PDA

View Full Version : Skrill স্কিল পেমেন্ট প্রসেসরস



Rassel Vuiya
2018-09-30, 05:02 PM
যারা স্কিল Skrill (https://www.facebook.com/hashtag/skrill_update?source=feed_text) এপস দিয়ে একাউন্টে ডিপোজিট ও পেমেন্ট এর জন্য ব্যবহার করেন, তাদের জানা উচিৎ যে এপসটির একটি নতুন আপডেট এনেছে!! যেমন: আগে এপস এর ৫ ডিজিট দিয়ে লগিন করতে হতো। এখন এপস এর কোড লাগবেনা। নতুন এপস এ যা যা সুবিধা স্ক্রিল একাউন্ট এর ৬ ডিজিট কোড দিয়ে লগিন করতে হবে। ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকলে সেটাও ব্যবহার করা যাবে। এবং $ ডলার সেন্ড করতে আগের মতো পাসওয়ার্ড দেওয়া লাগছেনা। সুতরাং সুবিধাটি পেতে এপসটি আপডেট করুন।

FXOCM
2018-12-09, 01:25 PM
আমার কাছে সবচযে স্ক্রিল পেমেন্ট মেথড টা ভালো লাগে । কারন - এটি সহজে ব্যবহার করা যাই এবং সবচেযে নিরাপদ মনে করি ।

fxjaman
2018-12-16, 11:00 AM
ভাই আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। কারন আমিও স্কিল ব্যবহার করি। এটা অনেক ভাল একটা পেমেন্ট প্রসেসর। ফরেক্সে সব ব্রোকারই এই পেমেন্ট প্রসেসর রেখেছেন। তবে টাকা তোলা কিংবা ডিপোজিট করার জন্য এর থেকে ভালো অপসন আর নেই বলা যায়। কেননা এখানে আপনি খুব সহজেই আপনার লেনদেনগুলো সম্পূর্ণ করতে পারবেন।

SUROZ Islam
2018-12-23, 03:23 PM
বাংলাদেশে লন্ডনভিত্তিক একটি পেমেন্ট প্রসেসর হল স্ক্রিল, যা বেশিরভাগ ফরেক্স ট্রেডার ও ফ্রিলেন্সাররা ব্যবহার করে থাকে। আমি বলবো যে স্ক্রিল ১০০% নিরাপদ একটি সিস্টেম এবং স্ক্রিল ভিআইপি অ্যাকাউন্টের মাধ্যমে যত ইচ্ছা তত ট্রানজেকশন করা যায়। তাদের ট্রানজেকশন ফি খুব অল্প এবং আরও অনেক সুবিধা পাওয়া যায়। অসুবিধা হল যে একজন ব্যক্তি কেবলমাত্র একটা স্ক্রিল অ্যাকাউন্ট করতে পারবেন। তাই সাইন আপ করার সময় সঠিক নাম ও ঠিকানা ব্যবহার করতে হবে এবং সাইন আপ করার পর ইমেইল ভেরিফাই করতে হবে। ইমেইল ভেরিফাই করার পর কিছুদিনের মধ্যে স্ক্রিল থেকে গ্রাহকের ঠিকানা অনুযায়ী একটা চিঠি আসবে। এই চিঠিতে একটা পিনকোড থাকবে ঐ কোডটি অ্যাকাউন্টে দিলে স্ক্রিল অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এরপর স্ক্রিল এ অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে " স্ক্রিল প্রিপেইড মাষ্টারকার্ড" এর জন্য আবেদন করা যাবে। " স্ক্রিল প্রিপেইড মাষ্টারকার্ড" এর জন্য প্রতি বছর ১২.৮৫ ডলার চার্জ কাটা হবে এবং প্রতিবার এটিএম বুথ দিয়ে টাকা উঠানোর জন্য ২.৩১ ডলার করে চার্জ কাটবে। ধন্যবাদ

