PDA

View Full Version : ট্রাম্প এর পতন বা অভিসংশন



Montu Zaman
2018-08-26, 04:51 PM
সম্প্রতি ‘ফক্স এন্ড ফ্রেইন্ডস’ টিভি প্রোগ্রামের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছে “আমার মনে হয় আমার পতন হলে মার্কেটে ধস নামবে এবং প্রত্যেকেই দারিদ্রতার মধ্যে পড়বে। আসলে এত ভাল কাজ করা একজনকে আপনারা কেমন করে খরচের খাতায় রাখতে পারেন তা আমি জানি না”

https://www.youtube.com/watch?v=RuwK1QipDDg

Tofazzal Mia
2018-08-26, 05:07 PM
যদিও এই ইন্টার ট্রাম্প তার প্রেসিডেন্সিকে এ+ নাম্বার দিয়েছেন কিন্তু ট্রাম্প এর সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন সম্প্রতি ট্রাম্প এর নির্বাচনী আইন ভঙ্গ করে রাশিয়ার সঙ্গে ট্রাম্প এর অবৈধ সম্পর্ক নিয়ে নিয়ে দোষ স্বীকার করেছেন। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সাথে স্টর্মি ড্যানিয়েলস নামে এক পর্ন তারকার মুখে কুলুপ আঁটার জন্য ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছে এটাও সত্যতা যাচাই হয়েছে। ফলে যা ট্রাম্পের প্রশাসনের উপর চাপ সৃষ্টি এবং আইনি ঝুঁকি তৈরী হয়েছে।
সেকারনে আগামী নভেম্বরে মাসের মধ্যবর্তী নির্বাচনের সময় নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে ট্রাম্পের কংগ্রেসে কোনো আইন পাশ করানোর ক্ষমতা কমে যেতে পারে এবং তার পতনের ডাক উঠতে পারে বলে ধারনা করা হচ্ছে।

BDFOREX TRADER
2019-09-25, 12:35 PM
বিরোধী দল ডেমোক্র্যাটদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি আরো জোরালো হয়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার তার দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। এই সময় ডেমোক্র্যাট কংগ্রেসম্যানরা দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি তোলেন। আগের চেয়ে এই দাবি আরো বেড়েছে। স্পিকার এ বিষয়ে মিডিয়াকে জানাতে পারেন। রিপাবলিকান সদস্য জন লুইসও ডেমোক্র্যাটদের সঙ্গে সুর মিলিয়েছেন।

Rassel Vuiya
2019-10-03, 11:45 AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান অভিশংসন তদন্তের নেতৃত্বে থাকা ডেমোক্র্যাটরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর ক্রমাগত চাপ তৈরি করে চলেছেন। একই সঙ্গে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সংশ্লিষ্টতা প্রকাশ পেয়েছে। তাই তারা তাকে তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সতর্ক করেছেন। কেননা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা যাতে সাক্ষ্য দিতে ক্যাপিটল হিলে না যেতে পারেন, সে চেষ্টা করছেন পম্পেও। এমনকি তড়িঘড়ি করে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। মঙ্গলবার পম্পেও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ সম্পর্কিত জবানবন্দি নেয়ার জন্য সংক্ষিপ্ত সময় বেঁধে দিয়ে তারা মন্ত্রণালয়ের কর্মীদের ‘ভীতি প্রদর্শন’ ও ‘হয়রানি’র চেষ্টা করছেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেল ইউক্রেন কেলেঙ্কারি সম্পর্কিত কিছু দলিল নিয়ে আলোচনার জন্য গতকাল কংগ্রেশনাল কমিটির সদস্যদের সঙ্গে একটি ‘জরুরি’ বৈঠক ডেকেছেন। কংগ্রেশনাল কমিটির এক এইড বৈঠকের আবেদনকে ‘অত্যন্ত অস্বাভাবিক ও গোপনীয়’ বলে উল্লেখ করেছেন তিনি।

