PDA

View Full Version : পিনবার ট্রেডিং স্ট্রাটেজী



SaifulRahman
2018-10-01, 04:15 PM
পিনবার ট্রেডিং স্ট্রাটেজীতে ট্রেড করার জন্য প্রথমে দেখতে হবে যে, পিনবার টিরে টেইল আগের ক্যান্ডেল এর চেয়ে দ্বিগুন বা কিছুটা বড় কিনা বা পিনবার টি সাপোর্ট বা রেজিষ্ট্যান্সে তৈরী করেছি কিনা? যদি আপনি উপরের বৈশিষ্ট্যগুলি দেখতে পান তবে বুঝে নিবেন যে ট্রেন্ডটি রিভার্জ করবে। তাই একটু সতর্কতার সাথে এ সময় ট্রেড ওপেন করেলে মোটামুটি একটা ভালো প্রফিট করতে পারবেন। এছাড়াও আপনাকে অবশ্যই পিনবার এ্যানালাইসিস ভালোভাবে জানতে হবে, তা না হলে আপনি ব্যর্থ বা লস করতে পারেন।
আমার দেখা মতে ছোট টাইম ফ্রেমগুলিতে পিনবার ভালোভাবে কাজ করেনা। তবে বড় টাইম ফ্রেম এর ক্ষেত্রে পিনবার ভালোভাবেই কাজ করে। কোনো আপট্রেন্ড মার্কেটের সর্বোচ্চ পজিশনে যদি কোনো পিনবার পরে সে ক্ষেত্রে মার্কেটটি ডাউন ট্রেন্ড হবে এবং কোনো ডাউন ট্রেন্ড মার্কেটেরে নিচে যদি কোনো পিনবার পরে তবে বুঝতে হবে মার্কেট আপট্রেন্ড হবে। যদি আপনি একদিন এর টাইম ফ্রেমে কোনো পিনবার দেখেন তাহলে আপনি ওই পিনবারের ক্লস থেকে ১০ পিপস উপরে বা নিচে একটি পেনডিং বাই ও সেল অর্ডার দিয়ে ৫০ পিপস টেক প্রফিট নিতে পারেন।
পিনবার সব সময় দেখা যায়না তবে ১দিনের টাইম ফ্রেম দেখলে সেটা কাজ করে সে ক্ষেত্রে আপনাকে লং টাইম ট্রেড করতে হবে। ১ঘন্টার টাইম ফ্রেমের জন্য আপনি চ্যানেল এবং সাপোর্ট রেজিষ্ট্যান্স ব্যাবহার করতে পারেন । পিনবার হলো রিভাসেল ট্রেডিং সিগনাল যা একটি ক্যান্ডেলের সমন্বয়ে গঠিত । পিনবার বাই ও সেলের একটি শক্তীশালী পদ্বতি হিসাবে কাজ করে। মূলত এটি একটি ট্রেড চেন্জ সিগনাল। পিনবার দেখে লং টাইম ফ্রেমে ট্রেড করা বেশি নিরাপদ।
6422

Montu Zaman
2018-10-08, 03:49 PM
মার্কেটে যখন নিউট্রাল থাকে তখন পিনবার ব্যাবহার করে ট্রেড করা প্রফিটেবল। এর জন্য আপনাকে প্রথমে টাইমফ্রেম পিনবার সনাক্ত করতে হবে। হ্যামার, শুটিংস্টার৷হ্যাম র পিনবার তৈরী হয় সাধারণত সাপোর্ট লেভেলগুলোতে এবং শুটিংস্টার পিনবার তৈরী হয় সাধারণত রেসিসট্যান্স লেভেলগুলোতে। এছাড়া যদি পিনবার ক্রস করে উপরে উঠে যায় তাহলে ধরে নিতে পারেন মার্কেট প্রাইস উপরে যাবে তাই সেই সময় বাই ট্রেড ওপেন করা ভাল। আবার বিপরীতভাবে যদি পিনবার ক্রস করে নিচে নামে তাহলে বুঝতে হবে মার্কেট প্রাইস নিচের দিকে নামবে তখন সেল ট্রেড ওপেন করা ভাল।
http://i.imgur.com/cFyKLvA.jpg

