View Full Version : ট্রেড শিখতে হলে ভালবাসা থাকতে হবে
alamsat
2018-09-02, 10:42 AM
ফরেক্স ট্রেড শিখতে হলে ভাল ট্রেডার হতে হলে ফরেক্স কে আগে ভালবাসতে হবে তাহলে হতে পারবেন শ্রেষ্ট ট্রেডার। কারন ট্রেডের প্রতি ভালবাসা না থাকলে ট্রেড করতেও ভাল লাগবেনা শিখতে ও ভাল লাগবে না। তাই যে কাজের প্রতি ভালবাসা থাকে না তা আপনি কখনও শিখতে পারবেন না। তাই অত্যান্ত আগ্রহ এবং ভালবাসা থাকলে আপনি একদিন না একদিন একজন ভাল ট্রেডার হতে পারবেন। পাশাপাশি দিনের যে টুকু সময় পান ফরেক্স এ ব্যায় করেন ইনশাল্লাহ সফল আপনি হবেন।
Mamun13
2018-09-08, 09:16 AM
আলম ভাই কে ধন্যবাদ খুব ভালো একটি পরামর্শ আমাদেরকে দিয়েছেন৷আসলে আমরা যে কোনও কাজে সফলতা পেতে চাইলে অবশ্যই সে কাজকে মন প্রাণ দিয়ে আন্তরিকতার সাথে ভালবাসতে হবে৷এখানে ভালোবাসা বলতে সংশ্লিষ্ট কাজের প্রতি মনোযোগ,আগ্রহ,নিয়ম িত চর্চা,নিয়ম-শৃঙ্খলা ইত্যাদি বোঝানো হয়৷ফরেক্স মার্কেটে যদি আমরা কেউ পেশাদার ট্রেডার রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে অবশ্যই ফরেক্স ট্রেডের সকল বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে হবে৷অত্যন্ত আগ্রহের সাথে শিখতে হবে,নিয়মিত দীর্ঘদিন চর্চা করতে হবে,সংশ্লিষ্ট সকল নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে৷তাহলেই আমাদের এই পেশার প্রতি-এই ব্যবসার প্রতি ভালোবাসা সহজেই চলে আসবে৷মূল কথা হচ্ছে ফরেক্স ট্রেডকে প্রথমে বুঝতে হবে,ফরেক্স মার্কেটকে পরিস্কার ভাবে বোঝার জন্য খুব ভালো ভাবে এনালাইসিস করতে হবে,নিজেকে দৃঢ়প্রতিজ্ঞ রাখতে হবে যে আমাকে এই মার্কেটে দাঁড়াতেই হবে এবং এখান থেকেই নিয়মিত আয় রোজগার করতে হবে৷এই ধরনের একটা জোর তাগিদ মনের ভিতরে রাখতে হবে৷
iloveyou
2018-09-08, 09:31 AM
আসলে কোন কাজের প্রতি মানুষের আন্তরিকতা কিংবা ভালবাসা যদি না থাকে তাহলে সেই কাজটা মনোযোগ সহকারে করা দুঃসাধ্য হয়ে পড়ে। সেরকম এই মার্কেটে যদি ফরেক্সের উপর আপনার টান না থাকে, এট্রাকশন না থাকে তাহলে ট্রেড করে সেরকম শান্তি পাবেন না, কনফিডেন্স হারিয়ে ফেলবেন। তাই আমাদের এই মার্কেটের প্রতি বিশেষ দৃষ্টিভঙ্গিতে মনোনিবেশ করা অত্যাবশ্যকীয়।
SHARIFfx
2018-09-08, 10:33 AM
জি সঠিক কথা, আমাদের কে ট্রেড শিখতে হলে ট্রেডকে ভালবাসতে হবে।কারন আপনি যদি মন প্রান দিয়ে ট্রেড না শিখেন তা হলে অনেক লসে পরবেন। কারন ট্রেড তারা হুরা করার কিছু নাই। ট্রেড শিখতে হলে আপনাকে অনেক সময় দিতে হবে আর অনেক দক্ষতা নিতে হবে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল আর সেন্টিমেন্টাল এর উপর।
expkhaled
