PDA

View Full Version : বাই এবং সেল কখন করব



jakaria991
2018-09-25, 03:52 PM
আসসালামুয়ালাইকুম, ভাই আমি ফরেক্স এ নতুন তাই অনেক কিছু বুজিনা, এই জন্য অভিজ্ঞ ভাইদের কাছে কিছু জানতে চাই, মনে করি আমি EUR/USD তে ট্রেড করতে চাই এখন আমি কুন পজিসনে BUY আর কখন Sell করব ।
বাই এবং সেল এর কৌশল টা একটু খুলে বলবেন । ধরু্ন ১.১৭৬১ Eur = 1.1758 Usd. এখন Eur এর দাম যদি বারে তবে buy করব না sell করব ।

Yousuf Habib
2018-09-30, 11:29 PM
আপনি বাই সেল তখন করবেন যখন ফরেস্ক মার্কেট ধূীর গতি ট্রেড করবেন ভুলেও ফরেস্কে মার্কেটে চনচল গতিতে ট্রেড করবেন না কারণ মার্কেট কোন দিকে ঘুরবে কেউ বলতে পারেনা তাই আমার মনে হয় মার্কেট শান্ত হলে আপনি ট্রেড করলে বড় লস থেকে বেঁচে যাবেন

SHARIFfx
2018-10-01, 01:18 AM
মার্কেটে টেকনিকাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস এই তিন টি এনালাইসিস এর সুজক কাজে লাগিয়ে আপনাকে বুজতে হবে মার্কেট অভার অল কনদিকে মুভমেন্ট করবে আর সেটি যদি বাই হয় তা হলে বাই আর সেল হলে সেল নিব। তবে অনেক সময় নিউজ আর কেন্ডেলের আচারন বুঝে ট্রেড নিতে হয়।

jakaria991
2018-10-23, 08:24 PM
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আসেন, বাই এবং সেল করবেন এটা খুবই সহজে আপনি নিজেই বুজতে পারেন যখন দাম বাড়ে তখন বাই আর যখন দাম কমে তখন সেল । তবে আসল কথা হল এভাবে লাভ এবং লস দুইটি করতে পারেন। আর এই জন্ন আপনাকে মার্কেট বুজতে হবে। আর এর জন্য দরকার মার্কেট এর এনালাইসিস। আপনি এর জন্য কেন্দেল সিক্ট পেটা্ন এর সাথে সাথে সাপোট' এবং রেসিট্নেেস ব্যবহার করতে পারেন এবং কনফারম় হবেন । এ ছাড়া আপনি চাইলে যে কনো টেকনিক্যাল এনালাইসিস টুুলস ব্যবহার করে সিওর হতে পারেন, পরে বাই অথবা সেল করেন ।

princeeyasin
2019-05-06, 09:26 AM
দেখেন বাই বা সেল টা বিষয় না কারন আপনার আগে বুঝতে হবে মার্কেট এর গতি ভীদ মার্কেটা কোন অবস্থা আছে মার্কেট যদি ইস্টথিল থাকে তার পরেও আপনি মুভমেন দেখে ট্রেড করবেন। আসা করি বুঝতে পারছেন।

Ziarul
2019-05-06, 03:19 PM
বাই এবং সেলের মাধ্যমে মার্কেটে লাভ লস হয়। মার্কেট যখন উপরে উঠবে তখন সাধারনত বাই দিতে হয়। কারন তখন বাই দিলে মার্কেটে লাভ হয়। আবার মার্কেট কোন দিকে ঘুরবে এটা কেউ যানে না। আপনি দেখলেন যে মার্কেট একটু উপরে উঠছে তখন আপনি একটা বাই দিলেন। পরে দেখলেন আপনার মার্কেট নিচের দিকে নামছে তখন আপনি বড় ধরনের লস খেতে পারেন। আপনি মার্কেট থেকে লাভবান হতে চাইলে আপনা কে মার্কেট সম্পর্কে বুঝতে হবে হুট করে বাই ছেল দেওয়া যাবে না এতে করে লস হওয়ার সম্ভবনা বেশি থাকে। আপনি যদি নতুন ব্যোকার হয়ে থাকে তাহলে আপনি দেখবেন যে কখন মার্কেট ধির গতি সম্পন্ন হচ্ছে তখন বাই ছেল করলে লস কম হবে এবং আপনি ভালো ভাবে ট্রেড করতে পারবেন

