PDA

View Full Version : পরিবেশবান্ধব সোনালী ব্যাগ



DhakaFX
2018-10-03, 01:24 PM
https://www.textiletoday.com.bd/wp-content/uploads/2018/05/biodegradable-and-eco-friendly-bag-from-jute.jpg
পাট থেকে পচনশীল পরিবেশ বান্ধব পলিব্যাগ এর বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন কার্যক্রম শুরু করার লক্ষে যুক্তরাজ্য ভিত্তিক ফুটামুরা কেমিক্যাল কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)। ফলে আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে কোম্পানিটি বাণিজ্যিকভাবে পাট থেকে পলিমার ব্যাগ উৎপাদন শুরু করবে। প্রকল্পটি বাস্তবায়ন এর জন্য লতিফ বাওয়ানী জুট মিলে জুটপলি বা সোনালী ব্যাগ উৎপাদনে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করবে এবং কারিগরি সহায়তা প্রদান করবে। প্রথমদিকে স্বাভাবিক পলিথিন ব্যাগের তুলনায় এই পলিমার ব্যাগের দাম কিছুটা বেশি হবে। তবে উৎপাদন বাড়লে দামের সমন্বয় হয়ে যাবে। পাট থেকে তৈরি এই পলিমার ব্যাগের নাম হবে ‘সোনালী ব্যাগ’ এবং সারা বিশ্বে জুড়ে এই নামেই পাটের তৈরি পলিমার ব্যাগ পরিচিত হবে।

DhakaFX
2019-01-31, 02:47 PM
বাংলাদেশে এই প্রথম পাট থেকে সোনালি ব্যাগ তৈরি হচ্ছে। সরকার চায় সারাবিশ্বে পাটের ব্যবহার ছড়িয়ে দিতে। বাংলাদেশকে সবাই এই পাটের মাধ্যমে আরও বেশি সম্মান দেবে। সারাবিশ্ব বাংলাদেশকে অনুকরণ করবে। এই সোনালি ব্যাগ পরিবেশবান্ধব। এটি খুব সহজে পচে যায়।এই ব্যাগ পলিথিন ব্যাগের চেয়ে দেড়গুণ বেশি শক্তিশালী। সরকারের কাছে আবেদন এটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে খুব শিগগির ব্যবস্থা নেবে এবং যত দ্রুত সম্ভব পাট থেকে তৈরি ‘সোনালি ব্যাগ’ বাজারজাতকরণ করা শুরু করবে বাংলাদেশ সরকার।