PDA

View Full Version : পড়ুন, অনুপ্রেরণা পাবেন...



lanzuu
2018-08-26, 07:34 PM
6215


আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে যাওয়ার পথ সব সময়ে আপনার অনুকূলে থাকবে না। মাঝেমাঝে আপনি হোচট খাবেন অথবা পড়ে যাবেন বা ব্যর্থ হবেন। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও আপনার প্রথমেই কিন্তু সফল হবেন না। ব্যর্থ হবেন, একাউন্ট জিরো হবে, বিষন্নতা চেপে ধরবে কিন্তু হাল ছাড়া যাবে না। কোন বিষয়ে সফলতার স্বাদ পেতে হলে শত বাধাবিপত্তি সত্ত্বেও লেগে থাকুন। এই লেগে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছোট বড় নানা রকম ব্যর্থতা, মানুষের নিরুৎসাহ ইত্যাদি নানা কিছু। অনেকে বলবে বিরাট বিজনিজম্যান হইছে হেন তেন। কারো কোন কথায় কান না দিয়ে নিজের দক্ষতা, যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন। ২দিন পর তারাই দেখবেন আপনার প্রসংশায় পঞ্চমুখ হবে। সব
এসব বাধাকে স্বাভাবিকভাবে নিয়ে যে যত ক্রমাগত নিজের কাজ করে যাবে, কাঙ্খিত ফলাফলের দিকে সে তত দ্রুত এগিয়ে যাবে। ব্যার্থতা নিয়ে মুষড়ে পড়ে থাকা বা এ নিয়ে মন ছোট করে থাকা মানে আপনার সাফল্যের পথে অযথা সময়ক্ষেপন করা। ব্যর্থতাকে সহজে গ্রহণ করুন, লেগে থাকুন

একটা বিষয় মনে রাখবেন, যে কাজ আপনি ভালোবাসেন, সেটায় লেগে থাকুন। সাফল্য আপনার ভালোবাসার পথ ধরে আসবেই।

alamsat
2018-08-26, 09:38 PM
আপনার কথাগুলো শুনে অনেক ভাল লাগল এমন কথা ফোরামে আগে কখনও পড়িনি। আপনার কথাগুলে পড়ে যারা নিয়মিত লস করছে তারা যেমন আমি শত লস করার পরেও লেগেই আছি ফরেক্স নিয়ে হয়ত কোন একদিন সফলতা পেতেও পারি এই আশায় দিন গুনছি। তবে আমি বিশ্বাস করি চেষ্টা থাকলে সব কাজেই সফলতা পাওয়া যাবে। তবে হয়ত সময় একটু বেশি লাগতেও পারে কারন ফরেক্স এ অনেক অনেক ইনকাম করা সম্ভব তাই হয়তোবা সফলতা পেতে এত বেশি সময় লাগছে। আমার মত যারা নিয়মিত লস করছেন তাদেরকেও বলি লেগে থাকেন একদিন নিশ্চয় সফলতা পাবেন।

lanzuu
2018-08-26, 11:27 PM
বহুদিন থেকে তো ফরেক্স ট্রেডিংয়ের সাথে জড়িত আছি। অনেক কিছু দেখে শিখেছে, কিছু সময় ঠেকে শিখেছি। এখন তো অনলাইন অনেক সমৃদ্ধ। আগে এত সমৃদ্ধ ছিল না। এখন আপনার মত সবাই কনট্রিবিউট করে যাচ্ছেন বিভিন্ন ফোরামে। আমাদের পরবর্তী প্রজন্ম আরো সহজে সবকিছু জানতে পারবে, শিখতে পারবে। লেগে থাকলে সব কাজেই সফল হওয়া সম্ভব আসলে। কিন্তু বেশিরভাগ ট্রেডার লস হতে হতে হাল ছেড়ে দেয়। হয়ত সফলতার কাছ থেকে গিয়ে ফিরে আসে।

Mamun13
2018-09-06, 08:58 PM
চমৎকার কথা বলছেন ভাই৷আসলে আমাদের জীবনে হতাশ হওয়ার কোনোও কারন নাই৷আমরা যদি কখোনোও কোনো কাজে ব্যর্থ হই তখন অবশ্যই মনে রাখতে হবে আমরা আমাদের অজ্ঞতার কারণেই ব্যর্থ হয়েছি৷অতএব হতাশ হওয়ার কোনোও যুক্তি আমি দেখি না৷তাই আমরা যখনই কোনো কাজে ব্যর্থ হবো তখনই নতুন করে বুকে সাহস নিয়ে আবার পথ চলতে শুরু করবো৷এভাবে আমরা সফলতার দ্বারপ্রান্তে যেতে পারি৷আপনারা যারা নতুন শিক্ষার্থী ট্রেডার তারা অবশ্যই আমাদের ফোরামের এইসব লেখাগুলো থেকে অনেক অনেক অনুপ্রেরণা পাবেন৷নিত্য নতুন তথ্য পাবেন,বেসিক বিষয়গুলো জানতে পারবেন,ট্রেডিং কলাকৌশলগুলো শিখতে পারবেন... এভাবে আপনারা যতই স্টাডি করবেন আশা করি ততই নিজেকে তৈরি করতে পারবেন৷সুতরাং কখনো হতাশ না হয়ে বরং আদাজল খেয়ে শেখার চেষ্টা করুন- 100% নিশ্চিত সফল হবেন৷