jasminbd
2019-06-14, 05:04 PM
যদি ইউরোর দাম বাড়ে তাহলে অবশ্যই বাই করবেন। ধরুন আপনি চাল বেচাকিনা করবেন এখন যদি আপনি বুঝতে পারেন যে আজ থেকে চাল চাল এর দাম বাড়বে তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনি বেশি করে চাল কিনে রাখবেন এবং যখন চালের দাম বেড়ে সর্বচ্চো হবে তখন আপনি সেল করে বেশি প্রফিট করতে পারবেন। মুল বিষয় হল এটিই। কারেন্সি পেয়ারে ১ম বা বেস কারেন্সির অর্থাৎ eur/usd পেয়ার অনুযায়ী যদি eur এর দাম বাড়ার সম্ভাবনা থাকে তাহলে তাহলে আপনি বাই করবেন। আর যদি দাম করার সম্ভাবনা থাকে তাহলে সেল করবেন। আরো সহজভাবে বলতে গেলে ঊর্ধ্বমুখী মার্কেটে বাই করবেন আর নিম্মমুখি মার্কেট সেল করবেন। এই সুত্রধরে আপনি ট্রেড করতে পারেন।

FX7
2019-12-02, 01:09 AM
সোজা হিসাব বেসকারেন্সি উপরে উঠবে এমনটা মনে হলে বাই দিবেন।আর যদি মনে হয় বেস কারেন্সি নিচে নামে তাহলে সেল দিবেন।আর আপনার ব্যালেন্স ও দক্ষতা অনুজায়ি লট ভলিয়াম সেট করবেন।টিপি এস এল দিবেন।আপনার ব্যালেন্স যদি ১০০ডলার হয় তাহলে লোভ ভুলে০.০১লটে টেড দিবেন ও টিপি এসএল দিতে ভুলবেন না।

FREEDOM
2020-04-15, 02:11 AM
আপনি যদি ইউরো ইউএসডিতে বাই এন্ট্রি নেন তার মানে হলো ইউরো স্ট্রং হবে তাই আপনি ইউররো পক্ষে ট্রেড নিলেন। আর যদি ইউরো ইউএসডিতে সেল এন্ট্রি নেন তার মানে হলো আপনি ইউএসডির স্ট্রং হবে ভেবে সেল নিলেন। তবে শুধু বাই সেল দিয়েই ট্রেড করলে হবে না আপনাকে আরো বেশি মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে তাই আরো বেশি করে শিখতে থাকুন ও জানার চেষ্টা করুন।

Rokibul7
2020-07-05, 08:56 PM
ফরেক্স মাকেটে এই বাই সেল এর মাধ্যমেই টেডারগন প্রফিট করে থাকে।আপনি যেহুতো নতুন আর যদি কোন ডেমো অভিজ্ঞতা না থাকে তাহলে বাই সেল না বুঝে দিলে লস এর সমুক্ষিন হতে পারেন যদি ভুল এন্ট্রি নিয়ে ফেলেন।তাই বেশি বেশি ডেমো অনুশিলন করুন ও মাকেট এর ট্রেন্ড বুঝুন।

SIYAM2018
2020-07-08, 04:28 PM
ফরেক্স মার্কেটে আপনি বাই এবং সেলস করার জন্য অবশ্যই মার্কেট এনালাইসিস করবেন।মার্কেট অ্যানালাইসিস করার জন্য যে মোর দিকে সতর্ক দৃষ্টি তে খেয়াল রাখবেন, আমার মতে; আপনি যখন বুঝবেন, আপনার ট্রেডের দাম বাড়ছে ধীরগতিতে তখনই আপনি সেল করার সিদ্ধান্ত নিতে পারেন। দাম অপরিবর্তিত থাকলে চুপ মেরে বসে থাকেন দেখেন পরবর্তীতে কি হয় ।ধন্যবাদ

Rokibul7
2020-07-11, 11:22 AM
বাই সেল করবেন মাকেটের ট্রেন্ড দেখে।আপ টেন্ড এ বাই আর ডাউন টেন্ড এ সেল।মাকেট উপরে উঠবে এমন মনে হলে বাই আর নিচে নামবে মনে হলে সেল

Salman1
2020-08-23, 01:28 PM
আপনি যখন ফরেক্সে কোটেশন টেবিলটি একবার দেখুন, আপনি প্রতিটি মুদ্রা জোড়ার সামনে দুটি হার দেখতে পাবেন: কেনার হার এবং বিক্রয় করার হার। কেনার দামটি বিক্রি করার দামের চেয়ে সর্বদা বেশি। বিক্রয় হারকে বিড বলা হয়, এবং কেনার হারকে জিজ্ঞাসা বলা হয়। ক্রয় আদেশ জিজ্ঞাসা মূল্যে খোলা হয় এবং বিড দামে বন্ধ থাকে।