PDA

View Full Version : ফরেক্স ট্রেড এবং ব্যালেন্স



alamsat
2018-10-09, 09:04 PM
ফরেক্স এ অনেকে আছেন সামান্য কিছু ইনভেষ্ট করে ট্রেড করতে যান, যার ফলে আপনার একাউন্ট শুন্য হতে সময় লাগে না। ধরুন আপনি ১০ ডলার ইনভেষ্ট করে ট্রেডিং করছেন। তাহলে আপনি সর্ব নি¤œ ০.০১ এ ট্রেড করতে পারবেন এর বেশি এমাউন্টে যেই ট্রেড করতে যাবেন তখনই আপনি লসের সম্মুখিন হবেন। কারন মার্কেট যদি একটু বেশি মুভ করে আর যদি আপনি স্টপ লস না দিয়ে থাকেন তাহলে আপনার একাউন্ট মুহুর্তের মধ্যে শুন্য হয়ে যাবে। তাই ফরেক্স ট্রেড করতে হলে কমপক্ষে ১০০ ডলার দিয়ে ট্রেড করা উচিৎ।

iloveyou
2018-10-09, 09:17 PM
ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য দক্ষতা যেমন জরুরী তেমনি আপনাকে আপনার ব্যালেন্সটাকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। কারন আপনার ইনভেষ্ট যত কম হবে মার্কেটে আপনার রির্স্কের পরিমাণটাও তাৎ*ক্ষণিকভাবে বেড়ে যাবে এবং মার্কেটে আপনার টিকে থাকা অনেক কঠিণ হয়ে দাঁড়াবে। সুতরাং যত পারেন ইনভেস্ট করেন এবং দক্ষতা সহকারে প্রফিট করেন।

alamsat
2018-10-09, 09:25 PM
ভাই দক্ষতার পাশাপাশি ব্যালেন্স বেশি হওয়াটা অনেক জরুরী কারন মার্কেট কখন কোনদিকে চলতে থাকবে সেটা বলা খুবই মুশকিল তাই ব্যালেন্স যদি একটু বেশি থাকে তাহলে মার্কেটের সাথে সহজে টিকে থাকা যাই। আর ব্যালেন্স কম থাকলে কোনভাবেই মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। তাই আগে ব্যালেন্স বেশি দিয়ে ট্রেড শুরু করা উচিৎ কখনও কম ব্যালেন্স দিয়ে ট্রেড করা ঠিক নয়।

expkhaled
2018-10-10, 11:43 AM
ফরেক্স মার্কেট এ যদি ট্রেড করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আগে দরকার প্রিপারেশন কিভাবে মার্কেট এ টিকে থাকা যাবে। কারন ফরেক্স মার্কেট পুরোপুরি রিস্কি মার্কেট আগে থেকেই কিছু বলা সম্ভব নয় তাই মার্কেট এর সাইকোলজি বুঝা না পর্যন্ত আপনাকে ডেমো ট্রেড করতে হবে। কারন লস হবে আপনি না চাইলেও আর শিখতে হলে প্রাথমিক কিছু লস আছে যেটাকে মেনে নিতে হবে। যদি আপনি ভাল একজন ট্রেডার হতে চান তাহলে আপনাকে অল্প ইনভেষ্টমেন্ট নিয়ে প্রথমে শুরু করতে হবে এবং ধীরে ধীরে সেটাকে বড় করতে হবে এবং পরবর্তীতে লাভ হতে থাকরে ডিপোজিট ধীরে ধীরে বাড়াতে হবে। তবে সব সময় রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে।

kashed
2018-10-14, 01:09 PM
করেন্টলি আমরা নতুন পরাতন ট্রেডারা যখন ট্রেড করি তখন মার্কেটে আমরা ইনভেস্ট করে ট্রেডিং শুরু করার আগে লক্ষ রাখতে হবে আমাদের মানি ম্যানেজেমন্টের দিকে ছো আমাদের বুঝতে হবে আমাদের যেমন মানি তেমন ট্রেড, মানি ম্যানেজ মেন্ট না করে ট্রেড করলে কিন্তু ব্যালেন্স ০ হয়ে যাবে।