SaifulRahman
2018-11-04, 03:28 PM
পিনবার হল প্রাইস অ্যাকশান এর একটি রূপ, যা পাওয়া যায় যে কোন টাইমফ্রেমে যে কোন মার্কেটে। পিনবারের ফুল নাম হচ্ছে pinocchio bar,এই নামটি দেয়ার কারণ সিগন্যাল মিথ্যা বলে মার্কেটে বা ট্রেডারদের সাথে প্রতারনা করে পাইস এক দিকে যায় পরে অন্য দিকে ঘুরে যায়, মানে রিভার্স করে। পিনবার মিথ্যা বলে ট্রেডারদের ট্রাপে ফেলায় যা আমাদের সতর্ক করে যে মার্কেটে প্রচুর পরিমানে লট ব্যাবহার হচ্ছে যা মার্কেটকে অন্য দিকে ঘুড়িয়ে নে। একটি পিনবার তখনি বেস্ট কাজ করবে যখন তার স্টিক পাশের সব গুলো ক্যান্ডলকে ছারিয়ে যাবে এবং খুবি পরিস্কার হবে। খুবই বড় এবং পরিস্কার পিনবার শক্তিশালী এবং অনেক সম্ভাবনাময়ী হয়ে থাকে তখন, যখন তা গঠন হয় সঠিক এরিয়াতে।
https://scontent-sin2-2.xx.fbcdn.net/v/t1.0-9/44902165_684718448578007_6906653689411272704_n.jpg ?_nc_cat=103&_nc_ht=scontent-sin2-2.xx&oh=f95f0cddbcee2314d22c996da71f29da&oe=5C7FA63E
এই টাইপের সিগন্যালকে অনেক সম্ভাবনাময়ী সিগন্যাল প্রাইস অ্যাকশান ট্রেডারদের জন্য। যেই পিনবার গুলো ছোট এবং পরিস্কার নয় সেখানে আমদের ট্রেড করা উচিৎ না।
(২) একটি পিনবারে যা থাকতে হবে;
ওপেন এবং ক্লোজ আগের ক্যান্ডলের মধ্যে হতে হবে,
ক্যান্ডলের লওয়ার শেড ৩গুন বড় হবে ক্যান্ডলের বডী থেকে,
দীর্ঘ শেড থাকবে যা অন্যান্য বার গুলোকে ছারিয়ে যাবে,
https://scontent-sin2-2.xx.fbcdn.net/v/t1.0-9/45002907_684718605244658_7252731700172554240_n.jpg ?_nc_cat=111&_nc_ht=scontent-sin2-2.xx&oh=39f3951510c3682a71b2ec1453c86c96&oe=5C497601
পিনবার ট্রেড করা যাবে সব ধরণের মার্কেটে। পিনবারের গঠন হচ্ছে রিভার্স সিগন্যাল। প্রায় আপনি পিনবারকে পাবেন ট্রেন্ড পরিবর্তনের সময়।
(৩) কিভাবে শক্তিশালী ডাউনট্রেন্ডকে একটি পিনবার আপট্রেন্ডে পরিবর্তন করে দিয়েছে, তা নিচের পিকচারটি দেখলেই বুঝা যায়।
(৪) বুলিশ পিনবার গঠন হয়েছে একটি সাপোর্ট লেভেলে, দ্বিতীয়বার বুলিশ পিনবার তৈরি হওয়ার কারণে এই সাপোর্ট লেভেলটি থেকে মার্কেট বুল হওয়ার প্রবণতা বেরে গেছে।
(৫) নিচের পিকচারটি দেখুন, এখানে একটি কী এরিয়াতে বেয়ারিশ পিনবার হয়েছে। আর আমাদের মেইন ফকাস থাকবে কী এরিয়া গুলোতে সিগন্যাল খোজার।
(৬) বুলিশ পিনবার তৈরি করছে ফলস ব্রেক সাপোর্ট লেভেল থেকে, যা আমাদের কনফার্ম করতেছে যে, এখানে পর্যাপ্ত পরিমানে বায়ার আছে, যারা মার্কেটের পরিবর্তন ঘটাতে সক্ষম।
https://scontent-sin2-2.xx.fbcdn.net/v/t1.0-9/44896729_684718755244643_338727504946659328_o.jpg? _nc_cat=108&_nc_ht=scontent-sin2-2.xx&oh=0ace6fc295ca937291d3be00421e4b3e&oe=5C46681A
শুধুই কি পিনবার পেলে আমরা ট্রেড করব? নাকি আর অনেক বিষয় আছে?
ট্রেডারদের এছাড়াও প্রয়োজন আছে কিছু বিষয়ের;
যেমনঃ
কথায় ট্রেড করতে হবে পিনবার গঠন হল, কিভাবে মেনেজ করতে হবে পিনবারের স্টপ লস, কোন পিনবারটি ট্রেড করার জন্য বেস্ট, কিভাবে এন্টার করতে হবে পিনবারে, কিভাবে মানেজ করতে হবে ট্রেডটিকে কতটুকু রিস্ক গ্রহন করা যায় মিনিমাম,
কখন টেক প্রফিট নিতে হবে, কখন পিনবার সেটআপে ট্রেড করা জাবেনা, কখন পিনবার ট্রেড করার ভালো সময়, আপনারা যদি উপরের সকল বিষয় সম্পূর্ণ ভাবে মেনে চলেন তবে আশা করা যায়, ইনশাল্লাহ আপনারা ভাল ভাল পিনবার সেটআপ গুলোতে ট্রেড করে প্রফিট করতে পারবেন।
https://scontent-sin2-2.xx.fbcdn.net/v/t1.0-9/44830404_684719215244597_7267189878645850112_n.jpg ?_nc_cat=101&_nc_ht=scontent-sin2-2.xx&oh=b34632e4444198c4880426cc0a8a5974&oe=5C4599FD

jakaria991
2018-11-24, 09:55 AM
আসসালামুয়ালাইকুম, পিন বার ফরেক্স ট্রেডিং এর ক্ষেএে খুবই গুরুত্তপুন্ন ভুমিকা রাখে । একটি পিনবার শক্তিশালী ডাউনট্রেন্ডকে আপট্রেন্ডে পরিবর্তন করতে পারে । সব ধরণের মার্কেটে পিনবার দিয়ে ট্রেড করা যাবে । যেমন ধরুন একটি মাদার কেন্দেল অপরটি বেবি কেন্ডেল হলে ইনসাইড বার সৃষ্টি হয় । আমি যদি আর একটু সহজ করে বলি তবে, প্রথম কেন্ডেল এর বডি থেকে ২য় কেন্ডেল এর সাইজ ছোট এবং রথম কেন্ডেল এর সাপোর্ট লেভেল ও রেজিষ্টেস্ লেভেল এর মধ্যে থাকবে । এর ক্ষেএে ফলস ব্রেক হওয়ার সম্ভবনা থাকে ।

shohanjacksion
2019-01-22, 11:43 AM
পিনবার একটি জাপানি ক্যান্ডেল এনালাইসিস পদ্ধতি। পিনাবার অনুযায়ী ট্রেডিং স্ট্র্যাটেজি খুব ভাল কিন্তু আমি অনেক সময় দেখেছি নিউজ টাইমে পিনবারের ট্রেডিং পদ্ধতিটি উল্টাভাবে কাজ করে থাকে। তবে এটি সমস্যা নয় কারণ এক্ষেত্রে আমাদের স্টপ লস পজিশনটি সকলেই খুব ভাল করে বুঝে থাকি। এমনকি প্রফিট অনেক বেশি হয় এবং স্টপ লস হিট করলে লসের পরিমান অনেক কম হয়। আপনারা সকলেই যে চার্টগুলো উল্লেখ করে যা বলেছেন তার সবকিছুর সাথেই আমার একমত। দয়াকরে Pinbar সম্পর্কে আরও বিস্তারিত লিখলে উপকৃত হব।

