে আরো অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এ কারণেই লস হলে আমি সেটাকে স্বাভাবিক ভাবে মেনে নেয়ার চেষ্টা করি এবং কি কারণে লস হয়েছে সেই কারণগুলো খুঁজে বের করে নিজেকে সে বিষয়ে শুধরে সচেতন করে তোলার চেষ্টা করি,যাতে করে পরবর্তীতে ওই ভুলের কারনে যেন কোন লস করতে না হয়।
ARIFULISLAM1996
2019-08-06, 03:42 PM
লাভ-লস নিয়েই ফরেক্স মার্কেট।যেকোনো ব্যবসাতেই লাভ-লোকসান দুটোই থাকবে এটাই স্বাভাবিক।লস হলে আমি নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করি।লসের কারণগুলো নোট করে রাখার চেষ্টা করি।লস কি আমার নিজের ভুল সিদ্ধান্তের জন্য হয়েছে নাকি স্বাভাবিকভাবে হয়েছে তা যাচাই করার চেষ্টা করি।যদি আমার নিজের ভুলের জন্য লস হয়ে থাকে তাহলে সেই ভুলগুলোর সমাধান করার চেষ্টা করি।লস হলে আমি দুই একদিন আর ট্রেড ওপেন করি না।খুব বেশি মন খারাপ হলে বাহিড়ে বেড়াতে চলে যাই।
kohit
2019-08-06, 06:15 PM
লস হওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের নিম্মের এই পদক্ষেপগুলো অনুসরন করা দরকার-
১. ট্রেড হিস্ট্রির পরীক্ষা নিরিক্ষা : মার্জিন কল এর সম্মুক্ষিন হওয়ার পরে, ফরেক্স ট্রেডারকে ফিরে যেতে হবে এবং ভুল কি হয়েছে তা খুঁজে বের করার লক্ষ্যে মার্জিন কলকে পরিচালিত ট্রেডগুলো পুনরুদ্ধার করতে হবে।
২. ভুল থেকে শেখা: ট্রেডারা সমস্যাগুলির ক্ষেত্রগুলি সনাক্ত করতে সক্ষম হলে, সেগুলি থেকে তাদের শেখার জন্য প্রস্তুত থাকতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে সম্পর্কে সজাগ থাকতে হবে।
৩. অনুশীলন অব্যাহত রাখা: আবার শক্ত এবং আত্মবিশ্বাসী হতে, ফরেক্স ট্রেডারকে ভাল অনুশীলন করতে এবং ভাল ট্রেডিং গাইডলাইন থাকতে হবে।
৪. ট্রেডিং প্ল্যান: ফরেক্স ট্রেডার অবশ্যই ট্রেডিং প্ল্যান সেট করতে হবে যা অনুসরণ করা আবশ্যক।
৫. মানি ম্যানেজমেন্টঃ মানি ম্যানেজমেন্ট থাকলে কখনো একটি অ্যাকাউন্ট জিরো হয় না। রিস্ক রেসিও নেমে ট্রেড করতে হবে।
samun
2019-08-06, 10:41 PM
ব্যবসায় মানেই লাভ ক্ষতি উভয়ই মেনে নিতে হবেই। ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা ব্যবসায়। এখানে অনেক অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার আছে যারা এখনো অনেক ট্রেডে লস করে থাকে। তাদের মাঝে আমাদের মতো অনেক নগন্ন ট্রেডার। ফরেক্স মার্কেট এমন একটা যায়গা যেখানে ১০ - ১৫ মিনিটের মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে। তাই লসকে আমি মেনে নিয়েছি।সাথে ধৈর্য ধারণ করি যা ক্ষতি হয়েছে তা রিকভার করার চেষ্টা করি।
TanjirKhandokar1994
2019-08-07, 05:29 PM
আমি মনে করি যে কোন ব্যবসায় লাভ লস থাকবেই আর এটাই স্বাভাবিক ব্যাপার তবে তাই বলে ব্যবসায় লস হলে হতাশ হলে চলবে না। আর ফরেক্সে দক্ষ ও অবিজ্ঞ না হলে লস একটু বেশিই হয়। আমি ফরেক্স ট্রেডিং এ লস করলে পরে সেই লস পুষিয়ে নিতে চেষ্টা করি। আর কেন লস হলো সেটা খুঁজে বের করে শুধরে নেই। কেননা ভুল থেকেই সবার শিক্ষা গ্রহণ করতে হয়। বারবার একই রকম ভুল কেউই করে না। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ লস হলে হতাশ না হয়ে ট্রেড করে আবার সেটা পুষিয়ে নেয়া উচিত সকলের। ধন্যবাদ
sumon918
2019-10-02, 03:36 AM
ফরেক্স মার্কেটে লাভ লস দুটোই রয়েছে যখন লাভ হয় তখন আমরা খুব খুশি হই কিন্তু যখন লাভ না হয়ে লস হয় তখন আমরা অনেকটাই আপসেট হয়ে পড়ি। কিন্তু তখন আমাদের মাথা অনেক বেশি ঠান্ডা রাখা প্রয়োজন এবং কি কারনে লস হয়েছে সেই কারণগুলো খুঁজে বের করা প্রয়োজন এবং সেটা থেকে পরবর্তীতে যেন এই একই রকমের ভুল না হয় সেই বিষয়ে নোটিশ করা উচিত এবং শিক্ষা গ্রহণ করা উচিত।
DJSUMON777
2019-10-02, 05:11 AM
ফরেক্স মার্কেটে কি অনলাইন বিজনেস *। সব বিজনেস আই লাভ লস থাকে ফরেক্স এর ব্যতিক্রম নয়। তাই এখানে লাভকে যেরকম ভাবে মেনে নিতে পারা যায় লস কেউ আমি মনে করি সেভাবে মেনে নেওয়া উচিত। আমি লস হলে সেই লসের কারণটা খুঁজে বের করার চেষ্টা করি এবং ভবিষ্যতে যেন এই একই কারণে আর দ্বিতীয়বার লস না হয় সেই ব্যাপারে সচেষ্ট থাকি। অর্থাৎ ভুল থেকে শিক্ষা গ্রহণ করি। আমার মনে হয় সবাইকেই এমনটা করা উচিত।
