View Full Version : ফরেক্সে তো কোন মার্কেট দেখি না
lanzuu
2018-08-31, 03:19 PM
ফরেক্স ট্রেডিং এ আমি তো কোন মার্কেট দেখি না। আমি দেখি রিস্ক, রিওয়ার্ড আর টাকা।
সবার আগে আসে রিস্ক।
এই রিস্কটা কতটুকু নেবেন সেটার উপর আপনার ট্রেডিং ফিউচার নির্ভর করে। যতটুকু পরিমান টাকা আপনার পকেট থেকে হারিয়ে গেলে আপনার গায়ে লাগবে না ঠিক ততটুকুর রিস্ক নেবার চেষ্টা করবেন। তাহলে দেখবেন কোন ধরনের মানসিক চাপ আসবে না আপনার ট্রেডিংয়ে। আর আপনার প্রতিটি ট্রেডে আপনি কতটুকু রিস্ক নিবেন তার বিনিময়ে কতটুকু প্রফিট টার্গেট করবেন তা আগে থেকেই ঠিক করে নিতে হবে। তারপর প্ল্যান মোতাবেক ট্রেডিং করবেন। যত বেশি রিস্ক নিবেন প্রফিট সম্ভবনা তত বেশি। সবথেকে ভালো লো রিস্কে মার্কেটে টিকে থাকা। কারন টিকে থাকলে প্রফিট আসবেই আসবে।
6268
আশেপাশের কে কত টাকা আয় করল । কত ডলার ক্যাশআউট করল এগুলোর দিকে কান না দিয়ে নিজের ট্রেডিং এর প্রতি বেশি মনোযোগী হবার চেষ্টা করবেন। হ্যা অন্যের ট্রেডিং সফলতা দেখে অনুপ্রেরণা নিতে পারেন। কিন্তু সে প্রতি মাসে ৪০০ ডলার আয় করে আমাকেও ৪০০ ডলার উপার্জন করতে হবে এমনটা কিন্তু ভুলেও ভাবা চলবে না।
6269
টাকা সবার দরকার ঠিক আছে তাই বলে মাত্রাতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেডিং চালিয়ে যাওয়াটা কিন্তু আপনার একাউন্টের জন্য ক্ষতির কারন হয়ে দাড়াবে।
alamsat
2018-09-02, 12:33 PM
ফরেক্স একটি রিস্ক ব্যবসা তাই তো এত ইনকাম করার সুযোগ আছে। কিন্তু একটি মানুষ রিস্ক কখন নেয় যখন কোনকিছু সম্পর্কে তার অনেক কনফিডেন্স থাকে তখন রিস্ক নেয়। কিন্তু আমরা ফরেক্সকে অন্যভাবে নেয়, মানে হল কনফিডেন্স না হয়ে বিনিয়োগ করে এই রিস্কি ব্যবসাটি শুরু করে দেই। ফলে এত এত লস করে থাকি কিন্তু যদি আমরা ফরেক্স এ অভিজ্ঞতা অর্জন করে কনফিডেন্স এর সাথে প্রতিটি ট্রেড করি তাহলে অনেক ইনকাম করতে পারব।
expkhaled
2018-09-02, 02:01 PM
ফরেক্স হলো নগদ ডলারের মার্কেট যে কারনে আমাদের বেশী পরিমানে আকর্ষন চলে আসে ট্রেড করার জন্য। আমরা প্রায় সবাই দ্রুততার সাথে অনেক বেশী প্রফিট করার জন্য ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসি এবং এটাই সবচেয়ে বড় ভূল লস করার জন্য। কোন রকমের আইডিয়া না নিয়েই শুরু করে দিই ট্রেড তাই তো একাউন্ট শুধু জিরো হয়। আসলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা আগের দেখতে হবে কতটুকু লস আমি নিতে পারবো এবং সেই অনুযায় আমাকে ট্রেড করতে হবে। আমরা যারা নবাগত তারা বেশীর ভাগই শুধু লাভটুকু হিসাব করি লস কে কোন পরোয়া করি না যার কারনে ৯০ ভাগ নবাগত ট্রেডার লুজার।
iloveyou
2018-09-04, 03:50 PM
আসলে এই ফরেক্স ট্রেডিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ হলো রিস্ক-রিউয়ার্ড রেসিও। অর্থাৎ* আপনার ব্যালেন্স যা সেটার উপর আপনি কতটুকু রিস্ক নিতে চান। তাই এক্ষেত্রে আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে যে আপনার সিস্টেম যদি ভাল হয় সেক্ষেত্রে নাহয় আপনি আপনার রিস্কের পরিমাণটা বাড়িয়ে ট্রেড করতে পারবেন। তবে ভেবে চিন্তে সবকিছু করলে সমস্যা তুলনামূলকভাবে কম হয়।
