PDA

View Full Version : forexpeacearmy.com এর অবৈধ কার্যকলাপ



Rassel Vuiya
2018-09-05, 06:51 PM
ট্রেডারদের অবগতির জন্য বলছি যে, forexpeacearmy.com হল এমন একটি সাইট সেখানে তারা ব্রোকারদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে থাকে। তারা ব্রেকারের কাছ থেকে টাকা নিয়ে রিভিউ দিয়ে থাকে। তাদের একটি সত্য উদাহরন হল ইন্সটাফরেক্সে ব্রেকার, ঘটনাটা হল যে ২০১২ সালে ইন্সটাফরেক্সে যখন পর পর দুবার এশিয়ায়ার সেরা ব্রোকার নির্বাচিত হয়ে জনপ্রিয় হয়ে উঠতে শুর করলো তখন তারা ইন্টাফরেক্সকেও ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতে চায়। যদিও ব্রেকারটি টাকার বিনিময়ে ভার রিভিউ দেওয়ার বিষয়ে এই প্রস্তাবে অস্বীকৃতি জানায়। এরপর থেকে তারা ইন্সটাফরেক্সের নামে মিথ্যে প্রচারণায় নেমে পড়ে।
তাই আপনি forexpeacearmy.com ফরেক্স রিভিউ সাইট দেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, যেটা আপনি অন্য কোন রিভিউ সাইটে ইন্সটাফরেক্সের ব্রেকারের রিভিউ দেখলেই সত্যটা বুঝতে পারবেন।
আর forexpeacearmy.com এর অবৈধ কার্যকলাপ সম্পর্কে জানাতে এই লিঙ্কটি দেখন https://goo.gl/2jT6QG

lanzuu
2018-09-05, 09:28 PM
ভুল বললেন ভাই। একটু ঘাটাঘাটি করলেই দেখবেন হাজারো সমস্যা রিপোর্ট স্ক্যাম করেছে এই ইনস্টাফরেক্স। ভালোর মধ্যে একটাই দেখি যেটা এই ফোরাম পোস্টিং। নতুনরা এখানের ফান্ড থেকে ট্রেড করে শিখতে পারে। কিন্তু এখানেও অনেক মারপ্যাচ আছে। আমি বর্তমানে সেরকমই একটা প্যাচে পড়ে আছি। যদিও আমি জানি এরা গ্রাহকের কথার কোন মূল্য দেবে না। তাদের অনেক শর্ত থাকবে যা হিডেন। তারা সেটা সরাসরি বলবে না। পরে জানাবে যখন আর কিছুই করার থাকবে না। এটা নিয়ে বিস্তারিত একটা পোস্ট দিচ্ছি সেটা পড়লেই বুঝতে পারবেন।

Tofazzal Mia
2018-09-09, 03:55 PM
forexpeacearmy.com ও http://forexfraud.com এর মত কিছু রিভিউ সাউটগুলোর রিভিউগুলো সত্যিই কাল্পনীক এবং উদ্দেশ্য প্রণিত। যা আমাদের কনফিউশন তৈরী করে। যেমন
6299
যদিও ফরেক্স ট্রেডিং করতে হলে অবশ্যই যেকোনো একটি ব্রোকার এর সাথে আমাদের একাউন্ট খুলে নিতে হয়, তাই আমাদের দায়িত্ব হচ্ছে নতুন ট্রেডারদের সামনে ঐ ব্রোকার সম্পর্কে বিভিন্ন তথ্য সঠিকভাবে উপস্থাপন করা। তাই রিভিউ সাউটগুলোতে আমরা অভিজ্ঞ ট্রেডাররা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বিভিন্ন ব্রোকার সম্পর্কে আমাদের বাস্তবিক কিছু অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করতে হবে। যাতে অন্যরা উপকৃত হয়। তবে মিথ্য রিভিউ সাউটগুলো থেকে সাবধান।