Montu Zaman
2019-11-14, 05:18 PM
ফরেক্স মার্কেটে অর্থ বিনিয়োগ কিংবা উত্তোলনের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে Skrill। আমরা যারা বাংলাদেশে ফরেক্স ট্রেড করছি তারা সবসময়ই অর্থ বিনিয়োগ কিংবা উত্তোলনের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি কারন আমাদের দেশ থেকে সরাসরি লোকাল ব্যাংকের মাধ্যমে লেনদেন করার কোনও সুযোগ নেই। তাই ট্রেডাররা সবসময়ই তাদের বিনিয়োগকৃত অর্থ নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকেন। ফরেক্স মার্কেটে লেনদেন করার সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে Skrill। আমরা যারা বাংলাদেশে ফরেক্স ট্রেডার অ্রকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনি চাইলে যেকোনো পরিমাণ এমাউন্ট এর লেনদেন করতে পারবেন কেননা, স্ক্রিল একাউন্ট ভেরিফাই করা বাধ্যতামূলক নয়। এর বেশী জনপ্রিয়তার পিছনে মূল কারন হচ্ছে আমাদের দেশে এই স্ক্রিল পাওয়া খুবই সহজ এবং আপনি খুব সহজেই অন্য skrill একাউন্টে অর্থ ট্রান্সফার করতে পারবেন অথবা আপনার যদি Skrill Master Card থেকে থাকে তাহলে খুব সহজেই যেকোনো ATM থেকে অর্থ তুলে নিতে পারবেন। এছাড়াও, আপনি স্ক্রিল থেকে সরাসরি আপনার লোকাল ব্যাংক একাউন্টে অর্থ ট্রান্সফার করতে পারবেন।

Emarif1992
2019-11-15, 07:16 PM
স্কিল পেমেন্ট প্রসেসর আমার খুব প্রিয় এবং বিশ্বস্ত কারণ স্কিল পেমেন্ট প্রসেসরে এ পর্যন্ত আমি কোন সমস্যায় পরিনি৷ এরা সব কিছুতেই খুব দ্রুত রেসপন্স করে৷ আমি এ পর্যন্ত অনেক গুলো ট্রানজেকশন করেছি, তার সব গুলোই সঠিক ভাবে পেয়েছি৷ তাই আপনেরাও এই স্কিল পেমেন্ট প্রসেসর ব্যবহার করবেন আর আমাকে লিখবেন আপনেরা কোন পেমেন্ট প্রসেসর ইউজ করেন৷

MdRubelShaikh
2019-11-16, 09:04 PM
আমি জানিনা যে কোনটা ভালো। আমি এখুনো স্কিল অ্যাকাউন্ট খুলি নাই।তবে আমার এক বন্ধু বলল যে স্কিল অ্যাকাউন্ট সব চেয়ে বেশি ভালো। তাই আমি মনে করছি আমি যখুন অ্যাকাউন্ট অপেন করব তখুন স্কিল অ্যাকাউন্ট খুলব।

Montu Zaman
2020-07-16, 04:04 PM
গত ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ স্ক্রিলের মাঝে সরকারিভাবে Paysafe Group এর সাথে সোনালী ব্যাংক এর একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছিল্ তখন অবশ্য অনেক বাংলাদেশী ফরেক্স ট্রেডাররা অনেক খুশি হয়ে ভেবেছিল, যেহেতু বাংলাদেশ স্ক্রিলের মাঝে সরকারি চুক্তি হয়েছে, সেহেতু অনলাইন ট্রেডারদের স্বার্থে শুধুমাত্র স্ক্রিলেই বিশ্বস্ত ডলার লেনদেন অপশন চালু করা হবে। কিন্তু এখনেও সে রকম কোন আশার আলেঅ দেখতে পাচ্ছি না।
http://forex-bangla.com/customavatars/685372310.gif

FXBD
2020-07-19, 06:28 PM
স্ক্রিল আপডেট 2020 নতুন একাউন্ট ডিপোজিড প্রবলেম
প্রিয় ট্রেডার গন নতুন কিছু প্রবলেম আসছে নেটেলার ও স্ক্রিল এ স্ক্রিল থেকে ফরেক্স ব্রোকার এ ডিপোজিড করতে গিয়ে ডিপোজিড হয়না। বিশেষ করে 2020 সালে নতুন যারা একাউন্ট করেছেন তাদের একাউন্ট থেকে এই প্রবলেম হচ্ছে। তাই যারা নতুন একাউন্ট খুলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি Deposit করার সময় "Non Gambling'' select করেন তাহলে ডিপোজিড হবে না বেটিং সাইট বা ফরেক্স বা যে কোন মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন না। তাই "gambling" টা সিলেক্ট করে দিবেন।
11636
বি: দ্র: এখন স্ক্রিল ডলার কিনা বেচার সময় ও জিঙ্গাসা করে নিবেন ডলার কি "Non Gambling'' নাকি "gambling" । তা না হলে ডলার কিনে ব্যবহার করতে পারবেন না। নতুন আপডেট অনুযায়ী আপনার ডলার দিয়ে কিছুই করতে পারবেন না। যারা ফরেক্স বা বেটিং জন্য ডলার কিনবেন তারা

