PDA

View Full Version : বাংলাদেশের আমদানি বাণিজ্য চীনা ইউয়ানের মাধ্যমে করা যাবে!



Montu Zaman
2018-08-26, 05:31 PM
বাংলাদেশে পাঁচটি কারেন্সী ইউএস ডলার, যুক্তরাজ্যের পাউন্ড, ইউরোপিয়ান ইউরো, জাপানি ইয়েন এবং কানাডিয়ান ডলারের মাধ্যমে এলসি খোলা হথ। তবে সম্প্রতি এগুলোর পাশাপাশি এখন থেকে চীনা কারেন্সী ইউয়ান দিয়ে আমদানি ব্যায় পরিশোধ করা যাবে বা যে কেউ চাইলে চীনা মুদ্রায় এলসি খুলতে পারবে। বাংলাদেশ ব্যাংক থেকে ইউয়ান দিয়ে ক্লিয়ারিং অ্যাকাউন্ট খোলার জন্য একটি নির্দেশনা বাণিজ্যিক প্রতি পাঠানো হয়েছে। এর ফলে উপকৃত হবেন আমদানিকারকরা। কেননা, এখন কারেন্সী বিনিময় সংক্রান্ত লোকসানের ঝুঁকি কম থাকবে, কেননা ডলারে আমদানি ব্যয় পরিশোধ করলে বিনিময়জনিত একটা লোকসান হতো। ফলে এ মুদ্রা বিনিময় জনিত লোকসান আর হবে না এবং সবচেয়ে বেশি সুবিধা হবে সরকার থেকে সরকারি পর্যায়ে নানান দায় পরিশোধের ক্ষেত্রে পাশাপাশি আমদানি-রফতানির ক্ষেত্রেও চীনা মুদ্রার দুয়ার খোলা থাকবে।

SUROZ Islam
2018-08-29, 04:39 PM
আমেরিকা ও চীনের ট্রেড ওয়ার শুরু হওয়ার পর থেকে বাংলাদেশেও কিছুটা প্রভাব পড়েছে, যার প্রভাবে এবারের কোরবানী ঈদের পর দেশের চামড়ার বাজারে ধস নেমেছে। কেননা বাংলাদেশের চামড়ার মুল মার্কেট হলো চীন, কিন্তু দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীন বিগত তিন মাস যাবৎ বাংলাদেশ থেকে চীনে কোন চামড়ার রফতানি হয়নি। চীন চামড়া নেওয়া বন্ধ করে দিয়েছে, আগের অর্ডার বাতিল করেছে এবং নতুন কোনও অর্ডারও দিচ্ছে না। ফলে চীনের আগের অর্ডারের প্যাকিং করা প্রায় ১০০ কন্টেইনার এখনও নিচ্ছে না চীন।