md mehedi hasan
2019-10-02, 07:25 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে লস নেওয়ার মানুষিকতা তৈরি করতে হবে।আমাদের মতো ট্রেডার ফরেক্স মার্কেটে লস করলে প্রথমেই মানুষিক ভাবে ভেজ্ঞে পড়ে এবং এর পরেই পরবর্তী ট্রেডের জন্য প্রস্তুত হয়ে যায়।এবার আগের ট্রেডের চেয়ে বেশি লটে ট্রেড ওপেন করে বসে থাকে লস রিকোভারি করার জন্য।শেষমেষে দেখা যায় আবার লস।এভাবে রাগের বসে একাউন্ট শূন্য করে ফেলে।তবে একটি ট্রেড লসের পরে ভালো সুযোগের জন্য অপেক্ষা করাই উত্তম।
Rajib_Biswas
2019-10-02, 07:55 AM
যেহেতু ফরেক্স মার্কেট এক প্রকার ব্যবসা সেহেতু ব্যবসাতে লাভ লস থাকবে এটাই বাস্তবতা। তাই ফরেক্স মার্কেটে লস হলে আমি তা মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করি। যদিও অনেক সময় মেনে নিতে কষ্ট হয় তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করি। ফরেক্স মার্কেটে এমন ট্রেডার খুঁজে পাওয়া যাবে না যে জীবনে কোনদিন লস করে নাই। অভিজ্ঞ ট্রেডার গনও অনেক সময় লস করে থাকেন। তাই লস করলে মানসিকভাবে ভেঙে না পড়ে পূর্বের মতোই স্বাভাবিক থেকে ট্রেড করে লস রিকভার করার উপায় খুঁজতে থাকি। কি কারনে লস হলো তারা খুঁজে বের করি এবং পরবর্তীতে যেন ওই ভুল আর না হয় তা মাথায় রাখার চেষ্টা করি।
SOMARANITHAKUR1995
2019-10-02, 11:18 PM
সবাই ট্রেডের সাথে যুক্ত হয় কিছু লাভ করার জন্য। কিন্তু লাভ এর জায়গায় যদি লস হয়ে যায় তাহলে মনটা কিছুটা হলেও খারাপ লাগবে এটা স্বাভাবিক। তবে তাই বলে ফরেক্স মার্কেটে লস হলে ভেঙে পড়লে চলবে না। লস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবং এখান থেকে আপনি যদি শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে আপনি আপনার লস এর কারণটা বুঝতে পারবেন। এভাবে ভবিষ্যতে যাতে লস না হয় সে ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করবেন। ফলে আপনার লস কম হবে।
MANIK6642
2019-10-03, 03:54 AM
ব্যবসাতে লাভ -লস থাকবেই। ফরেক্স যেহেতু একটা ব্যবসা সেহুতু এখানেও লাভ-লস রয়েছে।তবে ফরেক্স খুবই রিস্কি মার্কেট এখানে লাভের থেকে লসের পরিমাণটা একটু বেশিই।পর্যান্ত জ্ঞান অভিজ্ঞতা আর দক্ষতা থাকলেই কেবল ফরেক্স এ লাভ করা যায়।আমি খুব হিসাব করে ফরেক্স এ ট্রেড করি।তারপরও মাঝে মাঝে লস হয়।আসলে লস আমাদের মানতেই হবে।লস না মেনে আমি যদি বেশি পাকামো করতে যায় আমার আরো বেশি লস হবে,এর আগে আমার অনেকবার এমন হয়েছে।আমার লস হলে প্রথমে নিজেকে ট্রেড থেকে একটু বিরত রাখি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি।এরপর ধীরে ধীরে ওই লসটার কারণ খুজি এবং লিপিবদ্ধ করে রাখি যাহাতে নেক্সট টাইমে রিভাইস দিতে পারি এমন লস যেন না হয়।পরে যখন মাথা একদম ফ্রেশ করতে পারি তখন আবার ট্রেডে আসি।আবার ঠান্ডা মাথায় ট্রেড করি।
ট্রেডডে লস হওয়া টা স্বাভাবিক লস হলে আমি মন খারাপ করি না বরং ধৈর্য্য ধারন করি।কেননা ধৈর্য না ধরলে ফরেক্সে টিকে থাকা যায় না। এমনকি ভাল ট্রেডার দের সাহায্য গ্রহন করি।
Jid13
2019-10-12, 02:01 PM
ট্রেডে লস হলে প্রথমদিকে অনেক হতাশ হয়ে পারি যা কিছুই করি না কেন কিছুই তখন আর ভালো লাগে না। তবে এখন আর হতাশ হই না কারন হতায় হয়ে কিছুই হবে না যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে হতাশ হলে দেখি তখন ট্রেডিং এ আরে বেশি খারাপ প্রভাব পরে যায় তাই সকলেরই উচিত তখন কিছু সময় ট্রেড থেকে বিরত থাকা।
riadfx
2019-10-13, 07:00 PM
ফরেক্স ট্রেডিং এ অনেক বেশি লস খেয়েছি এবং এতে করে অনেক হতাশায় ভুগেছি তবে এখন আর আগের মত নেই কারন এখন ট্রেডিং স্টাইল চেন্জ হয়ে গেছে এবং রিস্ক ম্যানেজমেন্ট মেনেও ট্রেড করছি তাই বেশি লসে পড়ার সম্ভাবনা কম তাই এখন আর তেমন টেনশনে ভুগছি না।
Hredy
2019-10-13, 09:41 PM