Nazmul799
2018-09-06, 09:43 PM
হুম। যত বেশি পড়াশুনা করবেন তত বেশি সফলতার দিকে এগিয়ে যাবেন। পড়াশুনার বিকল্প নেই। সব থেকে বড় বিষয় যা পড়বেন সেগুলো বাস্তব জীবনে প্রয়োগও করতে হবে। তা না হলে আপনার স্টাডি বৃথা। আমরা বেশিরভাগ কি করি, আজকে পড়লাম কাল ভুলে যাই। আজ যে ভুল করি সেটা থেকে শিক্ষা না নিয়ে পুনরায় একই ভুল করে ফেলি। জীবনে যে কাজই করুন না কেন ১০০% দিয়ে শিখতে হবে। তাহলেই শেখাটা কাজে লাগবে।

iloveyou
2018-09-07, 02:25 PM
ভাই ব্যর্থতাই হলো সকল কাজের সফলতার মূল উৎ*স। কেননা আপনি এমনিতেই যদি কোন কাজে পরিশ্রম ছাড়া সাফল্যের আশা করেন আর সেটা যদি আপনার ফেবারেও/ অনুকূলে থাকে তাহলে কিন্তু সেটাকে চূড়ান্ত সাফল্য হিসেবে ধরা বা বলা যাবে না। সেরকম এই ব্যবসাতেও আপনাকে কঠোর এ্যানালাইসিসের মাধ্যমে দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের ধারাবাহিকতায় সামনে অগ্রসর হতে হবে।

expkhaled
2018-09-07, 05:58 PM
6215


আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে যাওয়ার পথ সব সময়ে আপনার অনুকূলে থাকবে না। মাঝেমাঝে আপনি হোচট খাবেন অথবা পড়ে যাবেন বা ব্যর্থ হবেন। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও আপনার প্রথমেই কিন্তু সফল হবেন না। ব্যর্থ হবেন, একাউন্ট জিরো হবে, বিষন্নতা চেপে ধরবে কিন্তু হাল ছাড়া যাবে না। কোন বিষয়ে সফলতার স্বাদ পেতে হলে শত বাধাবিপত্তি সত্ত্বেও লেগে থাকুন। এই লেগে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছোট বড় নানা রকম ব্যর্থতা, মানুষের নিরুৎসাহ ইত্যাদি নানা কিছু। অনেকে বলবে বিরাট বিজনিজম্যান হইছে হেন তেন। কারো কোন কথায় কান না দিয়ে নিজের দক্ষতা, যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন। ২দিন পর তারাই দেখবেন আপনার প্রসংশায় পঞ্চমুখ হবে। সব
এসব বাধাকে স্বাভাবিকভাবে নিয়ে যে যত ক্রমাগত নিজের কাজ করে যাবে, কাঙ্খিত ফলাফলের দিকে সে তত দ্রুত এগিয়ে যাবে। ব্যার্থতা নিয়ে মুষড়ে পড়ে থাকা বা এ নিয়ে মন ছোট করে থাকা মানে আপনার সাফল্যের পথে অযথা সময়ক্ষেপন করা। ব্যর্থতাকে সহজে গ্রহণ করুন, লেগে থাকুন

একটা বিষয় মনে রাখবেন, যে কাজ আপনি ভালোবাসেন, সেটায় লেগে থাকুন। সাফল্য আপনার ভালোবাসার পথ ধরে আসবেই।

