Log in

View Full Version : ফরেক্স মোটিভেশন...



lanzuu
2018-08-28, 01:18 AM
6227

শুধু ট্যালেন্ট দিয়ে সব হয়ে যায় না। যদি তাই হতো তাহলে যে ফার্স্ট হয় তাকে ক্লাসে যাওয়া লাগতো না। এক সপ্তাহ হাসপাতালে ঘুরাঘুরি করে ডাক্তার হওয়া গেলে, পাঁচ-ছয় বছর ধরে, মোটা মোটা বই কেউ পড়তো না। তিন-চারবার ব্যর্থ হয়ে ছেড়ে দিলে, সেরা ক্যাপ্টেনের দেখা বাংলাদেশ পেতো না। দুনিয়ার কেউই শর্টকাটে সফল হতে পারে না। আপনিও পারবেন না। তাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে সফল হতে হলে চেষ্টা করতে হবে। সাধনা করতে হবে। ভোর হওয়ার আগেই যে সাধনা শুরু করবে, রাত গভীর হওয়ার পরেও যার চেষ্টা চলতে থাকবে, সে সফল হবেই :1f609::1f609:

আয়েশ আর অর্জন এক পথে চলে না। অলসতা সফলতার বন্ধু হতে পারে না। একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। সেই লক্ষ্য অর্জনের জন্য আজকের দিনে কি কি করতে পারবেন সেটাতে ফোকাস করতে হবে। লক্ষ্যটা যত কঠিন হবে, চেষ্টার পরিমাণ তত বেশি হতে হবে। সবসময় নিজের সামর্থ্যের বাইরে গিয়ে চেষ্টা করতে হবে। ঘাম যত বেশি ঝরাবেন, তত দ্রুত এগিয়ে যাবেন। এগিয়ে যেতে চাইলে বাধা আসবে, উষ্ঠা খাবেন। তবে যত বেশি উষ্ঠা খাবেন, উষ্ঠা এভোয়েড করার তত বেশি অপশন জেনে যাবেন। এভাবে চলতে চলতে, একসময় নিজের অজান্তেই সফল হয়ে যাবেন।

মানুষের চেষ্টা হচ্ছে পানির মতো। চান্স পাইলেই গড়িয়ে নিচে নেমে যাবে। রিলাক্স করার কোন পাত্র পাইলে, সেই পাত্রের আকার ধারণ করবে। আরো বেশি চান্স পাইলে, নদীর স্রোতের সাথে ভেসে ভেসে বঙ্গোপসাগরে নিয়ে আপনাকে ডুবাবে :1f62d: তাই রিলাক্স হওয়া যাবে না। লম্বা টার্গেট সেট করবেন না। বরং নেক্সট স্টেপের দিকে তাকান। সেই ছোট স্টেপটাই নিয়মিত দিতে থাকুন। দেখবেন, ছোট ছোট স্টেপ, পানির পাম্পের মতো আপনার চেষ্টার পানিকে একটু একটু করে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এই একটু একটু করে এগিয়ে যেতে থাকলেই, একসময় পাহাড়ের চূড়া এসে আপনার পায়ের নিচে শিস বাজাবে।

expkhaled
2018-08-28, 07:16 PM
খুব সুন্দর মোটিভেশনাল লেখা, আমি উতসাহী এটা পড়ে। আসলে জীবনের প্রতিটি কাজে চেষ্টার বিকল্প কিছু নেই। যত দ্রুত সফলতার আশা করবেন তত বেশী শ্রম দিতে হবে। তাই সব সময় একটি সিস্টেম এর সাথে লেগে থাকতে হবে তাহলে সফলতা আসবে। নিয়মানুযায়ী চেষ্টা করে যেতে হবে। আর কাজে প্রতি আগ্রহী হতে হবে, আগ্রহী হওয়ার জন্য যে কাজে আপনি সফলতা পেতে চান, সেই কাজকে প্রথম কয়েক দিন একটু জোর দিয়ে করতে হবে। দেখবেন কয়েকদিন যে আপনি কাজটি জোর দিয়ে করতে থাকবেন, পড়ে সেই কাজ না করলে আপনার ভাল লাগবে না।

