View Full Version : পূর্বের লসের রেকর্ড রাখা
alamsat
2018-09-03, 09:55 PM
আমরা যারা ফরেক্স এ ট্রেড করি তারা সব সময় ট্রেড করতে থাকি এবং লাভ ও লসে এক সময় ট্রেড টি ক্লোজ করে দেই। কিন্তু একটি গুরুপ্তপূর্ণ কাজ যেটি আমরা করি না। আর সেটি হল পূর্বের লসের রেকর্ড না রাখা। আপনি যদি পূর্বের লসের রেকর্ড একটি ডায়েরীতে লিখে রাখেন এবং সেই লসের বিপরীতে রিকোভারী করেন তাহলে আপনি সঠিকভাবে আপনার একাউন্টের হিসাব মিলাতে পারবেন। তাই একটি একাউন্টের হিসাব মিলানোর জন্য লাভের ট্রেড এর হিসাব রাখেন বা না রাখের লসের ট্রেডের হিসাব রাখাটা অনেক জরুরী।
expkhaled
2018-09-04, 04:24 PM
আমরা যারা নতুন ট্রেড শিখতে আসি তারা কিন্তু কিছু ব্যপার মেনে চলি না যে কারনে আমাদের লস এর পরিমান বৃদ্ধি পেতে থাকে দিনে দিনে। যেমন : পূর্বের রেকর্ড রাখা অর্থাত ট্রেড এ এন্ট্রি নেওয়ার সময়ই সবগুলো ডিটেইলস্ লিখে রাখতে হবে ডাইরীতে তাহলে মাঝে মাঝে সেই ডাইরী যদি রিভাইস করেন তাহলে আপনি কি ভূলগুলো করছেন এবং এটা যদি রিপিট করতে থাকেন একসময় আপনি ধীরে ধীরে ভূল সংশোধন করতে পারবেন। আসলে আমি নিজেও সব সময় রেকর্ড রাখতে পারি না যে কারনে বেশী বেশী লস করি। যাই হোক সফল হওয়ার জন্য যত প্রকারের পন্থা আছে সেগুলো মেনে চলাই উত্তম।
Mamun13
2018-09-10, 07:54 AM
পূর্বের লস গুলোর রেকর্ড লিপিবদ্ধ রাখা একটা বেশ ভালো প্রক্রিয়া৷লস গুলোর কারণ ঘেঁটে ঘেঁটে আমরা নিজেদেরকে ভূলগুলোর অনেক সংশোধন করার সুযোগ পাই৷পূর্বের ভূলগুলোই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে৷আমরা কোথায় কেন লস করেছি ? সেগুলো যদি এনালাইসিস করি তাহলে আমরা ক্রমাগত সতর্ক হতে থাকবো এবং ঐসব লস আর নতুন করে করবো না৷আমাদের লসের সংখ্যা প্রতিনিয়ত কমতেই থাকবে৷আমরা সবাই ফরেক্স মার্কেটে এই ধরনের ভূলগুলো থেকেই শিক্ষা গ্রহণ করে থাকি৷তাই অবশ্যই লসের কারনগুলোকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে৷
TanjirKhandokar1994
2019-08-16, 05:51 PM
অবশ্যই ফরেক্স ট্রেডিং এ পূর্বের লসের রেকর্ড গুলো রাখা উচিত। তাহলে অবশ্যই পরবর্তীতে সেটা কাজে লাগিয়ে ট্রেড করা উচিত। এতে ভুল গুলো শুধরে নিতে সহায়তা করতে পারে বলে আমি মনে করি। কেননা এখানে অনেক নতুন ট্রেডার আছেন যারা অনেক সময় না বুঝেই ট্রেড করেন এবং বড়ো ধরনের লসের সম্মুখীন হয়ে থাকেন। তাই তাদের এই লসের রেকর্ড গুলো সংরক্ষণ করে রাখতে হবে এবং পরবর্তীতে সেটা বুঝে ট্রেড করতে হবে। কারণ একই ভুল বারবার করা উচিত হবে না। তাই আমিও আপনার সাথে একমত। ধন্যবাদ
Hafizfx
2019-08-16, 07:31 PM
হ্যা ভাই পূর্বের লসের রেকর্ড রাখতে পারলে অবশ্যয় দ্বিতীয় বারের মত লস হলে বলে কয়ে হবে। তাই যদি একটি এক্সএল সীট তৈরি করে সেখানে যাবতীয় লসের রেকর্ড পাশাপাশি কেন লাভ করলেন সেই রেকর্ড ও রাখতে পারলে লসের ট্রেড কমে আসার পাশাপাশি লাভ করলেন কিভাবে সেটাও বোঝা যাবে এবং নিয়মিত প্রফিট করার জন্য দুটি রেকর্ডই আপনার জন্য কাজ করবে তাই একটি ডায়েরী বা এক্সেল সিট তৈরি করে নিয়মিত সেটা স্টাডি করতে পারলে বেশ ভাল ফল পাওয়া যাবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.