Log in

View Full Version : ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন



alamsat
2018-08-30, 03:06 PM
আমি দেখলাম ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে বেশ সময় লাগে। যখন ফরেক্স প্রথম আসলাম ভালই লাভ করছিলাম হঠাৎ একটি লস করে বসলাম ভাবলাম আরও কিছু শিখতে হবে এভাবে শিখতে শিখতে ৬ মাস কেটে গেল এখনও মনে হয় অনেক কিছু শেখার বাকি আছে। তাই বুঝলাম ফরেক্স সম্পর্কে জানতে লাগে ৬ মাস। ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে আরও লাগে ৬ মাস। ভাল ট্রেড করতে আরও ৬ মাস লাগে। এভাবে ভাল অভিজ্ঞ ট্রেডার হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। প্রথম যখন ট্রেড করতাম ভাবতাম কিছু দিনের মধ্যে হয়ত সব শিখতে পারব কিন্তু না ফরেক্স শিখতে অনেক সময় এবং বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয়।

iloveyou
2018-08-30, 06:07 PM
আসলে এই ফরেক্স ব্যবসাটি করার ক্ষেত্রে ফরেক্স সম্পর্কে আপনাকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে কমপক্ষে কয়েকটি বছর। এরপর ধীরে সুস্থে যখন আপনি মার্কেটের আসল রূপটা দেখতে পাবেন তখন নিজেই মনে মনে বলবেন এর থেকে সহজ ও আরামদায়ক ব্যবসা আর হয় না। তবে আসল কথা হলো আপরাকে একটু মানি ম্যানেজম্যান্ট ফলো করে কাজ করতে হবে এবং ধৈর্য সহকারে সঠিক পজিশনে ট্রেডগুলো ধরার চেষ্টা করতে হবে।

lanzuu
2018-08-31, 12:08 AM
যদি লক্ষ্য স্থির করে শেখার চেষ্টা করেন তাহলে বেশিদিন লাগবে না । বিভিন্ন ফোরাম আর ইউটিউবে এখন অনেক সমৃদ্ধ টিউটোরিয়াল পাওয়া যায়। যদি টানা ১বছর স্টাডির পাশাপাশি এই ফোরামে পোস্ট করে প্রতি মাসে ৫০ ডলারও ইনকাম করেন তাহলে ১ বছরে 600 ডলার জমা হবে। তাহরে কি হলো, আপনার শেখাও হলো আর শেখা শেষে একটা ভালো ফান্ডও পেয়ে গেলেন। আমি আমার পরিচিত জনদের এই উপদেশই দেই। তাহলে সবাই আগ্রহী হয়ে শেখা শুরু করে।

Mamun13
2018-09-08, 08:59 AM
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসি তারা প্রত্যেকেই ঠিক এই ধরনের ভাবনাগুলো ভেবে থাকি৷সবাই মনে করি হয়তো কয়েক দিনের মধ্যেই ফরেক্স ট্রেড খুব ভালোভাবে শিখে যাবো, আমি খুব জ্ঞানী বুদ্ধিমান,আমার বেশি একটা সময় লাগবে না,ফরেক্স মার্কেট তেমন কঠিন বিষয় নয়,আমি পারি না এমন কোনো কাজ নাই,এখানে শুধুমাত্র Sell/Buy এন্ট্রী করলেই নিয়মিত প্রফিট করতে পারবো…. ইত্যাদি নানা ধরনের ভুল ধারণা আমরা ভেবে থাকি৷কিন্তু বাস্তবে যখন আমরা বারবার লসই করতে থাকি তখন বুঝতে পারি এই মার্কেটে নিয়মিত আয় রোজগার করা কত কঠিন ব্যাপার !! এত দীর্ঘ সময় ব্যয় করে নিয়মিত চর্চা করতে হয়,বিভিন্ন সোর্স থেকে অসংখ্য বিষয় জানতে হয় শিখতে হয় বুঝতে হয়,এগুলোর মধ্যে আবার কোনগুলো ভুল এবং কোনগুলো সঠিক সেগুলো যাচাই-বাছাই করতে হয়,তারপর একটি সঠিক ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করে নিতে হয়৷আর এই সব বিষয় নিশ্চিত হয়ে আসতে বেশ কয়েক বছর সময় লেগে যায়৷ফরেক্স ট্রেড কখনোই অসম্ভব বিষয় নয়৷তবে এখানে দীর্ঘ কয়েক বছর সময় নিয়ে নিয়মিত চর্চা করতে হয়৷আর এটাই সবার দ্বারা সম্ভব হয়ে ওঠে না৷

SHARIFfx
2018-09-08, 10:52 AM
ফরেক্স সম্পর্ক জানার জন্য অনেক সাইড আছে। আপনি গুগল সার্চ দিলে হাজার সাইড পাবেন। তবে জেন প্রতারিত না হন সে দিকে খেয়াল রাখতে হবে। আপনি বাংলা বিডি পিপ্স সাইড থেকে ফরেক্স এর তথ্য পাবেন। তাছাড়া ইউ টিউব এ অনেক তথ্য পাবেন। আর যদি আশে পাশে ৫-৬ বছরের দক্ষ ট্রেডার থাকে তা হলে তাদের কাছে থেকে অনেক জানতে পারবেন।

expkhaled
2018-09-08, 12:17 PM
ফরেক্স এর ব্যপারে সহজে জানা যায় কিন্তু অভিজ্ঞতা আসতে অনেক সময়ের ব্যপার। ফরেক্স শিখতে হলে ধাপে ধাপে শিখতে হবে তাহলে অনেক বেশী শেখা যাবে আর যা কিছু শিখতে পারলেন সেগুলো নোট করে রাখবেন এবং বাস্তবে প্রয়োগ করে দেখবেন এবং মাঝে মাঝে সেগুলোকে রিভাইস করবেন। আর আপনি যখন ট্রেড করবেন তখন সবগুলোকে নোট করে রাখবেন লাভ এবং লস ট্রেড তাহলে আপনি যখন রিভাইস করবেন আপনি আপনার করা ভূল গুলোকে দেখবেন পরবর্তীতে যখন ট্রেড নিবেন আপনার ভূল গুলো মনে থাকবে।

Sakib42
2021-09-21, 10:23 PM
কোন কাজ থেকে সফলতা পেতে হলে তার সম্পর্কে আগে খুব ভালোমতো জেনে শুনে নিতে হয় আর সব কিছু বুঝে ওঠার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন। আপনি যখন কোন কাজ অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে ধৈর্য ধারণ করে করবেন সেই কাজ সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন এবং ভবিষ্যতে আপনাকে সাফল্য অর্জন করার জন্য অনেক বেশি সহায়তা করবে আপনার ধৈর্য ধারণ। ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে আপনার অনেক সময় লাগবে। আপনি যদি সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করে যেতে পারেন তাহলে এর প্রতিদান হিসেবে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ফরেক্স থেকে সফলতা অর্জনের জন্য অনেক বেশি অভিজ্ঞতা প্রয়োজন যা আপনাকে ধীরে ধীরে অর্জন করতে হবে।