masud017
2019-01-25, 10:09 AM
আমার মতে কম পুজি নিয়ে ট্রেড করা বোকামির কাজ । কারন তখন আপনার মনে হবে আমার এত কম লাভ হয় কেন ? আর এজন্য আপনি বেশি বেশি রিক্র নিতে যাবেন আর তখনিই হবে আপনার লস । আমার মতে একজন ট্রেডারের উচিৎ নূন্যতম 1000 ডলার ডিপোজিট করা । তবে তার আগে ভালো ভাবে ফরেক্র শিখতে হবে । দক্ষ না হলে ডিপোজিট করতে যাবনে না । কারন নতুন ট্রেডার অনেক সমায় তার প্রথম ডিপোজিট হারিয়ে থাকে ।

MdSohagMiah
2019-04-10, 09:24 PM
নতুন অবস্থায় যারা ফরেক্সে ট্রেড করতে চান, তারা প্রথমে ৫০ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন আর লট সাইজ ০.০১ এ রাখুন। কিছুদিন করার পর যদি আপনি দেখেন আপনি লাভ করতে পারছেন, তখন আপনি চাইলে আপনার সামর্থ অনুযায়ী ডিপোজিটের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।

bdunity
2019-04-11, 09:36 AM
ফরেক্স ট্রেড এবং ব্যালেন্স দুটি বিষয় একটি আরেকটির সহায়ক । ফরেক্স করতে হলে আপনার ব্যালেন্স অবস্যই দরকার আবার এ ব্যালেন্সকে কন্ট্রল করার মত দক্ষতাও আপনার থাকতে হবে । আপনার দক্ষতা অনুযায়ী আপনি প্রফিট করুন ,এবং এটা পরিচালনা করার মত দক্ষতা যদি আপনার না থাকে তাহলে আপনি লসের মধ্যে পড়বেনযে নিশ্চিৎ।

alamsat
2019-04-11, 12:11 PM
ফরেক্স ট্রেড এবং ব্যালেন্স দুটি বিষয় একটি আরেকটির সহায়ক । ফরেক্স করতে হলে আপনার ব্যালেন্স অবস্যই দরকার আবার এ ব্যালেন্সকে কন্ট্রল করার মত দক্ষতাও আপনার থাকতে হবে । আপনার দক্ষতা অনুযায়ী আপনি প্রফিট করুন ,এবং এটা পরিচালনা করার মত দক্ষতা যদি আপনার না থাকে তাহলে আপনি লসের মধ্যে পড়বেনযে নিশ্চিৎ।

ভাই ট্রেড এবং ব্যালেন্স একে অপরের সহায়ক। তবে আপনার একটি কথা আমার খুব ভাল লাগছে যে, ব্যালেন্স কন্ট্রোল করা হল কঠিন ব্যাপার। আপনার একাউন্টে যদি ৫ ডলারও থাকে এবং যদি সেটা আপনি সংরক্ষন করতে পারেন তাহলে আপনি সফল আর যদি একাউন্টে ৫০০ ডলারও থাকে তবে সেটা রক্ষা না করতে পারেন তবে সেটাও একদিন শুন্য হয়ে যাবে। তাই মূল কথা হল ব্যালেন্সকে রক্ষা করা। যে ব্যালেন্সকে সুরক্ষিত করতে পারবে সেই সফলকাম হতে পারবে।

RASELRANA562917
2019-04-11, 04:21 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড এবং ব্যালেন্স পরস্পর সহায়ক।ফরেক্স করতে হলে ব্যালেন্স লাগে এবং সেই ব্যালেন্স টিকিয়ে রাখতে হলে আপনাকে ফরেক্স এ আরো বেশি দক্ষ এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে।যদি আপনার একাউন্ট এ ২০ ডলার থাকে এবং যদি আপনি ধরে রাখতে পারেন আপনি সফল আর ১০০০ ডলার থাকলেও যদি ধরে না পারেন আপনি ব্যর্থ।তাই ামাদের এমন ভাবে ট্রেড করা উচিত যাতে আমাদের ব্যালেন্সটা সুরক্ষিত থাকে।