SUROZ Islam
2019-10-28, 01:32 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্তকে বৈধ বলে রায় দিয়েছেন একটি আদালত। একই সঙ্গে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে করা বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারের তদন্ত প্রতিবেদনের হুবহু কপি জমা দিতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৫ জুলাইয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্প কথা বলেন। এ সময় তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর ছেলে হান্টার বাইডেনের ইউক্রেনে অতীত ব্যবসার দুর্নীতির তদন্তের জন্য জেলেনস্কিকে চাপ দেন। এই কথোপকথনের তথ্য ফাঁস হওয়ার পর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ২৪ সেপ্টেম্বর থেকে অভিশংসন তদন্ত শুরু করে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। তবে ট্রাম্পের অনুসারী রিপাবলিকানরা ওই অভিশংসন তদন্তের বিরোধিতা করে আসছেন। ট্রাম্পের অভিশংসন তদন্তের বৈধতা নিয়ে বৃহস্পতিবার রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে একটি প্রস্তাবও তুলেছেন তাঁরা। এতে ৫৩ জন রিপাবলিকানের মধ্যে ৪৩ জন ওই প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেছেন।
রিপাবলিকান, ট্রাম্প প্রশাসন ও বিচার বিভাগের দাবি, প্রতিনিধি পরিষদে কোনো প্রস্তাব পাস ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন তদন্ত শুরুর কোনো বৈধতা নেই। তবে ডেমোক্র্যাটরা বলছেন, অভিশংসন পরিচালনার জন্য প্রতিনিধি পরিষদকে পর্যাপ্ত ক্ষমতা দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান। এ ছাড়া ট্রাম্পকে অভিশংসনের জন্য তদন্ত শুরু প্রাথমিক পদক্ষেপ মাত্র। এখনই এ নিয়ে প্রতিনিধি পরিষদে ভোটাভুটির কোনো প্রয়োজন নেই। ডিস্ট্রিক্ট জর্জ বেরিল হাওয়েলও বলেছেন, এই পদক্ষেপের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পাসের প্রয়োজন নেই পরিষদের। আদালতের এই রায়কে ডেমোক্র্যাটদের জন্য বিজয় হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্পের অভিশংসন তদন্তের অংশ হিসেবে হোয়াইট হাউসের কাছে ম্যুলারের তদন্ত প্রতিবেদন চেয়েছে প্রতিনিধি পরিষদ। কিন্তু হোয়াইট হাউস ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, তাঁরা এই তদন্তের ব্যাপারে কোনো ধরনের সহায়তা করবেন না। এই অভিশংসন তদন্তের কোনো ভিত্তি নেই। এ জন্যই আদালতের দ্বারস্থ হন ডেমোক্র্যাটরা।
বিচারক বেরিল হাওয়েল ডেমোক্র্যাটদের ওই অভিশংসন তদন্তকে শুধু বৈধতাই দেননি, একই সঙ্গে আগামী বুধবারের মধ্যে ম্যুলারের সম্পাদনা ছাড়া প্রতিবেদনের কপি জমা দিতে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন। রায়ে বিচারক লেখেন, বাস্তবতা হলো প্রতিনিধি পরিষদের তদন্তের জন্য তথ্য দিতে প্রকাশ্যে বাধা দিচ্ছে ডিওজে (বিচার বিভাগ) ও হোয়াইট হাউস। তথ্য চেয়ে কংগ্রেস হোয়াইট হাউসের কাছে অনুরোধ করলেও তা কোনো ধরনের সহযোগিতা না করার বিষয়টি সরাসরি জানিয়েও দিয়েছে হোয়াইট হাউস।ট্রাম্পের অভিশংসন তদন্তের নেতৃত্বে থাকা ডেমোক্র্যাট নেতা প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এই রায় নিজেকে আইনের ঊর্ধ্বে রাখতে ট্রাম্প যে প্রচেষ্টা চালাচ্ছেন, তার ওপর বড় ধরনের আঘাত হিসেবে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে সত্য প্রকাশ করতে কংগ্রেসের অধিকারকে নিশ্চিত করেছেন গুরুত্বপূর্ণ এই আদালত। প্রেসিডেন্টকে জবাবদিহি করতে হবে। কারণ, কেউ আইনের ঊর্ধ্বে নন।
ম্যুলারের তদন্ত প্রতিবেদনের হুবহু কপি প্রকাশ না করার পক্ষে বিচার বিভাগের যুক্তি ছিল, প্রতিবেদনের তথ্য খুবই গোপনীয়। তাই এটা প্রকাশ করা যাবে না। তবে এ দাবির বিষয়ে একেবারে ভিন্নমত পোষণ করেন বিচারক হাওয়েল। তিনি বলেন, ডিওজের ধারণা ভুল। তিনি আরও বলেন, তথ্য গোপনের প্রয়োজনীয়তার চেয়ে তা প্রকাশ করা এখন বেশি প্রয়োজন। হাওয়েল বলেন, এই অভিশংসন তদন্ত প্রতিক্রিয়ায় শুধু প্রাসঙ্গিক তথ্য–উপাত্ত নয়, যেকোনো কিছুই জনগণের বিশ্বাস তৈরিতে কাজে দেবে।