লাভ - লস দুটোই ফরেক্স মার্কেটের অংশ । কখনো লাভ কখনো আবার লস। যখন ট্রেডে লাভ হয় তখন তো কথাই নেই। মনে ফুরফুরে একটা আমেজ চলে আসে। আর যখন লস হয় তখন রাজ্যের যন্ত্রণা এসে ভর করে আমাদের উপর।আমি যখন ট্রেডে টানা লস করি তখন নিজেকে কিছু সময় দেই। লসের লজিক্যাল কারনগুলো খুজার চেষ্টা করি। যদি কারনগুলো লজিক্যাল হয় তাহলে লসগুলোকে আমার ট্রেডিংয়ের অংশ হিসেবেই নেবার চেষ্টা করি। আর যদি লজিকের বাইরে গিয়ে লস করে ফেলি তখন সেদিনের জন্য ট্রেড অফ রাখি।
souravkumarhazra6763
2019-10-14, 07:25 PM
ট্রেড লস ফরেক্স ট্রেড এ হবে,এটি ট্রেড এর একটি অংশ,তাই আমি যখন ট্রেড এ লস করি,তখন মাথা ঠান্ডা রেখে ট্রেড এর লস এর কারণ খুঁজে বের করি এবং তা নোট করে রাখি যাতে পরবর্তীতে একি ভুল এ আমার সেম লস না হয়,এবং আমি আমার লস রিকোভার এর চেষ্টা করি।
IFXmehedi
2019-10-16, 11:26 PM
যখন আমার ট্রেড এ লস হয় তখন ভাই আমি সাধারণত আমার ট্রেডিং করা বন্ধ রাখি । কারণ আমি যখন প্রথমদিকে ট্রেড করে লস করতাম তখন বার বার ট্রেড করতাম লস টা পোষানোর জন্য , কিন্তু এতে আর হিতে বিপরীত হত । তখন লস হতে হতে আমার অ্যাকাউন্ট শেষ হয়ে যেত । তবে এটা থেকে আমি বর্তমানে শিক্ষা নিয়ে বুঝতে পারছি যখন ২/৩ টা ট্রেড এ পরপর লস হয় তখন কিছুটা সময় ট্রেড থেকে বিরত থাকা উচিত । মাথাটা রিফ্রেশ করে আবার মার্কেট আনাল্যসিস করে ট্রেড শুরু করা উচিত ।
amreta
2020-03-13, 07:02 PM
লাভ লস মিলেই কিন্তু ফরেক্স মার্কেট। অনেকে লাভ করি আবার অনেকে লস। যখন ট্রেড লাভ হয় তখন তো কথাই নেই। মনে ফুরফুরে একটা আমেজ চলে আসে। আর যখন লস হয় তখন রাজ্যের যন্ত্রণা এসে ভর করে আমাদের উপর :1f629:
আমি যখন ট্রেডে টানা লস করি তখন নিজেকে কিছু সময় দেই। লসের লজিক্যাল কারনগুলো খুজার চেষ্টা করি। যদি কারনগুলো লজিক্যাল হয় তাহলে লসগুলোকে আমার ট্রেডিংয়ের অংশ হিসেবেই নেবার চেষ্টা করি। আর যদি লজিকের বাইরে গিয়ে লস করে ফেলি তখন সেদিনের জন্য ট্রেড অফ রাখি। মানুষের মন বড়ই বিচিত্র। অনেক সময় দেখা যায় নিজেই নিজের বানানো নিয়ম মানতে পারি না। ভুল করে বসি। এরকম ভুল করলে তখন ট্রেড থেকে বাইরে গিয়ে মুভি দেখি বা সাইক্লিংয়ে বের হয়ে পড়ি :1f60e:
আপনি কি করেন?
যদি আমাদের বাণিজ্যের ক্ষতি হয় তবে আমাদের এখানে একটি লাভ করতে হবে So সুতরাং আমি অনুমান করি আপনি যদি এখানে কাজ করছেন তবে আপনার ব্যবসা করা উচিত এবং আপনি যদি লোভী হন তবে কখনও ভুল বাণিজ্য করবেন না। আপনি যদি এখানে খুব ভাল বাণিজ্য করতে চান এবং আপনি বাণিজ্য করতে চান তবে সাবধানতার সাথে কাজ করলে আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে, এখানে কখনও ক্ষতি হয় না। এই বাণিজ্যটি বিশ্বজুড়ে বিখ্যাত এবং প্রত্যেকেই এই ব্যবসাটি করছে এবং এখানে কাজ করার চেষ্টা করছে।
saraa
2020-03-14, 11:41 AM
বৈদেশিক মুদ্রার প্রত্যেকের জন্যই, আপনার বয়স ১৮ বছরের বেশি এবং আপনার অনলাইনে অর্থোপার্জনের উচ্চাভিলাষ রয়েছে, ফরেক্স আপনার লক্ষ্য অর্জনের সর্বোত্তম উপায় B তবে ফরেক্সে সফল হওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং হতে হবে ধৈর্য ধরুন কারণ আপনি এই বাজারে অর্থোপার্জন শুরু না করা পর্যন্ত কিছুটা সময় লাগবে oreফোরেক্স আমার জীবনের সেরা কাজটি হয়েছিল, কয়েক বছর অনুশীলন ও ব্যবসায়ের পরে কিছু অর্থ হারাতে পেরে আমি এখন কিছু সময়ের জন্য লাভ করছি, ভাল অর্থোপার্জন এবং এখনও সময়ের সাথে আমার কৌশল এবং দক্ষতা উন্নত করে।
Md.Nasim Uddin
2020-03-14, 11:52 AM
প্রতিটা ব্যবসায়ীর ক্ষেত্রেই লাভ-লস থাকবেই। বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে লসের ভাগিদার হতে হবে। লস করতে করতে একসময় ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে প্রফিট অর্জন করতে সক্ষম হবে।ফরেক্স থেকে লস হলে আমার মনে হয় ফোরাম থেকে বেশি পরিমান ডলার বোনাস নিয়ে আবার ট্রেডিং করা। বেশি অ্যামাউন্ট নিয়ে ট্রেডিং করলে ট্রেডিংয়ে সফল হইতে সহজ হয়। তাই প্রতিটা ট্রেডারকে বোনাস বেশি পরিমাণে কালেক্ট করে ট্রেডে অংশগ্রহণ করা। তাহলেই ফরেক্স মার্কেট থেকে ট্রেড করে লাভবান হওয়া যাবে।,,,,,,, ধন্যবাদ।