NasirMollah739
2019-04-11, 09:41 PM
ফরেক্স মার্কেটে কাঙ্ক্ষিত প্রফিট অর্জনের জন্য পরিকল্পিতভাবে পরিপূর্ণ মানি ম্যানেজমেন্ট করে যথাযথ বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা এবং বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা গুরুত্বপূর্ণ। সঠিক মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে কাঙ্ক্ষিত প্রফিট অর্জন করতে পারলে ফরেক্স মার্কেটে টিকে থাকা খুবই সহজ।এ জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করাটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি ট্রেডের মাত্রাকে পরিকল্পিতভাবে নির্ধারণ করে ট্রেডিং একাউন্টের ব্যালেন্স সুরক্ষিত রাখা ও খুবই জরুরী।কারণ কেউ যদি অপরিকল্পিতভাবে সঠিক মানি ম্যানেজমেন্ট না করে বড় ভলিয়মে ট্রেড করে তবে যেকোনো পরিস্থিতিতে ব্যালেন্স শূন্য হওয়ার আশঙ্কা থাকে। প্রকৃতপক্ষে, আমরা কেউই ফরেক্স মার্কেট প্লেস থেকে দেউলিয়া হওয়ার জন্য ট্রেড করি না। এজন্য প্রত্যেকেরই উচিত, ফরেক্স ট্রেড করে কাঙ্ক্ষিত প্রফিট অর্জনের সাথে সাথে নিজের ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্সের সুরক্ষা নিশ্চিত করা।

Hridoy6763
2019-04-11, 09:51 PM
ফরেক্স মার্কেট এ দুইটা বিষয় জরুরী দক্ষতা এবং ট্রেড ব্যালেন্স,আপনার যদি ভালো ব্যালেন্স না থাকে তাহলে আপনি ভালো ভাবে ট্রেড করেতে পারবেন না,তখন আপনার ফরেক্স মার্কেট এ টিকে থাকা কঠিন হয়ে যাবে,তাই ফরেক্স ভালো ভাবে শিখে ভালো ব্যালেন্স ইনভেস্ট করতে পারলে এই খান থেকে আপনি ভালো প্রফিক অর্জন করতে পারবেন।

ARIFULISLAM1996
2019-04-11, 09:51 PM
ফরেক্স ট্রেডিং এ কম ব্যালেন্স নিয়ে কাজ করা মানে বাই সাইকেল কিনতে গিয়ে মটর সাইকেলের প্রতি নজর দেওয়া।আপনি যত কম ব্যালেন্স নিয়ে ফরেক্স করবেন আপনার প্রফিটের পরিমাণটাও কম আসবে।আর তখনই ফরেক্স সম্পর্কে আপনার ভুল ধারণা চলে আসবে। তাই ফরেক্স করার পূর্ব শর্ত হলো অভিজ্ঞতা থাকতে হবে।লস সামলে নেওয়ার মন মানসিকতা ঠিক থাকতে হবে।আপনার যদি দক্ষতা না থাকে তাহলে যদি আপনি ৫০০ ডলার নিয়েও মার্কেটে নামেন তবুও আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে।

MdPiashHasan6080892
2019-04-11, 10:34 PM
আমরা অনেকেই আছি ফরেক্স মার্কেটে খুবই কম ব্যালেন্স নিয়ে কাজ শুরু করি। সেটা হতে পারে 20 থেকে 50 ডলার।আপনি যত ভালো মার্কেট এনালাইসিস করতে জানেন না কেন আপনার লটারির সাইজ 0.01 এর বেশি হলে আপনার ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না ।কেন আপনার ব্যালেন্স যদি 20 থেকে 50 এর মধ্যে হয় তাহলে মার্কেট আপনার কিছু বিপরীতে গেলেই আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে।আপনাকে মনে রাখতে হবে ফরেক্স এর অভিজ্ঞতা যেমন জরুরি ব্যালেন্স থাকাটাও তেমনি জরুরী।আপনাকে কমপক্ষে 100 থেকে দেড়শো ডলার দিয়ে ফরেক্স মার্কেটে কাজ শুরু করতে হবে।

