PDA

View Full Version : শুরুতেই ফরেক্সকে পেশা হিসেবে গ্রহন



alamsat
2018-09-09, 03:52 PM
আমরা অনেকে আছি শুরুতেই ফরেক্স কে পেশা হিসেবে গ্রহন করে অনেক অনেক বিনিয়োগ করে বশি। ফলে ট্রেডিং এর অভিজ্ঞতা না থাকার কারনে লস করে বশি। তাই ফরেক্স কে শুরুতেই পেশা হিসেবে নেওয়া যাবে না। ফরেক্স ভাল করে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে তারপর বিনিয়োগ করতে হবে। তা না হলে লস করতে করতে মার্কেট থেকে বিদায় নিতে হবে।

iloveyou
2018-09-09, 05:39 PM
হ্যা ভাই যে কোন ব্যবসাতে আপনাকে আগে সবকিছু জেনে-শুনে তারপর বিনিয়োগের চিন্তা-ভাবনা করতে হবে। এবং যদি আসলেই এটাকে পেশা হিসেবে নিতে চান তবে সেক্ষেত্রে আপনাকে এই ব্যবসার পিছনে যথেষ্ট সময় নিয়ে কাজ কাজ করতে হবে। দক্ষতা ও জ্ঞান অর্জনে সক্রিয় ভূমিকা রেখে কাজ করতে হবে। সুতরাং কোন কাজের সফলতা তখনি আসবে যখন আপনি ধৈর্য ও মনোযোগ সহকারে কাজ করে যাবেন।

Mahidul84
2018-09-09, 07:14 PM
আমরা অনেকে আছি শুরুতেই ফরেক্স কে পেশা হিসেবে গ্রহন করে অনেক অনেক বিনিয়োগ করে বশি। ফলে ট্রেডিং এর অভিজ্ঞতা না থাকার কারনে লস করে বশি। তাই ফরেক্স কে শুরুতেই পেশা হিসেবে নেওয়া যাবে না। ফরেক্স ভাল করে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে তারপর বিনিয়োগ করতে হবে। তা না হলে লস করতে করতে মার্কেট থেকে বিদায় নিতে হবে।

আপনাকে অসংখ্যক ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট করার জন্য। হ্যা ফরেক্স এমন একটি আন্তর্জাতিক মানের ব্যবসা এটা করতে হলে আপনাকে আগে এই মার্কেট সম্পর্কে ভালভাবে বুঝতে ও জানতে হবে। এমনকি ফরেক্স সম্পর্কে আগে ট্রেডিং ও কৌশলগত দিকগুলো সম্পর্কে সমানুপাতিক জ্ঞান অর্জন করতে হবে। এছাড়াও টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এবং বিভিন্ন ধরনের ইন্ডিকের ব্যবহার সম্পর্কে দক্ষ হতে হবে। তারপর পেশাদার ট্রেডার হতে চাইলে আপনাকে মিনিমাম ১/২ বছর ডেমো ট্রেডিং কার্যপরিচালনা করতে হবে। যখন আপনি ডেমো ট্রেডিং দ্বারা ভাল সফলতা লাভ করতে পারবেন তখন আপনি এই মার্কেটে অল্প কিছু বিনিয়োগ করে কিছু দিন মার্কেট পরিচালনা করতে পারেন। যখন আপনি পুরোপুরি বুঝতে পারবেন রিয়েল এ্যাকাউন্টে টাকা বিনিয়োগ করে ভাল সফলতা লাভ করতে পারছেন তখন থেকে আপনি এই মার্কেটে পেশাদার ট্রেডার হিসেবে গ্রহণ করতে পারেন। তবে জ্ঞান অর্জন না হওয়া পর্যন্ত ফরেক্সকে কখনও পেশাদার ট্রেডার হিসেবে গ্রহণ করা যাবে না। তাহলে আপনি লস ছাড়া কিছুই পাবেন না।

Mamun13
2018-09-11, 08:44 AM
অবশ্যই ফরেক্স ব্যবসাকে শুরুতেই পেশা হিসেবে নেওয়া উচিত নয়৷আমার জানা মতে বর্তমান বিশ্বের অন্যতম স্মার্ট, ঝুঁকিপূর্ণ এবং সর্বাধুনিক প্রতিযোগিতামূলক ব্যবসা হচ্ছে ফরেক্স ট্রেড৷সুতরাং এই ব্যবসাকে কখনোই হেলা করা যাবে না,সহজ মনে করা যাবে না,শুরু থেকেই এই ব্যবসাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে শিখতে হবে এবং দীর্ঘ কয়েক বছর ব্যাপী নিয়মিত একটানা চর্চা করতে হবে৷নতুবা এই মার্কেটে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না৷আপনি আপনার অন্যান্য পেশার পাশাপাশি এই ব্যবসাকে একটু একটু করে নিয়মিত স্টাডি করে যেতে পারেন৷ যখন দেখবেন আপনি এই ব্যবসায় নিয়মিত অভ্যস্ত হয়েছেন,ট্রেড করছেন,প্রফিটও আসছে... ঠিক তখনই এই ব্যবসায় বিনিয়োগ করবেন৷এর পূর্বে কখনোই এই ব্যবসায় বিনিয়োগ করার চিন্তা করবেন না৷কারণ ফরেক্স ট্রেড অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা৷ফকির হতে সময় লাগবে না৷

Mamun13
2018-09-11, 09:04 AM
আমরা অনেকেই মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করা বোধ হয় খুব একটা কঠিন না,সহজেই আমরা এখান থেকে আয় রোজগার করতে পারবো (?)৷ কিন্তু বাস্তবে দেখবেন সম্পূর্ণ বিপরীত !!! একটা কথা আমাদের সকলকেই খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটা হল- ফরেক্স মার্কেট আসলে কি ? এই মার্কেটে কি ট্রেড করা হয় ? এবং কারা এখানে ট্রেড করে থাকেন ? এখানে মূলত লেনদেন কিভাবে হয়ে থাকে ? এই বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে হবে৷মোটামুটি আমরা সবাই জানি সারা বিশ্বের বড় বড় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউই এই মার্কেটে ব্যাবসা করছেন,লেনদেন করছেন,আয় রোজগার করার জন্য উঠে পড়ে লেগেছেন... তাহলে বুঝতে হবে বিশ্বের সর্বাধিক প্রতিযোগিতা চলছে এই মার্কেটে৷তাও আবার নগদ ডলারের ব্যবসা !!

expkhaled
2018-09-11, 11:23 AM
অধিকাংশ নবাগত ট্রেডার গন কিন্ত তারাতারি আয় করার জন্য এই মার্কেট এ আসেন। এবং সেই কারনে তারাতারি লুজার হয়ে মার্কেট থেকে ঝড়ে পড়েন। অর্থাত আপনি যদি এই ফরেক্স মার্কেট এ ট্রেডার হতে চান আপনাকে সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে যেগুলো আগে ভালভাবে জানতে হবে এবং সেগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। যখন আপনি আপনার নিজের উপর আস্থা আনতে পারবেন যে, আপনি মার্কেট বুঝতে সক্ষম এবং আপনি ট্রেড করতে পারবেন তখনই একমাত্র বিনিয়োগ করে ট্রেড করবেন না হলে ফরেক্স মার্কেট থেকে দুরে থাকাই উত্তম।