Log in

View Full Version : ওয়ারেন বাফেটের কিছু উপদেশ



lanzuu
2018-08-26, 08:38 PM
6216

সফলতার জন্য কোন বয়স লাগে না। এর প্রকৃষ্ট উদাহরণ বাফেট। ৫২ বছর বয়সে তার সম্পদ ছিল মাত্র সাড়ে ৩৭ কোটি ডলার। ৬০ বছর বয়সে তা হয় ৩৮০ কোটি ডলার। আর ৮৭ বছর পার হওয়ার পর তার সম্পদ ১১গুন বেড়ে গেছে। সেই বাফেট তরুন উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সময় দিয়েছেন বিভিন্ন উপদেশ-পরামর্শ। তারই কয়েকটি সংক্ষেপে এমন-

ক. ওয়ারেন বাফেট মনে করেন, যা করবেন তা পুরো মনোযোগ দিয়ে করা উচিত। ব্যবসার রোমাঞ্চে বুদ হয়ে ব্যবসায়িক বুদ্ধি হারালে চলবে না। সজাগ থাকতে হবে সবসময়। তিনি আরও বলেন, এমন ব্যবসায় বিনিয়োগ করবেন না, যা আপনার বোধগম্য নয়।

খ. ওয়ারেন বাফেট বলেন, প্রথমত, নিজের দক্ষতার ওপর বিনিয়োগ করুন। আপনার দক্ষতা যত বাড়বে, আপনার ব্যবসাও তত সৃজনশীল হবে।

গ. ব্যবসার ক্ষেত্রে এই হলো ওয়ারেন বাফেটের মূলমন্ত্র, ‘এমন মানুষদের সাথে সময় কাটান, যারা আপনার চেয়ে দক্ষ।’

ঘ. বাফেট অবসর সময়ের ৮০ ভাগ বই পড়ার পেছনে ব্যয় করেন। বিজনেস এডভেঞ্চার্স, দ্য অ্যাসেস অব ওয়ারেন বাফেট এবং দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর-তরুন উদ্যোক্তাদের এই বইগুলো পড়ার পরামর্শ দিয়েছেন বাফেট। তিনি বলেন, ‘প্রতিদিন অন্তত ৫০০ পৃষ্ঠা পড়ো। জ্ঞান হলো চক্রবৃদ্ধি সুদের মতো। যত পড়বে, তত বাড়বে।’

ঙ. ব্যবসার ক্ষেত্রে অতীত ও ভবিষ্যৎ- দুটিকেই গুরুত্বপূর্ন বলে মানেন ওয়ারেন বাফেট। তিনি মনে করেন, ভবিষ্যৎটা পরিস্কার দেখতে না পারলেও ব্যবসার ক্ষেত্রে আমরা তো আমাদের অতীতটা স্পষ্ট দেখতে পাই। সেটাই আমাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

চ. আপনি কাকে অনুসরণ করছেন, সেটা খুব গুরুত্বপূর্ন। আপনি কার মতো হতে চান? খুব ভেবে এই প্রশ্নের উত্তর ঠিক করুন। ওয়ারেন বাফেট বলেন, আমাকে বলো তোমার চোখে ‘নায়ক‘ কে। আমি বলে দেব, তোমার ভবিষ্যৎ কী। তার মানে হচ্ছে আপনি কাকে আদর্শ বলে মানেন, সেটাই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ।

ছ. ক্রেডিট কার্ড বর্জন করার পরামর্শ দিয়েছেন ওয়ারেন বাফেট। তিনি বলেছেন, জীবনের শুরুতে ক্রেডিট কার্ডের টোপে পড়লে দাসত্বের মধ্যে পড়ে যাবেন। সেই দাসত্ব দিনকে দিন বাড়বে। তাই টাকা দিয়ে পণ্য ক্রয়ের চেষ্টা করুন। এটি আপনার জীবনকে শৃঙ্খলার মধ্যে রাখতে সহায়তা করবে।