Hera1234
2019-04-12, 12:30 AM
আমরা অনেকেই আছি ফরেক্স মার্কেটে খুবই কম ব্যালেন্স নিয়ে কাজ শুরু করি। সেটা হতে পারে 20 থেকে 50 ডলার।আপনি যত ভালো মার্কেট এনালাইসিস করতে জানেন না কেন আপনার লটারির সাইজ 0.01 এর বেশি হলে আপনার ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না ।কেন আপনার ব্যালেন্স যদি 20 থেকে 50 এর মধ্যে হয় তাহলে মার্কেট আপনার কিছু বিপরীতে গেলেই আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে।আপনাকে মনে রাখতে হবে ফরেক্স এর অভিজ্ঞতা

SHARIFfx
2019-04-12, 09:13 AM
জি আপনাকে ফরেক্স ট্রেডিং করতে হলে ডিপোজিট এর বেলেন্স হিসাব করে ট্রেড নিতে হবে। এখানে মানিমেনেজমান্ট কে অনেক গুরুত্ব দিতে হবে। কারন কম বেলেন্সে আপনি অদিক ভলিউম নিয়ে ট্রেড করলে রিস্ক ১০০% হয়ে যাবে। তাই আপনার বেলেন্স অনুজায়ী পিপ্স মেনেজমেন্ট করে ট্রেডিং পরিচালনা করলে আর লসের শিকার হবার সম্ভাবনা কমে যাবে।

FRK75
2021-03-29, 03:22 PM
নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আগে দরকার প্রিপারেশন কিভাবে মার্কেট এ টিকে থাকা যাবে। কারন ফরেক্স মার্কেট পুরোপুরি রিস্কি মার্কেট আগে থেকেই কিছু বলা সম্ভব নয় তাই মার্কেট এর সাইকোলজি বুঝা না পর্যন্ত আপনাকে ডেমো ট্রেড করতে হবে। কারন লস হবে আপনি না চাইলেও আর শিখতে হলে প্রাথমিক কিছু লস আছে যেটাকে মেনে নিতে হবে। যদি আপনি ভাল একজন ট্রেডার হতে চান তাহলে আপনাকে অল্প ইনভেষ্টমেন্ট নিয়ে প্রথমে শুরু করতে হবে এবং ধীরে ধীরে সেটাকে বড় করতে হবে এবং পরবর্তীতে লাভ হতে থাকরে ডিপোজিট ধীরে ধীরে বাড়াতে হবে।

Starship
2021-03-29, 11:46 PM
ফরেক্স ট্রেড করার জন্য একটি ভালো মানের হ্যান্ডসাম ব্যালেন্স থাকা আবশ্যক কেননা অল্প ব্যালেন্স দিয়ে ট্রেড করলে তেমন সুবিধা করতে পারবেন না। এছাড়া করেছে নিজের ট্রেডিং অভিজ্ঞতা যত বেশি দেখা করবেন তত বেশি আপনি পড়েছে প্রফিট করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আর মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার পরিপূর্ণ অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। স্ট্রেট করার ক্ষেত্রে অবশ্যই সকল নিয়ম কানুন মেনে ট্রেড করার অনুশীলন করতে হবে ডেমো অ্যাকাউন্টে। তাহলে আপনি সময় পর্যাপ্ত আয়ের করতে সক্ষম হবেন।

