PDA

View Full Version : আড্ডা ও একাউন্ট জিরো কথন



lanzuu
2018-08-29, 11:58 PM
শুরুর দিকে খুব খারাপ লাগত যখন একাউন্ট জিরো হতো। তারপর কিছুদিন অভ্যাস হয়ে গিয়েছিল। নিজের ভুলের কারনেই একাউন্ট জিরো হতো।
6252

একাউন্ট জিরো হবার পর আবার নব উদ্যমে রিভেঞ্চ নেবার জন্য মার্কেটে ইন করতাম।

6253

কিন্তু যেই লাউ সেই কদু। সেরকমই অনেকগুলো একাউন্ট জিরো হবার নানা ঘটনার মধ্যে আজকে একটি ঘটনা শেয়ার করলাম। পড়ুন, দেখুন নিজেকে খুজে পেলেও পেতে পারেন।

তখন ইনস্টাফরেক্স ফোরাম একাউন্ট দিয়েই ট্রেড করতাম। ২০১১ এর দিকের কথা। ঠিক মনে নেই। তো তখন এন্ট্রি নিতাম আর মোবাইলে প্রাইজ চেক করতাম। তখন কিন্তু এন্ড্রয়েট ছিল না যে বাইরে বসে ট্রেড ক্লোজ করব। শুধু ইয়াহু ফাইনান্সে দেখতাম কত প্রাইজে গেল মার্কেট। বন্ধুদের নিয়ে বাইরে বেশ জমকালো আড্ডা চলছিল। সন্ধ্যার সময় নিউজ ছিল খেয়াল করি নি। হঠাত দেখি মার্কেট উপরে উঠা শুরু করেছে। তখন হিসেব করছিলাম কাগজে আর বন্ধুদের সাথে আড্ডাও দিচ্ছিলাম। পরে হিসেব করে দেখলাম আর যদি ৭৮ পিপ মার্কেট আপ হয় তাহলে একাউন্ট জিরো হবে। তখন ভাবছিলাম ৭৮ পিপ তো অনেক। কখনই এত আপ হবে না। এটা ভেবে তো গল্পের মধ্যেই ছিলাম। তার কিছুক্ষন পর মার্কেট একটু নামছিল আর আমার লসও কমে আসছিল। আড্ডার এক পর্যায়ে সবাই হোটেলে বসে ডাল পুরি খাচ্ছিলাম। তখন কি মনে করে আবার প্রাইজ চেক করছিলাম। একবার ভাবুন এই অল্প সময়ে বারবার মোবাইল চেক করছিলাম। স্টপলস দেই নি, বারবার মোবাইল চেক করা এগুলোই নতুনদের চিরাচরিত লক্ষন।

আচ্ছা যেখানে ছিলাম। পরে দেখি প্রাইজ আরো প্রায় ৬০ পিপ উঠেছে। আর মাত্র ১৮ পিপ তাহলেই আমি শেষ এবং সেটা হলোও দ্রুত। হঠাত করেই বিষন্নতা ভর করল। আড্ডাবাজ হাসিখুসি এই আমি হয়ে গেলাম বিষন্ন। তারপরের সময়গুলো আড্ডায় কি আলাপ হলো না হলো সেদিকে কোন খেয়াল নেই। কোনমতে বাসায় আসলাম। চার্ট খুলে দেখলাম মার্কেট আমার একাউন্ট জিরো করে নিচে নামছে। পরের দুইদিনে আমার এন্ট্রি পয়েন্টেও চলে এসেছে। তখন ব্যালেন্স ১০০ ছিল। আর স্টপ লস ব্যবহার করতাম না। মোটকথা নিজের দোষেই একাউন্ট জিরো হয়েছে। ব্যালেন্স যতই থাকুক না কেন যদি মানি ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে বেশিদিন টিকতে পারবেন না। আর প্রপার মানি ম্যানেজমেন্ট দিয়ে আপনি ১০০ কে ১০০০ ও বানাতে পারবেন।

