View Full Version : আমরা অভিজ্ঞদের হারালাম....
expkhaled
2018-09-25, 11:29 AM
আমার মনে হচ্ছে এই ফোরাম এর মধ্যে অভিজ্ঞ কোন ট্রেডার আসবেন না যাদের থেকে আমরা ভাল কিছু নিতে পারবো। তার কারন হিসাবে আমি যতটুকু আন্দাজ করতে পারি মামুন ভাইয়ের বোনাস কেলেন্কারী। তিনি অন্তত ৪০০০-৫০০০ ডলার লাভ হারিয়েছেন এই বোনাস একাউন্টের মাধ্যেমে যা কিনা অত্যান্ত দু:খ জনক। এখন আর পোষ্ট দিতে মনে চায় না কারন ভয় একটাই আমিও যদি ব্লক হয়ে যাই। আরও আছেন আমাদের লানজু ভাই যিনি ভাল লিখতেন, তার লেখার মধ্যে অভিজ্ঞতার ছাপ আছে। আমরা মনে করেছিলাম যা হোক আমরা ফরেক্স বিষয়ে পাকাপোক্ত হতে পারবো। কিন্তু সেটাও বোধ হয় আর কন্টিনিউ হবে না কারন যদি পরিশ্রমের বিনিময়ে কিছু না কিছু যদি রিওয়ার্ড পাওয়া তাহলে পরিশ্রম করতে মনে চায়। আর না হলে তারা যে ব্যস্ত কেন তারা এখানে সময় দিবেন। এটা কিন্তু যথাযথ কর্তৃপক্ষের বোঝা উচিত।
iloveyou
2018-09-25, 12:06 PM
হ্যা ভাই এটা আসলেই অনেক দুঃখজনক যে মামুন ভাইয়ের মত আমরা একজন দক্ষ ট্রেডারকে হারালাম। আসলেই মামুন ভাই অনেক ভাল মানুষ যিনার সহযোগিতায় আমরা এই মার্কেট সম্পর্কে অনেক কিছুই জেনেছি। তবে আমাদেরকে একেবারেই বসে থাকলে চলবে না, চেষ্টা করে যেতে হবে কিন্তু আমাদেরকে এই ফোরামের টার্মস এবং কন্ডিশনগুলো ভালভাবে বুঝে মেনে চলার চেষ্টা করতে হবে।
alamsat
2018-09-25, 12:46 PM
আজ যেটা মামুন ভাই এর সাথে হয়েছে সেটা অনেক দুঃখ যনক। আজ পর্যন্ত সেই বিষয়টির কোন সমাধান পাওইনি মামুন ভাই। মামুন ভাই এই ফোরামে অনেক পুরাতন আর অভিজ্ঞ একজন লেখক। আজ তার সাথে এমন হলে ফোরাম থেকে এমন অভিজ্ঞ মানুষ দিন দিন হারিয়ে যাবে। তাই আমি মামুন ভাই এর সমস্যা সমাধানের জন্য ফোরামের মডেরেটরবৃন্দদের আন্তরিক সহানুভুতি কামনা করছি। না হলে হয়ত আমরা এমন একটি অভিজ্ঞ মানুষটিকে আর ফোরামে নিয়মিত পাব না।
samun
2024-02-27, 05:21 PM
বর্তমান সময়ে ফোরামের যে করুন পরিণতি তাতে অনেক অভিজ্ঞ ট্রেডাররা ফোরাম থেকে সরে গিয়েছে এমনকি অনেকেই আছে ফরেক্স থেকেও সরে গিয়েছে তবে মডারেটরদের অবশ্যই এ বিষয়ে লক্ষ্য রাখা উচিত ছিল যেন তাদের স্থানটা ধরে রাখতে পারে এতে করে আমাদের ফরেক্স মার্কেটে বিরূপ প্রভাব বিস্তার করতে পারে
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.