2018-09-08, 07:36 PM
যেকোন কাজের প্রতি ভালবাসা থাকলে সেই কাজের প্রতি মনোযোগ এমনিতেই চলে আসে তাই যেকোন কাজ করার আগে ভালভাবে বুঝে শুনে তারপর সেই কাজ শুরু করা উচিত। এমনও হতে পারে মাঝ খানের অনেক কষ্ট হতে পারে সেটাকে ধরে রাখতে তারপর সেটা নিয়েই থাকবেন তাহলে দেখবেন কাজটায় অবশ্যই সফলতা পাবেন। আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে, দুনিয়ায় যদি একজনও এই কাজটা করতে পারে তাহলে আমিও পারবো। ভাল মনোযোগী ভাল শিখতে পারেন। আর অল্প দিনে ভাল কিছু আশা করা যায় না। অনেক সময় দিতে হবে এটার পিছনে তাহলে আয়ত্বে আসবে।
Devdas
2021-07-20, 07:39 PM
ফরেক্স এর প্রতি আমার অফুরন্ত ভালবাসা আছে। আমি ফরেক্স এ প্রায় ৩ বছর হল আমি ফরেক্স এর সাথে কাজ করে যাচ্ছি। আমার একটি ভাল ক্যারিয়ার গড়ার জন্য আমি ফরেক্স এ অনেক সময় দিয়ে নিয়মিত ফরেক্স করে যাচ্ছি। তাই ফরেক্স আমার কাছে অনেকটা ভালবাসার বন্ধু মত হয়ে গিয়াছে। এছাড়া ফরেক্স এর প্রতিটি কাজ কর্মে ক্ষেত্রে প্রতিটি ট্রেড ও পেয়ার এর ক্ষেত্রে অনেকটা ভালবাসা জমে গেছে। এখন ফরেক্স ছাড়া কোন কিছুই ভাললাগে না।
Starship
2021-07-23, 10:26 PM
কোন কাজের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে উক্ত কাজে আপনি নিশ্চিত ভাবে সফলতা পাবেন। ফরেক্সের ক্ষেত্রেও আপনার শেখার আকাঙ্খা বা পর্যাপ্ত আগ্রহ এবং আসক্তি থাকতে হবে। ফরেক্সের প্রতি ভালোবাসার থাকলে এখানে আপনার সফলতা পাবেন। তাই অত্যন্ত নিখুঁতভাবে গুরুত্বের সহিত ডেমো অ্যাকাউন্ট অনুশীলন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। এই মানি ম্যানেজমেন্টের কারণে আমরা অনেক সময় লস করে থাকি। তাই ফরেক্সের লসের কারণ এবং প্রফিট হওয়ার উপায় আপনাকে ভালোবাসার সাথে ও আগ্রহের সাথে জানতে হবে।
Mas26
2021-07-23, 11:48 PM
একজন দক্ষ ট্রেডারের ফরেক্স এর প্রতি ভালোবাসা অনেক বেশি থাকে এটা স্বাভাবিকভাবে আমি বলতে পারি। কারণ ফরেক্স এর প্রতি ভালোবাসা না থাকলে আপনি সঠিকভাবে ফরেক্স সময় দিতে পারতেন না। আর যদি সময় না দিতে পারেন তাহলে আপনি ফরেক্সে জ্ঞান অর্জন করতে পারতেন না এজন্য একজন দক্ষ এবং ভালো ট্রেডার অবশ্যই ফরেক্স এর প্রতি ভালোবাসা অনেক বেশি থাকে। যার ফলে ফরেক্স তারা অনেক ভালো জ্ঞান অর্জন করতে পারে এবং ফরেক্সে সফলতা অর্জন করতে সক্ষম হন।এবং আমি মনে করি প্রত্যেকটা ট্রেডারের ফরেক্স এর প্রতি ভালোবাসা থাকা উচিত শুধু ফরেক্সএ না প্রত্যেকটা কাজের প্রতি তার ভালোবাসা থাকা উচিত যদি সে সেই কাজে সফলতা অর্জন করতে চায়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.