Mahmud1984fx
2020-05-27, 10:46 AM
ট্রেডে লস হলে সেটা কভার করার চেষ্টা করি। একাধিক এ্যাকাউন্ট থাকায় অনেক সময় কিছু সময় পরে মেকাপ হয়ে যায়। আবার যখন লস করি তখন একটু বিরতী দিই বা ঐদিন অফ রাখার চেষ্টা করি। অন্যান্য কাজ বাড়িয়ে দিই যেমন ফোরামে সময় একটু বেশী *দিই অথবা ফরেক্স সম্পর্কে বিভিন্ন বিষয়ে অনলাইনে আরো জানার চেষ্টা করি। অন্যান্য বই,ধর্মীয় বই-পুস্তক বা একটু খেলাধূলার চেষ্টা করি। একটু মাইন্ড ফ্রেশ করার পরে নতুন পরিকল্পনা নিয়ে আবার চেষ্টা করি। কারন একবার না পারিলে দেখ শতবার। লস হলেই ভেঙ্গে পড়া চলবে না।
Mas26
2020-05-27, 12:33 PM
হুম। আসলে লস করা ট্রেডেরই একটি অংশ। লস হবেই। ফরেক্সে যদি লস করা শেখা যায় তাহলে আলটিমেটলি প্রফিট আসেই। যদি প্রফিট রেশিও বেশি রাখা যায় তাহলে সহজেই লস কমিয়ে আনা যাবে। দেখা যাবে ১০ টার মধ্যে ৬ টা লস হলেও আপনি এভারেজ ভালো প্রফিটে থাকবেন।
SHARIFfx
2020-05-27, 02:03 PM
এক কথায় ট্রেডে লস হলে ডিমো ট্রেডিং এ ফিরে যাবেন। আমার মতে ডিপোজিট এর ২০% লস হয়ে গেলে আর রিয়েল ট্রেড পরিচালনা করা উচিৎ নয়। ভালো করে ডিমো ট্রেডিং করে দক্ষতা অর্জনের সাথে ট্রেড পরিচালনা করে আবার রিয়েল ট্রেড শুরু করতে হবে। তবে সেন্টিমেন্টাল ঠিক রাখতে হবে।
Md.shohag
2020-07-24, 11:27 AM
ভাই এখানে কোনভাবে যদি লস হয় সেটাকে মেনে নিতে হবে। এখানে কখনও লাভ আবার কখনওবা লস এ সবকিছুকে ধরলে চলবে না। বরং আপনার লসটাকে কিভাবে কমিয়ে আনতে পারবেন আপনাকে সে চিন্তা-ভাবনা নিয়ে সব সময় ট্রেড করে যেতে হবে। সুতরাং চেষ্টা করে যায় একসময় দেখবেন লসটাকে অনেকাংশে কমিয়ে এনেছেন।
konok
2020-07-24, 01:49 PM
লাভ-লস নিয়েই ফরেক্স মার্কেট।যেকোনো ব্যবসাতেই লাভ-লোকসান দুটোই থাকবে এটাই স্বাভাবিক।লস হলে আমি নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করি।লসের কারণগুলো নোট করে রাখার চেষ্টা করি।লস কি আমার নিজের ভুল সিদ্ধান্তের জন্য হয়েছে নাকি স্বাভাবিকভাবে হয়েছে তা যাচাই করার চেষ্টা করি। একটু মাইন্ড ফ্রেশ করার পরে নতুন পরিকল্পনা নিয়ে আবার চেষ্টা করি। কারন একবার না পারিলে দেখ শতবার। লস হলেই ভেঙ্গে পড়া চলবে না।
FREEDOM
2020-07-24, 02:08 PM
লস হলে আমি কোন ট্রেড না করে একটু অন্যদিকে সময় পারকরে থাকি। তারপর চিন্তাভাবনা করে আবার কিছু নতুন এ্যানালিসিস নিয়ে মার্কেটে প্রবেশ করি। এ পর্যন্ত বহুবার লস করেছি। আবার কিছু নতুন নিয়ম আয়ত্ব করে ট্রেড শুরু করেছি। বর্তমানে লসের ট্রেড এর চেয়ে লাভের ট্রেড এর সংখ্যা অনেক বেশি। তাই আমি বেশ ভাল করে ট্রেড করছি।
আমার তো ট্রেড লস হলে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি । তখন লস মেনে নিতে পারিনা । তাই লস করার পর আমি একা থাকতে পছন্দ করি । লস কেন হল সেটি নিয়ে ভাবার চেষ্টা করি এবং ট্রেডটি লস করার পেছনে আমার কি ভুল ছিল সেগুলো বের করার চেষ্টা করি এবং পরবর্তীতে এই ভুলগুলো যাতে না হয় সেই জন্য নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করি।
Fardin02
2020-07-25, 12:24 PM
লস মানাটাকে নিজের সাথে মিলিয়ে নিতে পারলে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তখন শুধু সামনে আগানোর সময়। আমি বেশি লস করে ফেললে আমার প্রিয় সাইকেল নিয়ে বের হয়ে পড়ি। দূরে ঘুরতে যাই অপরিচিত কোন এলাকায়। তারপর সাইক্লিং শেষে কিছু ঠান্ডা মিউজিক শুনে মনকে প্রশান্ত করি। তারপরদিন নব উদ্যমে আগের লসকে ভুলে ট্রেড খুজে বেড়াই। লস কেন হল সেটি নিয়ে ভাবার চেষ্টা করি এবং ট্রেডটি লস করার পেছনে আমার কি ভুল ছিল সেগুলো বের করার চেষ্টা করি এবং পরবর্তীতে এই ভুলগুলো যাতে না হয় সেই জন্য নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করি । দু একদিন ট্রেড করা থেকে বিরত থাকি কারণ লস করার পর কিছুদিন মার্কেটে ঢুকতে ইচ্ছে করে না।
muslima
2020-07-26, 12:43 AM
