PDA

View Full Version : দুই কোরিয়ার ভবিষ্যৎ



Montu Zaman
2018-08-27, 06:03 PM
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও ট্রোম এর বৈঠকের পর উত্তর কোরিয়া তাদের ‘পরমাণু কর্মসূচি’ থেকে বেরিয়ে আসার ঘোষণা থেকে দুই কোরিয়ার ভাগ্য পরিবর্তন হয়ে দুই দেশের অর্থনীতি আলোর মুখ দেখছে শুরু করেছে। দুই কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন এবং মুন জাও বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে এবং কোরীয় উপদ্বীপের শান্তি, সমৃদ্ধি এবং একত্রীকরণের বিষয়ে একমত হয়েছেন।
6222

Tofazzal Mia
2018-09-20, 05:48 PM
http://bartamansanglap.com.bd/wp-content/uploads/2018/04/pormanu.jpg
উত্তর কোরিয়া পুঙ্গি রি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র ধ্বংস করার পর এবার তাদের মুল পারমাণবিক স্থাপনা নিয়ংবিয়ন পরমাণু কমপ্লেক্স বন্ধ করতে রাজি হয়েছে৷ কিম জং উন দক্ষিন কোরিয়ার সিউল সফর এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রগুলো নষ্ট করতে রাজি হবার ঘোষণা দিয়েছে। তাই আমরা স্পষ্ট বুঝতে পারছি যে, আগামীতে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কিম ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ের সাম্প্রতিক মিটিংয়ের পর এই দুই প্রতিবেশী দেশের সবগুলো সমস্যা ও মতবিরোধ মিটিয়ে ফেলা হবে।