Log in

View Full Version : মজার একটি পেয়ার জিবিপি-ইউএসডি



alamsat
2018-10-13, 03:40 PM
যারা জিবিপি-ইউএসডি পেয়ারে ট্রেড করে থাকেন তারা জানেন এই পেয়ারে ট্রেড করে আসলে অনেক মজা পাওয়া যাই। আমি বিগত এক মাস ধরে এই পেয়ারে ট্রেড করছি। এই পেয়ারে ট্রেড করার পর আর অন্যকোন পেয়ারে ট্রেড করতে মন চাচ্ছে না। কারন এই পেয়ার এত বেশি মুভ করে যে আপনি কিছু সময়ের মধ্যে অনেক ইনকাম করতে পারবেন। যা অন্য পেয়ারে একদিনেও ইনকাম করতে পারবেন না। এই পেয়ারের বিশেষ একটি মজার বিষয় যেটি আমি খেয়াল করেছি সেটি হল আপনি যদি কোন ভুল ট্রেড করে বসেন এবং মার্কেট আপনার বিপরীতে ৩০ থেকে ৫০ পিপন্স চলে গেল এবং আপনার অনেক লস হওয়ার সম্ভাবনা দেখা গেল কিন্তু এই পেয়ার বেশি মুভ করার কারনে আপনি যেখান থেকে ট্রেডটি শুরু করেছিলেন অল্প সময়ের মধ্যে মার্কেট ঠিক সেখানে চলে আসে। তাই ভূল ট্রেড করে ফেললেও কোন লস গুনতে হয় না। হ্যা তবে ট্রেড ধরে রাখার জন্য আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। সে ক্ষেত্রে আপনি ১০০ ডলারে সর্বোচ্চ ০.০২ সেন্ট এ ট্রেড করতে পারবেন, ২০০ ডলারে ০.০৪ সেন্ট এভাবে ব্যালেন্স অনুযায়ী ট্রেড করলে আপনি সহজে লস ছাড়া ট্রেড করতে পারবেন।

alamsat
2018-10-14, 09:28 PM
যারা ট্রেড করে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন তারা এই পেয়ারটিতে কাজ করে দেখতে পারেন অনেক লাভবান হতে পারবেন। কিন্তু যারা নতুন ট্রেডার তারা এই পেয়ারে ট্রেড করলে লসের ভাগ বেশি হবে। কারন এই পেয়ারে এ্যানালিসিস ভাল করে করতে না পারলে লসের ভাগ বেশি হতে পারে। তাই একটু ভাল অভিজ্ঞ হয়ে এই পেয়ারে ট্রেড করলে আর আপনি অন্য কোন পেয়ারে ট্রেড করতে চাইবেন না।

alamsat
2018-10-20, 01:15 PM
এই পেয়ার থেকে আমি গত ১৮.১০.১৮ ইং তারিখে ৩৫ ডলার ইনকাম করছি এবং সেটা করতে বেশি সময় আমাকে ব্যায় করতে হয়নী। মাত্র একটি নিউজ ট্রেড আরও কয়েকটি ট্রেড করে আমি দিন শেষে এই পেয়ার থেকে ৩৫ ডলার ইনকাম করতে পারছি। এর মূল কারন হল এই পেয়ার খুব বেশি ওঠানামা করে তাই আমি খুব সহজে এবং অল্প সময়ে উক্ত ইনকামটি করতে পেরেছি। কিন্তু অন্য কোন পেয়ারে আমি দিনে ৫ ডলার ও ইনকাম করতে পারি না। কারন অন্য পেয়ারগুলি নিউজ টাইম বাদে খুবই কম ওঠানামা করে থাকে তাই বেশি বেশি আয় করতে হলে জিবিপি-ইউএসডি পেয়ারে ট্রেড করতে পারেন।

SHARIFfx
2018-10-20, 08:33 PM
আমার একটি প্রিয় পেয়ার এটি। কারন আমি সব সময়ে এই পেয়ার টিতে ট্রেড করে থাকি আর ভালো প্রফিট করে থাকি। কারন এই পেয়ারে মার্কেট মুভমেন্ট একটু বেশি থাকে আর মার্কেট রিটেস্ক থাকে। তাই আমার ফেন্ডিন ট্রেড বেশির বাগে টিপি তে আসে আবার মাজে মাজে স্টপ লস হিট করে আর সেটার পরিমান রেয়ার। তাই আমি বলতে চাই জি বি পি আর ইউ এস ডি একটি চমৎকার পেয়ার।6524

alamsat
2018-10-20, 08:58 PM
শরীফ ভাই আপনি যেহেতু আপনার প্রিয় পেয়ারের ট্রেডগুলি ছবি আকারে প্রকাশ করেছেন তাই আমি ও আমার কিছু ট্রেড করা ছবি পোষ্ট করলাম। আমি ইউরো ইউএসডি এবং জিবিপি ইউইসডি তে ট্রেড করে থাকি কিন্তু জিবিপি এউএসডি তে ট্রেড করে অনেক বেশি লাভ করতে পারি তার একটি মাত্র কারন এই পেয়ারটি অতি দ্রুত বেশি মুভ করে থাকে। তাই এই পেয়ারে অনেক বেশি লাভ করা যাই। 6525