PDA

View Full Version : ফরেক্স এবং ক্রিকেট খেলা একই...



expkhaled
2018-10-14, 12:32 PM
একজন ভাল মানের ক্রিকেট খেলোয়ার হওয়ার জন্য প্রয়োজন অনেক শারিরিক মানষিক পরিশ্রমের সাথে থাকতে হয় মনোযোগ। এবং ক্রিকেটা খেলা শেখা হয়ে গেল তাতেই কিন্তু শেষ নয় যতদিন খেলোয়ার হিসাবে থাকবে ততদিন অনশীলন সাথে খেলা অর্থাত তাকে সব সময় এই ক্রিকেট নিয়েই থাকতে হয়। আবার খেলার সময় দেখা যায় একজন ভালমানের খেলোয়ার মাঠে নেমেই কিন্তু অনেক বড় বড় রান করার চেষ্টা করেন না তাকে অনেক গুলো বল নষ্ট করে আগে নিজেকে সেট করে নেন তারপর শুরু করেন খেলার আসল অংশ এবং তাতে তিনি বেশ ভাল পরিমানে রান করতে পারেন। এখন ট্রেডিং বিষয়ে বলি ট্রেডিং করতে হলেও এই বিষয় আপনাকে অনেক শারিরিক মানষিক পরিশ্রম এবং মনোযোগের মাধ্যমে ট্রেড শিখতে হবে এবং দীর্ঘ দিন ডেমো প্র্যাকটিস করার মাধ্যমে নিজেকে মার্কেট এর সাথে খাপ খাওয়াতে হবে অর্থাত মার্কেট এর সাইকোলজি ধরতে হবে। তারপর গিয়ে শরু করতে হবে ট্রেডিং এর মূল অংশ। এবং ট্রেডিং শেখা হয়ে গেলে আপনি শুধু ট্রেড করবেন আর আয় করবেন তা নয় কিন্তু আপনাকে সাড়াজীবন চর্চা চালিয়ে যেতে হবে। তাহলে অাপনি ট্রেডিং কেরিয়ারকে ধরে রাখতে পারবেন।

alamsat
2018-10-14, 12:44 PM
ফরেক্স এবং ক্রিকেট খেলা একই বলা চলে। কিন্তু ফরেক্স এ একবার ভাল অভিজ্ঞতা অর্জন করতে পারলে এবং তিন ধরনের এ্যানালিসিস ভাল করে ট্রেড করতে পারলে বেশ ভাল প্রফিট করা যাই। কিন্তু ক্রিকেট খেলাই আপনাকে প্রতিনিয়ত প্রাকটিস করতে হবে। তারপর ফর্ম ভাল থাকলে ভাল খেলা যাই আবার খারাপ হলে তখন চেষ্টা করলেও মোটেও ভাল খেলা যাই না। তেমনি যখন ফরেক্স মার্কেট কিছু কিছু সময় এমনভাবে চলতে থাকে যে ট্রেড করা যাই না। তাই আপনি ফরেক্স এ যতই অভিজ্ঞ হন না কেন। তাই আপনার কথাই ঠিক ফরেক্স আর ক্রিকেট খেলা একই মানের একটি খেলা বা ব্যাবসা।

fardin
2018-10-19, 05:08 PM
ফরেক্স এবং ক্রিকেট খেলা একই বলা চলে। কিন্তু ফরেক্স এ একবার ভাল অভিজ্ঞতা অর্জন করতে পারলে এবং তিন ধরনের এ্যানালিসিস ভাল করে ট্রেড করতে পারলে বেশ ভাল প্রফিট করা যাই