PDA

View Full Version : মার্কিন যুক্তরাষ্ট ও পাকিস্থানের সর্ম্পকে টানাপোড়ন



Tofazzal Mia
2018-09-03, 06:38 PM
মার্কিন যুক্তরাষ্ট ও পাকিস্থানের সর্ম্পকে টানাপোড়ন শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর থেকেই অভিযোগ করে আসছে যে পাকিস্তানে বিভিন্ন সন্ত্রাসী সংঘঠনগুলো যেমন আফগান তালেবান এবং তাদের মিত্র হাক্কানি নেটওয়ার্ককে নিরাপদ স্বর্গ গড়ে তুলছে। আর এই সন্ত্রাসীরা তাদের দেশ ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে হামলা চালাচ্ছে। পাকিস্তান বরাবর এ অভিযোগ অস্বীকার করে এলেও ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকে ইসলামাবাদের বিরুদ্ধে সমালোচনা কঠোর করেছেন। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ এর উপর ভিত্তি করে পাকিস্তানের জন্য নির্ধারিত ৩০ কোটি ডলার অর্থসহায়তা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন যুক্তরাষ্ট ও পাকিস্থানের সর্ম্পকে টানাপোড়নেএর নতুন মাত্রা যোগ হয়েছে।

SUROZ Islam
2018-09-06, 11:44 AM
মার্কিন যুক্তরাষ্ট্র-পাকিস্তান এর মতাদর্শে কিছু পার্থক্য থাকার কারনে দুই দেশের মধ্যে সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। কিছুদিন আগেই পাকিস্তানের জন্য মার্কিন সহায়তা বাতিল করা হয়েছে। ইমরান খানের মাসখানেক আগেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্টকে ভুল শুধরানোর জন্য আহবান জানিয়েছেন।তাই সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পাকিস্তান সফর করে গেলেন। এখন আশা করা হচ্ছে দুই দেশের বরফ কিছুটা গলতে পারে।

Rassel Vuiya
2018-11-22, 03:58 PM
সম্প্রতি ট্রাম্প পাকিস্তানকে নিমকহারাম বলেছেন এবং এই দেশটির প্রতি সব ধরনের সাহায্য সহযোগীতা বন্ধ করে দিয়েছেন। তাই পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে ৩০০ কোটি ডলারের ঋণ সহায়তা নিয়েছে যা গতকাল প্যাকেজের ১০০ কোটি ডলার বুঝে পেয়েছে পাকিস্তান। একইভাবে ৩০০ কোটি ডলার মূল্যের তেলের অর্থ তিন বছর মেয়াদে শোধ করা হবে। এর মাধ্যমে আমদানি ব্যয় কমিয়ে আনবে সরকার, যা দেশটির চলতি হিসাবে ঘাটতি সৃষ্টি করেছে। আগামী মাস থেকে বিলম্বে পরিশোধের শর্তে তেল ক্রয় শুরু হবে।