View Full Version : ফরেক্সকে কখনই একমাত্র উপার্জন মাধ্যম হিসেবে রাখবেন না
lanzuu
2018-09-12, 12:32 AM
একটা বিষয় খেয়াল রাখবেন ফরেক্সকে কখনই একমাত্র উপার্জনের পথ হিসেবে রাখবেন না। মানে আমি বলতে চাচ্ছি যেন এমন না হয় যেন আপনার পুরো টাকা পয়সা ফরেক্সে ডিপোজিট করে সেখান থেকে আয় করেই আপনাকে চলতে হবে এরকম কোন ব্যবস্থা যেন না করেন।
অনেক কারন আছে, আর অনেক ঝামেলাও আছে যদি এটি আপনার একমাত্র উপার্জন মাধ্যম হয়। যদি এটি আপনার একমাত্র উপার্জন মাধ্যম হয় তাহলে,
প্রতিনিয়ত আপনাকে টেনশনে থেকে ট্রেড করতে হবে।
প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান ডলার উপার্জনের টার্গেট থাকবে। যেটি ফুলফিল করতে গিয়ে বেশি এন্ট্রি নিয়ে উল্টো লস হতে পারে।
সব মাসেই যে আপনার লাভ হবে এমনটা কিন্তু নয়। কিছু মাসে ড্র ডাউন থাকবে। সে মাসে আপনার পরিবার চালাতে হিমশিম খেতে হবে।
কোন মাসে লস করলে পরের মাসে দ্বিগুন চাপ (লস রিকোভার+নতুন মাসের টার্গেট) বাড়বে।
যতই চাপ বাড়বে ততই আপনি স্বাভাবিক ট্রেড করতে পারবেন না।
বেশি প্রত্যাশা, অধিক লাভের আশায় অভারট্রেডিং এর ফাঁদে পড়বেন।
6322
আর যদি আপনি ফরেক্স ট্রেডিংকে আপনার দ্বিতীয় আর্নিং সোর্স হিসেবে রাখতে পারেন। মানে যদি আপনার পরিবার চালানোর খরচ অন্য কোন মাধ্যম সেটি হতে পারে আপনার চাকরি, ব্যবসা থেকে আসে তাহলে দেখবেন মানসিক টেনশন কম থাকবে আর ট্রেড করতে পারবেন আরো সাবলীলভাবে। আর ফরেক্স ট্রেডের সব থেকে বড় দুশমন হলো আপনার ইমোশন। যদি এটি আপনার একমাত্র উপার্জন মাধ্যম হয় তাহলে দেখবেন কোন সময় ড্র ডাউনে পড়লে সেখান থেকে উঠে আসা আপনার জন্য অনেক কঠিন হবে।
expkhaled
2018-09-12, 12:22 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড এর বয়স যদি অন্তত ১০ বছর না হয় কখনও ফূল টাইম হিসাবে নেওয়া ঠিক নয়। অর্থাত যতদিন আপনার সংসার খরচ অন্তত ৫মাসের টাকা জমা না রাখতে পারবেন ততদিন নয়। আপনি যদি বর্তমানে কোন চাকরি বা কোন ব্যবসা করে সেটাকে আরও ভালভাবে গুরুত্ব দিয়ে করেন এবং সাথে সাথে ফরেক্স কে এক্সট্রা টাইম নিয়ে একটু একটু দেখতে থাকুন। যখন দেখবেন মোটামুট ভাল একটি আয় আসতে শুরু করবে তখন আপনি ফরেক্স এর উপর নির্ভর করতে পারেন। আর না হলে আপনি যদি প্রথমেই ফরেক্স একমাত্র আয়ের মাধ্যম হিসাবে বিবেচনা করতে চান তাহলে আপনার জন্য ফরেক্স এ টিকে থাকা অনেক কষ্টকর।
Mamun13
2018-09-14, 07:24 AM
ফরেক্স মার্কেটে ব্যবসা করা মোটেও নিরাপদ নয়৷এই মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেননা এখানে প্রতিমুহূর্তে ডলার উঠানামা করছে৷তাই এখানে লস করার সম্ভবনা অনেক অনেক বেশি থাকে৷বিশেষ করে প্রথম দিকে আমরা নিয়মিত একটানা লস করতে বাধ্য হবো৷এই মার্কেটের নিয়ম হচ্ছে লস করে করেই এখানে দাঁড়াতে হয়৷তাই আমরা যদি এই মার্কেটে একটানা দীর্ঘ দিন নিয়মিত লস করতে থাকি তাহলে আমরা এখান থেকে নিয়মিত আয় রোজগার করার চিন্তা-ভাবনা