SUROZ Islam
2019-11-06, 12:34 PM
http://forex-bangla.com/customavatars/1349803685.jpg
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বকালে সবচেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে অভিশংসন তদন্তের মুখোমুখি হচ্ছেন তিনি। এর আগে যে তিন মার্কিন প্রেসিডেন্ট এ প্রক্রিয়ার মুখোমুখি হয়েছিলেন, তারা হলেন অ্যান্ড্রু জনসন, রিচার্ড নিক্সন ও বিল ক্লিনটন। গত গ্রীষ্মে ট্রাম্পের বিরুদ্ধে চলা দুই বছরব্যাপী রাশিয়া তদন্ত শেষ হয়। স্পেশাল কাউন্সেলর রবার্ট ম্যুয়েলারের প্রতিবেদন প্রকাশের পর তার বিরুদ্ধে ডেমোক্র্যাটদের ‘উইচ হান্টের’ কড়া সমালোচনা করেন ট্রাম্প। যদিও ২০১৬ মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং সেখানে ট্রাম্পের সংশ্লিষ্টতা তদন্তে তাকে পুরোপুরি দায়মুক্তি দেয়া হয়নি। এর রেশ কাটতে না কাটতে গত ২৫ জুলাই একটি বেফাঁস টেলিফোন কলে বিপজ্জনক পরিস্থিতিতে পড়েন ট্রাম্প। মার্কিন কংগ্রেসে রবার্ট ম্যুয়েলারের সাক্ষ্যে ডেমোক্র্যাটরা অসন্তুষ্ট হলেও তাদের অজ্ঞাতেই তাদের হাতে মসলা তুলে দেন ট্রাম্প। ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ভলদাইমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত চালুর অনুরোধ করেন।
ট্রাম্পের সম্ভাব্য এক প্রার্থীর বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য চাপ প্রয়োগের মাধ্যমে ইউক্রেনে ৪০ কোটি ডলার সহায়তা আটকে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অবশ্য সেসব দাবি উপেক্ষা করে ট্রাম্প বলেন, জেলেনস্কির সঙ্গে আলোচনায় কোনো অসৌজন্যমূলক প্রস্তাব দেয়া হয়নি। তবে হুইশেলব্লোয়ারের এক প্রতিবেদন প্রকাশের পর সবকিছু উলটপালট হয়ে যায়। হুইশেলব্লোয়ারের প্রতিবেদন ও হোয়াইট হাউজ কর্তৃক প্রচারিত টেলিফোন আলাপের খসড়া কপিতে (নন-ভারবেটিম ট্রান্সক্রিপ্টে) দেখা যায়, রাজনৈতিক সুবিধাপ্রাপ্তির উদ্দেশ্যে নিজের ক্ষমতা ব্যবহার করেছেন ট্রাম্প। আগামী কয়েক মাসে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত হাউজ অব কংগ্রেসের বেশ কয়েকটি কমিটি ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত পরিচালনা করবেন। হোয়াইট হাউজ কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে এবং ট্রাম্প মোটা দাগে সিনেটরদের ওপর নির্ভর করছেন। তবে সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও পরিস্থিতি ঘোলাটে হলে ২০ জনের মতো সিনেটর ট্রাম্পের বিরুদ্ধে বেঁকে বসতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

