PDA

View Full Version : অ্যামাজনের কোম্পানীর শেয়ারের দাম ২ ভাগ বেড়ে মুলধন প্রায় ট্রিলিয়ন ডলার!



SUROZ Islam
2018-09-06, 11:56 AM
ই-কমার্স জায়ান্ট অ্যামাজন গত মঙ্গলবার তাদের শেয়ারের দাম প্রায় ২ ভাগ বেড়ে মার্কিন শেয়ারবাজারে অ্যামাজনের মোট ৪৮,৭৭,৪১,১৮৯টি শেয়ারে হয়, আর প্রতিটি শেয়ারের দাম ২০৫০.২৭ ডলার হিসাবে এই কোম্পানীটির মুলধন প্রায় ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছে যায়। ফলে ট্রিলিয়ন ডলার বা এক লাখ কোটি ডলার মূল্যের কোম্পানির দুর্লভ তালিকায় নাম লেখায় ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। যদিও গত বছেরের আগস্টে বিশ্বের প্রথম এক ট্রিলিয়ন ডলার কোম্পানি হয়ছিল অ্যাপল।

SumonIslam
2018-09-10, 06:23 PM
http://techzoom.tv/wp-content/uploads/2018/09/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A 6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A 6%BE%E0%A6%9C%E0%A6%A8-696x463.jpg
বিশ্বের সবচেয়ে বড় এই ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, কেনান অ্যামাজন এর বর্তমান মার্কেট ভ্যালু ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালের শুরুতেই শতভাগ সরাসরি বিনিয়োগ নিয়েই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা শুরু করবে। চলতি বছরের শুরুতেই অ্যামাজনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন এবং এটুআইয়ের সঙ্গে বৈঠকে সরকারের একশপ ই-কমার্স মার্কেটপ্লেসের অবকাঠামোগত সুবিধা চেয়েছে অ্যামাজন। যদিও এখন পর্যন্ত একশপ অ্যামাজনের সঙ্গে যুক্ত নয় তবে এই মিটিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরুর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।