প্রথম দিকে করতে পারব না ফলে৷এখানে নির্ভর করে জীবন যাপন করা সম্ভব হবে না৷তাই আমাদের উচিত অন্যান্য যেকোনো আয় রোজগারের পাশাপাশি এই মার্কেটে আয় রোজগারের চিন্তা করতে হবে৷যেহেতু এই মার্কেটে নিয়মিত আয় রোজগার করার জন্য দীর্ঘ কয়েক বছর সময় লেগে যায় তাই অবশ্যই ফরেক্স ট্রেডকে আমরা আমাদের প্রথম পেশা হিসাবে নেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই হবে না৷এই মার্কেটে দাঁড়াতেই লাগবে বেশ কয়েক বছর৷এই দীর্ঘ সময়টা আমরা লসের মধ্যে থাকবো...তাহলে শুরুর দিকে আমরা এই মার্কেটে আয় রোজগার করে চলার মত চিন্তা করাটা বাদ দিতে হবে৷তাই অবশ্যই ফরেক্স ব্যবসা আমাদের অবসর সময়ের বাড়তি আয় রোজগারের বিকল্প পথ হিসাবে চিন্তা করতে হবে৷
lanzuu
2018-09-14, 10:05 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড এর বয়স যদি অন্তত ১০ বছর না হয় কখনও ফূল টাইম হিসাবে নেওয়া ঠিক নয়। অর্থাত যতদিন আপনার সংসার খরচ অন্তত ৫মাসের টাকা জমা না রাখতে পারবেন ততদিন নয়। আপনি যদি বর্তমানে কোন চাকরি বা কোন ব্যবসা করে সেটাকে আরও ভালভাবে গুরুত্ব দিয়ে করেন এবং সাথে সাথে ফরেক্স কে এক্সট্রা টাইম নিয়ে একটু একটু দেখতে থাকুন। যখন দেখবেন মোটামুট ভাল একটি আয় আসতে শুরু করবে তখন আপনি ফরেক্স এর উপর নির্ভর করতে পারেন। আর না হলে আপনি যদি প্রথমেই ফরেক্স একমাত্র আয়ের মাধ্যম হিসাবে বিবেচনা করতে চান তাহলে আপনার জন্য ফরেক্স এ টিকে থাকা অনেক কষ্টকর।
নিজে অর্থনৈতিকভাবে অন্য কোন *উপায়ে স্বচ্ছল না হলে ফরেক্সকে মূলপেশা হিসেবে কখনই নেয়া যাবে না। কারন তখন এই ফরেক্স হবে টাকা দিয়ে টেনশন কেনার মেশিন। ট্রেডিং এ লস কমবেশি হবেই। দেখা যাবে এই ছোটখাট লসের প্রভাব আপনার পরিবারে পড়া শুরু করবে। সংসারে অশান্তিসহ ব্যক্তিগত জীবন তিক্ত হয়ে যাবে। তাই ফরেক্সকে ২য় উপার্জনের মাধ্যম হিসেবে নেয়াকেই আমি বুদ্ধিমান মনে করি।
lanzuu
2018-09-14, 10:08 AM
ফরেক্স মার্কেটে ব্যবসা করা মোটেও নিরাপদ নয়৷এই মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেননা এখানে প্রতিমুহূর্তে ডলার উঠানামা করছে৷তাই এখানে লস করার সম্ভবনা অনেক অনেক বেশি থাকে৷বিশেষ করে প্রথম দিকে আমরা নিয়মিত একটানা লস করতে বাধ্য হবো৷এই মার্কেটের নিয়ম হচ্ছে লস করে করেই এখানে দাঁড়াতে হয়৷তাই আমরা যদি এই মার্কেটে একটানা দীর্ঘ দিন নিয়মিত লস করতে থাকি তাহলে আমরা এখান থেকে নিয়মিত আয় রোজগার করার চিন্তা-ভাবনা প্রথম দিকে করতে পারব না ফলে৷এখানে নির্ভর করে জীবন যাপন করা সম্ভব হবে না৷তাই আমাদের উচিত অন্যান্য যেকোনো আয় রোজগারের পাশাপাশি এই মার্কেটে আয় রোজগারের চিন্তা করতে হবে৷যেহেতু এই মার্কেটে নিয়মিত আয় রোজগার করার জন্য দীর্ঘ কয়েক বছর সময় লেগে যায় তাই অবশ্যই ফরেক্স ট্রেডকে আমরা আমাদের প্রথম পেশা হিসাবে নেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই হবে না৷এই মার্কেটে দাঁড়াতেই লাগবে বেশ কয়েক বছর৷এই দীর্ঘ সময়টা আমরা লসের মধ্যে থাকবো...তাহলে শুরুর দিকে আমরা এই মার্কেটে আয় রোজগার করে চলার মত চিন্তা করাটা বাদ দিতে হবে৷তাই অবশ্যই ফরেক্স ব্যবসা আমাদের অবসর সময়ের বাড়তি আয় রোজগারের বিকল্প পথ হিসাবে চিন্তা করতে হবে৷