SumonIslam
2019-11-27, 04:04 PM
9420
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন তদন্তের শুনানিতে আগামী ৪ ডিসেম্বর হাজির হওয়ার আমন্ত্রণ জানিয়েছে মার্কিন কংগ্রেস। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট দলীয় চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার বলেন, শুনানিতে ট্রাম্পকে হাজির হতে হবে অথবা এ প্রক্রিয়ার ব্যাপারে অভিযোগ করা থেকে বিরত থাকতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, শুনানিতে উপস্থিত হলে ট্রাম্প সাক্ষীদের প্রশ্ন করার সুযোগ পাবেন। জেরল্ড ন্যাডলার এক বিবৃতিতে জানান, ট্রাম্পকে আগামী মাসে শুনানির জন্য এক চিঠিতে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। ন্যাডলার বলেন, প্রেসিডেন্ট যেকোন একটি পছন্দ বেছে নিতে পারেন। তিনি অভিশংসন শুনানিতে প্রতিনিধিত্ব করার সুযোগটি নিতে পারেন অথবা প্রক্রিয়া সম্পর্কে অভিযোগ তোলা বন্ধ করতে পারেন। ‘আমি আশা করি, তিনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমেই তদন্তে অংশগ্রহণ করবেন, যা এর আগে অন্য প্রেসিডেন্টরাও একই কাজ করেছেন’, বলেন জেরল্ড। এছাড়া চিঠিতে তিনি উল্লেখ করেছেন, নিজের অভিশংসন নিয়ে আলোচনার জন্য শুনানিতে উপস্থিত হওয়া ট্রাম্পের জন্য একটি সুবর্ণ সুযোগ।

BDFOREX TRADER
2019-12-03, 04:09 PM
9467
অভিশংসন বা ইমপিচমেন্টের শুনানিতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার আইনজীবী প্যাট সিপোলোনে। মার্কিন কংগ্রেসে আগামীকাল বুধবার এই শুনানি অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন তদন্তের শুনানিতে প্রস্তাব পাসের বিষয়টি বিবেচনা করা হবে শুনানিতে। মার্কিন প্রতিনিধি পরিষদের বিচার মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির চেয়ারম্যান জেরি ন্যাডলারকে এ বিষয়ে একটি চিঠি লিখেছেনহোয়াইট হাউজের আইনজীবী প্যাট সিপোলোনে। তাতে তিনি বলেছেন, এখনো পর্যন্ত সাক্ষীদের নাম ঘোষণা করা হয়নি। অতিরিক্ত শুনানির মাধ্যমে কমিটি প্রেসিডেন্টকে ন্যায়বিচার দিতে সামর্থ রাখে কিনা তা নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। ফলে এমন শুনানিতে আমরা অংশ নেব না। আগামী বছর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নভেম্বরের সেই নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান প্রতিপক্ষ ডেমোক্র্যাট দল থেকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। অভিযোগ আছে, তার বিষয়ে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনকে অবৈধভাবে চাপ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তদন্ত করতে অস্বীকৃতি জানানোয় ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধের হুমকি দেন ট্রাম্প।
এ অবস্থায় শুনানিতে নির্ধারণ করা হবে ট্রাম্প ‘রাষ্ট্রদ্রোহিতা, ঘুষ দেয়া, অন্যান্য উচ্চ মাত্রার অপরাধ ও অপকর্ম’ করেছেন কিনা। শুনানিতে যদি এসব বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়া যায় তাহলে ইমপিচমেন্টের জন্য কমিটি কমপক্ষে চারটি পয়েন্ট বিবেচনা করতে পারে। এগুলো হলো- ক্ষমতার অপব্যবহার, ঘুষ, কংগ্রেসকে অবমাননা ও বিচার ব্যবস্থায় বাধা সৃষ্টি।

