PDA

View Full Version : বাংলাদেশে আধুনিক পেমেন্ট সিস্টেম- আই-পে



SUROZ Islam
2018-08-29, 04:57 PM
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের দেশের সকল বাংক পেমেন্ট সিস্টেমকে ডেলে সাজিয়ে আধুনিক করছে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশে এন্ড টু এন্ড ফুল ফিচারড পে গেইট ওয়ে নেই। তবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক এর সাথে ব্যাংক গুলো ধীরে ধীরে যুক্ত হচ্ছে ফলে আগের চেয়ে এখন একটু বেশিমাত্রায় আন্তঃ ব্যাংক ফান্ড ট্র্যান্সফার সম্ভব হচ্ছে। যেমন আই-পে এর বাস্তব উদাহরন। জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্র্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স নিয়ে আই পে বাংলাদেশে প্রথম ই-ওয়ালেটের সেবা চালু করেছে। যার মাধ্যমে দেশের ভেতরে সকল ব্যাংকগুলোতে ফান্ড ট্রান্সফার করা যাবে এবং অনলাইনে লেনদেন করা যাবে।

DhakaFX
2018-08-29, 05:06 PM
বাংলাদেশে পেমেন্ট সিস্টেমে ডিজিটালাইজেশনের অভাবে রয়েছে। যদিও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রি-পেইড কার্ড, ইন্টারনেট ব্যাংকিংয়ের মতো ব্যাংকিং সেবাগুলো বর্তমান সময়ে ব্যাংকিংয়ের মুল বিষয়।আর তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ডিজিটালাইজেশনের ছোঁয়ায় বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন ঘটতে শুরু করেছে। যেমন অর্থ লেনদেন থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার বিল এখন মেটানো যাচ্ছে ঘরে বসেই। পাল্টে গেছে ব্যাংকের সামনে গ্রাহকের দীর্ঘ লাইনের চিরচেনা দৃশ্য। বেসরকারি খাতের সব ব্যাংক এখন প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা দিলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এক্ষেত্রে পিছিয়ে।
এছাড়াও বাংলাদেশ ব্যাংক এর সর্বাত্মক চেষ্টায় ব্যাংকিং সেবায় যোগ হয়েছে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট সিস্টেম, অনলাইন সিআইবি রিপোর্ট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ডের মাধ্যমে ই-বাণিজ্য। বলার অপেক্ষা রাখে না আই-পে এর মত ব্যাংকিং সেবায় মাধ্যমে ব্যাংক সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।

Tofazzal Mia
2018-08-30, 01:30 PM
বাংলাদেশে প্রায় ৯৩ লক্ষ ব্যাংক কার্ড রয়েছে যা এখনও ১ম প্রজন্মের ডেবিট কার্ড এবং এটা দিয়ে পে মেশিনে পে করা যায় না বা পে কার্ড হিসেবে তাদের উপযগীতা কিংবা ইউজার এন্ড বা পেমেন্ট এন্ড নেটোয়ার্ক রেডিনেস নেই। এই ডেবিট কার্ড ব্যবহার সীমিত পরিসরে হলেও কিছু বিদেশি ক্রেডিট কার্ড দিয়ে সব ধরনের পেমেন্ট বাজারে এভেলেবল রয়েছে। তাই এই ব্যাংক কার্ডগুলো এখান ২য় প্রজন্মের পে কার্ডও হয়ে উঠার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যা হতে পারে WiFi ক্যাপাবল ব্যাংক কার্ড, এপ নির্ভর ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেটের ধারণা।

Rassel Vuiya
2018-09-05, 07:03 PM
বাংলাদেশে প্রতমবারের মত আন্তর্জাতিক পেপালের মতো পেমেন্ট সিস্টেম আই-পে চালু হয়েছে। ফলে এখন থেকে এই ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে সহজেই অনলাইনে যে কোন কেনাকাটা বা যেকোনো কাজে অর্থ লেনদেনে করা যাবে। বাংলাদেশের সব ব্যাংকের ক্রেডিট/ডেবিড কার্ড দিয়ে এই ই-ওয়ালেটে ব্যালেন্স লোড করা যাবে এবং ই-ওয়ালেট থেকে যে কোন ব্যাংক অ্যকাউন্টে ফান্ড ট্রান্সফার করা যাবে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকায় এ ব্যবস্থায় ফান্ড ট্রান্সফার পুরোপুরি নিরাপদ। এই ই-ওয়ালেট সেবাটি পাবার জন্য গুগর প্লে থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তারপর প্রফাইল, নাম ও মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন এর পর পরিচয়পত্রের কপি, ঠিকানা ও নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ক্রেডিট কার্ডের তথ্য দিলেই আই-পে অ্যাকাউন্টটি ভেরিফাই হবে। আর ভেরিফাই করার পর যে কোন গ্রাহক লেনদেন করতে পারবেন।