স্যলুট ইউ বস্। সত্যিই যথেষ্ট ইন্সপায়ারড্ আমি । আমরা যারা নতুন তাদেরকে চাঙ্গা করার জন্য এই ধরনের পোষ্টের যথেষ্ট প্রয়োজন আছে। আসলে এই ধরনের পোষ্ট অভিজ্ঞতা ছাড়া লেখা যায় না। আমরা অনেকেই আছি ফরেক্স এর ব্যপারে না জেনেই ট্রেড করে লাভবান হতে চাই এবং অল্প কিছু দিন লস করে কোন কিছু না বুঝেই মার্কেট থেকে চলে যাই। আসলে যা কিছু দেখবেন খুব ভালভাবে দেখবেন বুঝে শুনে তারপর দেখতে হবে আর না হলে দেখারই বা দরকার কি? যদি ফরেক্স ট্রেড করতে চান তাহলে অবশ্যই এই বিষয়ে ভালভাবে জ্ঞান অর্জন করার পরই ট্রেড করবেন। এবং সবচেয়ে বড় কথা হলো এই পেশা আপনার যদি ভাল লাগে তাহলে আপনি এটা করতে পারেন।

Traderboy
2019-01-22, 11:47 PM
6215


আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে যাওয়ার পথ সব সময়ে আপনার অনুকূলে থাকবে না। মাঝেমাঝে আপনি হোচট খাবেন অথবা পড়ে যাবেন বা ব্যর্থ হবেন। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও আপনার প্রথমেই কিন্তু সফল হবেন না। ব্যর্থ হবেন, একাউন্ট জিরো হবে, বিষন্নতা চেপে ধরবে কিন্তু হাল ছাড়া যাবে না। কোন বিষয়ে সফলতার স্বাদ পেতে হলে শত বাধাবিপত্তি সত্ত্বেও লেগে থাকুন। এই লেগে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছোট বড় নানা রকম ব্যর্থতা, মানুষের নিরুৎসাহ ইত্যাদি নানা কিছু। অনেকে বলবে বিরাট বিজনিজম্যান হইছে হেন তেন। কারো কোন কথায় কান না দিয়ে নিজের দক্ষতা, যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন। ২দিন পর তারাই দেখবেন আপনার প্রসংশায় পঞ্চমুখ হবে। সব
এসব বাধাকে স্বাভাবিকভাবে নিয়ে যে যত ক্রমাগত নিজের কাজ করে যাবে, কাঙ্খিত ফলাফলের দিকে সে তত দ্রুত এগিয়ে যাবে। ব্যার্থতা নিয়ে মুষড়ে পড়ে থাকা বা এ নিয়ে মন ছোট করে থাকা মানে আপনার সাফল্যের পথে অযথা সময়ক্ষেপন করা। ব্যর্থতাকে সহজে গ্রহণ করুন, লেগে থাকুন

একটা বিষয় মনে রাখবেন, যে কাজ আপনি ভালোবাসেন, সেটায় লেগে থাকুন। সাফল্য আপনার ভালোবাসার পথ ধরে আসবেই।

অসাধারন। আসলে আমরা ফরেক্স করতে এসে অনেকেই মাঝপথে হারিয়ে যাই আমাদের চারপাশের নানা কথা শুনে। কিন্তু যখন সফল হয় কেউ তখন সবাই সবকিছু ভূল বাহবা দেয়। চারদিকে না তাকিয়ে নিজের মত করে ট্রেডিং চালিয়ে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আপনার লেখা পড়ে সত্যি অনুপ্রেরণা পেলাম। আরো বেশি বেশি এরকম লেখা লেখবেন আশা করি।

md mehedi hasan
2019-01-23, 07:23 AM
ফরেক্স মার্কেট একটি বিশাল ক্ষেত্র।যেখানে আমরা চাইলে সহজেই সফল হতে পারবো না।আমি ফরেক্স মার্কেটে ২০১৫ সালে প্রবেশ করি আার সাথে আরও কয়েক ন ছিলো।তারা একদু বার একাউন্ট লস করে ফরেক্স মার্কেটকে বিদায় জানিয়েছে।কিন্তু আমি আশা ছাড়িনি।অনেক ধৈর্য ধরে এই মার্কেটের সাথে আছি বলেই এখনো টিকে আছি।

Grimm
2019-01-23, 10:59 AM
হ্যা একদম ঠিক কথা বলছেন কারণ ফরেক্স এমন একটি মার্কেট এখানে যে যত বেশি এই বাজার সম্পর্কে পড়াশুনা করবে এবং মার্কেটের কৌশলগুলো নিয়ে যত বেশি পর্যালোচনা করতে পারবেন সে তত বেশি অভিজ্ঞ হবেন এবং অনুপ্রাণিত হবেন। বিশেষ করে কিভাবে ট্রেডিং কৌশল পরিচালনা করলে ভাল মুনাফা এবং দীর্ঘ টিকে থাকার কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন হবেন। আর তখনই আপনি এই মার্কেটে সফল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। আর সেজন্য আপনাকে সব সময় দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কৌশলগুলো শিখার চেষ্টা করুন। তাহলে অবশ্যই অনুপ্রাণিত হবেন এমনটা আমার বিশ্বাস।