DhakaFX
2019-12-19, 12:26 PM
গতকাল ১৮ই ডিসেম্বর বুধবার, হাউস অব রিপ্রেজেন্টেটিভ এ ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগে ভোটাভুটি হয়। প্রথম অভিযোগ, প্রেসিডেন্ট হিসেবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। দ্বিতীয় অভিযোগ, কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন তিনি। দু’টি অভিযোগের ক্ষেত্রেই অভিশংসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পড়েছে। প্রথম অভিযোগে অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ২৩০টি এবং বিপক্ষে পড়েছে ১৯৭টি। দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে পক্ষে পড়েছে ২২৯টি ভোট এবং বিপক্ষে ১৯৮টি ভোট। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় কোন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হলেন।
9607
তাই প্রশ্ন আসে এখন ট্রাম্প এর ভাগ্যে কী ঘটতে যাচ্ছে?
মুলত হাউসে অভিশংসনের পর বিষয়টি এখন সিনেটে তোলা হবে। সেখানে বিচারের মুখোমুখি হবেন তিন।=তবে সিনেটে কখন এই বিচারের শুনানি হবে, এখন পর্যন্ত তা শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে শীতকালীন ছুটির পর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সম্ভবত এই বিচারের ব্যাপারে সাধারণ সম্মতি নেয়া শুরু করবে। সিনেটের সংখ্যালঘু ডেমোক্র্যাটিকদের নেতা চাক শুমার তেমনটিই অনুরোধ করেছেন। রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককনেলও হয়তো এ প্রস্তাবে সায় দেবেন। তবে এই অভিশংসন আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা, সেই প্রশ্নের জবাবেও পরিষ্কার কোনো কিছু পাওয়া সম্ভব হয়নি।

DhakaFX
2020-01-08, 03:35 PM
9759
জেনারেল কাসেম সোলেইমানি হত্যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করে ট্রামেপর অভিশংসন ও সিনেটে বিচারের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু থেকে দৃষ্টি দুরে সরে যাবার কারনে ট্রাম্প কিছুটা সহায়তা পেতে পারে। যদিও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পুনর্বিজয়ে অবশ্যই এটা বড় প্রভাব ফেলবে। কেননা সোলেইমানি হত্যার পরপর পরিচালিত প্রথম জরিপে দেখা যায় - ট্রাম্প পরবর্তী পরিস্থিতিতে যুদ্ধভাবাপন্ন হয়ে পরেছেন, যার কারনে কিছু মার্কিনদের মধ্যে ব্যাপক মতপার্থক্য দেখা যায়। এছাড়া কিছু সংখ্যাগরিষ্ঠ মার্কিন ট্রাম্পের এ পদক্ষেপকে সমর্থন করেছেন। আবার প্রায় সমসংখ্যক আমেরিকান মনে করছেন, হামলার ক্ষেত্রে সতর্ক পরিকল্পনায় ঘাটতি ছিল ট্রাম্পের।

Montu Zaman
2020-01-15, 05:43 PM
ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ইতোমধ্যে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী পদক্ষেপ হিসেবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ থেকে আনুষ্ঠানিক অভিযোগ সিনেটে পাঠাতে হবে। এর পূর্বে আজ বুধবার অভিশংসনের আনুষ্ঠানিক অভিযোগ উচ্চকক্ষ সিনেটে পাঠানো সংক্রান্ত ভোট গ্রহণ সংক্রান্ত নিয়মরক্ষার ভোট হবে। এর আগে মঙ্গলবার ডেমোক্রেট শিবির জানিয়েছে, সিনেটে অভিশংসন অভিযোগ পাঠানোর সময় ট্রাম্পের বিরুদ্ধে নতুন কিছু প্রমাণ সংযুক্ত করে দেওয়া হবে।

Tofazzal Mia
2020-01-22, 03:02 PM
9880
আজকে বুধবার মার্কিন সিনেটে রাষ্ট্রপতি ডোনাল্ড জুনিয়র ট্রাম্পের ইমপিচমেন্ট বা অভিশংসনের বিচার শুরু হয়েছে।এসময় ডেমোক্রাটরা অভিশংসনের পক্ষে নতুন প্রমাণ সংগ্রহে বারবার প্রচেষ্টা চালালেও তা নাকচ করেছে সেনেট। এরইমধ্যে অন্য রিপাবলিকান সেনেটরদের চাপের মুখে বিচারের শুনানি দ্রুত শেষ করার প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল। ডেমোক্রাটরা বলছেন, এটা ধামাচাপা দেবার ঘটনা ছাড়া আর কিছুই হবে না। মিস্টার ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের তদন্তে বাধা দেয়ার অভিযোগ রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে "ভুয়া" বলে উড়িয়ে দিয়েছেন তিনি। সেনেটররা নিরপেক্ষ বিচারক হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন। মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে এই বিচার প্রক্রিয়ায় সপ্তাহে ছয়দিন ছয় ঘণ্টা করে শুনানি চলবে। এ নিয়ে তৃতীয়বারের মতো কোন মার্কিন প্রেসিডেন্ট অভিশংসন বিচারের মুখে পড়লেন এবং কতদিন ধরে এটি চলবে সেটাও অনিশ্চিত। ডেমোক্রাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে গত মাসে অভিশংসিত হন মিস্টার ট্রাম্প। কিন্তু সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ধারণা করা হচ্ছে যে তারা প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করে তাকে তার দপ্তর থেকে সরাবে না।