FXBD
2018-09-24, 04:02 PM
বিকাশ কিংবা রকেটে এর ক্যাশ বা নগদ টাকার কোনো ব্যবহার এখানে নেই , তাই আই পে ই-ওয়ালেট থেকে অর্থ ট্রান্সফার করার জন্যও ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার করতে হবে। মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আই পে ই-ওয়ালেটে লোড (জমা) করে রাখতে হবে। আর সেখান থেকেই কেনাকাটা করা, পরিসেবার বিল পরিশোধ, ট্যাক্স, ট্রান্সপোর্ট ও টিউশন ফি পরিশোধ করা যাবে। একজন গ্রাহক একদিনে সর্বাধিক ৫০ হাজার টাকা ব্যয় করতে পারবেন এ ব্যবস্থার মাধ্যমে। তাই আমার মতে ক্যাশের ব্যবহার না থাকায় এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকায় এ সিস্টেমটি সম্পুর্ণ নিরাপদ।

FXBD
2018-11-06, 01:45 PM
যানজট ঠেলে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ ও লেনদেন দিনে দিনে কমে যাচ্ছে। এখন অনেক লোকই মোবাইল ওয়ালেট আইপে এবং অন্যান্য মোবাইল অ্যাপস দিয়ে বিল পরিশোধ ও অন্যান্য লেনদেন এর জন্য ব্যবহার করছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ২১ কোটি টাকা পরিশোধ হয়েছে আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং চ্যানেলে। এ সময়ে মোট লেনদেন হয়েছে ১১ হাজার ৩৭৩টি। যা আগের মাসের তুলনায় প্রায় সাড়ে ৫ শতাংশ বেশি।

FXOCM
2018-12-09, 01:12 PM
আই-পে সিস্টেম টা আমি নতুন জানতে পেরেছি । আমের প্রশ্ন টা হল - এটা দিয়ে কি সকল ফরেক্স মার্কেট এ অ্যাকাউন্ট করা যাই ।

Rassel Vuiya
2019-01-29, 10:10 AM
মোবাইলে অর্থ লেনদেন বেড়েছে বিশ ভাগের মতো। খাত সংশ্লিষ্টরা বলছেন, নগদ টাকা আদান প্রদানের পাশাপাশি পণ্য কেনাবেচা বা সেবা নিতেও এখন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করছেন অনেকে। এ প্রক্রিয়াকে আরো সহজ ও জনপ্রিয় করতে দ্রুতই আন্তঃ প্রতিষ্ঠান লেনদেন চালু করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক...

DhakaFX
2020-10-18, 05:22 PM
নগদ লেনদেনের ধারণা পাল্টে দেয়ার কথা বলে বাজারে এসেছিল দেশের প্রথম অনলাইন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ‘আইপে সিস্টেমস লিমিটেড’। বেশ হাঁকডাক দিয়েই শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম। বিনিয়োগও হয়েছিল ৭০ কোটি টাকার বেশি। কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর তিন বছর পূর্ণ হওয়ার আগেই মুখ থুবড়ে পড়েছে ‘আইপে’। এরই মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপনের সঙ্গে বিনিয়োগকারীদের টানাপড়েন শুরু হয়েছে। ধারাবাহিক লোকসান দেয়া প্রতিষ্ঠানটির বেশির ভাগ কর্মী চাকরিচ্যুত হয়েছেন। নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না চাকরিতে বহাল থাকা কর্মীরাও। স্থবিরতা নেমে এসেছে প্রতিষ্ঠানটির কার্যক্রমে। ঘুরে দাঁড়াতে বিনিয়োগকারীরা নতুন সিইও খুঁজছেন।
12595