যে কোন ব্যবসায় লাভ লস থাকবেই আর এটাই স্বাভাবিক ব্যাপার তবে তাই বলে ব্যবসায় লস হলে হতাশ হলে চলবে না। আর ফরেক্সে দক্ষ ও অবিজ্ঞ না হলে লস একটু বেশিই হয়। আমি ফরেক্স ট্রেডিং এ লস করলে পরে সেই লস পুষিয়ে নিতে চেষ্টা করি। আমি যখন প্রথমদিকে ট্রেড করে লস করতাম তখন বার বার ট্রেড করতাম লস টা পোষানোর জন্য , কিন্তু এতে আর হিতে বিপরীত হত । তখন লস হতে হতে আমার অ্যাকাউন্ট শেষ হয়ে যেত ।
লস হলে আমি কোন ট্রেড না করে একটু অন্যদিকে সময় পারকরে থাকি। তারপর চিন্তাভাবনা করে আবার কিছু নতুন এ্যানালিসিস নিয়ে মার্কেটে প্রবেশ করি। এ পর্যন্ত বহুবার লস করেছি। আবার কিছু নতুন নিয়ম আয়ত্ব করে ট্রেড শুরু করেছি। বর্তমানে লসের ট্রেড এর চেয়ে লাভের ট্রেড এর সংখ্যা অনেক বেশি। তাই আমি বেশ ভাল করে ট্রেড করছি।
লসকে মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ। লস মানাটাকে নিজের সাথে মিলিয়ে নিতে পারলে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তখন শুধু সামনে আগানোর সময়। আমি বেশি লস করে ফেললে আমার প্রিয় সাইকেল নিয়ে বের হয়ে পড়ি। দূরে ঘুরতে যাই অপরিচিত কোন এলাকায়। তারপর সাইক্লিং শেষে কিছু ঠান্ডা মিউজিক শুনে মনকে প্রশান্ত করি। তারপরদিন নব উদ্যমে আগের লসকে ভুলে ট্রেড খুজে বেড়াই। পছন্দসই এন্ট্রি পেলে নিয়ে ফেলি আর না পেলে চার্ট দেখি
KAZIMAJHARULISLAM
2020-09-09, 02:27 PM
অন্যান্য ব্যবসার মতোই, ফরেক্স ট্রেডিং একটা ব্যবসা। এবং এখানেও লাভের সাথে লস যৌথভাবে জড়িয়ে রয়েছে।তাই যখন আমরা লাভ করি, তখন আমাদের মধ্যে আত্মবিশ্বাস জন্ম নেয় এবং আমরা নতুনভাবে ট্রেডিং করার জন্যে, আরো বেশি উদ্যমী হয়ে ওঠি।কিন্তু যখন আমাদের লস হয় এবং পরপর লসের সংখ্যার বৃদ্ধি পায়, তখন আমাদের মাঝে হীনমন্যতা বৃদ্ধি পায় এবং আমরা আস্তে আস্তে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। এবং নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলি। কিন্তু লস হবে এটাই স্বাভাবিক,মানসিক-ভাবে ভেঙে না পড়ে,লসের কারণ খুঁজে বের করে, বিকল্প সমাধান বের করতে হবে। এবং পুনরায় সমাধান কে কাজে লাগিয়ে, নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে ।তাহলেই আমরা প্রকৃত লক্ষ বাস্তবায়ন করতে পারব।
jimislam
2020-09-09, 03:18 PM
লাভ - লস দুটোই ফরেক্স মার্কেটের অংশ । কখনো লাভ কখনো আবার লস। যখন ট্রেডে লাভ হয় তখন তো কথাই নেই। মনে ফুরফুরে একটা আমেজ চলে আসে। লসের কারণ খুঁজে বের করে, বিকল্প সমাধান বের করতে হবে। এবং পুনরায় সমাধান কে কাজে লাগিয়ে, নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে ।তাহলেই আমরা প্রকৃত লক্ষ বাস্তবায়ন করতে পারব।
EmonFX
2020-09-09, 04:06 PM
আসলে লস করা ট্রেডেরই একটা অংশ। লস হল এটাকে আপনার business cost ভাবুন। ১০ টা ট্রেড নিলে ৬ টায় প্রফিট করলে তাতেই সন্তস্ট থাকুন। আর মানুষ ভুল করবে এটা স্বাভাবিক কিন্ত ভুল থেকে শিক্ষা নিতে না পারা অস্বাভাবিক। ট্রেড করার সময় যে আমরা ১০০% সঠিক সিদ্ধান্ত নিতে পারবো এমন নয়। ইংরেজীতে একটি প্রবাদ আছে, “ফেইলুর ইজ দ্যা পিলার অব সাক্সেস”। যদি তাই হয়ে তাহলে আমাদের ব্যর্থতাকে নেতিবাচক দৃষ্টিাকোন থেকে দেখা মোটেই ঠিক না। প্রথমে খুজে বের করতে হবে কেনো আমি ভুল করলাম, কোথায় ভুল করলাম, কোথায় দুর্বলতা রয়েছে। সেটা আবিস্কার করার পরে সেই দুর্বলতার জায়গায় কাজ করে সমস্যা সমাধান খুজতে হবে।
খুব কম সংখ্যক মানুষই আছে আমাদের ভুরগুলো খুজে বের করার চেস্টা করিনা এবং সেই অনুযায়ী সুধরানোর কাজ করিনা। ফলে অনেক পরিশ্রম করেও সফলতার দ্বারে পৌছাতে পারিন। ভাগ্যের দোহাই দিয়ে ক্ষান্ত হয়ে যাই। আর দুর্বলেরাই কেবল ভাগ্যের দোহাই দেয়।
jimislam
2020-09-09, 04:08 PM
আমি আমার ট্রেডে লস হলে পিসি থেকে উঠে পড়ি এবং দূরে কোথাও হাঁটতে বেরিয়ে যাই৷বিশেষ করে আমাদের শহরের পাশে ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঠান্ডা বাতাসে চলে যাই৷সেখানে মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত পর্যাপ্ত সময় হাঁটাহাঁটি করি,রাতে নিশ্চিন্তে বেশ ভালো ঘুমাই,লিপিবদ্ধ করে রাখি যাহাতে নেক্সট টাইমে রিভাইস দিতে পারি এমন লস যেন না হয়।পরে যখন মাথা একদম ফ্রেশ করতে পারি তখন আবার ট্রেডে আসি।আবার ঠান্ডা মাথায় ট্রেড করি।