Rassel Vuiya
2020-01-26, 04:24 PM
9915
ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয় গতবছর ডিসেম্বরে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প তৃতীয় প্রেসিডেন্ট হিসাবে গুরুতর অভিযোগে হাউজে অভিশংসিত হন। এখন তিনি প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন কিনা, সেই সিদ্ধান্ত হবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে।**ইতোমধ্যে অভিশংসন প্রস্তাব উচ্চকক্ষে পাঠানো হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) এক সাক্ষাৎকারে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, সিনেটের অভিশংসনের বিচারের ফলাফল বিবেচনা ছাড়াই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিরতরে অভিশংসিত। কারণ ট্রাম্পের অভিশংসনের জন্য আমাদের কাছে যথেষ্ট তথ্য রয়েছে।সিনেটে ট্রাম্প বিচারের মুখোমুখি হওয়ার পর শুনানি শেষে তার অপসারণের পক্ষে দুই তৃতীয়াংশ ভোট পড়লে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে তাকে। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে সে সম্ভাবনা নেই বললেই চলে।

Rajib_Biswas
2020-02-06, 11:29 AM
ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন বিচার থেকে অব্যহতি দিলো আমেরিকার সেনেট।
10007
অভিসংশন বিচার প্রক্রিয়া থেকে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর অর্থ হচ্ছে এখন তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে হচ্ছে না।
বুধবার ঐতিহাসিক এক ভোটাভুটির মাধ্যমে সেনেট দেশটির ৪৫তম প্রেসিডেন্টকে না সরানোর সিদ্ধান্ত নিয়েছে।
তবে খুব অল্প ভোটের ব্যবধানে এই মুক্তি পেয়েছেন।
রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটে ঐ বিচার প্রক্রিয়ায় মি. ট্রাম্পকে তার পদ থেকে সরিয়ে দেয়া না দেয়ার বিষয়ে ভোট দেন সেনেটররা।
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার পদচ্যুতির বিষয়ে ৫২-৪৮ ভোটে জিতেছেন মি. ট্রাম্প।
অন্যদিকে, কংগ্রেসের কাজে বাধা প্রদানের অভিযোগে প্রেসিডেন্টের পদ হারানোর সম্ভাবনা খারিজ হয়েছে ৫৩-৪৭ ভোটে।
কোন কারণে মি. ট্রাম্প ভোটে হেরে গেলে তাকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হতো।
এর আগে ডিসেম্বরে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নভেম্বরের নির্বাচনে মি. ট্রাম্প হবেন প্রথম প্রেসিডেন্ট প্রার্থী যিনি অভিশংসিত হয়েছেন।

SUROZ Islam
2020-02-06, 01:44 PM
10010
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকে গেলেন এ যাত্রা।*মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট বুধবার ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন অভিযোগ প্রত্যাখ্যান করে তাঁকে বেকসুর খালাস দিয়েছে।* অভিশংসনের গ্যাঁড়াকল থেকে মুক্তি পেয়ে বহাল তবিয়তেই রয়ে গেলেন দেশের রাষ্ট্রপ্রধানের আসনে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির জোরালো অভিযোগ আনা হয়। বিষয়টি অভিশংসনের দিকে মোড় নেয়। গতকাল বুধবার সিনেটের ভোটে নিষ্পত্তি ঘটে এর। অভিশংসন থেকে রেহাই পান ট্রাম্প।**ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ক্ষেত্রে ট্রাম্পের পক্ষে ভোট পড়ে ৫২টি, বিপক্ষে পড়ে ৪৮টি। কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগের ক্ষেত্রে ট্রাম্পের পক্ষে ভোট পড়ে ৫৩টি, বিপক্ষে পড়ে ৪৮টি। দুটি অভিযোগের ক্ষেত্রেই বেশি ভোট পেয়ে ট্রাম্প উতরে গেলেন অভিশংসনের ঝুঁকি।*নভেম্বরে প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ালে ট্রাম্পই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, সিনেটে যাঁর অভিশংসন বিচার হয়েছে।*