যখনি আপনি মাসিক টার্গেটে যাবেন তখনই লস হবার সম্ভাবনা বেড়ে যাবে। কারন মাসের শুরু থেকেই একটা চাপ নিয়ে ট্রেড শুরু করতে হবে। বলা যায় না প্রথম মাসেও ড্রডাউন হতে পারে কিছু তখন সব কিছু এলোমেলো হয়ে যাবে। অভারট্রেডিং, বড় লটে ট্রেড এই রোগবালাই এসে ভর করবে ট্রেডারের উপর। ফলাফল সোজা, একাউন্ট জিরো অথবা বড় ধরনের লস। আর এটা থেকে বেরও হতে পারবেন না কারন ওই যে শুরুর মাসিক টার্গেট।
iloveyou
2018-09-14, 11:18 PM
ভাই আপনার এ যুক্তির সাথে আমি কখনই একমত হতে পারছিনা। কারন যে কোন ব্যবসাতে বা কর্মক্ষেত্রে টেনশ্যান কিংবা ঝুকিতো থাকবেই। তার মানে এই না যে আপনার কনসনট্রেড সবদিকে থাকবে। তাই যদি প্রকৃতভাবে আপনি এই পেশায় নিজেকে সফলতার সেই পর্যায়ে দেখতে চান, তাহলে বলবো ফরেক্সে থাকাকালীন অন্য কোন পেশায় নিজেকে জড়ানো মানে এই ব্যবসা থেকে আপনি হাজারগুণ পিছিয়ে থাকবেন। কেননা আমারা সকলেই বেশ ভালভাবে জানি যে এই ব্যবসাতে প্রচুর সময় লাগে এবং অনেক রিসকি। সুতরাং যারা ধৈর্য নিয়ে শত লসের মাঝেও টিকে থাকতে পারেন, একমাত্র তারাই এখানে সফলতার আশা রাখতে পারেন।
lanzuu
2018-09-16, 12:23 AM
ভাই আপনার এ যুক্তির সাথে আমি কখনই একমত হতে পারছিনা। কারন যে কোন ব্যবসাতে বা কর্মক্ষেত্রে টেনশ্যান কিংবা ঝুকিতো থাকবেই। তার মানে এই না যে আপনার কনসনট্রেড সবদিকে থাকবে। তাই যদি প্রকৃতভাবে আপনি এই পেশায় নিজেকে সফলতার সেই পর্যায়ে দেখতে চান, তাহলে বলবো ফরেক্সে থাকাকালীন অন্য কোন পেশায় নিজেকে জড়ানো মানে এই ব্যবসা থেকে আপনি হাজারগুণ পিছিয়ে থাকবেন। কেননা আমারা সকলেই বেশ ভালভাবে জানি যে এই ব্যবসাতে প্রচুর সময় লাগে এবং অনেক রিসকি। সুতরাং যারা ধৈর্য নিয়ে শত লসের মাঝেও টিকে থাকতে পারেন, একমাত্র তারাই এখানে সফলতার আশা রাখতে পারেন।
আপনার কথাও ঠিক আছে। কিন্তু আমি যেটা বুঝাতে চেয়েছি সব মাসেই যে প্রফিট হবেই সেটা তো বলা যাবে না। টুকটাক ২-১ মাসে এভারেজ লস আসতে পারে। সেক্ষেত্রে যদি আপনার অন্য কোন আর্নিং সোর্স না থাকে বা কোন ব্যাকআপ না থাকে তাহলে কিন্তু মানসিকভাবে আপনি দূর্বল হয়ে পড়বেন। যার ফলশ্রুতিতে সেটার প্রভাব পড়বে আপনার ট্রেডিংয়ের উপর। সেজন্য আমি বলেছি ফরেক্স ট্রেডিংকে ২য় পেশা হিসেবে রাখতে। যত বেশি রিলাক্স থাকতে পারবেন তত বেশি ভালো করতে পারবেন।
Sakib42
2021-09-22, 10:39 PM