lanzuu
2018-08-29, 01:05 AM
অনবরত একটা কাজে লেগে থাকলে তার সফলতা নিশ্চিত। যদি নিয়মিত সময় দেন আর প্রতিদিনের ভুল গুলো নোট করে রাখতে পারেন তাহলে সামনে অগ্রসর হবার পথ ততটাই সুগম হয়ে যায়। লেখা ভালো লেগেছে শুনে ভালো লাগল। আমি বিভিন্ন সময় বিভিন্ন বই পড়ে থাকি। যে লেখাগুলো ভালো লাগে সেগুলো নিজের মত করে সবার সাথে শেয়ার করি। আমাদের ব্যক্তিগত জীবনের নানা সংগ্রামের মত ফরেক্স শেখা আর ট্রেড করার মাঝেও অনেক সংগ্রাম রয়েছে। যারা লেগে থাকবে তারাই সফল হবে। আমার সময়ের অনেক ট্রেডার এখন নেই। তারা হারিয়ে গেছে। আবার অনেকে সফল হয়ে আত্মগোপন করে আছে।

Mamun13
2018-09-07, 08:16 AM
ভাই,আমার দিকেও তাকালে অনেক উৎসাহ পাবেন৷আমি অধম নিজেও আপনাদের সকলের জন্য একটা বাস্তব মোটিভেটর বলে মনে করি৷ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমার কোনোও যোগ্যতা বা সামর্থ্য ছিল না৷আমি আমার ছোট একটা মোবাইল দিয়ে শুধুমাত্র সময় কাটানোর ইচ্ছায় এই মার্কেটে এসেছিলাম৷এক অক্ষরও জানি না,একলাইন শেখানোর জন্য কাউকে পাই নাই,ইনটারনেট চালানোর কোনো টাকা ছিল না,অথচ পেটে প্রচন্ড ক্ষুধা,চোখে ঘুম নাই,গায়ে ভালো কাপড় নাই,পায়ে ছেড়া সেন্ডেল,মাথার চুল পেকে ঝড়ে পড়ছে,দেহমন ক্লান্ত-দুর্বল,কারো সাথে কথা বলার সুযোগ নাই,দারিদ্রের জেলে রাজবন্দী...এইসব অবস্হা থেকে শুধুমাত্র প্রবল ইচ্ছা শক্তি ও অনবরত কঠোর চেষ্টার ফলে গত ৫বছর যাবৎ আজও এই ঝুকিপূর্ণ সুবিশাল মার্কেটে দাড়িয়েই রয়েছি,নিয়মিত ট্রেড করছি এবং কমবেশি প্রফিটও করছি৷আমার নিজেকে দেখে আমিই অবাক হয়ে যাই-আমার দ্বারা এসব কঠিন কাজে কি ভাবে সফলতা আসছে !!! আমার মূল পুজিঁ হলো মনের দৃঢ় ইচ্ছা ও নিয়মিত অনুশীলন৷

Nazmul799
2018-09-07, 10:26 AM
নিজেই ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল থাকলেই ফরেক্স ট্রেডিং এ সফল হওয়া সম্ভব। নিচের ইচ্ছাশক্তির পাশাপাশি লাগবে ডিসিপ্লিন, দৈর্য্য আর ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা। সব কিছু কিন্তু একদিনেই হবে না। সময় লাগবে। এগুলো আপনার মাঝে আনতে গিয়ে অনেক একাউন্ট হয়ত জিরো হবে, অনেক বাধা আসবে, কিন্তু যদি তারপরো লেগে থাকতে পারেন তাহলে আপনি সফল হবেনই। অনেকেই মাঝপথে ছেড়ে দেয়, আবার অনেক সময় বেশি লস হলে আপনার মনও বলবে আপনার দ্বারা হবে না এটা বাদ দিয়ে অন্য কিছু করতে মন চাইবে তখন। এগুলোই হলো বড় বড় বাধা। এগুলো পার হওয়া একটু কস্টসাধ্যই। তারপরো মানুষ চাইলে কি না পারে। আপনিও পারবেন, লেগে থাকুন, সফল হবেন।

iloveyou
2018-10-03, 05:32 PM
আসলে এই ফরেক্স মার্কেটের মোটিভেশন বোঝা কিংবা জানা এটা আমাদের অনেকেরই কল্পনার বাইরে। কিন্তু তার পরেও আমরা বিভিন্ন লাভ-লসের মধ্য দিয়ে কোনরকম দিন কাটছে আরকি। তবে এখানে এই ট্রেডিং জগতে আমাদের ধারণার বাইরে। কিন্তু যারা একটু সচেতন ও বিচক্ষণ এবং যাদের উপর সৃষ্টিকর্তার রহমত রয়েছে একমাত্র তারাই সফলকাম এখানে।