View Full Version : এক লাফে বড়লোক হবার চিন্তা ছাড়তে হবে
lanzuu
2018-08-28, 01:56 PM
এক লাফে আসমানে উঠার স্বপ্ন দেখবেন না। ফরেক্সে ঠিকঠাক মত সময় দিলে ধীরে ধীরেই দেখবেন আপনার অজান্তেই সামনে এগিয়ে যাচ্ছেন। দু-চারদিন প্রাকটিস করে বিশ্ব জয় করার আশা করলে, হতাশার সমুদ্র নিয়ে ফিরার সম্ভাবনা বেশি। বরং হারতে হারতে শরীরের শেষ রক্ত বিন্দু দিয়েও লেগে থাকার ইচ্ছা নিয়ে নামতে পারলে কিছু হবার সম্ভাবনা থাকবে। কারণ স্ট্রাগলের খনি তৈরি করতে পারলেই, আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা হিসেবে বেরিয়ে আসতে পারবে। সফলতার চারাগাছ দেখার আগেই, চেষ্টার বীজ বুনতে পারলেই, মাঠ ভরা ফসল গুদামে ভর্তি করতে পারবেন। নিঃশেষ হওয়ার ইচ্ছা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারলেই, আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসতে পারবেন। তখন টিটকারি মারা বন্ধুরাও আপনাকে অভিবাদন দিতে লাইনে দাঁড়াবে।
expkhaled
2018-08-28, 02:11 PM
কখনও ভাল কিছু অল্প সময়ে আসে না। সময় নিয়ে যেকোন ব্যাপার নিয়ে চেষ্টা করে যেতে থাকলে একসময় সেটা থেকেই তৈরী হয় অসাধারন কিছু। তাই লেগে থাকতে হবে এবং বোঝার চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে অবশ্যই পারা যাবে। আজকে যে বিষয়ে আপনি বুঝতে পারছেন না, সেটা নিয়ে আপনি ঘাটাঘাটি করতে থাকেন একসময় আপনি সেটার মাষ্টার হতে পারবেন। কঠিন ভেবে ছেড়ে দিলে হবে না বরং কঠিন মনে হলে সেটা নিয়ে আরও বেশী চেষ্টা করতে হবে তাহলে এক সময় সেটা আমাদের মনের মধ্যে গেথে যাবে।
lanzuu
2018-08-28, 02:15 PM
কখনও ভাল কিছু অল্প সময়ে আসে না। সময় নিয়ে যেকোন ব্যাপার নিয়ে চেষ্টা করে যেতে থাকলে একসময় সেটা থেকেই তৈরী হয় অসাধারন কিছু। তাই লেগে থাকতে হবে এবং বোঝার চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে অবশ্যই পারা যাবে। আজকে যে বিষয়ে আপনি বুঝতে পারছেন না, সেটা নিয়ে আপনি ঘাটাঘাটি করতে থাকেন একসময় আপনি সেটার মাষ্টার হতে পারবেন। কঠিন ভেবে ছেড়ে দিলে হবে না বরং কঠিন মনে হলে সেটা নিয়ে আরও বেশী চেষ্টা করতে হবে তাহলে এক সময় সেটা আমাদের মনের মধ্যে গেথে যাবে।
কথা একটাই হাল ছেড়ো না বন্ধু। হাল ছাড়িলেই সব শেষ। শুধু ফরেক্স না জীবনের কোন ক্ষেত্রেই কেউ উন্নতি করতে পারবে না যদি লেগে না থাকে। এক ওভার বল করে কেউ বোলার হয় না। এক বেলা রান্না করে কেউ বাবুর্চি হয় না। একদিন ঘাস খেতে দিয়ে, গরুর কাছে সারা বছর দুধ আশা করা যায় না।
iloveyou
2018-08-28, 06:09 PM
হ্যাঁ ভাই এই ব্যবসা করতে হলে আপনাকে প্রচণ্ড ধৈর্য নিয়ে কাজ করতে হবে। কারন এই ধৈর্য্যই হলো এই মার্কেটে টিকে থাকার প্রাথমিক পরীক্ষা, কেননা একলাফে তো আর গাছে চড়া যায় না, বা বড়লোক হওয়া যাবে না। কাজেই আপনাকে একটা সিস্টেমের মধ্য দিয়ে পর্যায়ক্রমে জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সামনে আগাতে হবে, আর এগুলো যখন অর্জন করতে পারবেন তখন আপনি একজন দক্ষ ও প্রফেশনাল ট্রেডারে পরিণত হবেন।
