PDA

View Full Version : খুবই কার্যকরী টিপস “টেইক এ ব্রেক”!



hasem79
2018-09-02, 10:26 AM
আমরা মানতে চাই বা না চাই ট্রেডিং খুবই বিরক্তিকর এবং মানসিক চাপ সৃষ্টিকারী পেশা। আপনি যখন লম্বা সময় ট্রেড করেন তা আপনাকে যার পর নাই বিরক্ত করবেই। যখন এই ধরনের মনোটনি এসে উপস্থিত হয় তখন একটা ব্রেক নেওয়া বেশ কাজের। হতে পারে একটু বাইরে বের হয়ে এক কাপ কফি খেয়ে আসলেন- তা আপনাকে যার পর নাই রিফ্রেস করবে।
লম্বা সময় ধরে লস করছেন? ব্রেক নেন। সমাধান হয়ে যাবে নিশ্চিত।

alamsat
2018-09-02, 12:09 PM
পৃথিবীর সব কাজ করলে ক্লান্তি তো আসে। আর ফরেক্স যেহেতু মানসিক ক্লান্তি কাজ করে তাই একটু ব্রেক না দিলে আপনার ট্রেডগুলি এলোমেলো হয়ে যাবে এবং পরিনামে অনেক লসের সম্মুখিত হতে হবে। তাই সব কাজের যেমনি ক্লান্তি দুর করার জন্য ব্রেক প্রয়োজন তেমনি ফরেক্স এ একটু ব্রেক দিয়ে ট্রেড করলে ভাল ফল পাওয়া যাবে। বিশেষ করে আমরা যখন অনেক লস করে থাকি তখন ট্রেড মোটেও করা যাবে না। কারন তখন মনে একটি জিনিস কাজ করে হারানো লস কিভাবে রিকভারি করব এবং তখন ভুল বশত বড় বড় লটে ট্রেড হয়ে যাই। ফলে আরও লস করে বসি। তাই লস করলে সব ট্রেড বন্ধরেখে একটু বিরতী নিয়ে নতুন করে সাজতে হবে ট্রেড করার জন্য।

expkhaled
2018-09-02, 01:25 PM
ট্রেডিং ব্রেক নেওয়া অত্যান্ত কার্যকরী একটি পদ্ধতি এটা অনেক অভিজ্ঞদের মতামত। অনেক অভিজ্ঞ ট্রেডার গন সপ্তাহের পর সপ্তাহ পর্যন্ত ব্রেক নেন নিজের সাইকোলজি ঠিক করার জন্য এবং অনেক অভিজ্ঞ ট্রেডারগন ডেমো ট্রেড করেন এমনটি পেপার ট্রেড ও করেন নিজের সিস্টেম কে টিউপআপ করার জন্য। আমরা অনেকেই জানি না যে, ডেমো ট্রেডকে সাড়াজীবন ব্যবহার করতে হয়। আসলে ডেমো ট্রেড এর উদ্দেশ্য কিন্ত সব সময়ের জন্য সিস্টেমকে যাচাই বাছাই করার জন্য। তাই আমাদের কিছু সিস্টেম অবশ্যই জানতে হবে কিভাবে ট্রেড এ নিজেকে ধরে রাখা যায়।

Mamun13
2018-09-09, 07:41 AM
যেকোনো কাজের মাঝে মাঝে বিশ্রাম নেওয়া উচিত৷আমরা যখন কোনো কাজ করি তখন কাজের চাপে ক্লান্ত হয়ে যাই,ব্রেইন তখন কাজ করে না,শরীর তখন দুর্বল হয়ে পড়ে৷আমাদের দেহ মন যদি ক্লান্ত দুর্বল হয়ে যায় তাহলে আমাদের কোনো কাজেই মনোযোগ থাকে না ৷এসব কারণে আমাদের কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়া জরুরি৷আমরা যখন বিশ্রাম নিবো তখন আমাদের ভিতর কর্মশক্তি সঞ্চার হয়ে থাকে ফলে আমরা নতুন করে রিফ্রেশ হয়ে আবার কাজ করতে শুরু করি৷ফরেক্স মার্কেটে আমরা যখন অনবরত লস করতে থাকি তখন আমাদের দেহমন স্বাভাবিকভাবেই ক্লান্ত দুর্বল হয়ে পড়ে৷তাই অবশ্যই ফাঁকে ফাঁকে আমাদেরকে ট্রেড থেকে বিরত থাকা উচিত এবং বাইরে ঘুরে ফিরে শারীরিক মানসিক বিশ্রাম নেওয়া অপরিহার্য৷

iloveyou
2018-10-03, 05:08 PM
হ্যা ভাই এখানে ট্রেড নেবার পরে প্রতিটি ট্রেডারের সাময়িক কিংবা মানসিক একটা চাপ সব সময় তাড়া করে থাকে। প্রতিনিয়তই এটা টেনশ্যান কাজ করে যে এই ট্রেডটাতে কি যে হয়, আবার কখনও মনে হয় সঠিক পজিশনে ট্রেডটা ধরতে পারলাম কি না এরকম নানা প্রশ্ন মনের মধ্যে জাগ্রহ হয় আমাদের। তাই এ সময় আমাদের কিছুটা হলেও বিরতি নেওয়া বা মাইন্ড ফ্রেস করার জন্য এককাপ চা বাইরে থেকে খেয়ে আসলেই দেখবেন অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন।