PDA

View Full Version : পে টি এম- ক্যাশহীন একটি সিস্টেম



Tofazzal Mia
2018-08-30, 01:38 PM
http://as.vikaspedia.in/resolveuid/ca1a08af8abb4293b154c4721040900f
পে টি এম একটি অনলাইন পেমেন্ট সিস্টেম যা সম্প্রতি ভারতে চালু হয়েছে যেখানে নগদ টাকার কোনো দরকার থাকবে না। মানে নগদ টাকা আপনার হাতে থাকবে না, থাকবে অনলাইনে। আপনি শুধু এটা দেখতে পাবেন যে আপনার কাছে কত টাকা আছে এবং আপনি সেই টাকা খরচ করতে পারবেন। যারা অনলাইনে ব্যাঙ্ক একাউন্ট চেক করেন এবং অনলাইন পেমেন্ট করেন, তারা খুব সহজেই বুঝতে পারবেন। যারা এই ধরনের কোনো পদ্ধতি ব্যবহার করেন না, তাদের কাছে ব্যাপারটা অনেক পরিষ্কার হয়ে যাবে যদি আপনি মোবাইল ব্যবহার করেন। মোবাইলে যেভাবে ব্যালেন্স রিচার্জ করে আপনি কল, এস এম এস করেন, পে টি এম অনেকটা সেই রকম। আপনি আগে আপনার একাউন্টে ব্যালান্স রিচার্জ করবেন, তার পর সেই ব্যালেন্স ব্যবহার করে প্রয়োজনীয় টাকা আদান প্রদান করতে পারবেন।

SaifulRahman
2018-09-10, 06:04 PM
পে টি এম সেবা ট্যাপ কার্ডের মাধ্যমেও প্রদান করা হয়েছে, যেখানে ফোন ও ইন্টারনেট ছাড়াই যে কেউ এই ট্যাপ কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবে। ফলে ক্যাশ টাকা ছাড়া ডিজিটাল পেমেন্টের মাধ্যমে যে কোন লেনদেন খুব সহজে হয়ে গেছে। ভারতে পে টি এম এর আশীর্বাদে এখন লোকেরা দিনে ২৪ ঘন্টা, বছরে ৩৬৫ দিনই ব্যাংকিং সুবিধা নিয়ে পেট্রোল পাম্প থেকে শুরু করে পাড়ার মুদির দোকানে,বড় বড় রেস্টুরেন্ট থেকে মাল্টিপ্লেক্স ,এমনকি ওষুধের দোকান ও বেসরকারি হাসপাতালেও টাকা ডিজিটাল পেমেন্ট করছে।