FREEDOM
2020-07-19, 09:56 PM
আসলে আমি অনেকদিন ধরেই স্ক্রিল ও নেটেলার একাউন্ট ব্যাবহার করছি তাতে করে কোন ধরনের সমস্যায় পড়তে হয় নি। তবে বিগত কিছুদিন আগে নতু আপডেটের কারনে যারা নতুন করে একাউন্ট খুলছেন তাদের ক্ষেত্রে কিছু পবলেম হচ্ছে বলে শুনতে পেরেছি। তবে আর একটি বিষয় সব একাউন্টে এমনটা হচ্ছে না। আমি নতুন রুলস অনুযায়ী জানতাম এপ্রিল এর পরে যারস একাউন্ট খুলবে তাদের ক্ষেত্রে প্রথম ট্রানজেকশন ফি অনেক বেশি ৩০ ডলারের মত তবে কিছুদিন আগে আমি আমার এক বন্ধুকে একটি স্ক্রিল ও একটি নেটেলার একাউন্ট খুলে দিয়েছিলাম সেখানে নরমালি চার্জ কেটেছে কোন এক্সট্রা চার্জ কাটেনি হয়তো এখন আবার নতুন একাউন্ট খুললে পবলেম হচ্ছে না।

Rokibul7
2020-07-19, 11:40 PM
আর যাদের পুরাতন একাউন্ট তাদের কোন প্রবলেম হবে নাকি।বেশ কিছু দিন কোন ডিপজিট করি না। জানাবেন plz

sagar0835
2020-08-29, 05:31 PM
স্ক্রীল নেটেলার ভেরিফাই করতে কেও কোন প্রবলেম ফেইস করেছেন?
আমি যদি এডিটেড ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করি তাহলে কি কি সমস্যা হতে পারে?

micky1212
2020-12-15, 04:44 PM
স্ক্রিল ফরেক্স মার্কেটে নগদ রাখার বা টেনে আনার জন্য সর্বাধিক পরিচিত পদ্ধতি। আমাদের মধ্যে যারা বাংলাদেশে ফরেক্স এক্সচেঞ্জ করে চলেছেন তারা কাছাকাছি ব্যাঙ্কের মাধ্যমে আমাদের দেশ থেকে সোজাভাবে মৃত্যুদন্ড কার্যকর করার কোনও সুযোগ না পাওয়ায় নগদ টাকা ছিনিয়ে নেওয়া বা বের করার জন্য ক্রমাগত বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। সুতরাং বণিকরা যে অবদান রেখেছেন তার উপর ক্রমাগত জোর থাকে। স্ক্রিল ফরেক্স মার্কেটের আদান-প্রদানের জন্য একটি অতি পরিচিত পদ্ধতি methods বাংলাদেশে ফরেক্স ট্রেডার অ্যাকাউন্ট নিবন্ধন করার প্রেক্ষিতে আপনি যে কোনও স্ক্রিল অ্যাকাউন্ট নিশ্চিত করার প্রয়োজন নেই তার ভিত্তিতে আপনার যে পরিমাণ অর্থ প্রয়োজন তা কার্যকর করতে পারেন। এর খ্যাতির মৌলিক ব্যাখ্যাটি হ'ল আমাদের জাতির মধ্যে এই স্ক্রিল পাওয়া শক্ত ছাড়া অন্য কিছু এবং আপনি নিঃসন্দেহে অন্য স্ক্রিল রেকর্ডে নগদ স্থানান্তর করতে পারেন বা আপনি কোনও প্রসারিত সুযোগ ছাড়াই যে কোনও সুযোগ থেকে নগদ টানতে পারবেন না can এক. অতিরিক্তভাবে, আপনি সরাসরি স্ক্রিল থেকে আপনার নিকটবর্তী আর্থিক ভারসাম্যে নগদ স্থানান্তর করতে পারেন।