sss21
2020-09-09, 09:34 PM
লাভ-লস নিয়েই ফরেক্স মার্কেট।যেকোনো ব্যবসাতেই লাভ-লোকসান দুটোই থাকবে এটাই স্বাভাবিক।লস হলে আমি নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করি।লসের কারণগুলো নোট করে রাখার চেষ্টা করি।লস কি আমার নিজের ভুল সিদ্ধান্তের জন্য হয়েছে নাকি স্বাভাবিকভাবে হয়েছে তা যাচাই করার চেষ্টা করি।যদি আমার নিজের ভুলের জন্য লস হয়ে থাকে তাহলে সেই ভুলগুলোর সমাধান করার চেষ্টা করি।লস হলে আমি দুই একদিন আর ট্রেড ওপেন করি না।খুব বেশি মন খারাপ হলে বাহিড়ে বেড়াতে চলে যাই।
ABDUSSALAM2020
2020-09-09, 11:29 PM
ফরেক্স ট্রেডে জটিলতায় তাহলে আমি forex-bangla ফরমের মাধ্যমে বোনাস থেকে প্রতিদিন করে 3 ডলার ইনকাম করে যেটা মাসিক ভাবে 90 ডলার হয় এবং পরবর্তীতে আমার ফরেক্স ট্রেডে জতিলজ হয় আমি এই 90 ডলার দিয়ে আবার কাজ শুরু করি এবং পরবর্তীতে কাজ করলে লস হলেও পরবর্তীতে সফলতা আসে এবং সফলতা অর্জনের জন্য লাভ হবে এবং ঝুঁকি নিয়ে কাজ করতে হবে তবে বাংলা পোষ্টের মাধ্যমে মাধ্যমে টাকা উপার্জন করতে পারবো আবার এবং করা যায়।
FRK75
2020-10-24, 08:04 PM
লস মানাটাকে নিজের সাথে মিলিয়ে নিতে পারলে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তখন শুধু সামনে আগানোর সময়। আমি বেশি লস করে ফেললে আমার প্রিয় সাইকেল নিয়ে বের হয়ে পড়ি। দূরে ঘুরতে যাই অপরিচিত কোন এলাকায়। তারপর সাইক্লিং শেষে কিছু ঠান্ডা মিউজিক শুনে মনকে প্রশান্ত করি। তারপরদিন নব উদ্যমে আগের লসকে ভুলে ট্রেড খুজে বেড়াই। পছন্দসই এন্ট্রি পেলে নিয়ে ফেলি আর না পেলে চার্ট দেখি।
শুধু সামনে আগানোর সময়। আমি বেশি লস করে ফেললে আমার প্রিয় সাইকেল নিয়ে বের হয়ে পড়ি। দূরে ঘুরতে যাই অপরিচিত কোন এলাকায়। তারপর সাইক্লিং শেষে কিছু ঠান্ডা মিউজিক শুনে মনকে প্রশান্ত করি। তারপরদিন নব উদ্যমে আগের লসকে ভুলে ট্রেড খুজে বেড়াই। পছন্দসই এন্ট্রি পেলে নিয়ে ফেলি আর না পেলে চার্ট দেখি
হুম। আসলে লস করা ট্রেডেরই একটি অংশ। লস হবেই। ফরেক্সে যদি লস করা শেখা যায় তাহলে আলটিমেটলি প্রফিট আসেই। যদি প্রফিট রেশিও বেশি রাখা যায় তাহলে সহজেই লস কমিয়ে আনা যাবে। দেখা যাবে ১০ টার মধ্যে ৬ টা লস হলেও আপনি এভারেজ ভালো প্রফিটে থাকবেন।
Starship
2021-02-21, 10:59 PM
সাধারণত আমাদের ট্রেড করে যেমন প্রফিট হলে সবাই আনন্দ বা খুশি হয়ে থাকে। তেমনি লস হলে বেশির ভাগ ট্রেডারের মন খারাপ হয় আমার নিজেরও হয়। কিন্তু লস থেকে দূরে থাকতে এটি কোন সমাধান নয়। আমি সাধারণত ট্রেডের লসের কারণ সম্পর্কে জানার চেষ্টা করি। এ বিষয়ে আমার এক পরিচিত অভিজ্ঞ বড় ভাইয়ের সঙ্গে শেয়ার করি। লস এর কারণ সম্পর্কে খোঁজার চেষ্টা করি। পরবর্তীতে কিভাবে ট্রেড করতে হবে সে বিষয়ে আলোচনা করি। আমরা সবাই চাই লস না করতে কিন্তু তার জন্য আমাদেরকে পর্যাপ্ত দক্ষতা অর্জন করতে হবে।
Sakib42
2021-02-21, 11:44 PM
বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে একজন মানুষ ট্রেডিং করার সময় ঠিক তখনই লস খায় যখন সে কোনো না কোনো ভুল করে থাকে। আর ট্রেডিং একসময় ক্ষতির হলে যে ভুলটি হবে সেই ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সেই ভুলের উপর বারবার প্রশিক্ষণ নিতে হবে এবং নিজেকে একজন ভাল মানের ট্রেডারের রূপান্তর করতে হবে। আমি মূলত ট্রেনিং এর সময় লস খেলে এই চিন্তাগুলো করে থাকি এবং সমাধানের চেষ্টা করে থাকি।
Mas26
2021-02-22, 12:00 AM
ভাই এখানে কোনভাবে যদি লস হয় সেটাকে মেনে নিতে হবে। এখানে কখনও লাভ আবার কখনওবা লস এ সবকিছুকে ধরলে চলবে না। বরং আপনার লসটাকে কিভাবে কমিয়ে আনতে পারবেন আপনাকে সে চিন্তা-ভাবনা নিয়ে সব সময় ট্রেড করে যেতে হবে। সুতরাং চেষ্টা করে যায় একসময় দেখবেন লসটাকে অনেকাংশে কমিয়ে এনেছেন।
