PDA

View Full Version : মার্কিন যুক্তরাষ্টের মধ্যবর্তী নির্বাচন!!



Tofazzal Mia
2018-08-30, 01:21 PM
মার্কিন যুক্তরাষ্টের আগামী ৬ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুস্ঠিত হবে। আর এই কট্টর খ্রিস্টানপন্থিগো ্ঠী এভানজেলিকালের নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপন বৈঠকে একটি অডিও টেপ ফাস হয় যেখানে ট্রাম্প অনুমান করেন যে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে যদি ডেমোক্র্যাটরা জিতে যায়, তা হলে ডেমোক্র্যাটরা জিতলে ট্রাম্পের কংগ্রেসে তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর নীতিসমূহ বাতিল করে দেবে এবং যুক্তরাষ্ট্রে আবার সহিংসতা ফিরে আসবে। এছাড়া ডেমোক্র্যাট নেতা হিলারি ক্লিনটনও এক মাস আগে অনুমান করেন যে , মধ্যবর্তী নির্বাচনে রাশিয়া আবারও হস্তক্ষেপ করতে যাচ্ছে।

BDFOREX TRADER
2018-11-06, 01:29 PM
আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে কেমন দেশ পরিচালনা করেছেন তার মূল্যায়ন জানা যাবে এই নির্বাচন এর মাধ্যমে। এই নির্বাচনে ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস'-এর মোট আসন ৪৩৫টি, যার মধ্যে বর্তমানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ২৩৫ আসনে প্রতিনিধিত্ব আছে৷ ডেমোক্র্যাট দলের আছে ১৯৩টিতে৷ কংগ্রেসের এই নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে ২১৮টি আসনে জিততে হয়৷ কিন্তু ধারনা করা হচ্ছে মঙ্গলবারের নির্বাচনের পর হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের পক্ষে আসতে পারে। যার ফলে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের ক্ষমতাচ্যুত হতে পারে।

SUROZ Islam
2018-11-07, 05:36 PM
গতকালের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কারনে গত মঙ্গলবার ওয়াল স্ট্রিটের প্রায় সবগুলো সূচক ঊর্ধ্বমুখী ছিল। এছাড়াও এর প্রভাবে এশিয়ার শেয়ারবাজার চাঙ্গা থাকলেও ইউরোপের বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম বড় ধরনের পরীক্ষার মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। কর ব্যবস্থায় বিশাল সংস্কার এবং সংরক্ষণমূলক বাণিজ্য নীতি গ্রহণ করার পর প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা যাচাইয়ের গণভোট হিসেবে দেখা হচ্ছে এ নির্বাচনকে।