Mamun13
2018-09-10, 07:47 AM
এজন্যই আমাদেরকে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে প্রয়োগ করা জানতে হবে৷আমরা আমাদের অ্যাকাউন্টে কতটুকু রিস্ক রিওয়ার্ড রেশিও ব্যবহার করে ট্রেড করতে পারবো সেটা ঠান্ডা মাথায় খুব ভালোভাবে নিশ্চিত হতে হবে৷আমরা সাধারনত রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 নিয়ে থাকি৷তবে অনেকেই 1:3 নিয়ে থাকে৷আমাদের একাউন্টে ব্যালেন্স কত রয়েছে এবং তার সাথে মার্কেট সিচুয়েশন কেমন রয়েছে সেটা ভালভাবে দেখে বুঝে লট সাইজ নির্ধারণ করে এবং যথাস্হানে স্টপ লস ও টেক প্রফিট সেট করে ট্রেড করা উচিত৷সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে আমরা কখনই লসের ভয়ে ভীত হবো না৷কারণ আমরা অনেকেই ট্রেডে এন্ট্রি করার পর লসের ভয়ে কাঁপতে থাকি৷যদি আমরা সঠিকভাবে রিস্ক রিওয়ার্ড রেশিও সেট করে ট্রেড করি তাহলে মনে এই কাঁপাকাপি থাকবে না৷
lanzuu
2018-09-16, 12:38 AM
ফরেক্স একটি রিস্ক ব্যবসা তাই তো এত ইনকাম করার সুযোগ আছে। কিন্তু একটি মানুষ রিস্ক কখন নেয় যখন কোনকিছু সম্পর্কে তার অনেক কনফিডেন্স থাকে তখন রিস্ক নেয়। কিন্তু আমরা ফরেক্সকে অন্যভাবে নেয়, মানে হল কনফিডেন্স না হয়ে বিনিয়োগ করে এই রিস্কি ব্যবসাটি শুরু করে দেই। ফলে এত এত লস করে থাকি কিন্তু যদি আমরা ফরেক্স এ অভিজ্ঞতা অর্জন করে কনফিডেন্স এর সাথে প্রতিটি ট্রেড করি তাহলে অনেক ইনকাম করতে পারব।
একটা ট্রেডে আপনার মোট ব্যালেন্সের কত % রিস্ক নেবেন যদি সেটা আগে থেকেই ঠিক করে রাখতে পারেন তাহলে এত লস হবে না। তখন দেখবেন ট্রেডে টানা ২-৩ টা লস হলেও আপনার ব্যালেন্সের তেমন কোন ক্ষতিই হবে না। আর ট্রেডে লস হলেও তখন মানসিক ভাবে কোন চাপ আসবে না। কারন আপনি আগে থেকেই জানেন কত % লস হবে এবং সেটি আপনার নিয়ন্ত্রনেই আছে। তাই নতুনদের প্রতি আমার অনুরোধ তারা যেন কোনভাবেই বেশি রিস্ক না নেয়। প্রতটি ট্রেডে সর্বোচ্চ ২% পর্যন্ত রিস্ক নেয়া যেতে পারে।
Hredy
2020-04-26, 01:50 PM
ফরেক্স হলো নগদ ডলারের মার্কেট যে কারনে আমাদের বেশী পরিমানে আকর্ষন চলে আসে ট্রেড করার জন্য। আমরা প্রায় সবাই দ্রুততার সাথে অনেক বেশী প্রফিট করার জন্য ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসি এবং এটাই সবচেয়ে বড় ভূল লস করার জন্য। কোন রকমের আইডিয়া না নিয়েই শুরু করে দিই ট্রেড তাই তো একাউন্ট শুধু জিরো হয়। আসলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা আগের দেখতে হবে কতটুকু লস আমি নিতে পারবো এবং সেই অনুযায় আমাকে ট্রেড করতে হবে। আমরা যারা নবাগত তারা বেশীর ভাগই শুধু লাভটুকু হিসাব করি লস কে কোন পরোয়া করি না যার কারনে ৯০ ভাগ নবাগত ট্রেডার লুজার।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.