PDA

View Full Version : ফারমার্স ব্যাংক



Montu Zaman
2018-10-21, 03:06 PM
নতুন প্রজন্মের ফারমার্স ব্যাংক ঋণ বিতরণে অনিয়ম, জালিয়াতি ও লুটপাটে অতীতের যে কোনো ব্যাংক কেলেঙ্কারি-অনিয়মকে ছাড়িয়ে গেছে। তবে আসছে বছরে নতুন নামে, নতুন ভাবে যাত্রা শুরু করতে চায় ফারমার্স ব্যাংক। তবে ব্যাংকটির ঋণ বিতরন কার্যক্রম পুনরায় শুরু করতে আরো সাত থেকে আট মাস সময় লাগবে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে মূলধন সংগ্রহের পাশাপাশি কি পরিমান বিনিয়োগ মন্দ ঋণে পরিনত হয়েছে তা যাচাই করতে স্বতন্ত্র্য নিরিক্ষা প্রতিবেদনও তৈরি করা হচ্ছে। যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

DhakaFX
2018-11-19, 06:42 PM
খেলাপি ঋণের পুনঃতফসীলিকরনে লাগাম টানতে চায় সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনে করেন অনবরত ঋণ নিয়মিত করনের এই সুবিধা দেয়ায় ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমান বাড়ছে। রোববার রাজধানীতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের পরিচালকদের এক প্রশিক্ষণে তিনি এসব কথা জানান। বলেন, শুধু সরকারি ব্যাংক নয়, অনৈতিক প্রক্রিয়ায় ঋণ দেয়া হচ্ছে বেসরকারি ব্যাংকগুলোতেও। যা নিয়ন্ত্রন করা কঠিন হয়ে পড়েছে.

SaifulRahman
2019-01-13, 10:53 AM
পদ্মা নামে নতুন যাত্রা শুরু করতে চায় ফারমার্স ব্যাংক। এরইমধ্যে নতুন নাম করণে কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। নতুন যাত্রায় ব্যাংকটি খেলাপী ঋণ আদায় মনোযোগী হতে চায়। ত্রিশ ভাগ কমাতে চায় মন্দ ঋণের পরিমান। ফলে নতুনভাবে এ ব্যাংককে বাঁচাতে ১ হাজার ২১৫ কোটি টাকা মূলধন সহায়তা দিচ্ছে সরকারি চার ব্যাংক ও একটি বিনিয়োগ সংস্থা। এর মধ্যে ৮১৫ কোটি টাকা দেওয়া হয়েছে, আরও ৪০০ কোটি টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া শুরু থেকেই ব্যাংকটিতে এসব প্রতিষ্ঠানের ৫৫০ কোটি টাকা ধার রয়েছে। ২০১৯ সালে ৫০০ কোটি টাকা নতুন আমানত ও ৪০০ কোটি টাকা ঋণ আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।