KAZIMAJHARULISLAM
2021-03-30, 06:42 AM
ফরেক্স মার্কেটে আপনি কতটা ইনভেস্ট করলেন,এই বিষয়টা থেকেও বেশি গুরুত্বপূর্ণ ও জরুরি হলো, ফরেক্স সম্পর্কে আপনি কত বেশি জ্ঞানী অভিজ্ঞ।কেননা আপনি যদি ফরেক্স সম্পর্কে অদক্ষ এবং অনভিজ্ঞ থাকেন,তাহলে হাজার ডলার ইনভেস্ট করেও,ভুল ট্রেডিং এর মাধ্যমে লস করে জিরো করে ফেলতে পারেন।কেননা ফরেক্সে উপার্জন আসে সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নেওয়ার মাধ্যমে। আপনার যদি ফরেক্স সম্পর্কে জ্ঞানই না থাকে, তাহলে কখনই সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারবেন না।সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ও মার্কেট এনালাইসিস করতে পারবেন না। যার ফলে আপনার একাউন্ট লসের সম্মুখীন হবে। একটা সময় একাউন্ট জিরোও হয়ে যেতে পারে। তাই আগে ফরেক্স সম্পর্কিত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করুন।পরবর্তীতে আপনার সামর্থ্য অনুযায়ী একটা ভালো মাপের ইনভেস্ট দিয়ে কাজ শুরু করেন।কেননা তখন আপনি আপনার জন্য সঠিক সাইজের লট নির্ধারণ করে, ট্রেডে এন্ট্রি নিতে পারবেন এবং নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করতে পারবেন।

Mas26
2021-03-31, 09:20 AM
ফরেক্স মার্কেটে দক্ষতার পাশাপাশি ব্যালেন্সটা মুখ্য ভূমিকা পালন করে কারণ আপনার যদি ব্যালেন্স নাই থাকে তাহলে তো আপনি প্রফিট করতে পারবেন না। আপনি 10 ডলার ডিপোজিট করেছেন সেখান থেকে আপনি কি পরিমাণ ব্যালেন্স সংগ্রহ করতে পারবেন আপনার অভিজ্ঞতা দিয়ে। আসলে অভিজ্ঞতার পাশাপাশি আপনার ব্যালেন্স থাকাটাও জরুরি। এখানে আপনার 10 ডলার দিয়ে শুন্যের কোঠায় চলে যেতে অনেক সময় লাগবে না। আবার আপনি যদি প্রফিট করেন তাহলে আপনি 10 ডলার দিয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ প্রফিট করতে সক্ষম হবেন না।সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দারায়।

EmonFX
2021-03-31, 10:44 AM
অনেক কম ব্যালেন্স নিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকা কঠিন। ১০০ বলার ডিপোজিট নিয়ে ট্রেডিং শুরু করতে পারলে মোটামুটি ভালো ভাবে ট্রেড করা সম্ভব। আপনি চাইলে ১ ডলার দিয়েও ট্রেড শুরু করতে পারেন, তাতে করে মার্কেটে টিকে থাকা কঠিন। তবে ডলার কোন ম্যাটার না, ম্যাটার হলো আপনি কতটা দক্ষ ও অভিজ্ঞতার সাথে ট্রেড করতে পারেন। আর ব্যবসায় লস হলে ভেঙে পড়া যাবে না। মনে রাখুন লাভ-দুটোই ব্যবসায়ের অংশ। আগে খুজে বের করুন কেনো আপনার লস হলো, কোথায় কোথায় ভুল আছে, কোন কোন ব্যপারে আরো অনুশীলন করতে হবে। ধৈর্যের সাথে মার্কেট এনালাইসিস করুন। প্রতিদিন টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডমেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালা্ইসিস করুন। নিয়ম করে প্রতিদিন ভিডিও টিউটোরিয়াল দেখুন এবং ডেমো প্রাকটিস করুন। সর্বপরি মনে বিশ্বাস রাখুন যে সফল একদিন আপনি হবেনই।