DhakaFX
2021-01-20, 03:29 PM
যুক্তরাষ্ট্রে চার বছরের মেয়াদ শেষে বিদায় নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে নতুন প্রেসিডেন্ট হিসাবে অভিষেক হতে যাচ্ছে জো বাইডেনের। তার সঙ্গে শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। তিনিই যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি দুই বার অভিশংসিত হয়েছেন এবং কংগ্রেসের পক্ষ থেকে যাকে অপরাধ সংগঠনে জড়িত থাকার কারণে অভিযুক্ত করা হয়েছে। মি. ট্রাম্প যিনি নিজেও একজন রিপাবলিকান, তিনি এখন সেনেটে বিচারের সম্মুখীন হবেন। দোষী সাব্যস্ত হলে তিনি আবারো ক্ষমতায় আসার সুযোগ চিরতরে হারাতে পারেন।
http://forex-bangla.com/customavatars/536965808.jpg

FXBD
2021-01-26, 01:08 PM
সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু করতে সিনেটে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রতিনিধি পরিষদ। সোমবার উপস্থাপিত এই অভিযোগে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে পার্লামেন্ট ভবনে সমর্থকদের হামলার আগে এক বক্তব্যে তাদের উসকানি দিয়েছিলেন ট্রাম্প।এর আগে একই অভিযোগে গত ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসিত করে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোন প্রেসিডেন্ট দুবার অভিশংসিত হয়েছেন। এর আগে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০১৯ সালে একবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন। তবে সে যাত্রা সিনেটের ভোটাভুটিতে রক্ষা পান ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট।
সেই সিনেটেই আবার আনুষ্ঠানিক অভিযোগ গেল। যদিও এরই মধ্যে গত ২০ জানুয়ারি নিজের মেয়াদ শেষ করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরও উচ্চকক্ষের এই বিচার শুধুই আনুষ্ঠানিকতা নয়। ক্ষমতায় না থাকলেও এবার অভিশংসিত হলে ট্রাম্প আগামীতে আর প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন না। যদিও ট্রাম্পকে অভিশংসিত করতে সিনেটের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হবে। কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটদের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সেটা প্রায় অসম্ভভই মনে করছেন বিশ্লেষকরা।
http://forex-bangla.com/customavatars/147186209.jpg

FXBD
2021-02-15, 01:27 PM
ট্রাম্পের অভিশংসন: সেনেটে এ যাত্রাতেও বেঁচে গেলেন ট্রাম্প, গত ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা উস্কে দেয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য মার্কিন সেনেটে যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল, তার চেয়ে কম হয়েছে। সেনেটরদের মধ্যে ৫৭ জন মি. ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দিয়েছেন, এর মধ্যে সাতজন রিপাবলিকান সেনেটর আছেন। বিপক্ষে ভোট পড়েছে ৪৩টি। কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার জন্য দুই তৃতীয়াংশ বা ৬৭ টি ভোট প্রয়োজন ছিল। সে হিসেবে ট্রাম্পকে অভিশংসন করার পক্ষে ১০টি ভোট কম আছে।অব্যাহতি পাওয়ার পরে মি. ট্রাম্প এই বিচার প্রক্রিয়াকে "ইতিহাসের সবচেয়ে বড় উইচ হান্ট" হিসাবে নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। এটি ছিল ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন। ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পকে আরো একবার অভিশংসনের চেষ্টা হয়েছিল। যদি তিনি দোষী সাব্যস্ত হতেন, সেনেট তাকে আবারও প্রেসিডেন্ট পদ প্রার্থী হতে বাধা দেওয়ার পক্ষে ভোট দিতে পারত।
http://forex-bangla.com/customavatars/1216433626.jpg