জ. সময়কে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন ওয়ারেন বাফেট। তার মতে, সময় হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আর সেটির ব্যবস্থাপনায় আপনাকে দক্ষ হতে হবে। তাহলেই আপনাক কেউ থামাতে পারবে না।

alamsat
2018-08-26, 09:34 PM
অনেক সুন্দর সুন্দর কথা তিনি আমাদের উপহার দিয়েছেন। কিন্তু এই সুন্দর সুন্দর কথাগুলি আমাদের মানতে অনেক কষ্ট হয়ে যাই। ফলে আমরা ফরেক্স এ এত কিছু শেখার পরও লস করছি কারন একটি যেটি আমরা শিখি সেটা বাস্তবে মানি না। তাই তো আমরা ফরেক্স এ সফলতা অর্জন করতে পারছি না। এজন্য আমাদের ফরেক্স এ ট্রেড করার সময় সর্বদা সজাগ থাকতে হবে। প্রতি ট্রেড চ্যালেন্স হিসেবে নিতে হবে এবং একটি কথা মনে রাখতে হবে আপনি যদি মনে করেন এখন কোন ট্রেড নেওয়া যাবে না তাহলে কখনও ইচ্ছের বিরুদ্ধে বেশি লাভের আশায় ট্রেড করবেন না। দেখবেন আপনি ফরেক্স এ সফলতা পাবেন।

lanzuu
2018-08-26, 11:32 PM
আসলে লেখাটি লেখার সময় আমিও আপনার কথাটি ভেবেছি। বইয়ে ফোরামে অনেক কিছুই আমরা লিখি। যা লিখি তার কত % আমরা নিজেরা মানতে পারি। এটা আসলে অনেক কঠিন। ফরেক্সে আমি বেশ কিছু ট্রেডারকে চিনি যারা চমৎকার টেকনিক্যাল এনালাইসিস পারে কিন্তু রিয়েল ট্রেডে সফল নয়। তাদের ড্র করা চার্ট দেখে অনেকে প্রফিট করছে কিন্তু তারা নিজেরা পারছে না। অনেকটা এরকমই হচ্ছে আমাদের বেলাতেও। নিজেরা যা জানি যা পারি তা আমল করতে পারি না। অনেক কিছু *উপদেশ দেই কিন্তু নিজেদের সেগুলো মানতে অনেক কস্ট হয়ে যায়।

Mamun13
2018-09-06, 08:59 PM
বাহ চমৎকার পোষ্ট লিখেছেন৷ওয়ারেন বাফেট একজন বিশ্ব বিখ্যাত মহান ব্যক্তিত্ব৷তিনি অত্যন্ত পরিশ্রমের সাথে দক্ষতার সাথে এত দূর আসতে পেরেছেন৷আজকে আমরা তার বিভিন্ন বাস্তব মুখী তথ্য গুলো অনুসরণ করে নিজেদেরকে তৈরি করার সুযোগ পাচ্ছি৷ওয়ারেন বাফেট এর এইসব একই কথা অতীতেও ঘুরে ফিরে পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মহান ব্যক্তিদের মুখে বারবার প্রকাশ পেয়েছিলো৷ বর্তমানেও বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে ঘুরে ফিরে একই কথা আমরা এখনও শুনছি৷ আমাদের উচিত এইসব মহান উক্তি গুলো যথাযথ ভাবে পালন করার চেষ্টা করা৷কেননা এইসব উক্তিগুলোর মধ্যেই সফলতার মূলমন্ত্র গুলো লুকিয়ে রয়েছে৷এসব কথাগুলো নিয়ে আমাদেরকে অত্যন্ত ঠাণ্ডা মাথায় ভালোভাবে নিরিবিলি চিন্তা করা উচিত৷আমরা হয়তো তাদের মতো এতটা উন্নত হতে পারবো না কিন্তু তারপরেও চেষ্টা করলে বর্তমান অবস্থা থেকে যথেষ্ট পরিমাণ উন্নতি করা সম্ভব হতে পারে৷ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে এসব উক্তি গুলোকে খুব ভালোভাবে লক্ষ্য করা প্রয়োজন৷