FRK75
2021-05-21, 06:31 AM
কখনো লাভ কখনো আবার লস। যখন ট্রেডে লাভ হয় তখন তো কথাই নেই। মনে ফুরফুরে একটা আমেজ চলে আসে। আর যখন লস হয় তখন রাজ্যের যন্ত্রণা এসে ভর করে আমাদের উপর।আমি যখন ট্রেডে টানা লস করি তখন নিজেকে কিছু সময় দেই। লসের লজিক্যাল কারনগুলো খুজার চেষ্টা করি। যদি কারনগুলো লজিক্যাল হয় তাহলে লসগুলোকে আমার ট্রেডিংয়ের অংশ হিসেবেই নেবার চেষ্টা করি। আর যদি লজিকের বাইরে গিয়ে লস করে ফেলি তখন সেদিনের জন্য ট্রেড অফ রাখি।
EmonFX
2021-05-21, 08:57 AM
লাভ লস মিলেই কিন্তু ফরেক্স মার্কেট। অনেকে লাভ করি আবার অনেকে লস। যখন ট্রেড লাভ হয় তখন তো কথাই নেই। মনে ফুরফুরে একটা আমেজ চলে আসে। আর যখন লস হয় তখন রাজ্যের যন্ত্রণা এসে ভর করে আমাদের উপর :1f629:
আমি যখন ট্রেডে টানা লস করি তখন নিজেকে কিছু সময় দেই। লসের লজিক্যাল কারনগুলো খুজার চেষ্টা করি। যদি কারনগুলো লজিক্যাল হয় তাহলে লসগুলোকে আমার ট্রেডিংয়ের অংশ হিসেবেই নেবার চেষ্টা করি। আর যদি লজিকের বাইরে গিয়ে লস করে ফেলি তখন সেদিনের জন্য ট্রেড অফ রাখি। মানুষের মন বড়ই বিচিত্র। অনেক সময় দেখা যায় নিজেই নিজের বানানো নিয়ম মানতে পারি না। ভুল করে বসি। এরকম ভুল করলে তখন ট্রেড থেকে বাইরে গিয়ে মুভি দেখি বা সাইক্লিংয়ে বের হয়ে পড়ি :1f60e:
আপনি কি করেন?
ফরেক্স মার্কেটে লাভ-লস পাশাপাশি অবস্থান করে। ফরেক্স মার্কেটে আজ পর্যন্ত কেউ একচেটিয়াভাবে শুধু লাভ করতে পারেনি। ফরেক্সে লাভ-লস দুটোই আছে। তবে লসের থেকে লাভ বেশি করতে পারলে সেটাই সফলতা। আমার দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং অবশ্যই লাভজনক ব্যবসা যদি আপনি ফরেক্স এ একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হন। আপনার যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান না থাকে তাহলে ফরেক্স কখনোই আপনার কাছে লাভজনক ব্যবসা হবে না। ফরেক্স লাভজনক নাকি লস সেটা নির্ভর করে একজন ট্রেডারের নিজের উপরেই।
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি আমরা সবাই জানি ফরেক্সের লাভ করতে হলে অনেক দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন, একইসাথে অনেক পরিশ্রম করতে হবে। যে যত বেশি ভালো ট্রেডার হবে সে ততো বেশি লাভ করতে পারবে। একজন ট্রেডারের নিজের চেষ্টা এবং অধ্যাবসায় তার কাঙ্খিত লক্ষে পৌছাতে পারে। ধন্যবাদ
এখানে কখনও লাভ আবার কখনওবা লস এ সবকিছুকে ধরলে চলবে না। বরং আপনার লসটাকে কিভাবে কমিয়ে আনতে পারবেন আপনাকে সে চিন্তা-ভাবনা নিয়ে সব সময় ট্রেড করে যেতে হবে। তখন শুধু সামনে আগানোর সময়। আমি বেশি লস করে ফেললে আমার প্রিয় সাইকেল নিয়ে বের হয়ে পড়ি। দূরে ঘুরতে যাই অপরিচিত কোন এলাকায়। তারপর সাইক্লিং শেষে কিছু ঠান্ডা মিউজিক শুনে মনকে প্রশান্ত করি।
FRK75
2022-01-09, 09:48 PM
কোনভাবে যদি লস হয় সেটাকে মেনে নিতে হবে। এখানে কখনও লাভ আবার কখনওবা লস এ সবকিছুকে ধরলে চলবে না। বরং আপনার লসটাকে কিভাবে কমিয়ে আনতে পারবেন আপনাকে সে চিন্তা-ভাবনা নিয়ে সব সময় ট্রেড করে যেতে হবে। সুতরাং চেষ্টা করে যায় একসময় দেখবেন লসটাকে অনেকাংশে কমিয়ে এনেছেন
FRK75
2022-05-13, 10:15 PM
ট্রেডে লস হলে প্রথমদিকে অনেক হতাশ হয়ে পারি যা কিছুই করি না কেন কিছুই তখন আর ভালো লাগে না। তবে এখন আর হতাশ হই না কারন হতায় হয়ে কিছুই হবে না যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে হতাশ হলে দেখি তখন ট্রেডিং এ আরে বেশি খারাপ প্রভাব পরে যায় তাই সকলেরই উচিত তখন কিছু সময় ট্রেড থেকে বিরত থাকা।অন্যান্য কাজ বাড়িয়ে দিই যেমন ফোরামে সময় একটু বেশী *দিই অথবা ফরেক্স সম্পর্কে বিভিন্ন বিষয়ে অনলাইনে আরো জানার চেষ্টা করি। অন্যান্য বই,ধর্মীয় বই-পুস্তক বা একটু খেলাধূলার চেষ্টা করি। একটু মাইন্ড ফ্রেশ করার পরে নতুন পরিকল্পনা নিয়ে আবার চেষ্টা করি। কারন একবার না পারিলে দেখ শতবার। লস হলেই ভেঙ্গে পড়া চলবে না।
FRK75
2022-12-07, 11:17 AM