আপনার মজার কোন কাহিনী থাকলে শেয়ার করুন। গল্পে গল্পেই হোক না শেখা।

alamsat
2018-08-30, 10:58 AM
ফরেক্স মার্কেটে গল্প শুরু করতে গেলে লস দিয়ে শুরু করতে হয়। কারন যদিও আমরা লাভের মুখ দেখে থাকি তবুও সেটা সামান্য সময়ের জন্য। তারপর একটি ট্রেডে বড় আকারের লস খেয়ে একাউন্ট শুন্য করে মন খারাপ করে কয়েকদিন ট্রেড বন্ধ রেখে আবার নতুন করে ট্রেড করতে থাকি কিন্তু লস আমাদের পিছু ছাড়ে না। গেল কয়েকদিন আগে আমি ৫১৫ ডলার লস করে বসলাম। দুই মাস ধরে ইনকাম করলাম একদিনে সব শেষ। তাই আবার নতুন করে শুরু করছি এবার আর স্টপ লস ছাড়া ট্রেড করছি না।

lanzuu
2018-08-30, 11:59 AM
লস হবেই। পোড় খেতে খেতেই শিখতে হবে। একসময় দেখবেন পোড় খাওয়া এই আপনিই খাটি সোনায় রূপান্তরিত হবেন। তখন আজকের দিনের এই লসগুলোকে আর লস মনে হবে না। তখন মনে হবে এই লসগুলো ছিল আপনার ট্রেডিং শেখার একটা বিনিয়োগ। সফলতার দ্বারপ্রান্ত পর্যন্ত পৌছাতে আপনাকে অনেক ঝড়ের মধ্যেও টিকে থাকা শিখতে হবে। তাহলেই আপনার কাছে সফলতার দ্বার উন্মোচিত হবে।

alamsat
2018-08-30, 12:54 PM
লানজু ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছি হয়ত আপনার কথামত একদিন ভাল একজন ট্রেডার হতে পারব। কিন্তু যখন লস হয় তখন মনটা এত খারাপ লাগে যে আর ট্রেডিং করতে ভাল লাগে না। মনে হয় সব ছেড়ে দিয়ে অন্যকিছু করি। কিন্তু ফরেক্স এমনই একটি ব্যাবসা ছাড়তে ভাল লাগে না। সেই ঘুরে ফিরে আবার ফরেক্স নিয়ে ট্রেড করতে শুরু করি । লস হলেও বেশ ভালই লাগে ট্রেড করতে। চোখের সামনে হাজার হাজার টাকা লাভ হয় আবার লস ও হয় দেখতে বেশ ভাল লাগে। তাই পড়ে আছি ট্রেডিং নিয়ে একদিন না একদিন তো ইনকাম করতে পারব।

lanzuu
2018-08-30, 11:55 PM
মন খারাপ করলেন তো হারলেন। হারা যাবে না। হাল ছাড়া যাবে না। কারন হয়ত আপনি সফলতার দ্বারপ্রান্তেই রয়েছেন। তাই হাল না ছেড়ে লস হলে সেটা মেনে নিতে হবে। তবে যদি বড় কোন লস হয়ে যায় তাহলে সেটার সুনির্দিষ্ট কারন নিয়ে আপনাকে স্টাডি করতে হবে। একটু ভাবলেই বুঝতে পারবেন যে কেন আপনার একাউন্ট জিরো হয়েছে বা বড় ধরনের লস হয়েছিল। এভাবে যদি নোট করে রাখেন তাহলে ভবিষ্যতে পুনরায় এরকম লস হবার সম্ভবনা থাকবে না।

expkhaled
2018-08-31, 12:12 PM
যদিও আমি নতুন ট্রেডিং এ তারপরও আমি যে ব্যপার গুলো লক্ষ্য করেছি লস হওয়ার জন্য সেগুলো হলো, অজ্ঞতা, না বুঝে ট্রেড নেওয়া, অতিরিক্ত রিস্ক নেওয়া, মানিম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করা, কনফিউজড হয়ে ট্রেড নেওয়া ইত্যাদি। আরও অনেক প্রকারের সমস্যা থাকে যা কিনা সব হলো আমাদের সাইকোলজিক্যাল সমস্যা। এবং এগুলো থেকে নিস্তার পেতে হলে মাঝে মাঝে ট্রেড থেকে দুরে থাকতে হবে এবং অনন্যা কাজও করতে হবে শুধু ট্রেড নিয়ে থাকলেই হবে না। আর সাধারন কিছু লস থাকে সেগুলো হবেই যা কেউই আটকাতে পারবেন না।