Nazmul799
2018-09-06, 09:39 PM
জটিল একজন মানুষ। তাকে অনুকরন করা উচিত যারা কারেন্সী আর স্টক মার্কেটে ট্রেড করে। এগুলো তো তার বাছাইকরা কথাগুলোর কিছু কথা। তান পূর্নাঙ্গ জীবন কাহিনী আরো বেশি রোমাঞ্চকর। তার ১% ও যদি আমরা অনুকরন করতে পারি তাহলে আমাদের জীবন পাল্টে যাবে।

hasan019
2018-09-06, 11:04 PM
পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে কোন কিছুতে সাকসেস পেতে গেলে তাদের কি অনুসরণ করতে হয় বা তাদের কথা মেনে চলতে হয় যারা আগেই সফলতা পেয়েছেন। ওয়ারেন বাফেট এর সম্পর্কে কোন মন্তব্য করার যোগ্যতা আমার নেই। কিন্তু আজকে একটি কথা বলছি যেটা সে আমাদের নিষেধ করেছে। সে বলেছে বিটিসি না কিনতে সে আসলে বিটিসি কে বিশ্বাস করে না। তবে আমি বলব তার এই সিদ্ধান্ত ঠিক নয়। ইন্টারনেট যখন শুরুতে আসে তখন সে সেটাকে অবহেলা করেছিল। আমি মনে করি বিটিসি তে যে মন্তব্য সেটাও একদিন ভুল প্রমাণিত হবে।

Nazmul799
2018-09-06, 11:51 PM
সামনের দিনগুলোতে ক্রিপ্টকারেন্সী অনেক বড় জায়গা দখল করে নেবে। যদিও এটার এনালাইসিস করা কঠিন, অনুমান করা কঠিন তারপরো সামনের দুনিয়া ক্রিপ্টকারেন্সি নির্ভর হবার সম্ভবনাই বেশি। তবে হ্যা অনেকে কিন্তু বিটিসি কিনে বড় ধরনের লসের সম্মুখীন হয়েছে। ওইযে আগেই বললাম হুজুগে পড়ে না কিনে সময় নিয়ে এনালাইসিস করতে হবে। ক্রিপ্টকারেন্সিত রিস্ক বেশি কারন এটার নিয়ন্ত্রন কারো হাতে নেই। সেজন্য হয়ত বড় বড় এনালিস্টরা এটা এড়িয়ে যায়।

iloveyou
2018-10-03, 05:45 PM
ভাই আমি মনে করি সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের কোন প্রকার ক্ষমতা নেই। কারন (আল্লাহ) যদি না চান না দেন আপনি আমি আমরা যতই চেষ্টা করি না কেন সেটা কোন কাজে আসবে না। আর আপনি যেসব কথা এখানে উল্লেখ করেছেন সেগুলো কম বেশি প্রতিটি ট্রেডারই অর্জনের পাশাপাশি প্রতিনিয়তই সেগুলো যথার্তভাবে এখানে প্রয়োগ করে যাচ্ছি কিন্তু তার পরেও অনেক ঘাটতি রয়েছে আমাদের মাঝে। সুতরাং আমাদেরকে চেষ্টা বা সংগ্রাম করে যেতে হবে এবং বাকীটা সৃষ্টিকর্তার কাছে সবসময় ইবাদতের মাধ্যমে চাইতে হবে।

Hredy
2020-03-26, 02:00 PM
আসলে লেখাটি লেখার সময় আমিও আপনার কথাটি ভেবেছি। বইয়ে ফোরামে অনেক কিছুই আমরা লিখি। যা লিখি তার কত % আমরা নিজেরা মানতে পারি। এটা আসলে অনেক কঠিন। ফরেক্সে আমি বেশ কিছু ট্রেডারকে চিনি যারা চমৎকার টেকনিক্যাল এনালাইসিস পারে কিন্তু রিয়েল ট্রেডে সফল নয়। তাদের ড্র করা চার্ট দেখে অনেকে প্রফিট করছে কিন্তু তারা নিজেরা পারছে না। অনেকটা এরকমই হচ্ছে আমাদের বেলাতেও। নিজেরা যা জানি যা পারি তা আমল করতে পারি না। অনেক কিছু *উপদেশ দেই কিন্তু নিজেদের সেগুলো মানতে অনেক কস্ট হয়ে যায়।

SR12
2020-03-26, 02:11 PM
অনেক সুন্দর ভাবে বিষয়গুলো উপস্হাপন করার জন্য ধন্যবাদ। আসলে এসকল উক্তি থেকেই আমাদের অনেক কিছুই শেখার আছে। এদের শেয়ারকৃত জ্ঞান যদি আমরা আমাদের সামনের চলার পথে কাজে লাগাতে পারি তাহলে একসময় তা আমাদেরই কাজে লাগবে এবং এভাবে চিন্তা করলে একসময়ও আমরাও সফলকাম হতে পারবো বলেই আশাবাদী।