FRK75
2021-07-19, 02:42 PM
ব্যালেন্স বেশি হওয়াটা অনেক জরুরী কারন মার্কেট কখন কোনদিকে চলতে থাকবে সেটা বলা খুবই মুশকিল তাই ব্যালেন্স যদি একটু বেশি থাকে তাহলে মার্কেটের সাথে সহজে টিকে থাকা যাই। আর ব্যালেন্স কম থাকলে কোনভাবেই মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। তাই আগে ব্যালেন্স বেশি দিয়ে ট্রেড শুরু করা উচিৎ কখনও কম ব্যালেন্স দিয়ে ট্রেড করা ঠিক নয়।

Smd
2021-10-24, 10:05 AM
ফরেক্স মার্কেট পুরোপুরি রিস্কি মার্কেট আগে থেকেই কিছু বলা সম্ভব নয় তাই মার্কেট এর সাইকোলজি বুঝা না পর্যন্ত আপনাকে ডেমো ট্রেড করতে হবে। কারন লস হবে আপনি না চাইলেও আর শিখতে হলে প্রাথমিক কিছু লস আছে যেটাকে মেনে নিতে হবে। যদি আপনি ভাল একজন ট্রেডার হতে চান তাহলে আপনাকে অল্প ইনভেষ্টমেন্ট নিয়ে প্রথমে শুরু করতে হবে। ফরেক্স করতে হলে আপনার ব্যালেন্স অবস্যই দরকার আবার এ ব্যালেন্সকে কন্ট্রল করার মত দক্ষতাও আপনার থাকতে হবে । আপনার দক্ষতা অনুযায়ী আপনি প্রফিট করুন।

Smd
2022-01-24, 11:24 AM
আপনার একটি কথা আমার খুব ভাল লাগছে যে, ব্যালেন্স কন্ট্রোল করা হল কঠিন ব্যাপার। আপনার একাউন্টে যদি ৫ ডলারও থাকে এবং যদি সেটা আপনি সংরক্ষন করতে পারেন তাহলে আপনি সফল আর যদি একাউন্টে ৫০০ ডলারও থাকে তবে সেটা রক্ষা না করতে পারেন তবে সেটাও একদিন শুন্য হয়ে যাবে। ফরেক্স করতে হলে আপনার ব্যালেন্স অবস্যই দরকার আবার এ ব্যালেন্সকে কন্ট্রল করার মত দক্ষতাও আপনার থাকতে হবে । আপনার দক্ষতা অনুযায়ী আপনি প্রফিট করুন

samun
2022-04-22, 09:07 AM
ডলারের ওপরে ট্রেড করাটা সম্পূর্ণ লিভারেজ এর উপর নির্ভর করে যার লিভারেজ সঠিক ভাবে নেওয়া সে ফরেক্স মার্কেটে সুন্দরভাবে ট্রেড করে টিকে থাকতে পারবে । সর্বোপরি আমাদের সকলের উচিৎ সঠিকভাবে বেছে নেওয়া ফরেক্স মার্কেটে ব্যালেন্স এর গুরুত্ব অত্যধিক ব্যালেন্স এর উপর নির্ভর করে । ফরেক্স মার্কেটে আপনি কতটা ইনভেস্ট করলেন,এই বিষয়টা থেকেও বেশি গুরুত্বপূর্ণ ও জরুরি হলো, ফরেক্স সম্পর্কে আপনি কত বেশি জ্ঞানী অভিজ্ঞ।কেননা আপনি যদি ফরেক্স সম্পর্কে অদক্ষ এবং অনভিজ্ঞ থাকেন,তাহলে হাজার ডলার ইনভেস্ট করেও,ভুল ট্রেডিং এর মাধ্যমে লস করে জিরো করে ফেলতে পারেন। তাই আগে ফরেক্স সম্পর্কিত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করুন।পরবর্তীতে আপনার সামর্থ্য অনুযায়ী একটা ভালো মাপের ইনভেস্ট দিয়ে কাজ শুরু করেন।কেননা তখন আপনি আপনার জন্য সঠিক সাইজের লট নির্ধারণ করে, ট্রেডে এন্ট্রি নিতে পারবেন এবং নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করতে পারবেন।