ট্রেডে লস হলে প্রথমদিকে অনেক হতাশ হয়ে পারি যা কিছুই করি না কেন কিছুই তখন আর ভালো লাগে না। তবে এখন আর হতাশ হই না কারন হতায় হয়ে কিছুই হবে না যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে হতাশ হলে দেখি তখন ট্রেডিং এ আরে বেশি খারাপ প্রভাব পরে যায় তাই সকলেরই উচিত তখন কিছু সময় ট্রেড থেকে বিরত থাকা।ট্রেডে লস হলে সেটা কভার করার চেষ্টা করি। একাধিক এ্যাকাউন্ট থাকায় অনেক সময় কিছু সময় পরে মেকাপ হয়ে যায়। আবার যখন লস করি তখন একটু বিরতী দিই বা ঐদিন অফ রাখার চেষ্টা করি। অন্যান্য কাজ বাড়িয়ে দিই যেমন ফোরামে সময় একটু বেশী *দিই অথবা ফরেক্স সম্পর্কে বিভিন্ন বিষয়ে অনলাইনে আরো জানার চেষ্টা করি। অন্যান্য বই,ধর্মীয় বই-পুস্তক বা একটু খেলাধূলার চেষ্টা করি। একটু মাইন্ড ফ্রেশ করার পরে নতুন পরিকল্পনা নিয়ে আবার চেষ্টা করি। কারন একবার না পারিলে দেখ শতবার। লস হলেই ভেঙ্গে পড়া চলবে না।
FRK75
2023-03-08, 06:52 PM
ফরেক্স ট্রেডিং এ অনেক বেশি লস খেয়েছি এবং এতে করে অনেক হতাশায় ভুগেছি তবে এখন আর আগের মত নেই কারন এখন ট্রেডিং স্টাইল চেন্জ হয়ে গেছে এবং রিস্ক ম্যানেজমেন্ট মেনেও ট্রেড করছি তাই বেশি লসে পড়ার সম্ভাবনা কম তাই এখন আর তেমন টেনশনে ভুগছি না।একাধিক এ্যাকাউন্ট থাকায় অনেক সময় কিছু সময় পরে মেকাপ হয়ে যায়। আবার যখন লস করি তখন একটু বিরতী দিই বা ঐদিন অফ রাখার চেষ্টা করি। অন্যান্য কাজ বাড়িয়ে দিই যেমন ফোরামে সময় একটু বেশী *দিই অথবা ফরেক্স সম্পর্কে বিভিন্ন বিষয়ে অনলাইনে আরো জানার চেষ্টা করি। অন্যান্য বই,ধর্মীয় বই-পুস্তক বা একটু খেলাধূলার চেষ্টা করি। একটু মাইন্ড ফ্রেশ করার পরে নতুন পরিকল্পনা নিয়ে আবার চেষ্টা করি। কারন একবার না পারিলে দেখ শতবার। লস হলেই ভেঙ্গে পড়া চলবে না।
SkAbdullahaAlMamun464893
2023-03-10, 10:18 PM
আমরা সকলেই জানি যে ব্যবসায় লাভ লস থাকবে এটাই স্বাভাবিক। তাই আমি যখন কোন ট্রেডে লস করে থাকি তখন চেষ্টা করি নিজেকে সামলে নিয়ে কিভাবে রিকভারি করা যায় সেই সমাধান খুজে বের করা এবং মনকে শান্ত করা। কেননা আমি খুব ভাল করে জানি যে আমি যদি ওই সময় আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে দ্রুত লস রিকভার করার জন্য কোন ভুল ট্রেড করে ফেলি তাহলে আরো অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এ কারণেই লস হলে আমি সেটাকে স্বাভাবিক ভাবে মেনে নেয়ার চেষ্টা করি এবং কি কারণে লস হয়েছে সেই কারণগুলো খুঁজে বের করে নিজেকে সে বিষয়ে শুধরে সচেতন করে তোলার চেষ্টা করি,যাতে করে পরবর্তীতে ওই ভুলের কারনে যেন কোন লস করতে না হয়।ধন্যবাদ
Mas26
2023-03-11, 12:03 PM
আমি আমার ট্রেডে লস হলে পিসি থেকে উঠে পড়ি এবং দূরে কোথাও হাঁটতে বেরিয়ে যাই৷বিশেষ করে আমাদের শহরের পাশে ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঠান্ডা বাতাসে চলে যাই৷সেখানে মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত পর্যাপ্ত সময় হাঁটাহাঁটি করি,রাতে নিশ্চিন্তে বেশ ভালো ঘুমাই,পর্যাপ্ত পানি পান করি এবং আমি ভুলে যাই আমি কখনোও কোনদিনও ফরেক্স মার্কেটে ট্রেড করি নাই...এই বিষয়গুলো মাথা থেকে সম্পুর্ন বের করে দেওয়ার চেষ্টা করি৷এইভাবে দু-তিন দিন চলে যাওয়ার পর ট্রেডে লস হওয়ার কারণগুলো নিয়ে আস্তে ধীরে বসে স্টাডি করি-কোথায় কোথায় entry করেছিলাম এবং কি কারণে market price আমার বিপরীত দিকে মুভ করলো ?? সেগুলো নিয়ে analysis করি এবং নোট করে রাখি৷এই বিষয়গুলো নিয়ে সতর্ক হয়ে যাই এবং সচেতন হই যেন এ ধরনের ভুল আর না করি৷তবে আমি কখনোই আমার ট্রেডের লসগুলো নিয়ে হতাশ হই নাই বা দুঃখ বোধ করি নাই অথবা কোনো প্রকার আফসোসও করি নাই৷কারণ মার্কেট আছে মার্কেট থাকবে আমিও আছি আর ট্রেড করার সুযোগ রয়েছে৷যেহেতু আমি আমার নিজের অনভিজ্ঞতার কারণে,অদক্ষতার কারণে লস করি তাই আমাকে অবশ্যই আরো ভালো করে শিখতে হবে জানতে হবে এই আশায় আবার নতুনভাবে নিজেকে তৈরি করি৷
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.