SaifulRahman
2021-01-05, 01:29 PM
কেউ Skrill থেকে ব্যাংক এ Withdraw দিবেন না। ফি কাটবে ৬.৭৫ ডলার আর রেট দিবে ৮১ টাকার কিছু বেশি। বাংলাদেশ সরকার অনেক বেশি রেমিটেন্স পেত ফরেক্স সেক্টর থেকে যদি নজর দিত।
1331513316

Bossking
2021-01-23, 05:32 PM
স্ক্রিল ফরেক্স মার্কেটে নগদ রাখার বা টেনে আনার জন্য সর্বাধিক পরিচিত পদ্ধতি। আমাদের মধ্যে যারা ফরেক্স বাংলাদেশের বিনিময় করেন তারা আমাদের দেশের কাছাকাছি ব্যাংকের মাধ্যমে সোজাভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ না থাকায় নগদ টাকা ছিনিয়ে আনার জন্য বা অবিচ্ছিন্নভাবে বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। সুতরাং দালালরা অবদানের নগদ নিয়ে ক্রমাগত জোর দেয়। স্ক্রিল হ'ল ফোরেক্স মার্কেটের বিনিময়ের জন্য সম্ভবত সবচেয়ে মূলধারার পদ্ধতি। বাংলাদেশে ফরেক্স ট্রেডার অ্যাকাউন্ট তালিকাভুক্ত করার প্রেক্ষিতে আপনি যে পরিমাণ অর্থ প্রয়োজন তা কার্যকর করতে পারেন যে কোনও স্ক্রিল অ্যাকাউন্ট যাচাই করা বাধ্যতামূলক নয়। এর সর্বব্যাপীত্বের মূলনীতিটি ব্যাখ্যাটি হ'ল আমাদের দেশে এই স্ক্রিল পাওয়া অত্যন্ত সহজ এবং আপনি নিঃসন্দেহে অন্য কোনও স্ক্রিল অ্যাকাউন্টে নগদ স্থানান্তর করতে পারেন বা আপনার স্ক্রিল মাস্টার কার্ড রয়েছে এমন সুযোগে আপনি সেই বিন্দু ছাড়াই অনেক কিছু করতে পারবেন যে কোনও এটিএম থেকে নগদ টানুন অতিরিক্তভাবে, আপনি স্ক্রিল থেকে আপনার আশেপাশের আর্থিক ভারসাম্যকে নগদ সরলভাবে সরানো যেতে পারেন।

BDFOREX TRADER
2021-03-23, 12:56 PM
স্ক্রিল এর মাধ্যমে একজন ব্যবহারকারী থেকে অপর আরেকজনের কাছে মূহুর্তের মাধ্যে অর্থ লেনদেন করা যায়। এতে টাকা উইথড্র দিতে খরচ পড়ে সর্বোচ্চ ৩.৯৫ ডলার । অর্থ লেনদেনের জন্য প্রাপকের নাম বা ব্যাংক একাউন্ট কিছুই জানার প্রয়োজন নেই, কেবল তার ইমেইল ঠিকানাটিই যথেষ্ঠ। মানিবুকারস দিয়ে খুব সহজেই ৫০ হাজারের উপর ইকমার্স ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটা করা যায়। মানিবুকারসকে আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত করে আপনি নিজেই একটি ইকমার্স সাইট চালু করতে পারবেন। বর্তমানে বেশিরভাগ ফ্রিল্যান্সি মার্কেটপ্লেসে মানিবুকারস সাপোর্ট করে। এক্ষেত্রে তুলনামূলকভাবে কম খরচ পড়ে, সেন্ড মানি মাত্র ১%। ফ্রিল্যান্সিং সাইট ছাড়া কোন ব্যক্তি থেকে অর্থ গ্রহণের জন্য কোন ফি দিতে হয় না। মানিবুকারসের একাউন্ট থেকে নিজের ব্যাংকে টাকা নিয়ে আসতে মাত্র ৩.৯৫ ডলার খরচ পড়ে।
13955