lanzuu
2018-08-29, 01:12 AM
অনেকে দেখলাম পোস্ট দেয় কতদিন পর ইনকাম করতে পারবে কত ডলার ইনকাম করতে পারবে হেনতেন। যারা ধৈর্য্যশীল না তাদের জন্য ফরেক্স না। আসলে ধৈর্য্য না থাকলে ফরেক্স কেন জীবনের কোন ক্ষেত্রেই আপনি সফল হতে পারবে না। আমার কাছে নতুন অনেকেই আসে তাদের কথা শুনেই বুঝে ফেলি তাদের দ্বারা ট্রেডিং সম্ভব না। একজন বেকার ছেলে ২৫ বছর পড়াশুনা করে ১০-১৫ হাজার টাকার চাকুরীর জন্য কিন্তু এই অনলাইনে কাজ শিখতে বললেই তখন এত সময় দিতে অপারগতা প্রকাশ করে। ফরেক্স আর আমাদের বাস্তবিক জীবন দুটোই প্রায় একই রকম।
Mamun13
2018-09-07, 07:35 AM
এক লাফে কখনোই বড়লোক হওয়া যায় না৷যেমন আমরা সবাই ছোটবেলায় গল্পে পড়েছি অস্থির খরগোশের কথা৷খরগোশ এবং কচ্ছপের প্রতিযোগিতার চিত্রটি চোখের সামনে visualize করে দেখুন৷খরগোশ মাত্র কয়েক লাফে তার প্রতিযোগিতার রাস্তা পার হতে চেয়েছিল কিন্তু আদৌ কি তা সম্ভব হয়েছিল ? না বরং অত্যন্ত ধীর গতি সম্পন্ন,অবহেলিত ছোট্ট কচ্ছপ জয়ের মালাটি অর্জন করেছিল৷আমাদের এই ফরেক্স মার্কেটে আমরা অনেকেই অস্থির চঞ্চল খরগোশ মার্কা ট্রেডার৷মনে করি কয়েক দিনেই ফরেক্স মার্কেট থেকে প্রচুর প্রফিট করা সম্ভব৷আর যদি শুরুর দিকে অল্প কিছু প্রফিট হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই৷এইবার এক লাফে বড়লোক হয়ে যাবো নিশ্চিত... এই ধরনের ভুল চিন্তা করেই আমরা লুজার হয়ে থাকি৷
Devdas
2021-07-20, 07:59 PM
কোন কিছু থেকে খুব তারাতারি আয় করে তারাতারি বড়লোক হওয়ার চেষ্টা করলে সেটা সাফল হওয়াটা অনেকটা ঝুকিপূর্ন হয়ে যায়। এক লাফে বড়লোক হওয়া মানে লোভ করে আসা। ফরেক্স এ লোভীদের কোন স্থান নেই। এক লাফে বড়লোক হওয়ার জন্য ফরেক্স করার চিন্ত নিয়ে ফরেক্স করলে বড়লোক তো দূরের কথা একটু আয় বা প্রফিট করতে পারবেন বরং ফরেক্স এ লস করবেন এবং খুব তারাতারি ফরেক্স থেকে পতন হবেন। তাই খুব তারাতারি বড়লোক হওয়ার কথা চিন্তা না করে আস্তে আস্তে ঠান্ডা মাথায় ফরেক্স করুন দেখবেন আপনি আস্তে আস্তে সাফলতা পাবেন এবং আয় করতে পারবেন।
Starship
2021-07-23, 04:25 PM
ফরেক্স থেকে কেউ যদি রাতারাতি বড়লোক হতে চাই তাহলে খুব দ্রুত ফরেক্স থেকে ঝরে পড়তে হবে বা ছিটকে যেতে হবে। ফরেক্স থেকে আয় করার জন্য প্রথমে আপনাকে নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। আর ফরেক্সে ট্রেড নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত ডেমো অ্যাকাউন্ট এ অনুশীলন চালিয়ে যেতে হবে। আর টার্গেট অবশ্যই সীমিত পরিসরে রাখতে হবে। একটি ট্রেড থেকে আপনি 50 বা 100 ডলার প্রফিট করবেন এরকম মন-মানসিকতা ঝেড়ে ফেলতে হবে। একজন দক্ষতা সম্পন্ন ট্রেডার থেকে বড়লোক হতে পারবে তবে পর্যাপ্ত সময় নিতে হবে।
