Log in

View Full Version : কোন টাইম ফ্রেমে এ্যানালিসিস করা সহজ



alamsat
2018-08-29, 03:48 PM
আমি অনেক এ্যানালিসিস করে দেখেছি যত বড় টাইম ফ্রেম অর্থাৎ দৈনিক এবং সাপ্তাহিক টাইম ফ্রেমে এ্যানালিসিস করাটা অনেক সহজ। কারন দৈনিক এবং সাপ্তাহিক টাইম ফ্রেমে মার্কেট মুভিং কম হয় তাই এ্যানালিসিস করাটা সহজ হয়। আর ১৫ মিনিট ৩০ মিনিট এবং ১ ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট অনেক বেশি মুভিং করে তাই এই সকল টাইম ফ্রেমে এ্যানালিসিস করাটা অনেক কঠিন হয়ে যায়। তাই আমরা দৈনিক টাইম ফ্রেমে এ্যানালিসিস করে একটি ট্রেড নিলে অনেক লাভবান হতে পারব।

iloveyou
2018-08-29, 07:24 PM
ভাই আপনি যে কোন টাইম ফ্রেমে এ্যানালাইসিস করতে পারেন সেটা কোন বিষয় না, তবে লং টাইমফ্রেমে মার্কেট এ্যানালাইসিস করে অনেক সুবিধা পাবেন। কারন এখানে মার্কেটটা সহজে বুঝতে ও ধরতে পারবেন। কিন্তু আপনি যদি একটু টেকনিক্যাল হন তাহলে যে কোন টাইম ফ্রেমে সেই সুবিধাটা নিতে পারবেন। আসলে এই মার্কেটে কোন কিছুই সহজ নয় কিন্তু সহজ করে নিতে হবে তাহলেই সবকিছু সহজ মনে হবে।

Mamun13
2018-09-01, 08:48 AM
যারা ফরেক্স মার্কেটে Weekly টাইমফ্রেম দেখে ট্রেড করে থাকেন তারা সাধারণত পরবর্তী সপ্তাহ শুরুর আগে বিশেষ করে রবিবার দিনগত রাতে মাত্র 1 ঘন্টা সময় নিয়ে technical analysis করে মোটামুটি একটা ধারণা নিতে পারেন- যে আগামী সপ্তাহে মার্কেট কোন দিকে কিভাবে মুভমেন্ট করতে পারে৷আবার যারা Monthly টাইমফ্রেম দেখে ট্রেড করে থাকেন থাকেন তারা সাধারণত প্রত্যেক মাস শেষ হওয়ার পর আরেকটি মাস যখন শুরু হবে তার পূর্বেই এনালাইসিস করে নিবেন৷দেখবেন পরবর্তী মাসে মার্কেট কি ধরনের সেন্টিমেন্ট তৈরি করতে পারে ? এভাবে আপনি Daily চার্ট এনালাইসিস করতে পারেন৷যে কোনো টাইমফ্রেমের একটি ক্যান্ডেল শেষ হওয়ার পরপরই অ্যানালাইসিস করতে হবে পরবর্তী ক্যান্ডেলটি কি ধরনের প্যাটার্ন তৈরি করতে পারে ?? এটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে অনুমান করতে পারি এবং সেই অনুযায়ী ট্রেডে এন্ট্রি করতে পারি৷

hasem79
2018-09-01, 11:53 PM
যে কোন টাইমফ্রেম এর এক একটা অর্থ থাকে। আপনি যদি এনালাইসিস সম্পর্কে একটু মাথা খাটানোর চেষ্টা করেন এবং কিছু দিন মার্কেট ওয়াচ করেন তবে আপনিও ধরতে পারবেন যে মার্কেট কোন টাইমফ্রেম এ কিভাবে মূভ করে থাকে। আপনি যদি চান তবে মার্কেট এর অলমোস্ট সব গতি ধরতে পারবেন কিন্তু সবগুলো ধরতে গেলে সময় দিতে হবে।

SHARIFfx
2018-09-02, 11:17 AM
আমার মতে ডেইলি টাইম ফ্রেমে এনালাইসিস করা অনেক সহজ। তবে আপনাকে ডেইলি টাইম ফ্রেমে এনালাইসিস করতে হলে নিউজ প্রকাশ হয়ার পরে ট্রেড নিতে হবে। তবে d1 h4 h1 টাইম ফ্রেম এনালাইসিস কিরা টা অবেক ভালো।