Log in

View Full Version : সব ডিম এক ঝুড়িতে রাখবেন না



lanzuu
2018-08-26, 11:53 PM
6217

‘সব ডিম এক ঝুড়িতে রাখবেন না, কখনোই লোকসান করবেন না’- বিনিয়োগের প্রথম নিয়ম এটি।
আর দ্বিতীয় নিয়মি হলো প্রথমটিকে অনুসরন করা।’


শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে অবশ্য-অনুকরনীয় এমন উদাহরণ তৈরি করে ওয়ারেন বাফেট এখন জীবন্ত কিংবদন্তি। ব্যবসায়ী তারকা বলতে যা বুঝায় তিনি আসলে তা-ই। বিনিয়োগে সফলতার ক্ষেত্রে অদ্বিতীয় হলেও কিছুটা অসলফতা রয়েছে তাঁর। তার বড় অসফলতার একটি হার্ভার্ডে টিনতে না পারা।

কোকাকোলা ও আইসক্রিম খেয়ে ৮৭ বছর বয়সেও তরুন ছিমছাম ওয়ারেন বাফেট। ফরচুন ম্যাগাজিনকে একবার তিনি জানিয়েছিলেন, ছয় বছর বয়সীদের মৃত্যুহার সবচেয়ে কম। এ তথ্য উদঘাটনের পর তাদের খাবার তালিকা অনুসরণ করেন তিনি। দিনে ২৭০০ ক্যালরির মধ্যে চার ভাগের এক ভাগ কোক থেকে আসে। ১২ আউন্স করে দিনে পাচবার যা পান করেন। কখনো নাশতায় এক বাটি আইসক্রিম খেয়ে দিন শুরু হয় তার।

একজন বিলিয়নিয়ারের জীবনযাপন জৌলুশে ভরা হবে- সচরাচর এমনটাই চোখে পড়ে। তবে আট হাজার কোটি ডলারের মালিক হয়েও ১৯৫৮ সাল থেকে বাস করছেন একই বাড়িতে। ওমাহা হাউস নামের পাচ বেড ও আড়াই বাথরুমের বাড়িটি কিনেছিলেন ৩১ হাজার ডলারে। শুধু বাড়ি নয়, এখনো তিনি নকিয়া ফ্লিপ ফোন ব্যবহার করছেন। সিএনএনকে মজা করে তিনি বলেছিলেন, ফোনটি আলেকজান্ডার গ্রাহাম বেল দিয়েছিলেন। ২০-২৫ বছর কোন কিছু ব্যবহার না করলে তা আমি ফেলে দিই কি করে।

Mamun13
2018-09-07, 07:49 AM
আপনি ঠিকই বলছেন- সব ডিম আসলে এক ঝুড়ি তে রাখা উচিত নয়৷কারণ নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে৷বাস্তবে খেয়াল করে দেখবেন যখন আমরা একটি ঝুড়িতে অনেকগুলো ডিম রাখবো তখন হয়তো সমস্ত ডিমসহ ঝুড়িটি চুরি হয়ে যেতে পারে অথবা চুরির কারণে বা অন্য কোনো কারণে ডিম গুলো নষ্ট হয়েও যেতে পারে৷আমি বলবো ফরেক্স মার্কেটে একটি অ্যাকাউন্টে কখনোই ট্রেড করা উচিত নয় অথবা পর্যাপ্ত balance রাখা উচিত নয় অথবা সব প্রফিট একটি একাউন্টে রাখা উচিত নয়৷কোনো কারণে যদি ব্রোকার কোনো ঝামেলা করে তাহলে ঐ সব ব্যালেন্স সহ ঐ একাউন্টটি ব্লক হয়ে যেতে পারে৷যেহেতু আমার নিজের ক্ষেত্রে এরকম ঘটেছে তাই উদাহরণস্বরূপ আমি বলবো আপনারা ভিন্ন ভিন্ন একাধিক একাউন্টে ব্যালেন্স+প্রফিট রেখে ট্রেড করার চেষ্টা করবেন৷কখনো যদি একটি একাউন্টে সমস্যা হয় তাহলে অন্যগুলোতে ট্রেড করে আপনি টিকে থাকতে পারবেন৷আবার যদি কখনো একটি অ্যাকাউন্টে লস হতে থাকে তাহলে অন্য একাউন্টগুলোতে ট্রেড করে প্রফিট নিয়ে আপনি টিকে থাকতে পারবেন৷তাই একটি অ্যাকাউন্টে কখনোই সকল ট্রেড করা উচিত নয়,একটি অ্যাকাউন্টে কখনোই সকল প্রফিট রেখে দেওয়াও উচিত নয়- “সব ডিম এক ঝুড়িতে রাখবেন না”৷

