PDA

View Full Version : ফরেক্স মার্কেটজুড়ে অস্থিরতা



SaifulRahman
2018-09-10, 05:49 PM
বিশ্ব অর্থনীতিতে গত ছয় মাসেচুড়ে অস্থিরতা দেখা গেছে এবং বিশ্বের দ্রুতবর্ধনশীল কিছু অর্থনীতি মৃতপ্রায় অবস্থায় পৌঁছে গেছে। চীন থেকে আমদানি করা প্রায় ২০ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপের হুমকির পর সার্বিক পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। এই সংকট থেকে নিস্তারের জন্য আইএমএফ কাছ থেকে ঋণ সাহায্যও নিতে হয়েছে। এর মধ্যে তুরস্ক এর কারেন্সী লিরার অনেক বেশি দরপতন হয়েছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকায় অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে এবং ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর অর্থনীতি নিয়ে ভয়াবহ অনুমান করা হচ্ছে।

Montu Zaman
2018-09-11, 03:09 PM
গত বেশ কিছুদিন ধরে চীন, ভারত, ভিয়েতনামের মতো বেশ কয়েকটি দেশের কারেন্সী প্রতিনিয়ত দর হারাচ্ছে। বেশিরভাগ বিশ্লেষকরা বলছে যে এই দেশগুলোর মধ্যে ব্যবসায় প্রতিযোগীতা বৃদ্ধি হবার ফলে এসব দেশের কারেন্সী বড় ধরণের অবমূল্যায়নের মুখে পড়েছে। ডলারের দর এর প্রভাব যদি বাংলাদেশেও পরে তাহলে ডলারের বিপরীতে টাকার অস্বাভাবিক অবমূল্যায়ন হবে। যার ফলে দেশে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে এবং রপ্তানি প্রতিযোগিতায় চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ।

Mamun13
2018-09-14, 07:41 AM
বেশ কয়েকদিন যাবৎ cnn,bbc চ্যানেলগুলোর বিজনেস রিপোর্ট গুলোতে এসব তথ্য দেখতে পাচ্ছি৷একদিকে আমেরিকান অর্থনীতি এবং অন্যদিকে চীনা অর্থনীতি- এই দুই অর্থনীতির মাঝে বেশ বাণিজ্যিক যুদ্ধ চলছে৷এর ফলে বিশ্বের বেশ কিছু দেশে অর্থনৈতিক বিপর্যয় ঘটছে এবং ভবিষ্যতে আরো অন্যান্য দেশেও এই ধরনের অর্থনৈতিক বিপর্যয় ঘটতে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষকগণ ধারণা করছেন৷এই ধরনের বিজনেস রিপোর্ট গুলোতে আমাদের সবারই দৃষ্টি রাখা উচিত কারণ আমরা যেহেতু ফরেক্স মার্কেটে কমবেশি নিয়মিত ব্যাবসা করে থাকি৷তাই ফান্ডামেন্টাল এনালাইসিসের প্রয়োজনে এই ধরনের তথ্য গুলো আমাদের পর্যবেক্ষণে রাখা প্রয়োজন৷

Mamun13
2018-09-14, 07:46 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে কখনোই ভয় পাওয়া উচিত নয়৷ভয় আমাদের জন্য একটি সাংঘাতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে৷আমরা যদি দৃঢ় প্রত্যয়ী হয়ে থাকি যে এই মার্কেটে আমাদেরকে প্রতিষ্ঠিত হতেই হবে- তাহলে ভয় পাওয়া চলবে না৷সফলতার পেছনে ভয় অনেক বেশি বাধা দিতে থাকে৷তাই আমাদেরকে অত্যন্ত সাহসের সাথে টিকে থাকার জন্য চেষ্টা করতে হবে৷ আমরা অনেকেই রিয়েল একাউন্টে ট্রেড করতে ভয় পাই কারণ যদি কষ্টের নগদ টাকা গুলো চোখের সামনে দিয়ে লস হয়ে যায়৷এই জন্য ফরেক্স মার্কেটে বিকল্প পথ হিসাবে ডেমো একাউন্টে ট্রেড করার পদ্ধতি দেওয়া হয়েছে৷ডেমো একাউন্টে ট্রেড করতে করতে আমাদের মনের এই সব ভয় দূর করে আত্মপ্রত্যয়ী এবং নিজের উপর নির্ভরশীলতা সৃষ্টি করতে হবে৷ডেমো অ্যাকাউন্টে ট্রেড করে করেই লসের ভয় দূর করতে হবে৷যারা লস করতে ভয় পান তারা ফরেক্স মার্কেটে দাঁড়াতেই পারবেন না৷নিয়মিত চর্চা করে করে অবশ্যই এই ভয় কে জয় করতে হবে৷

expkhaled
2018-09-14, 11:15 AM
আসলে অর্থনৈতিক অস্থিরতা থাকবেই সব সময় কারন এটা ফরেক্স মার্কেট যেখানে একটি দাম কমবে তো আর একটির দাম বাড়বে। অভিজ্ঞ ট্রেডার গন এই অস্থিরতা থেকেই লাভবান হয় বেশী কারন যেই কারেন্সির দাম বাড়বে সেটি কিনবেন আর যেটির দাম কমবে সেটি সেল করবেন তাতেই তার প্রফিট বাড়তে থাকবে। আর যদি কখনও মার্কেট থেমে যায় তাহলে তখন কিন্ত আমাদের এখান থেকে প্রফিট করা সম্ভব নয়। তাই মার্কেট এ যত অস্থিরতা থাকবে তত ফরেক্স ট্রেডারদের জন্য লাভ।