lanzuu
2018-08-31, 02:04 PM
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
টিকে থাকতে হলে লস করা মেনে নিতেই হবে। কোন এক সময় তো এমন করার চিন্তা করতাম যে নতুন ট্রেডারদের কপি করব। মানে উল্টো কপি করব। যদি বাই দেয় তাহলে আমার একাউন্টে আমি সেল ওপেন করব। আসলে নতুন অবস্থায় ডেমোতে বেশি লাভ হয়। আর রিয়েল একাউন্টে ট্রেড করার সময় ভয়, টেনশন অটোতে ভর করে। এজন্য বেশি লস হয়ে থাকে। এই ইমোশন, ভয় দূর হতে বেশ সময় লাগে।

Mamun13
2018-09-08, 09:04 AM
আমরা সবাই ঠিক এই ভাবেই ফরেক্স মার্কেটে সংগ্রাম করে টিকে থাকার চেষ্টা করি৷এই ধরনের ঘটনা আমার ট্রেডিং লাইফের প্রথম ২/৩ বছর নিয়মিত হতো৷এটা আমার কাছে স্বাভাবিক বিষয় ছিল৷আমি তখন ফরেক্স ট্রেড সম্পর্কে এক লাইনও জানতাম না বুঝতাম না তাহলে আমি কিভাবে সঠিক ট্রেড করবো ?? তখন ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতাম,সাপোর্ট ও রেজিস্টেন্স লেভেল গুলো সঠিকভাবে চিনতাম না জানতাম না,আর মানি ম্যানেজমেন্ট সম্পর্কে সামান্যতম জ্ঞান ছিল না,ফলে ভুল এনালাইসিস করতাম৷আর ঠিক আপনার মত এইভাবে লস হতে হতে একাউন্টের ব্যালেন্স চোখের সামনে জীরো হয়ে যেত৷একাউন্টের ব্যালেন্স জিরো করেছি অসংখ্য বার,প্রতি সপ্তাহে ২/৩ বার একাউন্ট জীরো হয়েছে৷তারপর ধীরে ধীরে সপ্তাহে একবার অ্যাকাউন্ট জিরো হয়েছে,তারপর মাসে এক দুইবার অ্যাকাউন্ট জিরো হয়েছে...তখন নিজেকে খুব অসহায় মনে হতো৷তারপর ভাবলাম আমাকে ভাল ভাবে শিখতে হবে,আদাজল খেয়ে শেখার জন্য বিভিন্ন সোর্স থেকে স্টাডি শুরু করলাম৷ এইভাবে আস্তে ধীরে ফরেক্স ট্রেড শিখেছি৷এখন পাঁচ বছর পর দেখি আমার একাউন্টের ব্যালেন্স জিরো হচ্ছে না বরং ক্রমাগত কম বেশি প্রফিট সংযোজিত হচ্ছে৷

SHARIFfx
2018-09-08, 10:47 AM
অ্যাকাউন্ট ০ করার অনেক গুলো কারন আছে। প্রথম কারন হচ্ছে মানি মেনেজমেন্ট না করা। আপনি যদি অতি লোভ করেন। নিউজ প্রকাশ হবার আগে ট্রেড করে থাকেন। ভলিয়াম বেসি নেওয়া। টিপি আর স্টপ লস ব্যবহার না করা। কয়েক জন বন্ধু মিলে না বুজে নানান মত প্রকাশ করা। কম প্রফিট এ অ্যাকাউন্ট ক্লোজ করা আর বিগ লস দরে রাখা। আর জারা কম পুজি কোটিপতি হবার চিন্তা করে তাদের অ্যাকাউন্ট ০ হবার সম্ভাবনা বেশি থাকে।

iloveyou
2018-09-27, 10:59 AM
আসলে এই মার্কেটে নিজের ভুলগুলোকে বুঝে সে অনুপাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করাই হলো একজন আদর্শ ট্রেডারের বৈশিষ্ট্য। তাই আমাদের নবাগত থেকে পুরাতন সকলকেই পরবর্তিতে যাতে তুলনামূলকভাবে ভুল কম হয় সেই চেষ্টায় সর্বাধিক সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। আর সেজন্য আপনাকে মার্কেটে প্রচুর সময় দিতে হবে, মার্কেটের প্রেসার বুঝতে হবে তাহলেই আপনি এখানে মূল খেলাটা খেলতে পারবেন।