আমার কাছে মনে হয় দুইটি অপশন এর ব্যবহার করা যায়। যে যেভাবে কাজ করে অভ্যস্ত তাকে সেভাবে কাজ করেই ফলাফল অর্জন করতে হয়। অনেকেই আছে ফরেক্সকে পার্ট টাইম হিসেবে গ্রহণ করেছে আবার অনেকেই আছে ফরেক্সকে ফুলটাইম হিসেবে গ্রহণ করেছেন। উভয় পক্ষই তাদের পরিশ্রমের মাধ্যমে হয়ে পড়েছে থেকে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে। কেউ যদি চায় ফুলটাইম ফরেক্স করবে তাহলে তাকে অনেক বেশি পরিশ্রমই হতে হবে এবং কোন কাজের পাশাপাশি ফরেক্সকে গ্রহণ করতে পারবে না। এতে করে সে তার কর্মে মনোযোগী হতে পারবে না এবং ফরেক্সে ভালোমতো কোন ফল অর্জন করতে পারবে না যদি আপনি শুধু ফরেক্স করতে চান তাহলে সবকিছু বাদ দিয়ে ফরেক্স এ সময় দেন আর যদি চান অন্য কিছু পাশাপাশি করতে সেই ক্ষেত্রে অবসর সময়কে কাজে লাগিয়ে ফরেক্স করুন।
Starship
2021-09-23, 10:13 PM
যেহেতু ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা সেহেতু আমিও আপনার সঙ্গে পুরোপুরি একমত পোষন করলাম শুধু ফরেক্স এর উপর নির্ভর করে আয়ের উৎস গড়ে তোলা থেকে বিরত থাকুন। এতে করে আপনি সঠিকভাবে ট্রেড পরিচালনা করতে পারবেন। এছাড়াও যদি আপনি শুধু ফরেক্স এর উপর নির্ভর করে ট্রেড করেন তাহলে ভুল এন্ট্রি নিয়ে থাকবেন পাশাপাশি দুশ্চিন্তা আপনার পিছু ছাড়বেনা। ফরেক্সের এনালাইসিস এর উপর গুরুত্বসহকারে মনোযোগ দিন এতে করে সঠিকভাবে মেনে নিতে পারবেন। আপনি যদি ফরেক্স নির্দিষ্ট নিয়ে বা চাপ মুক্ত ট্রেড করতে না পারেন তাহলে দ্রুত লসের সম্মুখীন হবেন।
Mas26
2021-09-24, 01:12 AM
হ্যা আসলেই ফরেক্সকে আপনি একমাত্র উপার্জনের ক্ষেত্র হিসেবে রাখলে বড় ধরনের একটা ভুল করবেন। কারণ ফরেক্স মার্কেট এ আপনি সবসময় প্রফিট করতে পারবেন না। এবং অনেক সময় দেখা যাবে যে আপনি লংটাইম লসে আছেন। এই লস রিকভার করতে অনেক দিন সময় লেগে যাচ্ছে বা আপনি বরাবর আপনার অ্যাকাউন্ট জিরো করে যাচ্ছেন সে ক্ষেত্রে আপনার ওন্য কোন কমসংসহান যদি না থাকে তাহলে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন, অনেক বড় ধরনের বিপদে পড়তে পারেন তাই আমি মনে করি ফরেক্স এর পাশাপাশি অন্য কোন কাজের ব্যবস্থা বা বাকরির ব্যবস্থা করে রাখবেন তাহলে ফরেক্সটাকে আপনি পার্টটাইম হিসেবে রাখতে পারেন এটা আপনার জন্য খুবই ভালো হবে।এবং ফরেক্স আপনি অনেক সময় অনেক বড় ধরনের মূলধনও আয় করতে পারবেন ঠিক আছে কিন্তু তার পাশাপাশি একটি কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে সেটা আরো বেটার হবে।
samun
2021-10-31, 12:33 PM
ভাই আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আসলে ফরেক্স এমন একটি কাজ যেটা করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় না তবে সেই বাড়তি সময়টুকু আমি কেন বসে থাকবো এর থেকে ভালো হয় যদি আমি অন্য কোন কাজ সেই টাইমটা করতে পারি তবে অতিরিক্ত আয়ের আমি করতে পারবো আবার যদি আমি বলি অন্য কাজের পাশাপাশি অর্থাৎ ব্যবসা হোক বা চাকরি হোক এর পাশাপাশি যদি আমি পরিচিতি পরিচালনা করতে পারি তাহলে নিজের অতিরিক্ত চাহিদা পূরণ করতে আমার অনেক সহায়তা হবে তাই আমি প্রত্যেকটা ট্রেডার কে অনুরোধ করবো অবশ্যই আপনারা ফরেক্সকে সহায়ক পেশা হিসেবে বেছে নিবেন
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.