Mas26
2021-07-23, 08:41 PM
আসলে শুধু ফরেক্স এই নয় আমরা যে কোনো ব্যবসায়ী যদি এক লাফে বড়লোক হওয়ার চিন্তা করি তাহলে সেটা হবে ভুল। আসলে কোন কাজেই এক লাফে বড়লোক হওয়া সম্ভব না বরঞ্চ এ ধরনের চিন্তা চেতনা থাকলে সেখান থেকে পরাজয়ের মুখে পতিত হতে হয়। তাই আমি মনে করি যে আসলে ফরেক্স সম্পর্কে আপনার খুব ভালো অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমেই আপনি ফরেস্টে সফলতা অর্জন করতে পারবেন। এবং মুনাফা অর্জন করতে পারবেন তাই আমি মনে করি সবার সবার আগে ফরেক্স সম্পর্কে ভালভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং ফরেক্সে বড়লোক হওয়ার চিন্তা চেতনা বাদ দিতে হবে এবং লোভ কে কন্ট্রোল করে ফরেক্স মার্কেটে সুন্দরভাবে ট্রেড করতে পারলেই সফলতা অর্জন করতে সক্ষম হবেন ইনশাল্লাহ।
Sakib42
2021-07-23, 11:26 PM
কোন কিছুই এক লাফে হয় না, একটি সফলতা এর গল্পে পিছনে অনেক পরিশ্রম থাকে অনেক সাধনা দিয়ে থাকে। দুনিয়াতে যারা সফল হয়েছে তাদের মধ্যে কেউই এক লাফে সব কিছু অর্জন করতে পারেন ধীরে ধীরে সফলতা তাদের কাছে ধরা দিয়েছে।
ফরেক্স এর ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয়, আপনি যদি এক লাফে ফরেক্স থেকে সব কিছু অর্জন করতে চান তাহলে সেখান থেকে আপনি ব্যর্থ তা ছাড়া আর কিছুই পাবেন না। আপনাকে প্রতিটি বিষয় নিখুঁত ভাবে জানতে হবে এবং সেই বিষয়গুলো পরিচর্যার মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে হবে, দক্ষ হওয়ার জন্য সময় প্রয়োজন যার ফলে আপনাকে অনেক বেশি ধৈর্য ধারণ করে প্রতিদিন কাজ করতে হয় তাহলে একসময় যে আপনি একটি ভাল ফলাফলের আশা করতে পারেন।
md mehedi hasan
2021-07-24, 06:24 AM
ফরেক্স মার্কেটে যারা বড় লোক হওয়ার রাস্তা ভাবে তাদের জন্য ফরেক্স না।এই ধরনের ট্রেডাররা অনেক স্বপ্ন নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসে।ফরেক্স ভালোভাবে না শিখেই ডেমোতে একটু লাভ করতে পারলেই রিয়েল একাউন্ট করে ট্রেড করা শুরু করে।কারন আমি রিয়েল একাউন্ট এ ট্রেড করতে পারলেই অনেক টাকা ইনকাম করতে পারবো।কিন্তু কয়েক দিন যেতে না যেতেই বুঝতে পারে ফরেক্স থেকে বড় লোক হওয়া তো দূরের কথা ফরেক্স আমাকে ফকির করেছে।
samun
2021-07-24, 03:25 PM
হালাল পথে উপার্জন করতে গেলে অবশ্যই তাকে কষ্ট ত্যাগ তিতিক্ষা এবং পরিশ্রমের মাধ্যমে তাকে আস্তে আস্তে ঢুকাতে উপরে উঠতে হবে কিন্তু একবারে যদি কোনো কাজের মাধ্যমে ধনী হওয়া যায় তবে সেটা আর হালাল পন্থায় থাকেনা আমার মতে ফরেক্স একটি ইসলামসম্মত halal-ব্যবসায়ী এখানে 100 ভাগ দক্ষতা অভিজ্ঞতা এবং পরিশ্রমের দ্বারা লাভ-লস নির্বিশেষে উপার্জন করতে হয় ফরেক্স মার্কেটে রাতারাতি কেউ ধনী হতে পারে না এখানে অবশ্যই নিজের দক্ষতা পরিশ্রম এবং ধৈর্যের সমন্বয় ফরেক্স মার্কেটে টিকে থাকতে হয়