FX7
2019-12-11, 12:46 AM
পিনবার সম্পকে কিছুটা ধারনা পেলাম। আপনাদের মাধ্যমে প্রতিদিনই নতুন নতুন কিছু শিখতে পারছি।এতদিন এই পিনবার নামের সাথে পরিচিত ছিলাম না,আজ সেটার কিছুটা ধারনা পেলাম।আমি পোষ্ট টা বেশ কয়একবার পড়েছি যাতে এটা সম্পকে কিছু বুঝতে পারি।ধন্যবাদ সবাইকে

mdmoshin1988
2020-01-05, 10:40 PM
যদি পিনবার ক্রস করে উপরে উঠে যায় তাহলে ধরে নিতে পারেন মার্কেট প্রাইস উপরে যাবে তাই সেই সময় বাই ট্রেড ওপেন করা ভাল। আবার বিপরীতভাবে যদি পিনবার ক্রস করে নিচে নামে তাহলে বুঝতে হবে মার্কেট প্রাইস নিচের দিকে নামবে তখন সেল ট্রেড ওপেন করা ভাল।

Rokibul7
2020-02-25, 01:47 PM
করার জন্য আমি আসলে পিনবার সম্পর্কে কোন কিছুই জানতাম পিনবার আসলে কেন তৈরি বলে আজ শিখলাম তিনবার আসলে মার্কেট পরিবর্তন করতে যথেষ্ট সেটা কি বুঝলাম যে তিনবার আপ ট্রেন কে ডাউন ট্রেন করতে সক্ষম হয় এবং ডাউনট্রেন্ড করতে সক্ষম এবং লক্ষণ আছে মার্কেটে অতিরিক্ত লটে হয়েছে ধন্যবাদ সবাইকে

FREEDOM
2020-04-01, 08:57 PM
http://forex-bangla.com/customavatars/1711603881.jpg
এখানে আমরা একটি পিনবার দেখতে পাচ্ছি যার একটি হচ্ছে বুলিশ পিনবার এবং আর একটি হচ্ছে বিয়ারিশ পিন বার। মুলত লং টাইম ট্রেডারদের অনেকেই এই পিনবার স্ট্রাটেজিতে ট্রেড করে এতে করে ট্রেডেও ভালো সফলতাও পাওয়া যায়। কারন পিনবার স্ট্রাটেজি বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর ভুমিকা পালন করে। মার্কেট যখন অনেক বাই হয়ে যায় এবং বাইয়ার কমে যখন সেলার বেড়ে যায় তখন একটি বিয়ারিশ পিনবার তৈরি হয় এটা মুলত সর্বোচ্চ হাই পয়েন্টে ক্রিয়েট হয় তেমনিভাবে যখন অনেক সেল হয়ে যায় আর সেলারদের পরিবর্তে যখন মার্কেটে বায়ার এর সংখ্যা বৃদ্ধি পায় তখন সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্টে একটি বুলিশ পিনবার তৈরি হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে ডে ক্যান্ডেলের ক্ষেত্রেই সুবিধাজনক।

FREEDOM
2020-04-01, 09:01 PM
আর একটি বিষয় খেয়াল রাখতে হবে এখানে সেটা হলো পিনবারের বডি কারন পিনবার হলেই হবেনা একটা কার্যকর পিনবার তৈরি হতে হবে। তাই খেয়াল রাখতে হবে পিনবারের বডির থেকে পিনবারের টেইল যেন তিন থেকে চারগুন বড় হয় এবং এটা যেন মিনিমাম ৪০ পিপসের কাছাকাছি হয়। সর্বোপরি আপনাকে নিজেকেই দেখে ভালো করে বুঝে নিতে হবে এবং ট্রেড করার জন্য এর পাশাপাশি অন্যান্য এনালাইসিসও করতে হবে।