Nazmul799
2018-09-07, 10:41 AM
অনেকদিন আগের কথা কিউই এফএক্স নামে একটা ব্রোকার ছিল। তখন সেই ব্রোকারে আরবিট্রেজ স্টাইলে ট্রেড করা যেত। পদ্ধতিটা ছিল মার্কেট ওপেনিং এর গ্যাপটা আমরা আগেই জেনে ফেলতাম সে মোতাবেক বড় বড় লটে ট্রেড ওপেন করে রাখতাম পেন্ডিং। মার্কেট ওপেন হবার সাথে সাথে ট্রেড ট্রিগার হতো যদি গ্যাপ পেত আর ১ মিনিটেই হিউজ প্রফিট চলে আসত। ওই সময় একমাসে প্রায় ৬-৭ হাজার ডলার করেও ইনকাম হয়েছে অনলি ৩০০-৪০০ ডিপোজিট করে। আমার পরিচিত এক সিনিয়র ট্রেডার তার অন্য ব্রোকারের ডিপোজিট এখানে রেখেছিল। আমি তাকে বলেছিলাম যে প্রফিট তুলে নিতে কিন্তু সে না তুলে আরো বড় বড় প্রফিট করে আসছিল। তারপর হঠাৎ করে ব্রোকার তাদের সিস্টেম আপডেট করে ফেলে এবং সবার প্রফিটেবল একাউন্ট হোল্ড করে রাখে। বাংলাদেশের প্রায় ২-৩ কোটি টাকার ফান্ড আটকা পড়ে যায়। ব্রোকার পেমেন্ট দিতে পারছিল না পরে আমেরিকান সরকার কেইস করে ব্রোকারটাই বন্ধ করে দেয়। আর সে সময় ঝড়ে পড়েন বেশ কিছু সিনিয়র ট্রেডার। তারা যেটা করেছিল লোভে পড়ে সব ফান্ড এক জায়গায় রেখেছিল। এরপর থেকে কোন ব্রোকার আরবিটেজ ট্রেড সমর্থন করে না। আমার নিজের ৮০০ ডলার নস্ট হয়েছে। পররর্তীতে অবশ্য কেইস ফাইল করার প্ল্যান হয়েছিল কিন্তু সেটা আর আগায়নি।

expkhaled
2018-09-07, 09:02 PM
একজায়গায় সব কিছু জমা করা ঠিক নয় এটা সত্য। যদি সেই জায়গায় কোন প্রকারের অনিষ্ট ঘটে তাহলে সব শেষ। তারজন্যই বড় বড় ব্যবসায়ী গন একাধিক ব্যবসার প্রতিষ্ঠান গড়ে তোলেন একের পর এক কারন কোনটায় যদি সমস্যা হয় তাহলে অন্যটা দিয়ে রিকভার করা যায়। অভিজ্ঞদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে তাহলে আমাদের সমস্যা কম হবে যেকোন কাজেই।

iloveyou
2018-10-03, 05:22 PM
হ্যা ভাই আপনি যর্থাতই বলেছেন তবে বিনিয়োগের এই বিষয়টা একেকজনের ক্ষেত্রে একেক রকম রুপ ধারণ করে থাকে। কাজেই এক্ষেত্রে পর্যায়ক্রমে ধাপে ধাপে বিনিয়োগ করতে হবে। এখন ব্যবসা মানেই হলো কখনোবা লস আবাব কখনোওবা লাভ, এটাই হলো বাস্তবতা। সুতরাং আমাদেরকে ব্যবসা করে টিকে থাকতে হলে এ দুয়ের মাঝখান থেকে উন্নতির পথ অনুসরণ করে চলতে হবে।