PDA

View Full Version : আমি কষ্ট পেতে ভালোবাসি



Nazmul799
2018-09-06, 01:55 PM
আমি কস্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।।

আসলে আমরা শুনে থাকি যে বেশি কস্ট দেয় সে ততটাই আমাদের ভালোবাসে। শাসন করা তারই সাজে আদর করে যে। ফরেক্স মার্কেট আমাদের প্রতিনিয়ত নানাভাবে আমাদের কষ্ট দিচ্ছে, যদিও এই কস্ট পাবার পেছনে আমরাই দায়ী। ফরেক্স ট্রেডাররা কখনো ট্রেডিং ছাড়তে পারবে না। কারন এটা তাদের ভালোবাসার একটা জায়গা। এখান থেকে হাজারো কষ্ট লস করার পরেও তারা লেগে থাকে সফলতার আশায়। অনেকে একটু দ্রুত ফল পায় আবার অনেকে ফল পায় না। তখন তাদের মনে যে গান বাজে,

কিছু কিছু মানুষের জীবনে,
ভালোবাসা চাওয়াটাই ভুল

সর্বোপরি আমাদের লেগে থাকতে হবে। কোন না কোন একদিন আমরা সফল হতেই পারব। সবার সুস্বাস্থ্য ও সফলতা কামনায় আপাতত লেখা অফ। আবার ফিরে আসব নতুন কোন লেখা নিয়ে।

iloveyou
2018-09-06, 03:41 PM
ভাই একদম চিন্তা করবেন না, কারন এই ব্যবসাতে আপনাকে লসের পর লসের কারনে যে কষ্টগুলো পাবেন আশা করি সেটাই যথেষ্ট হবে। কারন এখানে এই লসের মধ্য দিয়েই ট্রেডারের মূল শিক্ষাগুলো শুরু হতে থাকে এবং এখানে প্রতিটি ট্রেড এক-একটি করে অভিজ্ঞতা প্রদান করবে আপনাকে। সুতরাং এখানে সফলতা পেতে হলে আপনাকে ধৈর্য নিয়ে সময় দিয়ে লেগে থাকতে হবে।

Nazmul799
2018-09-06, 04:01 PM
জ্বি। সেজন্যই তো লেগে থাকা ফরেক্সের সাথে। সফলতা আসবেই। অনেক ট্রেডার সফলতার দ্বারপ্রান্তে এসে হাল ছেড়ে দেয়। আবার অনেকে দেখা যায় ভুলের পুনরাবৃত্তির কারনেও লুজার হয়। কস্ট যতই দিক মার্কেট, হাল ছাড়া যাবে না কোনভাবেই।

alamsat
2018-09-06, 06:58 PM
আয়ুববাচ্চুর গানের সাথে তাল মিলিয়ে বেশ ভালই লিখেছেন আপনি। তবে কষ্ট পেয়ে লেগে থাকতে পারলে একদিন না একদিন ফরেক্স এ লাভের মুখ দেখা যাবে। তবে সেই দিনটি যে কবে আসবে সেটা কেউ বলতে পারে না। তাই যত কষ্টহোক না কেন নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে সময় পার করতে পারলে আশাকরা যাই ভাল ফল পাওয়া যাবে।

Nazmul799
2018-09-07, 12:36 AM
আসলে ভাই ইউটিউবে আইয়ুব বাচ্চুর গানটাই *শুনছিলাম। তাই ভাবলাম শেয়ার করি। ট্রেডিং এর পাশাপাশি আমি প্রিয় গানগুলো শুনি। এতে কি হয় মন ফ্রেস থাকে। ফরেক্স কে লাইটলি নিলে দেখবেন প্রফিট করাও সহজ হয়। যখনই মনে প্রেসার আসবে তখন দেখবেন আপনার সহজ এনালাইসিসও অনেক কঠিনভাবে সামনে আসবে। আপনার জানাশোনা এন্ট্রিগুলোও মিস করে ফেলবেন। ট্রেডিং ইনভায়রনমেন্ট ঠিক রেখে ট্রেড করাও কিন্তু অনেক দরকার। মনে হলো চার্ট খুললেন ট্রেড নিলেন এমনটা কিন্তু করা যাবে না। যেহেতু আমরা এটাকে পেশা হিসেবে নিতে চাই সেহেতু সেভাবেই স্মার্টলি আগাতে হবে।

expkhaled
2018-09-07, 09:17 PM
ধন্যবাদ ভাল একটি পোষ্টের জন্য। সত্য বলেছেন যেযত কস্ট পাবে পরবর্তীতে সে ততটাই ভালবাসা পাবে এটাই ফরেক্স মার্কেট এর নিয়ম। যেমন কেউ যদি লস করতে করতে ভাল স্টাডিও করতে থাকেন তাহলে ভাল শিখতে পারবেন এবং ভাল জানতে পারবেন কোন পরিস্থিতিতে কি করতে হবে। তাই লেগে থাকতে হবে যত লস হোক আর জানার চেষ্টা করতে হবে কি কারনে আপনার লস হলো সেটা রিমার্ক করে রাখবেন এবং সেই ভূল গুলো নিয়ে আপনাকে মাঝে মাঝে রিভাইস দিতে হবে তাহলে আপনি নিজেকে সংশোধন করতে পারবেন।

Mamun13
2018-09-09, 08:06 AM
ভাই আমাদের মনে এই ধরনের বিরহের গান বাজে এটা সত্য৷কারণ আমরা স্বাভাবিকভাবে অনেক আবেগপ্রবণ বাঙালি জাতি৷আমাদের এইসব আবেগের কারণে আমরা বিশ্ব দরবারে অনেক অনেক পিছিয়ে রয়েছি৷আমরা সবাই জানি ফরেক্স মার্কেটে ট্রেড করা কোনো আবেগ মার্কা লোকের কাজ নয়৷এখানে প্রতি মুহূর্তে নগদ টাকার ব্যবসা চলছে-একটু ভুল হলেই লস দিতে দিতে মার্কেট থেকে চলে যেতে হবে৷তাই এখানে কোনো প্রকার ভয় পাওয়া চলবে না,আবেগ প্রকাশ করা চলবে না,মনে দুঃখ রাখা চলবে না,হতাশ হওয়া চলবে না,এমনকি কোনো দুঃখজনক গান-বাজনাও প্রশ্রয় দেওয়া চলবে না৷মনের মধ্যে বিরহের গান বাঁচতেই পারে-তবে সেই বিরহে ডুবে না থেকে অত্যন্ত দৃঢ় ও সাহসের সাথে এই মার্কেটে ট্রেড করা শিখতে হবে৷এই মার্কেটে বিশ্বের অন্যান্য সফল ট্রেডারগণ কিভাবে ব্যবসা করছেন ? তারা কি কি ধরনের নিয়ম-শৃঙ্খলা মেনে কাজ করছেন ? সেগুলো আমাদেরকে জানতে হবে এবং নিয়মিত ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে হবে৷তারা পারলে আমরা কেন পারবো না ? দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিজ্ঞা করুন- “এই মার্কেট থেকেই আমাদেরকে কেরিয়ার গড়ে তুলতে হবে-জীবনে কষ্ট বলতে কিছু নাই”৷