EmonFX
2021-09-04, 05:51 AM
ট্রেডারদের এক লাফে বড়লোক হওয়ার স্বপ্ন খুব দ্রুত ব্যালেন্স জিরো করার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে নতুন ট্রেডাররা লোভের বশবর্তী হয়ে শুরুতে এসেই কোনো ধরনের এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়াই বড় লটে ট্রেড করা শুরু করে দেয়। ফরেক্স মার্কেটে একটি ভয়ঙ্কর ব্যাধীর নাম লোভ। ফরেক্স ট্রেডিংয়ে লোভ ট্রেডারকে ধ্বংসকারী ছাড়ে। আজ পর্যন্ত ফরেক্স মার্কেট থেকে যত ট্রেডার ঝরে গেছে তার 90% ট্রেডার ঝরে গেছে শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণে। ফরেক্স মার্কেটে লোভ করেছেন তো মরেছেন। অনেকে দেখা যায় দুই-একটি ট্রেডে ভাল প্রফিট করতে পারলে লোভের বশবর্তী হয়ে তখন বড় লটে ট্রেড করে বসেন। তখন ওই একটি ট্রেড তার বিপরীতে গেলে আগের সবগুলো প্রফিটের থেকেও বেশি লস করে বসেন।
ফরেক্স মার্কেটে এসেই আয় করার চিন্তা করলে ভুল হবে। শুরুতেই আয় করার থেকে বেশি গুরুত্ব দিতে হবে ফরেক্স দক্ষতা অর্জন করে মার্কেটে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করর প্রতি। আপনি যদি মার্কেটে টিকে থাকার লড়াইয়ে জিততে পারেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আয় নিয়ে টেনশন না করলেও চলবে, একসময় আপনি যথেষ্ট পরিমাণ আয় করতে পারবেন। শুরুর দিকে খুব অল্প অল্প পরিমাণ আয় করার চিন্তা করতে হবে। শুরু থেকে আপনি যদি দৈনিক 5 ডলার আয় করতে পারেন তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। বেশি আয় করার মানসিকতা নিয়ে ট্রেড করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাতে করে লস করে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।
FRK75
2022-01-08, 01:11 PM
কখনোই বড়লোক হওয়া যায় না৷যেমন আমরা সবাই ছোটবেলায় গল্পে পড়েছি অস্থির খরগোশের কথা৷খরগোশ এবং কচ্ছপের প্রতিযোগিতার চিত্রটি চোখের সামনে visualize করে দেখুন৷খরগোশ মাত্র কয়েক লাফে তার প্রতিযোগিতার রাস্তা পার হতে চেয়েছিল কিন্তু আদৌ কি তা সম্ভব হয়েছিল ? না বরং অত্যন্ত ধীর গতি সম্পন্ন,অবহেলিত ছোট্ট কচ্ছপ জয়ের মালাটি অর্জন করেছিল৷আমাদের এই ফরেক্স মার্কেটে আমরা অনেকেই অস্থির চঞ্চল খরগোশ মার্কা ট্রেডার৷মনে করি কয়েক দিনেই ফরেক্স মার্কেট থেকে প্রচুর প্রফিট করা সম্ভব৷আর যদি শুরুর দিকে অল্প কিছু প্রফিট হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই৷এইবার এক লাফে বড়লোক হয়ে যাবো নিশ্চিত... এই ধরনের ভুল চিন্তা করেই আমরা লুজার হয়ে থাকি৷
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.