PDA

View Full Version : এশিয়া কাপ-২০১৮ এর সময়সূচী



SUROZ Islam
2018-09-06, 11:49 AM
এশিয়া কাপ-২০১৮ এর সময়সূচী
চলতি মাসের ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া র ক্রিকেট এর সবচেয়ে বড় আসর ‘‘এশিয়া কাপ-২০১৮’’। এই আসরে এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও প্লে-অফ কোয়ালিফায়ার দল। আর বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। নিচে পুরো আসরের পূর্ণাঙ্গ সময়সূচী দেওয়া হল।
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলংকা – দুবাই
১৬ সেপ্টেম্বর:- পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল : (দুবাই)
১৭ সেপ্টেম্বর:– শ্রীলংকা বনাম আফগানিস্তান : (আবু ধাবি)
১৮ সেপ্টেম্বর:- ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল : (দুবাই)
১৯ সেপ্টেম্বর:- ভারত বনাম পাকিস্তান :(দুবাই)
২০ সেপ্টেম্বর:- বাংলাদেশ বনাম আফগানিস্তান : (আবু ধাবি)

সুপার ফোর রাউন্ড :
২১ সেপ্টেম্বর:- গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ
২১ সেপ্টেম্বর:- গ্রুপ ‘বি‘ বিজয়ী বনাম গ্রুপ ‘এ‘ রানার্স আপ
২৩ সেপ্টেম্বর:- গ্রুপ ‘এ‘ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ
২৩ সেপ্টেম্বর:- গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ বিজয়ী
২৫ সেপ্টম্বর:– গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘এ‘ রানার্স আপ
২৬ সেপ্টেম্বর:- গ্রুপ ‘বি‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ

২৮ সেপ্টেম্বর:- ফাইনাল

SumonIslam
2018-09-16, 05:59 PM
এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ১৩৭ রানে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এটাই বাংলাদেশের ক্রিকেট টিমের বিদেশের মাটিতে সবচেয়ে বড় জয়। মাসরাফির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব, তামিমের বীরত্ব ও মুশফিকের ঝড় ইনিংস ছাড়াও মুস্তাফিজ, মাসরাফি, মিরাজ, মোসাদ্দেক, সাকিব এর উইকেট শিকারে শ্রীলঙ্কার শিবির লন্ডভন্ড হয়ে যায়। এছাড়াও এই পুরো ম্যাচটিতে মাঠের ৯০ শতাংশ দর্শক ছিল দুবাইয়ের প্রবাসীরা, তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত এবং ১৩৭ রানের জয়ের প্রায় পুরো সময়টায় বাংলাদেশের পক্ষে গ্যালারিতে ছিল তাদের গর্জন।