PDA

View Full Version : দুই সিম ও বড় ডিসপ্লে নিয়ে আইফোন-Xs



Tofazzal Mia
2018-09-13, 04:45 PM
https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2018/09/13/i-phone.jpg/ALTERNATES/w640/i-phone.jpg
অ্যাপল দুই সিমে ও বড় ডিসপ্লে নিয়ে আইফোন-Xs আনলো। যা গত ১২ সেপ্টেম্বর বুধবার অ্যাপল প্রধান টিম কুক একটি অ্যাপল ইভেন্টে নিজেদের বানানো সবচেয়ে উন্নত আইফোন ‘‘আইফোন Xএস’’ উন্মোচন করেন। আইফোন Xএস-এর ডিসপ্লে সুপার রেটিনা ডিসপ্লে স্ক্রিন করা হয়েছে ৬.৫ ইঞ্চির । এই ফোনটিতে ধারণ ক্ষমতা রাখা হয়েছে সর্বোচ্চ ৫১২ জিবি যার সাথে নিউরাল ইঞ্জিনযুক্ত নতুন একটি এ২ বায়োনিক চিপ যুক্ত করা হয়েছে, ফলে এর প্রসেসর সেকেন্ডে 'পাঁচ ট্রিলিয়ন” ডেটা প্রসেস করতে পারে। এছাড়াও এ ফোন সেট পানি ঢুকবে না। দুই মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত থাকতে পারবে এটি। আগামী ২১ সেপ্টেম্বর এর পর থেকে সবগুলো অ্যাপল স্টোরে ৯৯৯ মার্কিন ডলার এবং ১০৯৯ মার্কিন ডলারের বিনিময়ে এ ফোনটি পাওয়া যাবে।

SaifulRahman
2018-09-18, 05:31 PM
এক সপ্তাহ হল মোবাইল ফোনের জায়ান্ট অ্যাপল সবচেয়ে বড় স্ক্রিন এর আইফোন নিয়ে এসেছে, যা প্রায় সাড়ে ছয় ইঞ্চি ডিসপ্লে আর ফোনটির নাম দেয়া হয়েছে আইফোন টেন এস ম্যাক্স। নতুন জেনারেশনের বায়োনিক চিপ আর বৃহৎ স্টোরেজ সক্ষমতা নিয়ে বাজারে আসতে যাওয়া ফোনটি কিনতে খরচ করতে হবে ১১শ ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়াবে ৯৩ হাজার টাকায়। এর বাইরে কমদামী আরেকটি আইফোন টেন সিরিজও বাজারে ছেড়েছে ট্রিলিয়ন ডলারের কোম্পানিটি।